Last Updated on 3 months by Shaikh Mainul Islam
হাই শিক্ষার্থী বন্ধুরা। কয়েকদিন আগেই তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। ইতিমধ্যে তোমাদের একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। তোমাদেরকে অনলাইনে কলেজে ভর্তির আবেদন করার নিয়ম ২০২৩ অনুযায়ী আবেদন করতে হবে।
আজকের পোষ্টে তোমাদের সাথে একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এছাড়া অনলাইনে কলেজে ভর্তির আবেদন করার নিয়ম শিখবো। এবং আজকের পোষ্টের সর্বশেষে তোমাদের জন্য থাকছে অনেক ভালো একটি খবর।
চলো, তাহলে প্রথমে দেখে নেওয়া যাক একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ এ কি কি বলা হয়েছে। অর্থাৎ কলেজে ভর্তির আবেদন প্রসঙ্গে সকল নির্দেশনা বলি এবং নির্ধারিত তারিখ সমূহ।
একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ এর নির্দেশাবলী
আজ থেকে (৮ ডিসেম্বর ২০২২) শুরু হয়েছে ২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম। একাধারে এই কার্যক্রম চলমান থেকবে ১৫ ডিসেম্বর ২০২২ তারিখ পর্যন্ত। নিচে একাদশ শ্রেণীতে কলেজে ভরতির আবেদন করার নিয়ম এবং নির্ধারিত তারিখ জেনে নেই।একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
আরও পড়ুনঃ ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস । (শর্ট সিলেবাস pdf)
এসএসসি পরীক্ষা ২০২২ এবং এর আগে যারা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন শুধু মাত্র তারা একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য অনলাইনে কলেজে ভর্তির আবেদন করতে হবে।
অনলাইনে আবেদন করার আগে অবশ্যই বিকাশ, নগদ, রকেট এর মাধ্যমে আবেদন ফি ১৫০ টাকা দিতে হবে। এরপর একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত সরকারি ওয়েবসাইট xiclassadmission এ প্রবেশ করে স্টেপ বাই স্টেপ ভর্তি আবেদন ফর্ম পূরণ করতে হবে।
আরও পড়ুনঃ পর্যায় সারণি মনে রাখার কৌশল – ( ছন্দে ছন্দে ১-৩০)
আবেদন ফি প্রদানের পর সিরিয়াল অনুযায়ী নিচের নিয়ম মেনে আবেদন সম্পন্ন করতে হবে। চলুন সম্পূর্ণ প্রক্রিয়া দেখে নেওয়া যাক।
অনলাইনে আবেদন করার আগে রকেট/বিকাশ/নগদ/সোনালী ই- সেবা/ সোনালী ওয়েব পেমেন্ট এর মাধ্যমে অনলাইন আবেদন ফি ১৫০ টাকা প্রদান করতে হবে। এই পোষ্টের শেষ থেকে জেনে নিন কিভাবে অলেজে ভর্তি আবেদন ফি ১৫০ টাকা পেমেন্ট করতে হবে।
অনলাইনে কলেজে ভর্তির আবেদন করার নিয়ম । একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
১) আবেদন ফি ১৫০ টাকা প্রদান করার পর একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত সরকারি ওয়েবসাইট xiclassadmission এ প্রবেশ করতে হবে। (ওয়েবসাইটের লিংক পোষ্টের শেষে দেওয়া আছে)।
২) ওয়েবসাইটের লিংকে প্রবেশের পরে ছক আকারে একটি ফর্ম দেখা যাবে। ফর্মটিতে এসএসসি ও সমমান পরীক্ষার তথ্য (রোল, রেজিস্ট্রিশান, বোর্ড নাম, পাশের সাল) দিতে হবে।
৩) এরপরে নিচে Verification নামে একটি অপশন দেখতে পাবেন। Verification অপশনের পাশে একটি নাম্বার এবং একটি ফাঁকা ঘর দেখতে পাবেন। নাম্বারটি ফাঁকা ঘরে লিখতে হবে। এরপর নিচে একদম শেষে Next অপশনে ক্লিক করতে হবে।
৪) Next বাটনে ক্লিক করার পরে নতুন একটি পেজ ওপেন হবে।পেজটিতে শিক্ষার্থীর মেরিত পজিশন এবং সকল তথ্য দেখা যাবে।
নতুন পেজটিতে শিক্ষার্থীর কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে। পেজটিতে যা যা তথ্য দিতে হবে তা হচ্ছেঃ
ক) শিক্ষার্থীর ব্যক্তিগত মোবাইল নাম্বার।(আবেদন ফি দেওয়ার সময় য নাম্বার দিয়েছে)
খ) অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের নাম্বার। (এনআইডি কার্ড নাম্বার)
গ) মুক্তিযোদ্ধা কোটা আছে কি না।(থাকলে পরবর্তীতে সার্টিফিকেট জমা দিতে হবে)।
৫) এবার পেজটির একদম শেষ দিকে Next বাটনে ক্লিক করতে হবে। Next বাটনে ক্লিক করার সাথে সাথেই কলেজ পছন্দ করার জন্য নতুন একটি পেজ ওপেন হবে। এই পেজে বোর্ড, জেলা, থানা সিলেক্ট করে করে আপনি সর্বনিম্ন ৫ টি কলেজ এবং সর্বোচ্চ ১০ টি কলেজ সিলেক্ট করতে পারবেন। এখান থকে এডুকেশন কোটা প্রযোজ্য থাকলে সেই তথ্য দিতে হবে।
৬) কলেজ সিলেক্ট করার পরে নিচে Preview Application বাটনে ক্লিক করে সকল তথ্য এবং কলেজ নির্বাচন ঠিক আছে কি না তা দেখে নিতে হবে। Preview Application এ ক্লিক করার পর দুইটি অপশন দেখাবে। অপশন দুইটি হচ্ছেঃ
Continue to Edit এবং Submitted Application দেখা যাবে।
৭) Preview Application এ ক্লিক করার পর যদি সকল তথ্য ঠিক থাকে তাহলে Submitted Application এ ক্লিক করে অনলাইনে ভর্তি আবেদন নিশ্চিত করতে হবে।
কিভাবে বুঝবেন অনলাইনে একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে?
