ইউরোপের সেনজেন দেশের তালিকা । ইউরোপের ২৭ টি দেশের নাম

Last Updated on 10 months by Shaikh Mainul Islam

এই মুহূর্তে ইউরোপ মহাদেশে মোট দেশের সংখ্যা ৫০ টি। তবে বেশিরভাগ মানুষ ইউরোপের সেনজেন দেশের তালিকা বা ইউরোপের ২৭ টি দেশের নাম জানতে চান।

প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোষ্ট “ইউরোপের ২৭ টি দেশের নাম । ইউরোপের সেনজেন দেশের তালিকা” এ।

আজকের পোষ্টে আমরা ইউরোপ মহাদেশ সম্পর্কে, সেনজেন এবং নন সেনজেন ভুক্ত দেশ কি, ইউরোপের সেনজেন দেশের তালিকা তথা ইউরোপের ২৭ টি দেশের নাম এবং ইউরোপের ভিসা সম্পর্কে বিস্তারিত জানবো।

ইউরোপ মহাদেশের পরিচিতি

সারা পৃথিবীকে মোট সাতটি মহাদেশে ভাগ করা হয়েছে। এর মধ্যে ইউরোপ মহাদেশ অন্যতম একটি। ইউরোপ মহাদেশে মোট ৫০ টি দেশ অন্তর্ভুক্ত।

এর মধ্যে আন্তর্জাতিক ভাবে ৪৬ টি দেশ পূর্ণ স্বাধীন এবং অর্ধ স্বাধীন দেশ বা নিজস্ব ভাবে স্বীকৃত দেশের সংখ্যা ৬ টি।

ইউরোপ মহাদেশের আয়তন ১,০১,৮০,০০০ বর্গকিলোমিটার। আয়তনের দিক থেকে সাতটি মহাদেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে ইউরোপ মহাদেশের অবস্থান।

জনসংখ্যার দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা ইউরোপ মহাদেশের মোট জনসংখ্যা ৭৪৭ মিলিয়নের বেশি (২০২৮ সালের জরিপ এর তথ্য অনুযায়ী)।

সেনজেন ভুক্ত দেশ কি

ইউরোপ মহাদেশের ২৭ টি দেশের ভিসা নীতি বা ভিসা আইন একই। এই ২৭ টি দেশ সম্মিলিত ভাবে একটি ভিসা তৈরি করে থাকে।

অর্থাৎ, কারোর যদি ইউরোপের একটি সেনজেন ভিসা থাকে তাহলে সেই ব্যক্তি ওই এক ভিসা দিয়ে ইউরোপের ২৭ টি দেশে নির্দ্বিধায় যাতায়াত করতে পারবেন।

ইউরোপের এই ভিসা নিয়মকে আমরা সেনজেন ভিসা আইন বা সেনজেন ভিসা বলে থাকি। আর এই সেনজেন ভিসার আওতাভুক্ত দেশ সমুহকে সেঞ্জেন ভুক্ত দেশ বলা হয়।

আরও পড়ুনঃ ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ কয়টি ও কি কি?

বর্তমানে ইউরোপ মহাদেশের সেনজেন দেশের সংখ্যা ২৭ টি। সর্বশেষ ১ লা জানুয়ারি ২০২৩ সালে ক্রোয়েশিয়া সেনজেন দেশের অন্তর্ভুক্ত হয়।

সহজেই শেনজেন ভুক্ত দেশের ভিসা পাওয়া,খরচ কম হওয়ায় এবং এক ভিসায় ২৭ টি দেশে যাওয়ার সুযোগ থাকায় এই ইউরোপের ২৭ টি দেশের নাম বেশি জানতে চান।

নন সেনজেন ভুক্ত দেশ কি

সেনজেন ভুক্ত দেশের ঠিক বিপরিত হচ্ছে নন সেনজেন ভুক্ত দেশ। ইউরোপ মহাদেশের মোট ৫০ টি দেশের ২৭ টি দেশ সেনজেন অন্তর্ভুক্ত। এবং বাকি ২৩ টি দেশ নন সেনজেন ভুক্ত দেশ হিসেবে পরিচিত।

ইউরোপের নন সেনজেন দেশ হিসেবে যে ২৩ টি দেশ আছে এর প্রত্তেক্তি দেশে প্রবেশ করতে কোনো ব্যক্তির আলাদা আলাদা ভিসা ব্যবহার করতে হবে।

অর্থাৎ, ইউরোপ এর নন সেনজেন ২৩ টি দেশ একে অপরের ভিসা আইন বা ভিসা নিয়মকে সমর্থন করে না বা যথেষ্ট মনে করে না।

নিচে উল্লেখিত সেনজেন ভুক্ত ২৭ দেশ ব্যতিত বাকি ২৩ টি দেশ ইউরোপ মহাদেশের নন সেনজেন দেশ হিসেবে পরিচিত।

ইউরোপের সেনজেন দেশের তালিকা

প্রিয় পাঠক, নিচে ইউরোপরের ২৭ টি দেশের নাম অর্থাৎ ইউরোপের সেনজেন দেশের তালিকা থেকে দেশের নাম এবং রাজধানীর নাম জেনে নেওয়া যাকঃ

