এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম । নাম্বার সহ এইচএসসি রেজাল্ট দেখুন

Last Updated on 4 months by Shaikh Mainul Islam

দীর্ঘ ১২ বছরের সাধনা যা শিক্ষার্থীরা এইচএসসি রেজাল্টের মাধ্যমে পেয়ে থাকেন। এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে নির্ধারিত সময়ে রেজাল্ট প্রকাশ করা হয়। তখন অনলাইন কিংবা মোবাইল এসএমএস থেকে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম জানলে তবেই রেজাল্ট দেখা যায়।

প্রিয় পাঠক,স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম । নাম্বার সহ রেজাল্ট দেখুন” এ।

আজকের পোষ্টে আমরা জানবো, এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম অর্থাৎ, কিভবে এইচএসসি রেজাল্ট দেখা যায় সে  সম্পর্কে বিস্তারিত।

বিঃ দ্রঃ আমাদের মাধ্যমে এইচএসসি রেজাল্ট চেক এবং রেজাল্ট পরবর্তী বোর্ড চ্যালেঞ্জ করতে চাইলে আমাদের Contact Page বা WhatsApp এ নক দিনঃ আমাদের Contact PageWhatsApp: 01752808514

কয়ভাবে এইচএসসি রেজাল্ট দেখা যায়

তিন ভাবে এইচএসসি রেজাল্ট দেখা যায়। এর মধ্যে একটি উপায়ে আপনি অরজিনাল মার্কশীট পাবেন যা আপনার কলেজ থেকে দেওয়া হবে। কিন্তু এটি অনেক সময় সাপেক্ষ ব্যাপার।

তবে রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে আপনি দুই ভাবে এইচএসসি রেজাল্ট দেখতে পারবেন।

আরও পড়ুনঃ এইচএসসি রেজাল্ট কিভাবে দেখব ২০২৩ । hsc result marksheet

যে দুই ভাবে এইচএসসি রেজাল্ট দেখা যায় তা হচ্ছে,

১) মোবাইলের এসএমএস এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট দেখা যায়।

২) অনলাইনের মাধ্যমে এইচএসসি রেজাল্ট দেখা যায়।

এখন আমরা মোবাইল এসএমএস এর মাধ্যমে এবং অনলাইনে মার্কশীট সহ এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম জানবো।

প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের রেজাল্ট দেখার তাড়াহুড়ো থাকবেই। কিন্তু সঠিক নিয়ম না জানলে কিভাবে বের করবেন আপনার এইচএসসি রেজাল্ট?

তাই দুই ভাবেই এইচএসসি রেজাল্ট বের করার নিয়ম জেনে নিন।

মোবাইলে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৩

আপনি আপনার মুঠোফোন থেকে অফলাইনে sms এর মাধ্যমে HSC রেজাল্ট বের করা একদম সহজ।

এজন্য আপনাকে মোবাইল থেকে এসএমএস পাঠাতে হবে।

কিন্তু এইচএসসি রেজাল্ট বের করার জন্য কোন নাম্বারে সেন্ড করবেন এসএমএস? কি লিখে এসএমএস করবেন?

আরও পড়ুন: বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৩ । এসএসসি খাতা পুন নিরীক্ষণ ২০২৩

জেনে নেওয়া যাক এই নিয়ে বিস্তারিত সকল তথ্য।

এইচএসসি রেজাল্ট দেখার অন্যতম একটি উপায় হচ্ছে মোবাইল এসএমএস পদ্ধতি বা sms system.

আপনি যেহেতু এইচএসসি পরীক্ষার রেজাল্ট বের করবেন সেহেতু মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন HSC.

এরপর স্পেস দিয়ে ইংরেজি বড় হাতের অক্ষরে আপনার বোর্ডের নামের প্রথম তিন অক্ষর  লিখবেন।

এরপর স্পেস দিয়ে আপনার বোর্ড পরীক্ষার রোল নাম্বার লিখবেন। এরপর স্পেস দিয়ে আপনার পরীক্ষার সাল লিখবেন। 

মেসেজটি লেখা শেষ হয়েছে।এবার এই মেসেজটি 16222 এই নাম্বারে পাঠিয়ে দিবেন।

এরপর কিছু মুহূর্ত অপেক্ষা করবেন। কিছু সময়ের মধ্যেই একটি ফিরতি মেসেজে আপনার রেজাল্ট জানিয়ে দিবে কর্তৃপক্ষ।

