Last Updated on 10 months by Shaikh Mainul Islam
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে তৃতীয় ও অন্যতম স্তম্ভ হচ্ছে রমজান। তাই অনেকেই শেষ রমজান নিয়ে স্ট্যাটাস দেয়। কেউবা বিদায়ী রমজানের ক্যাপশন খুঁজে।
প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “শেষ রমজান নিয়ে স্ট্যাটাস । বিদায়ী রমজানের ক্যাপশন” এ।
আরও পড়ুনঃ নামাজের নিষিদ্ধ সময় সমূহ
আজকের পোষ্টে আমরা শেষ রমজান নিয়ে স্ট্যাটাস, বিদায়ী রমজানের ক্যাপশন এবং রমজানের ঐ রোজার শেষে স্ট্যাটাস ধরনের মেসেজ দেখবো।
রমজান
মুসলমান জাতির জন্য রোজা অন্যতম একটি ফরজ ইবাদত। সেই রমজানের বিদায়ী মুহূর্তে অর্থাৎ, শেষ রমজানের দিকে অনেকেই আবেগি হয়ে যায়।
গোটা রমজান মাস জুড়ে মুসলিম উম্মাহ আল্লাহর ইবাদত করে এবং ক্ষমা ও অনুগ্রহ প্রার্থনা করে। রমজানের শুরুতে আনন্দ প্রকাশ করে।
কিন্তু রমজানের শেষ দিকে রোজা শেষ হয়ে যাচ্ছে আগামী রোজা আর পাবে কি না সেই চিন্তায় চিন্তিত হয়ে যায়।
তখন তারা রমজানের উদ্দেশ্যে কিছু লিখে বা বলে মনের ভাব প্রকাশ করতে চায়। কিন্তু কি বলবে বা শেষ রমজান নিয়ে স্ট্যাটাস দিবে কি লিখে তাই খুজতে গুগলে সার্চ করে।
রমজানের শেষ মুহূর্তে স্ট্যাটাস
রমজানের শেষ মুহূর্তে অনেকেই ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস কিংবা মেসেজ কিংবা বিদায়ী রমজানের ক্যাপশন সম্পর্কিত কিছু লিখতে চান।
আপনারা চাইলে নিচে দেওয়া লেখাগুলো কপি করে নিজের মতো করে এডিট করে বা এডিট ছাড়া ব্যবহার করতে পারেন।
চলুন তাহলে শেষ রমজান নিয়ে স্ট্যাটাস দেওয়ার মতো মনের ভিতরের কিছু কথা জেনে নেওয়া যাক।
“আরেকটি রমজান শেষ করলাম,আলহামদুলিল্লাহ্,
জানি না পরবর্তী রমজান জীবনে পাবো কি না,
জানি না এই রমজানে আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়েছি কি না,
নিশ্চয়ই আমার আল্লাহ অসীম দয়ালু ও পরম ক্ষমাশীল”।
“গত রমজানে একসাথে অনেকে রোজা রেখেছি,
যার মধ্য থেকে এই রমজানে অনেককেই পাইনি,
আগামী রমজানে হয়ত আমিও থাকব না,
এই রোজার ওসিলায় আমাকে মাফ করে দাও”।
“জীবনে এত গুনাহ করেছি যে আল্লাহ ক্ষমা না করলে কোনও উপায় নেই,
আল্লাহ, জানি না আগামী রমজান পাবো কি না,
এই রমজানের ওসিলায় আমাকে আমাদের তুমি মাফ করে দাও”।
আরও পড়ুনঃ রমজানের পবিত্রতা নিয়ে উক্তি । রোজা নিয়ে কিছু কথা
“দীর্ঘ ৩০ টি রোজা শেষ আজ, অনেকেই আগামি রমজান আর পাবো না,
জানি না এই রমজানে নিজেদের শুদ্ধ করতে পারছি কি না,
হে আল্লাহ তুমি আমাদের মাফ না করলে আমাদের কোনও উপায় নেই।
তুমি অসিম দয়ালু ও পরম ক্ষমাশীল”।
“হে মাওলা, আরও একটি রমজান গেলো,
তোমার কাছে বলার মতো কিছুই করতে পারিনি।
তবুও তুমি আমাদের মাফ করে দাও।