  1. দেশঃ চেক প্রজাতন্ত্র। রাজধানীঃ প্রাগুয়ে।
  2. দেশঃ ডেনমার্ক। রাজধানীঃ কোপেনহেগেন।
  3. দেশঃ এস্তোনিয়া। রাজধানিঃ তালিন।
  4. দেশঃ ফিনল্যান্ড। রাজধানীঃ হেলসিঙ্কি।
  5. দেশঃ ফ্রান্স। রাজধানীঃ প্যারিস।
  6. দেশঃ অস্ট্রিয়া। রাজধানীঃ ভিয়েনা।
  7. দেশঃ বেলজিয়াম। রাজধানীঃ ব্রাসেলস।
  8. দেশঃ জার্মানি। রাজধানীঃ বার্লিন।
  9. দেশঃ গ্রীস। রাজধানীঃ এথেন্স।
  10. দেশঃ হাঙ্গেরি। রাজধানীঃ বুদাপেস্ট। 
  11. দেশ লিচেনস্টেইন। রাজধানীঃ ভাদুজ।
  12. দেশঃ লিথুয়ানিয়া। রাজধানীঃ ভিলনিয়াস।
  13. দেশঃ লাক্সেমবার্গ। রাজধানীঃ লুক্সেমবার্গ।
  14. দেশঃ মাল্টা। রাজধানীঃ ভ্যালেটা।
  15. দেশঃ আইসল্যান্ড। রাজধানীঃ রেইকজাভিক।
  16. দেশঃ ইতালি। রাজধানীঃ রোম।
  17. দেশঃ লাটভিয়া। রাজধানীঃ রিগা।
  18. দেশঃ নেদারল্যান্ডস। রাজধানীঃ আমস্টারডাম।
  19. দেশঃ নরওয়ে। রাজধানীঃ অসলো।
  20. দেশঃ স্লোভাকিয়া। রাজধানীঃ ব্রাতিস্লাভা।
  21. দেশঃ স্লোভেনিয়া । রাজধানীঃ লুব্লজানা।
  22. দেশঃ পোল্যান্ড। রাজধানীঃ ওয়ারশ।
  23. দেশঃ পর্তুগাল। রাজধানীঃ লিসবন।
  24. দেশঃ স্পেন। রাজধানীঃ মাদ্রিদ।
  25. দেশঃ সুইডেন। রাজধানীঃ স্টকহোম।
  26. দেশঃ সুইজারল্যান্ড। রাজধানীঃ বার্ন শহর।
  27. দেশঃ ক্রোয়েশিয়া। রাজধানীঃ জাগ্রেব।

এই দেশগুলো ইউরোপ মহাদেশের ৫০ টি দেশের মধ্যে ২৭ টি দেশ যা শেনজেন দেশের অন্তর্গত। অর্থাৎ ইউরোপের ২৭ টি দেশের নাম বা ইউরোপের সেনজেন দেশের তালিকা এটাই।

ইউরোপের দেশ সম্পর্কিত FAQS

ইউরোপে মোট কয়তি দেশ আছে?

ইউরোপ মহাদেশে মোট ৫০ টি দেশ আছে। এর মধ্যে ৪৬ টি দেশ আন্তর্জাতিক ভাবে স্বীকৃত স্বাধীন। অন্য ৬ টি দেশ অর্ধেক বা নিজ ঘোষিত স্বাধীন দেশ হিসেবে স্বীকৃত।

আয়তনের দিক থেকে ইউরোপ মহাদেশ কত তম?

আয়তনের দিক থেকে সাতটি মহাদেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে ইউরোপের অবস্থান। ইউরোপ মহাদেশের মহাদেশের আয়তন ১,০১,৮০,০০০ বর্গকিলোমিটার।

ইউরোপের ২৭ দেশের জনপ্রিয়তার কারণ কি?

ইউরোপ মহাদেশের ২৭ টি দেশ একই ভিসার অন্তর্গত। অর্থাৎ, একটি ভিসা করলে সেনজেন ভুক্ত ২৭ টি দেশে যাওয়া যাবে।

সহজেই শেনজেন ভুক্ত দেশের ভিসা পাওয়া,খরচ কম হওয়ায় এবং এক ভিসায় ২৭ টি দেশে যাওয়ার সুযোগ থাকায় এই ইউরোপের ২৭ টি দেশের বা সেনজেন দেশের জনপ্রিয়তা অনেক বেশি।

ইউরোপের সেনজেন ভুক্ত দেশের তালিকায় কয়টি দেশ আছে?

ইউরোপ মহাদেশের সেনজেন ভুক্ত দেশের তালিকায় বর্তমানে ২৭ টি দেশ আছে।

ইউরোপ মহাদেশের সেনজেন নাকি নন সেনজেন কন দেশগুলোতে যাওয়া সহজ?

নিশ্চয়ই সেনজেন ভুক্ত দেশে যাওয়া সহজ। এতে একটি ভিসায় ২৭ টি দেশে যাওয়া যায়। একই সাথে খরচ অনেক কম হয়।

ইউরোপের সেনজেন দেশের তালিকা নিয়ে সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোস্ট থেকে আমরা “ইউরোপের সেনজেন দেশের তালিকা । ইউরোপের ২৭ টি দেশের নাম” সম্পর্কে বিস্তারিত জেনেছি।

আশা করছি আজকের পোস্ট থেকে ইউরোপ মহাদেশের সকল দেশ সম্পর্কে বিস্তারিত আরও অনেক কিছু জানতে পেরেছেন।

ইউরোপ মহাদেশ সহ অন্যান্য সকল মহাদেশ কিংবা আন্তর্জাতিক সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোষ্ট পড়তে International Category ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল পোষ্ট পড়তে Dainik kantha ভিজিট করুন। নিয়মিত আমাদের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন Dainikkantha এ।

2 thoughts on “ইউরোপের সেনজেন দেশের তালিকা । ইউরোপের ২৭ টি দেশের নাম”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.