আপনি কত পয়েন্ট পেয়েছেন কোন বিষয়ে কোন গ্রেড পেয়েছেন তার সব উল্লেখ করে একটি মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে কর্তৃপক্ষ।

নিচে একটি উধারণ স্বরূপ মেসেজটি লিখে দিচ্ছি। এটি দেখলে আরও সহজ ভাবেই বুঝতে পারবেন।

আপনার মেসেজের বডিও এমন হবে। শুধু তথ্যগুলো আপনার হবে।

HSC <space> Board এর first 3 capital letter <space> Your HSC Roll <space> 2023(your exam year)

= (HSC RAJ 999999 2023)

উপরে ব্রাকেটের মধ্যের লেখাটির মতো একটি মেসেজ লিখবেন। 999999 এর জায়গায় রোল নাম্বার লিখতে হবে। এরপর সেন্ড করবেন 16222 এই নাম্বারে।

এতক্ষণে মোবাইল এসএসএস এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট কিভাবে দেখে তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন।

রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে প্রচুর শিক্ষার্থী একই সময়ে চেষ্টা করার জন্য সাময়িক বিলম্ব হতে পারে।

তবে মোবাইল এসএমএস পদ্ধতিতে রেজাল্ট দেখতে সাধারণত বিলম্ব হয় না।

অনলাইনে এক সাথে অনেক বেশি স্টুডেন্ট প্রবেশ করায় সার্ভার যখন ডাউন থাকে তখন মোবাইল এসএমএস ই এইচএসসি রেজাল্ট দেখার একমাত্র ভরসা। তাই এটি খুব জনপ্রিয় একটি মাধ্যম।

অনলাইনে এইচএসসি ফলাফল দেখার নিয়ম ২০২৩

স্মার্ট ফোন কিংবা স্মার্ট ডিভাইস থাকলেই এইচএসসি রেজাল্ট দেখা একদম সহজ। তবে কিভাবে মার্কশীট সহ বের করবেন আপনার এইচএসসি রেজাল্ট তা জেনে নিন এই পোস্ট থেকে।

কয়েকটি ধাপে অনলাইন থেকে একটি ওয়েবসাইট ব্যবহার করে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম অনুযায়ী এইচএসসি পরীক্ষার রেজাল্ট বের করতে পারবেন।

আরও পড়ুনঃ এইচএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম

শুধু তাই ই নয় এখান থেকে যেকোনো পাবলিক পরীক্ষার রেজাল্ট বের করা যায় একই নিয়মে।

ওয়েবসাইটটিতে সকল পাবলিক পরীক্ষার ফলাফল আপলোড করা হয় শিক্ষা বোর্ডগুলো থেকে। সেখান থেকে নির্দিষ্ট তথ্য দিয়ে যেকেউ যেকোনো সময়ে সকল পাবলিক পরীক্ষার রেজাল্ট বের করতে পারেন।

এখন অনলাইনে এইচএসসি রেজাল্ট বের করার ধাপ সমূহ দেখে নেওয়া যাক।

অনলাইনে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম । HSC Result 2023 ALL BOARD

১) গুগলে গিয়ে educationboardresults নামের একটি ওয়েবসাইটে যেতে হবে।

ওয়েবসাইটটিতে প্রবেশের পর নিচের ছবির মতো একটি পেজ ভিউ দেখতে পাবেন।

(educationboardresults ওয়েবসাইটের লিংক পোষ্টের এই অংশের শেষে দেওয়া আছে)।

এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম
এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম

২) ওয়েবসাইটে গিয়ে কয়েকটি তথ্য দেওয়ার এবং অটোমেটিক সিলেক্ট করার অপশন দেওয়া থাকবে।

৩) উপরের পেজ ভিউতে Examination অপশনে HSC/ Alim থাক বা না থাক আপনি HSC/Alim লেখার উপর ক্লিক করে HSC/Alim সিলেক্ট করবেন।

৪) দ্বিতীয় অপশনে Year নামের একটি অপশন আছে। Year এর ডান পাশে ক্লিক করে আপনার পরীক্ষা দেওয়ার সাল সিলেক্ট কবেন।

