Last Updated on 11 months by Shaikh Mainul Islam
প্রত্যেক বছরের শুরুতে আমরা একে অন্যকে নতুন বছরের শুভেচ্ছা মেসেজ দিয়ে থাকি। তাই, অনেক সময় হ্যাপি নিউ ইয়ার নিয়ে কিছু কথা আমাদের জানা থাকতে হয়।
প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “হ্যাপি নিউ ইয়ার নিয়ে কিছু কথা । নতুন বছরের শুভেচ্ছা । wishing happy new year sms” এ।
আজকের পোষ্টে আমরা জানবো, হ্যাপি নিউ ইয়ার নিয়ে কিছু কথা, পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর উপায় এবং মেসেজ সহ happy new year bangla এসএমএস সম্পর্কিত বেশ কিছু ইউনিক নতুন বছরের বার্তা দেখব।
হ্যাপি নিউ ইয়ার কি । কিভাবে নিউ ইয়ারকে স্বাগত জানাতে হবে
সময়ের সাথে সাথে শেষ হয়ে যায় একেকটি বছর। সফলতা ব্যর্থতা সব মিলিয়ে আমরা একেকটি বছরের দ্বার প্রান্তে এসে পরি।
আমরা পূর্ণতা কিংবা অপূর্ণতা সব মিলিয়ে আরও একটি বছর শেষ করে নতুন বছরকে গ্রহণ করি আমরা।
পুরনো বছরের সকল কষ্ট ভুলে না পাওয়ার আক্ষেপকে মন থেকে সরিয়ে রেখে শুধু পূর্ণতাকে প্রাধান্য দিয়ে হাসি মুখে নতুন বছরকে বেঁছে নিতে চেষ্টা করি।
মূলত একটি বছর শেষ হয়ে নতুন একটি বছর শুরু হয়। এই সময়কে সবাই নতুন বছরকে স্বাগত জানাই।
আর পড়ুনঃ ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা বার্তা
নতুন বছর যেন শুধু আনন্দের হয় তাই হ্যাপি নিউ ইয়ার বলে আনন্দ করে এবং একজন অন্যজনকে শুভেচ্ছা জানাই।
হ্যাপি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ সুখী, খুশী ইত্যাদিকে বোঝায়।
কিন্তু প্রকৃত অর্থে আমাদের জীবন থেকে একটি বছর চলে যাওয়া আনন্দের নয়।
বরং বাস্তবতা মেনে নিয়ে পুরনো বছরে কি কি ভুল ছিল সেগুলো নোট করে নতুন বছরে সেই অনুযায়ী চলা।
তবেই না আমাদের দ্বারা সঠিক হ্যাপি নিউ ইয়ার উদযাপন করা হবে।
এছাড়া নিজ নিজ ধর্ম অনুযায়ী হ্যাপি নিউ ইয়ারকে বরণ স্বরূপ মুসলিমরা দুই রাকাত নামাজ পরে আল্লাহ্র কাছে ক্ষমা চেয়ে নতুন বছরে সকল ভুল পথ থেকে নিজেকে রেহাই চেয়ে নতুন পথে চলতে সাহায্য চেতে পারেন।
এছাড়া অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের ধর্ম অনুযায়ী নতুন বছরকে উদযাপন করে পারেন।
হ্যাপি নিউ ইয়ার আনন্দের নাকি কষ্টের
এমন প্রশ্নের উত্তর একেকজনের কাছে একেক রকম। কেউ মনে করেন নতুন বছর আনন্দের।
আবার কেউ মনে করেন হ্যাপি নিউ ইয়ার অনেক কষ্টের। এর অবশ্য যথেষ্ট যুক্তিও দিয়ে থাকেন সকলে।
যাদের কাছে হ্যাপি নিউ ইয়ার মানে আনন্দ তাদের ধারণা, নতুন বছর পুরনো বছরের থেকেও আরও শান্তিপূর্ণ হবে। হবে আনন্দময়।
পুরনো বছরের ব্যর্থতা মুছতে নতুন বছরের সাফল্য কাজ করবে সবসময়।
আরও পড়ুনঃ নতুন বছরের শুভেচ্ছা বাণী
অন্যদিকে যাদের মনে হয় যে হ্যাপি নিউ ইয়ার কষ্টের, তাদের ধারণা, নতুন বছর মানে একটি বছরকে হারিয়ে ফেলা।
যেই দিন যায় সেই দিন আর কখনো ফিরে আসে না। নতুন বছর মানে আমাদের জীবন থেকে আরও একটি বছর চলে যাওয়া।
প্রকৃত পক্ষে হ্যাপি নিউ ইয়ার মানে আমাদের জীবন থেকে একটি বছর চলে যাওয়া এবং জীবনে থেকে আরও একটি বছর হারানো।
হ্যাপি নিউ ইয়ার মেসেজ
আমরা নতুন বছর উপলক্ষে বন্ধু বান্ধব, পরিবারের সদস্য, শিক্ষকদের সহ ছোট বড় এবং সমবয়সী অনেককেই happy new year sms দিয়ে থাকি অথবা হ্যাপি নিউ ইয়ার উইশ করে থাকি।
হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে মেসেজ কিংবা উইশ অর্থাৎ শুভেচ্ছা বার্তার মাধ্যমে করে থাকি।
