Last Updated on 7 months by Shaikh Mainul Islam
প্রিয় এইচএসসি পরীক্ষার্থী ২০২৩ এর শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমাদের পরীক্ষার প্রিপারেশন ভালোই চলছে। তোমরা ইতিমধ্যে জানো যে, করোনা মহামারীর কারণে এইচএসসি ২০২১, ২০২২ এবং ২০২৩ ব্যাচের এইচএসসি বোর্ড পরীক্ষা হবে শর্ট সিলেবাসে।আর ইতিমধ্যে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে।
আজকে আমরা শর্ট সিলেবাস দেখবো। যেখানে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার সকল বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাসের pdf লিংক দেওয়া থাকবে।
লিংকে ক্লিক করে সকল বিষয়ের সিলেবাস দেখা যাবে। এবং ডাউনলোড করে প্রিন্ট করা কিংবা লিখে রাখা যাবে।
এইচএসসি পরীক্ষার শর্ট সিলেবাস ২০২৩
করোনা মহামারীর কারণে ২০২১ সালেরে এইচএসসি পরীক্ষার সিলেবাস শর্ট করা হয়। এরপর ২০২২ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস ও শর্ট করে বোর্ড পরীক্ষা নেওয়া হয়।
এর কারণ করোনা মহামারীর কারণে এই ব্যাচের শিক্ষার্থীরা পর্যাপ্ত ক্লাসে বসে শিক্ষাগ্রহণের সুবিধা পায়নি।
অন্যদিকে ব্যাচগুলো নির্দিষ্ট সময়ের থেকে অনেক বেশি সময় ব্যয় হচ্ছিলো। এর কারণে শিক্কা মন্ত্রণালয়ের সিদ্ধান অনুযায়ী ২০২১, ২০২২ এর বোর্ড পরীক্ষার সিলেবাস শর্ট করা হয়।
অন্যদিকে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীরা ক্লাস পেয়েছে তবে তাদের জন্য তা যথেষ্ট না।
তাই তুলনামূলক কম কমিয়ে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সিলেবাস শর্ট করে প্রকাশ করে হয়েছে।
নিচের চার্ট থেকে (এইচএসসি সিলেবাস ২০২৩ এর সকল বিষয়ের শর্ট সিলেবাস) দেখে নাও।
প্রিয় শিক্ষার্থী, চার্টে তোমাদের সুবিধার্থে সকল সাবজেক্ট এর শর্ট সিলেবাসের লিংক একত্রে এবং প্রত্যেক সাবজেক্টের শর্ট সিলেবাসের লিংক আলাদা আলাদা দেওয়া হচ্ছে।
আরও পড়ুনঃ পর্যায় সারণি মনে রাখার কৌশল – ( ছন্দে ছন্দে ১-৩০)
তাহলে আর দেরি না করে এইচএসসি সিলেবাস ২০২৩ এর সকল বিষয়ের শর্ট সিলেবাস একত্রে এবং আলাদাভাবে দেখে নেওয়া যাক।
২০২৩ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস pdf download
প্রিয় শিক্ষার্থী, তোমার যে বিষয়ের সিলেবাস এর পিডিএফ দরকার সেই সাবজেক্টের ডান পাশে PDF Download লেখার উপরে ক্লিক করলে তুমি তোমার সেই সাবজেক্টের শর্ট সিলেবাস পেয়ে যাবে।
এছাড়া সকল সাবজেক্টের লিংক একত্রে পেতে পোস্টটির একদম শেষের দিকে দেখো। সেখানে এনসিটিবি কর্তৃক আরও কিছু নির্দেশনা দেওয়া পিডিএফ পাবে।
শিক্ষার্থী বন্ধুরা, নিচে সকল গ্রুপের সকল সাবজেক্টের শর্ট সিলেবাস এই লিংকে প্রবেশ করে তোমার সাবজেক্টের শর্ট সিলেবসের পিডিএফ দেখে নাও।
প্রিয় এইচএসসি ২০২৩ ব্যাচঃ দেশ সেরা ১০ মিনিট স্কুলের এইচএসসি ক্রাশ কোর্সটি করে চিন্তাহীন পরীক্ষা দাও। ভালো ফলাফল সু নিশ্চিত। কোর্সটি সম্পর্কে বিস্তারিত দেখতে এবং কিনতে এখানে ক্লিক কর।
শর্ট সিলেবাস সংক্রান্ত বোর্ডের নোটিশ
প্রিয় শিক্ষার্থী, এই সিলেবাসের সাথে বোর্ড থেকে একটি নোটিশ নিয়েছে।
বোর্ড থেকে সিলেবাস সংক্রান্ত নির্দেশনা | PDF Download |
২০২৩ এইচএসসি এর শর্ট সিলেবাস সংক্রান্ত পোষ্টের সর্বশেষ
আজকের পোষ্টে আমরা ২০২৩ এইচএসসি এর সকল সাবজেক্টের পিডিএফ লিংক পেয়েছি।
এছাড়াও আমরা জেনেছি ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার জন্য শর্ট সিলেবাস প্রসঙ্গে বোর্ড থেকে নির্দেশনা এর পিডিএফ ফাইল।
আশা করছি এই পোস্টটির মাধ্যমে এইচএসসি পরীক্ষার্থী ২০২৩ এর সকল শিক্ষার্থীরা তোমাদের শর্ট সিলেবাসের সকল সাবজেক্টের লিংক পেয়ে যাবে।
আমাদের সকল পোস্ট নিয়মিত পড়তে আমাদের ওয়েবসাইট ভিজিট করো। এছাড়াও চোখ রাখো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।
2 thoughts on “২০২৩ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস । (শর্ট সিলেবাস pdf)”