আপনি ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থী হলে ২০২৩ সিলেক্ট করে দিবেন।

৫) Board এর অপশনে লেখা Select One এর উপর ক্লিক করলে সকল বোর্ডের নাম দেখতে পাবেন। সেখান থেকে আপনার বোর্ডের নামটি সিলেক্ট করবেন।

৬) এরপর Roll এর অপশনের ফাঁকা জায়গায় আপনার এইচএসসি পরীক্ষার রোল নাম্বার লিখে দিবেন।

আপনার রোল নাম্বার অবশ্যই ইংরেজিতে লিখবেন। রোল লেখার সময়ে খেয়াল রাখবেন ভুল না হয়।

৭) এরপর Reg: No অপশনের ফাঁকা জায়গায় আপনার এইচএসসি পরীক্ষার সময় রেজিস্ট্রেশন/ এডমিট কার্ডে থাকা রেজিস্ট্রেশন নাম্বার বসাবেন।

৮) এরপরে নিচে যেকোনো দুইটি সংখ্যার যোগ/ বিয়োগ/ গুন/ ভাগ করে উত্তর লেখার একটি বক্স দেওয়া থাকবে।

যা বলবে সেটি করলে যে উত্তর হয় সেই উত্তরটি ফাঁকা স্থানে ইংরেজিতে লিখে দিবেন। এটি মূলত আপনি মানুষ তা প্রমান করতে লিখতে হবে।

বেশ, আপনার কাজ শেষ হয়ে গেছে। এবার নিচে একটি Submit নামে বাটন দেখতে পাবেন।

Submit বাটনে ক্লিক করলেই মুহূর্তের মধ্যে আপনাকে আপনার কাঙ্ক্ষিত ফলাফলটি দেখাবে।

মার্কশীট সহ আপনি আপনার সকল বিষয়ের গ্রেড পয়েন্ট ও দেখতে পারবেন খুব সহজে।

অনলাইনের মাধ্যমে এভাবে আপনি আপনার এইচএসসি রেজাল্ট চেক করতে পারবেন আপনার ব্যাচের এইচএসসি রেজাল্ট প্রকাশ করার পর থেকে।

অনলাইনে এইচএসএস রেজাল্ট দেখার নিয়ম অনুযায়ী এইভাবেই আপনি আপনার এইচএসসি রেজাল্ট দেখতে পারবেন।

এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম অনুযায়ী Education Board Results এই ওয়েবসাইটে যেতে হবে।

এইচএসসি রেজাল্ট দেখা নিয়ে FAQS

এসএমএস এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট চেক করার উপায় কি?

এসএমএস এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট চেক করার জন্য আপনার মোবাইলের এসএমএস অপশনে গিয়ে নিচে উল্লেখিত নিয়ম অনুযায়ী মেসেজ করে সেন্ড করুন ১৬২২২ নাম্বারে।

HSC <space> Board এর first 3 capital letter <space> Your HSC Roll <space> 2023(your exam year)

২০২৩ সালের এইচএসসি রেজাল্ট কবে প্রকাশিত হবে?

এখন পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী ২৬ শে নভেম্বর ২০২৩ তারিখে ২০২৩ সালের অর্থাৎ ২০২৩ ব্যাচের এইচএসসি রেজাল্ট প্রকাশিত হবে।

how to check hsc result by sms ?

To check HSC result through SMS, go to the SMS option of your mobile and send a message to 16222 according to the rules mentioned below.
HSC <space> Board এর first 3 capital letter <space> Your HSC Roll <space> 2023(your exam year)

HSC ফলাফল দেখা নিয়ে সর্বশেষ কিছু কথা

আজকের পোস্ট থেকে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে জেনেছি। জেনেছি এইচএসসি ফলাফলের marksheet দেখার উপায় সম্পর্কে।

আশা করছি এরপরে এইচএসসি রেজাল্ট দেখা নিয়ে আর কোনো সমস্যা হবে না। সকল এইচএসসি পরীক্ষার্থীর জন্য শুভকামনা।

এইচএসসি এবং শিক্ষামূলক বিষয়ে আমাদের অন্যান্য পোস্ট পড়তে Education Category ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে Dainik kantha ভিজিট করুন। চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।

9 thoughts on “এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম । নাম্বার সহ এইচএসসি রেজাল্ট দেখুন”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.