যদি কোনও তথ্য পরিবর্তন বা সংশোধন করতে হয় তাহলে Continue to Edit অপশনে ক্লিক করে সংশোধন করে ভর্তি আবেদন নিশ্চিত করতে Submitted Application এ ক্লিক করে আবেদন নিশ্চিত করতে হবে।
উপরের নিয়ম অনুযায়ী সকল ধাপ সম্পন্ন করার পর ভর্তি আবেদন সম্পন্ন হওয়ার পরে একটি ফর্ম দেখাবে।
এটি ই মূলত অনলাইনে একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন সম্পন্ন হয়েছে তার প্রমান।
সেই ফর্মটি প্রিন্ট করে অথবা পিডিএফ আকারে সেভ করে রাখা যাবে।
অনলাইনে ভর্তি আবেদন করতে সরকারি ওয়েবসাইট xiclassadmission এ প্রবেশ করতে এখানে ক্লিক করুন।
শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যেখান থেকেই অনলাইনে ভর্তির আবেদন করো তোমরা পিডিএফ অথবা প্রিন্ট কপিটি সংগ্রহ করবে।
মোবাইল নাকি কম্পিউটার দিয়ে কলেজে ভর্তি আবেদন করতে হয়?
মোবাইল দিয়ে করা যাবে না বিষয়টা এমন না।
তবে মোবাইল দিয়ে কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির অনলাইন আবেদন করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে প্রায় শতভাগ।
অতীতের রেকর্ড তাই ই বলছে।
এর কারণ, ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটটি মূলত কম্পিউটার কিংবা ল্যাপটপ ফ্রেন্ডলি থাকে।
এবং অনেক তথ্য দেওয়ার দরকার হয়।
এজন্য এমন গুরুত্বপূর্ণ একটি বিষয় কম্পিউটারে করার কোনও বিকল্প নেই।
একাদশ শ্রেণীতে কোন কলেজে ভর্তির জন্য কত পয়েন্ট প্রয়োজন ?
সারা দেশে অসংখ্য কলেজ আছে।
শিক্ষার্থীদের বিগত বছরের রেজাল্ট, শিক্ষার মান, শিক্ষক সংখ্যা, ল্যাব ফ্যাসিলিটি ইত্যাদি এর উপর নির্ভর করে একটি কলেজে ভর্তির জন্য শিক্ষার্থীদের রেজাল্টের সীমাবদ্ধতা দিয়ে দেওয়া হয়।
তারই ধারাবাহিকতায় দেশের প্রত্যেকটি কলেজে একাদশ শ্রেণীর ভর্তির জন্য পয়েন্ট নির্ধারণ করে দেওয়া হয়েছে।
দেশের কোন কলেজে ভতির জন্য এসএসসি তে কত পয়েন্ট থাকতে হবে তা প্রকাশ করেছে সকল কলেজ।
সকল কলেজের তথ্য সংগ্রহ করে একাদশ শ্রেণীর ভর্তি সংক্রান্ত সরকারি ওয়েবসাইট xiclassadmission এ প্রকাশ করা হয়েছে।
উপরের লিংকে ক্লিক করে একটি ওয়েবসাইটে নিয়ে যাবে। সেখানে বাম পাশে কলেজ লিস্ট নামে একটি অপশন দেখতে পাবেন।
সেখান থেকে আপনি সারা দেশে সকল কলেজের একাদশ শ্রেণীতে কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে তা দেখে নিতে পারেন।
একাদশ শ্রেণিতে ভর্তিতে কোন কলেজে কতটি সিট রয়েছে?
সদ্য এসএসসি পাশ করা শিক্ষার্থীরা কলেজে ভর্তি হওয়ার সময় অনেক তথ্য জানতে চেয়ে থাকে।
যার মধ্যে বেশিরভাগের কমন কিছু প্রশ্ন হচ্ছে কোন কলেজে সীট কত। কোন কলেজে ভর্তির জন্য কত পয়েন্ট দরকার।
কোন কলেজে কোন বিষয়ের ফলাফল ভালো হয়।
এই সকল কিছুর উত্তর খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে একাদশ শ্রেন্তে ভর্তি সংক্রান্ত সরকারি ওয়েবসাইট http://xiclassadmission.gov.bd/ এ।
এখানে প্রবেশ করে সকল বিষয়ে খুঁটিনাটি জেনে নেওয়া যাবে।
একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ সংক্রান্ত সর্বশেষ
আজকের পোষ্টে আমরা একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ সম্পর্কে বিস্তারিত সব জেনেছি।
জেনেশি একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করার নিয়ম সম্পর্কে বিস্তারিত।
এছাড়াও কোন কলেজে কত সীট আছে তা কিভাবে জানা যাবে তা দেখেছি।
আশা করছি একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ অনলাইনে একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত সকল বিষয়ে স্পষ্ট বুঝতে পেরেছেন।
এর পরেও আরও কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানান। আমরা আপনার কমেন্টের উত্তর দিবো।
আমাদের সকল পোস্ট পড়তে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেবসুক পেজ Dainikkantha এ।