সেটি সাধারণত মেসেজেই বেশি বলে থাকি। কখনো বা মোবাইলে কিংবা মুখোমুখি।
আরও পড়ুনঃ নতুন বছরের ইসলামিক স্ট্যাটাস । নতুন বছরের ইসলামিক শুভেচ্ছা
অনেকে আবার হ্যাপি নিউ ইয়ার ছন্দ আকারে বলে থাকে। কেউবা আবার হ্যাপি নিউ ইয়ার স্ট্যাটাস দিয়ে সব বন্ধুদের শুভেচ্ছা জানায়।
চলুন, এখন আমরা এমন কিছু ইউনিক হ্যাপি নিউ ইয়ার এর শুভেচ্ছা বার্তা কিংবা হ্যাপি নিউ ইয়ার এসএমএস দেখবো।
হ্যাপি নিউ ইয়ার এসএমএস । হ্যাপি নিউ ইয়ার ও কিছু কথা
নিচের ক্যাপশনগুলো কপি করে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে কিংবা ফেসবুকে সব বন্ধুদের উদ্দেশ্যে পোস্ট করতে পারেন।
তবে আপনি যদি আপনার থেকে সিনিয়রদের হ্যাপি নিউ ইয়ার মেসেজ দেন তাহলে অবশ্যই ভাষা এবং বাক্য সংযত রাখবেন।
ব্যক্তির সম্মান ব্যহত না হয় সেই দিকে খেয়াল রাখবেন।
এছাড়াও নিচের মেসেজগুলো হুবহু না দিয়ে আপনার মনের মতো এডিট করে নিতে পারেন।
তবে খেয়াল রাখবেন শুভেচ্ছা বার্তা যেন কোনোভাবেই অশ্লীল ভাষায় না হয়।
আরও পড়ুনঃ নতুন বছরের শুভেচ্ছা মেসেজ । হ্যাপি নিউ ইয়ার
০১) প্রতিটি দিন হোক ভালো কিংবা খারাপ, কেটে যায় ঠিকই, তবে কষ্ট রেখে কি লাভ শুনি? নতুন বছরে নিও ভালোবাসা, পূর্ণ হোক তোমার মনের সকল ভালোবাসা। – হ্যাপি নিউ ইয়ার এর শুভেচ্ছা।
০২) আর মাত্র কিছুক্ষণ বাকি, নতুন বছর দিচ্ছে উঁকি। পুরনো বছর যাও ভুলে, নতুন বছর নাও ঘরে তুলে। – হ্যাপি নিউ ইয়ার সবাইকে।
আরও পড়ুনঃ হারিয়ে ফেলছেন না-তো আপনার ভালোবাসাকে
০৩) পুরনো রেখে এলো নতুন। জীবন হোক আরও সবুজ। ভালোবাসা আর ভরসা বাড়ুক, জীবন সবার সুখের হউক। – হ্যাপি নিউ ইয়ার এর শুভেচ্ছা।
০৪) স্বপ্ন সাজাও সঠিক পথে, জীবন ভাসাও কষ্টের সাথে। ছুটে চলো স্রোতের বেগে, আশা রাখো আকাশ ছুবে। – শুভ নববর্ষ, নতুন বছরের শুভেচ্ছা।
০৫) জীবনকে করো সুন্দর। মনকে করো ফ্রেশ। রিদয় রাখো নরম আরও টাইমকে করো ইউজ। ভালবাসাকে করো সম্মান। সত্যকে করো লালন। happy new year 2023
হ্যাপি নিউ ইয়ার নিয়ে আরও কিছু বিষয়
আপনাকে বলছি, হ্যাপি নিউ ইয়ার নিয়ে কিছু কথা বলা হলেও একটি কথা বলা হয়নি যে,
আপনি এভাবে কপি পেস্ট না করে নিজেই লিখতে পারেন সুন্দর সুন্দর হ্যাপি নিউ ইয়ার সম্পর্কে নানান ক্যাপশন।
আরও পড়ুনঃ হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা । নতুন বছরের শুভেচ্ছা 2023
আপনি ঠাণ্ডা মাথায় একটু ভাবলেই আপনি যার বা যাদের উদ্দেশ্য নিয়ে লিখবেন আপনার জীবনে তার স্থান নিয়ে মাথায় আনলেই আপনি লিখতে পারবেন সেরা ইউনিক হ্যাপি নিউ ইয়ার সম্পর্কে যেকোনো শুভেচ্ছা বার্তা।
নতুন বছরের শুভেচ্ছা বার্তা নিয়ে সর্বশেষ
প্রিয় পাঠক, Dainik Kantha এর এই পোস্ট থেকে আজকে আমরা “হ্যাপি নিউ ইয়ার নিয়ে কিছু কথা । নতুন বছরের শুভেচ্ছা । wishing happy new year sms” জানতে পেরেছি।
আশা করছি “হ্যাপি নিউ ইয়ার নিয়ে কিছু কথা” সম্পূর্ণ পোষ্টটি পড়ার পড়ে হ্যাপি নিউ ইয়ার নিয়ে কিছু জরুরি কথা এবং মেসেজ সম্পর্কে জানতে পেরেছেন।
এরপরেও এই বিষয়ে আরও কিছু জানার থাকলে আমাদের Bangla Blog category ভিজিট করুন।
নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে Dainik Kantha ভিজিট করুন। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।
1 thought on “হ্যাপি নিউ ইয়ার নিয়ে কিছু কথা । নতুন বছরের শুভেচ্ছা মেসেজ”