সাইয়েদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ দোয়া (অডিও সহ)

Last Updated on 8 months by Shaikh Mainul Islam

আল্লাহর কাছে নিয়মিত সাইয়েদুল ইস্তেগফার পাঠ করা বান্দাদের খুব বেশি মর্যাদা রয়েছে। তাই সাইয়েদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ দোয়া জানা জরুরি।

প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “সাইয়েদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ দোয়া (অডিও সহ)” সকল দোয়া সকল তাওবার সেরা দোয়া সাইয়েদুল ইস্তেগফার এ।

আরও পড়ুনঃ “সালাতুল হাজত” সালাত আদায়ের উপকার ও নিয়ম

প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা সাইয়েদুল ইস্তেগফার দোয়া, সাইয়েদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ সহ সাইয়েদুল ইস্তেগফার কখন পড়তে হয় এই সবগুলি বিষয়ে জানবো।

সাইয়েদুল ইস্তেগফার ফজিলত

সাইয়েদুল ইস্তেগফার হচ্ছে সকল তাওবার সেরা তাওবা সকল দোয়ার সেরা দোয়া। পবিত্র কোরআনের সূরা দুখান এর ৫৩ নং আয়াত হচ্ছে সাইয়েদুল ইস্তেগফার।

কোনো ব্যক্তি দিনের বেলায় সাইয়েদুল ইস্তেগফার পাঠ করলে রাতে মারা গেলে আল্লাহ সেই ব্যক্তিকে জান্নাত দান করবেন।

আর কোনো ব্যক্তি রাতে সাইয়েদুল ইস্তেগফার করলে ব্যক্তি দিনে মারা গেলে আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন।

আমরা কোনোকিছু যখন শিখি তখন আমরা জানতে চাই সেটা শিখে আমাদের লাভ কি হবে।

কোনো ব্যক্তি যদি সাইয়েদুল ইস্তেগফার এর ফজিলত জানেন তাহলে তিনি সবসময় সাইয়েদুল ইস্তেগফার পাঠ করতে থাকবেন।

সাইয়েদুল ইস্তেগফার হচ্ছে আল্লাহ তায়লার কাছে ক্ষমা চাওয়ার জন্য একটি শ্রেষ্ট দোয়া। استغفار‎‎ বা ইস্তেগফার এর অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া।

মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) বলেন,

“কোনো ব্যক্তি নিজ বিশ্বাসের সাথে সাইয়েদুল ইস্তেগফার পাঠ করলে ওই ব্যক্তি দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন”।

আরও পড়ুনঃ ইশরাকের নামাজ পড়ার নিয়ম

একই সাথে সবসময়, যেমন হাটতে চলতে, কাজের সময় মনে মনে সাইয়েদুল ইস্তেগফার করার অনেক ফজিলত আছে।

যেমন আল্লাহ পিছনের সকল গুনাহ মাফ করে দেন। আল্লাহর রহমত পাওয়া যায়। আল্লাহর শু নজরের অন্তর্ভুক্ত করা যায়। সকল নেক দোয়া আল্লাহ কবুল করে নেন।

সাইয়েদুল ইস্তেগফার ও একটি শ্রেষ্ঠ তাওবা। এই তাওবাটি আল্লাহ তায়লার কাচ্ছে অত্যন্ত প্রিয়। তাই এই দোয়াটি আমাদের সবার শেখা এবং আমল করা উচিত।

এতক্ষণে নিশ্চয়ই সাইয়েদুল ইস্তেগফার ফজিলত সম্পর্কে জানতে পেরেছেন। এবার সাইয়েদুল ইস্তেগফার দেখে নিন আরবি বাংলা এবং উচ্চারণ সহ।

সাইয়েদুল ইস্তেগফার – আরবি, বাংলা উচ্চারণ অর্থ সহ

প্রিয় পাঠক, আমরা প্রথম অবস্থায় জেনেছি সাইয়েদুল ইস্তেগফার এর ফজিলত কি। সাইয়েদুল ইস্তেগফার আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সকল দোয়ার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ দোয়া।

চলুন, সাইয়েদুল ইস্তেগফার আরবি উচ্চারণ, সাইয়েদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ দেখে নেওয়া যাক।

সাইয়েদুল ইস্তেগফার আরবি তে দেখে নিনঃ اَللَّهُمَّ أَنْتَ رَبِّىْ لآ إِلهَ إلاَّ أَنْتَ  – خَلَقْتَنِىْ وَأَنَا عَ। بْدُكَ وَأَنَا عَلى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوْذُبِكَ مِنْ شَرِّمَا- صَنَعْتُ، أبُوْءُ ।لَكَ بِنِعْمَتِكَ –  عَلَىَّ وَأَبُوْءُ بِذَنْبِىْ فَاغْفِرْلِىْ، فَإِنَّهُ لاَيَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ

