Last Updated on 5 months by Shaikh Mainul Islam
চলতি মাসের দিবস জানতে চেয়ে অনেকেই সার্চ করে থাকেন। এর কারণ, প্রায় প্রত্যেক মাসেই কিছু জাতীয় এবং আন্তর্জাতিক দিবস থাকে যেদিন সরকারি ছুটি থাকে। একারণে অনেকেই সেপ্টেম্বর মাসের দিবস সমূহ এবং সেপ্টেম্বর মাসের সরকারি ছুটির তালিকা দেখতে চান।
প্রিয় পাঠক, স্বাগত আমাদের আজকের পোস্ট “সেপ্টেম্বর মাসের দিবস সমূহ এবং সেপ্টেম্বর মাসের সরকারি ছুটির তালিকা” এ।
আরও পড়ুনঃ জুন মাসের দিবস সমূহ জেনে নিন
আজকের পোষ্টে আমরা সেপ্টেম্বর মাসের দিবস সমূহ তথা সেপ্টেম্বর মাসের কোন দিন কি দিবস, সেতেম্বর মাসের কোন দিবসে সরকারি ছুটি আছে তা জানবো। সেপ্টেম্বর মাসের সকল জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে জানতে সম্পূর্ণ পোষ্টটি পড়ুন।
সেপ্টেম্বর মাসের জাতীয় দিবস সমূহ
প্রিয় পাঠক, বছরের নবম মাস হচ্ছে সেপ্টেম্বর মাস। এই মাসে ৫ টি জাতীয় দিবস রয়েছেহ। তবে এই ৫ টি জাতীয় দিবসের মধ্যে একটি দিবসও সরকারি ছুটি নাই।
চলুন, সেপ্টেম্বর মাসের জাতীয় দিবস গুলো জেনে নেওয়া যাকঃ
- ১৭ সেপ্টেম্বর – মহান শিক্ষা দিবস
- ১৮ সেপ্টেম্বর – কৃষ্ণপুর গণহত্যা দিবস
- ২৩ সেপ্টেম্বর – প্রীতিলতার আত্তহুতি দিবস
- ২৯ সেপ্টেম্বর – মাহমুদপুর গণহত্যা দিবস
- ৩০ সেপ্টেম্বর – শিশু কন্যা দিবস
আরও পড়ুনঃ মে মাসের দিবস সমূহ জেনে নিন ( জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ )
সেপ্টেম্বর মাসে এই ৫ টি জাতীয় দিবস আছেহ। এছাড়া এই মাসে এই ৫ টি দিবস ছাড়া আর কোনো জাতীয় দিবস নাই।
সেপ্টেম্বর মাসের আন্তর্জাতিক দিবস সমূহ
প্রিয় পাঠক, এবার চলুন আমরা সেপ্টেম্বর মাসের আন্তর্জাতিক দিবস সমূহ জেনে নেওয়া যাক।
- ৮ সেপ্টেম্বর – আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস
- ৮ সেপ্টেম্বর – বিশ্ব ফিজিওথেরাপি দিবস
- ১৫ সেপ্টেম্বর – আন্তর্জাতিক গনতন্ত্র দিবস
- ১৬ সেপ্টেম্বর – আন্তর্জাতিক ওজন স্তর শুরক্ষা দিবস
- ১৮ সেপ্টেম্বর – বিশ্ব নৌ দিবস
- ২১ সেপ্টেম্বর – বিশ্ব শান্তি দিবস
- ২২ সেপ্টেম্বর – বিশ্ব কারামুক্ত দিবস
- ২৪ সেপ্টেম্বর – মিনা দিবস
- ২৭ সেপ্টেম্বর – বিশ্ব পর্যটন দিবস
- ২৮ সেপ্টেম্বর – বিশ্ব জলতাঙ্ক দিবস
- মাসের ৪ র্থ রবিবার – বিশ্ব নদী দিবস
- মাসের শেষ রবিবার – বিশ্ব বধির দিবস
- ২৯ সেপ্টেম্বর – বিশ্ব হৃদয় দিবস
আরও পড়ুনঃ ১৭ ই মার্চ জাতীয় শিশু দিবস রচনা (লেখার নিয়ম, নমুনা রচনা সহ)
প্রত্যেক বছরে সেপ্টেম্বর মাসে এই ১৩ টি আন্তর্জাতিক দিবস আছে। এছাড়া এই মাসে আর কোনো আন্তর্জাতিক দিবস নাই।
সেপ্টেম্বর মাসের সরকারি ছুটির তালিকা
২০২৪ সালের সেপ্টেম্বর মাসে শুক্র ও শনিবার ব্যতিত ৩ দিন সরকারি ছুটি রয়েছে। সেপ্টেম্বর ২০২৪ এ সরকারি ছুটি সমূহ হচ্ছেঃ
- বুুধবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৪ – আখেরি চাহার সোম্বা
- সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ – ঈদে মিলাদুন্নবী (সা.)
- সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ – মধু পূর্ণিমা (ভাদ্র পূর্ণিমা)
এই তিনদিন সেপ্টেম্বর ২০২৪ এ সরকারি ছুটি রয়েছে। এছাড়া ৪ টি শুক্রবার রয়েছে। সেপ্টেম্বর ২০২৪ এর শুক্রবার সমূহ হচ্ছে ৬, ১৩, ২০ এবং ২৭ তারিখ।
অর্থাৎ ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে একটানা দুইদিন কোনো ছুটি নাই।
সেপ্টেম্বর মাস সম্পর্কিত FAQS
১৫ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয়। ২০০৭ সাল থেকে প্রতি বছর এই দিবস পালন করা হয়।
২১ সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবস। শান্তি সম্প্রিতি বজায়ের লক্ষে এই দিবস পালিত হয়।
সেপ্টেম্বর মাসের সরকারি ছুটির তালিকায় ৬ এবং ২৮ সেপ্টেম্বর সরকারি ছুটি আছে।
ভারতে ৫ সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস পালিত হয়।
৮ সেপ্টেম্বর ক্ষমা দিবস। এই দিবসটি যুক্তরাষ্ট্র পালন করে থাকে।
বাংলাদেশে ১৫ সেপ্টেম্বর জাতীয় আয়কর দিবস পালিত হয়। আন্তরজাতিকভাবে ১৫ সেপ্টেম্বর গণতন্ত্র দিবস পালিত হয়।
বিশ্ব জল পর্যবেক্ষণ দিবস পালিত হয় ১৮ সেপ্টেম্বর। আজ প্রথম প্রেম দিবস।
সেপ্টেম্বর এর দিবস নিয়ে সর্বশেষ
প্রিয় পাঠক, আজকের পোস্ট থেকে আমরা সেপ্টেম্বর মাসের দিবস সম্পর্কে জেনেছি। জেনেছি সেপ্টেম্বর মাসের সরকারি দিবস সমূহ সম্পর্কে বিস্তারিত।
আরও পড়ুনঃ ফেব্রুয়ারি মাসের ডে সমূহ । (ফেব্রুয়ারি ডে তালিকা সমূহ)
আশা করছি এই পোস্ট থেকে সেপ্টেম্বর মাসের সকল দিবস সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।
এরপরেও এই বিষয়ে আরও কিছু জানার থাকলে কমেন্ট করে জানান।
সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।