আগামি রমজান পর্যন্ত বাচিয়ে রাখো।
তোমার কাছে ক্ষমা চাই পানাহ চাই”।
আরও পড়ুনঃ লাইলাতুল কদর সূরা (বাংলা উচ্চারণ ও অর্থ, ফজিলত সহ বিস্তারিত)
এভাবে আপনি শেষ রমজান নিয়ে স্ট্যাটাস দিতে পারেন। এগুলি এখানে লেখা দেখে আপনার কাছে শুধু মাত্র একটি স্ট্যাটাস মনে হতে পারে।
তবে এই প্রত্যেকটি কথা একেকজন মুসলিম রোজাদারের মনের কথা। আপনি এখান থেকে আপনার মনে স্পর্শ করার মতো একটি লেখা শেয়ার করতে পারেন সবার সাথে।
রমজান শেষ নিয়ে স্ট্যাটাস
আপনি ইতিমধ্যে বেশ কিছু শেষ রমাজন নিয়ে স্ট্যাটাস দেওয়ার মতো লেখা এসএমএস বা বার্তা দেখেছেন।
কিন্তু এখন নিচের লেখাগুলো শুধু ফেসবুক স্ট্যাটাস রমজানের জন্যই নয়। এগুলি প্রত্যেক রোজাদার মুসলমানের কথা।
আরও পড়ুনঃ ঈদুল ফিতরের স্ট্যাটাস । ঈদ মোবারক শুভেচ্ছা বার্তা
একজন মুসলিম রোজাদার ৩০ টি দিন রোজা রেখে তারপরেও আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে চোখের পানি ঝরায় তার ক্ষমা হলও কি না তার জন্য।
আরও পড়ুনঃ শবে কদরের নামাজের নিয়ম । শবে কদরের নামাজের নিয়ত (বিস্তারিত)
আর যারা নামাজ রোজার সাথে সম্প্রকিত ও না তাদের বেলায় তাহলে কি হবে এটা ভেবেই হৃদয়টা কেপে ওঠে।
চলুন আরও কিছু লেখা দেখে নেওয়া যাক। এগুলিও আপনি স্ট্যাটাস কিংবা মেসেজ হিসেবে ব্যবহার করতে পারবেন স্বাচ্ছন্দ্যে।
আমরা আরও একটি রমজানের বিদায়ী মুহূর্তে দাঁড়ানো,
জানি না কি চেয়ে রাখতে প্রছি আমার ক্ষমাশীল আল্লাহর কাছ থেকে।
হে আল্লাহ, আমাদের তুমি মাফ করে দাও,
তুমিত অসিম দয়ালু ও পরম ক্ষমাশীল।
হে মুমিন, কাল ঈদ বলে তুমি বোমা বাজি করছ?
তুমি জানো না, রমজানের শেষ মানে মৃত ব্যক্তিদের মুক্ত সময়ের শেষ?
তোমার কি অন্তরে এখনো ভয় ঢোকে নি?
তোমার আমার, আমাদের সবার একদিন মৃত্যুবরণ করতে হবে?
এভাবে আপনি আপনার মনে কথাকে সংক্ষিপ্ত করে সবার সাথে শেয়ার করতে পারেন। আবার এই কথাগুলও নামাজের আল্লাহর কাছে বলবেন।
মূলত আল্লাহর কাছে এই কথাগুলো বলে দোয়া করা উচিত। কিন্তু আমরা তা না করে ফেসবুক স্ট্যাটাস দিতে ব্যস্ত হয়ে যাই। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, আমিন।
শেষ রমজানের স্ট্যাটাস নিয়ে সর্বশেষ
প্রিয় পাঠক, আজকের পোস্ট থেকে আমরা শেষ রমজান নিয়ে স্ট্যাটাস দেওয়ার মতো কিছু হৃদয়ের ভিতরের কথা জেনেছি।
আশা করছি আজকের পোস্টের স্ট্যাটাস দেওয়ার মতো লেখাগুলও আপনাদের মনের কথার সাথে মিলে গেছে।
রমজান ও ইসলাম সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে Islamic info Category ভিজিট করুন।
সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।
1 thought on “শেষ রমজান নিয়ে স্ট্যাটাস । বিদায়ী রমজানের ক্যাপশন”