সাইয়েদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ সহঃ  আল্লাহুম্মা আনতারব্বী লাইলাহা ই-ল্লা আনতা খালাক্ব-তানী – ওয়া আনা ‘আবদুক, ওয়া আনা ‘আলা ‘আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাত্বা‘তু, আঊযুবিকা মিন শার্রিমা ছানাত। আবূউ লাকা বিনিয়মাতিকা আলাইয়া ওয়া আবূউ বিযাম্বী ফাগফিরলী ফাইন্নাহূ লা ইয়াগফিরুয্ যুনূবা ইল্লা আনতাহ।

আরও পড়ুনঃ শবে বরাতের নামাজের নিয়ম । শবে বরাতের ফজিলত । শবে বরাতের আমল

sayedul estegfar বাংলা অর্থঃ “হে আল্লাহ, আপনি আমার সৃষ্টিকর্তা। আল্লাহ আপনি ছাড়া কোন ইলাহ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছন। আপনার গোলাম আমি। আমি আমার সাধ্যমত আপনার কাছে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হ’তে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি।

আমি আমার উপরে আপনার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গোনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব আপনি আমাকে ক্ষমা করেন। কেননা আপনি ব্যতীত পাপ সমূহ ক্ষমা করার আর কেউ নেই”।

প্রিয় পাঠক, উপরে আমরা সাইয়েদুল ইস্তেগফার আরবি তে দেখলাম দেখলাম সাইয়েদুল ইস্তেগফার উচ্চারণ বাংলায় লেখা। এবং সাইয়েদুল ইস্তেগফার বাংলা অর্থ সহ জানলাম।

সাইয়েদুল ইস্তেগফার MP3 download

অনেকে মুখস্ত করার জন্য সাইয়েদুল ইস্তেগফার অডিও শুনতে চান।

আপনি যদি সাইয়েদুল ইস্তেগফার MP3 download করে আপনার মোবাইলে শুনতে চান তাহলে নিচের পদ্ধতি অনুসরণ করুন।

প্রথমে নিচের দেওয়া লিংকে ক্লিক করবেন। এরপর আপনি সাইয়েদুল ইস্তেগফার MP3 download করার জন্য একটি অডিও ভার্সন দেখতে পাবেন।

প্রথমে চালাবেন। এরপর উপরের দিকে ডাউনলোড এর একটি চিহ্ন দেখতে পাবেন।

সেখানে ক্লিক করলেই আপনার মোবাইল বা ডিভাইসে সাইয়েদুল ইস্তেগফার এর অডিও ভার্সন MP3 download হয়ে যাবে।

সাইয়েদুল ইস্তেগফার MP3 download করতে এখানে ক্লিক করুন।

** আপনি যে ব্রাউজার দিয়ে ডাউনলোড করবেন সেই ব্রাউজারে ইমেইল লগইন থাকতে হবে**

সাইয়েদুল ইস্তেগফার সম্পর্কিত FAQS

সাইয়েদুল ইস্তেগফার কখন পড়তে হয়?

যেকোনো সময়ে যেকোনো মুহূর্তে সাইয়েদুল ইস্তেগফার করা যায়। সাইয়েদুল ইস্তেগফার হচ্ছে তাওবার মদ্ধে এক্তি শ্রেষ্ঠ দোয়া।

আপনি প্রত্যেক নামাজের পরে এবং আপনার কাজের সময়ে মনে মনে এমনকি সময় পেলেই সাইয়েদুল ইস্তেগফার করতে পারেন

সাইয়েদুল ইস্তেগফার ফজিলত কি?

বুখারি শরিফের হাদিসে এসেছে যে, মহানবী বলেন,

“সাইয়েদুল ইস্তেগফার এমন একটি তাওবার দোয়া যা কোনো ব্যক্তি দিনে পরলে ওইদিন মারা গেলে এমনকি রাতে পরলে ওইদিন মারা গেলে আল্লাহ তাকে জান্নাত দান করবেন।

সুতরাং বুঝতেই পারছেন সাইয়েদুল ইস্তেগফার ফজিলত কত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য।

সাইয়েদুল ইস্তেগফার বাংলা । সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোস্টে থেকে আমরা সাইয়েদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ সহ সাইয়েদুল ইস্তেগফার দোয়া জেনেছি।

এছারা জেনেছি সাইয়েদুল ইস্তেগফার MP3 download করার নিয়ম।

পেয়েছি সাইয়েদুল ইস্তেগফার MP3 download করার লিংক। এবং সাইয়েদুল ইস্তেগফার ফজিলত জেনেছি সম্পূর্ণ।

আরও পড়ুনঃ সূরা তারাবি পড়ার নিয়ম । সূরা তারাবির নামাজের নিয়ম সম্পর্কে বিস্তারিত

আশা করছি এই পোস্ট থেকে সাইয়েদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ সহ পেয়েছেন। এই বিষয়ে আরও কিছু জানার থাকলে কমেন্ট করে জানান।

এছাড়াও ইসলাম সম্পর্কিত সকল পোস্ট পড়তে আমাদের ইসলাম ক্যাটাগরিতে ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে ওয়েবসাইট ভিজিট করুন। সর্বশেষ আপডেট পেতে ফেসবুক পেজ Dainikkantha এ চোখ রাখুন।

3 thoughts on “সাইয়েদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ দোয়া (অডিও সহ)”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.