Last Updated on 2 years by Shaikh Mainul Islam
২০২২ সালের ৩০ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা হয়েছে সারাদেশে। যেখানে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে অষ্টম ক শাখায় এবং নবম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই কুইজ এ অংশ নেয়। সেই শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২২ ফলাফল প্রকাশিত হয়েছে।
আজকের পোষ্টে আমরা শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ফলাফল ২০২২ সম্পর্কে জানবো। জানবো শেখ রাসেল কুইজের রেজাল্ট। কোন দশ জন শিক্ষার্থী দুই গ্রুপ থেকে প্রথম পাঁচ জন হিসেবে নিরবাচিত হয়েছেন।
স্নেহের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বিভিন্ন ভাবে লিখে গুগলে সার্চ করেছ তোমাদের শেখ রাসেল কুইজ প্রতিযোগিতার ফলাফল সম্পর্কে জানে চাওয়ার জন্য। তোমাদের গ্যাতারথে জানাচ্ছি, তোমাদের শেখ রাসেল কুইজ প্রতিযোগিতার রেজাল্ট ২০২২ চলতি মাসের অর্থাৎ অক্তবরের ১৩ তারিখ প্রকাশিত হয়েছে।
শেখ রাসেল কুইজ প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্তদের তালিকা
প্রিয় শিক্ষার্থী, ২০২২ সালে অনুষ্ঠিত শেখ রাসেল কুইজ প্রতিযোগিতায় ফলাফলের ভিত্তিতে সাড়া দেশ থেকে দুই গ্রুপ থেকে মোট ১০ জন শিক্ষার্থী নিরবাচিত হয়েছেন। এর মধ্যে খুলনা বিভাগের একজন শিক্ষার্থীও নিরবাচিত হতে পারেননি।
নিচের ছবিটি থেকে শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ফলাফল ২০২২ এ নির্বাচিত ১০ জন শিক্ষার্থীর নাম বাবা মায়ের নাম এবং স্কুল সহ ঠিকানা দেখে নেওয়া যাক।
উপরের তালিকা থেকে দেখা যায়, দুইটি গ্রুপে যে দশ জন শিক্ষার্থী ফলাফলের ভিত্তিতে নিরবাচিত হয়েছেন তারা হচ্ছেন,
আরও পড়ুনঃ শেখ রাসেল কুইজ
ক গ্রুপ থেকে শেখ রাসেল কুইজে বিজয়ী ২০২২
১) তাসনুভা রায়হান, ফরিদপুর।
২) মোঃ হাসান আলী, পাবনা।
৩) মোঃ রাইস জায়ান, ঢাকা।
৪) ফারিহা হোক ইলমা, ঢাকা।
৫) আহানাফ আজমাইন, সৌদি আরব।
আরও পড়ুনঃ শেখ রাসেলের জীবনী রচনা । শেখ রাসেল রচনা
বিজয়ীদের বিস্তারিত তথ্য উপরের তালিকা থেকে দেখে নেওয়া যাবে। সেখান থেকে দেখে নিন বিজইদের আবা মা এবং প্রতিষ্ঠানের নাম।
খ গ্রুপ থেকে শেখ রাসেল কুইজ বিজয়ী ২০২২
১) মোসাঃ রিফা সানজিদা তিসা, রাজশাহী।
২) মোঃ মনিরুল ইসলাম, পাবনা।
৩) সুইমাইয়া ফারুক কৃষ্টি, ময়মন্সিহ।
৪) আহ্নাফ আহ্মেদ তাইফ, রাজশাহী।
৫) ইফফাত জাহান সাইফা, ঢাকা।
আরও পড়ুনঃ আমার প্রিয় শেখ রাসেল রচনা । শেখ রাসেল সম্পর্কে রচনা প্রতিযোগিতা
ক এবং খ গ্রুপ থেকে ৫ জন করে দশ জন বিজয়ী শিক্ষার্থীদের Dainikkantha পরিবারের পক্ষ থেকে শুভেছা। এবং একই সাথে শেখ রাসেল কুইজ প্রজগিতায় অংশগ্রহণকারীদেরকেও শুভেচ্ছা।
আরও পড়ুনঃ ১৬ ই ডিসেম্বরের বক্তব্য দেওয়ার নিয়ম (নমুনা সহ)
আমাদের মনে রাখতে হবে যেকোনো বিষয়ে অংশগ্রহণ করাটাই আসল। বিজয়ী বীজিত থাকবেই। এটা মেনে পরবর্তীতে শেখ রাসে ল্কুইজ সহ সকল প্রতিযোগিতায় নিজেকে প্রস্তত করতে হবে।
শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা সম্পর্কে কিছু কথা
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ২০২২ সালের শেখ রাসেল কুইজ প্রতিযোগিতার ফলাফল প্রকাশিতে হয়েছে।
কিন্তু তোমরা কি জানো যে, এখন থেকে প্রতি বছর এই শেখ রাসেল কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে।
আরও পড়ুনঃ শেখ রাসেল দিবসের শপথ বাক্য পাঠ । শেখ রাসেল শপথ বাক্য
এবছরে শেখ রাসেল কুইজে অংশগ্রহণ করে যে অভিজ্ঞতা তুমি অর্জন করেছ সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী বছর অর্থাৎ কুইজ প্রতিযোগিতা ২০২৩ এ অংশহগ্রহন করার জন্য নিজেকে প্রস্তত করতে পারো।
আশা করছি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছ। ১৩ অক্টোবর প্রকাশিত শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ফলাফল ২০২২ এর ফলাফল পেয়েছ।
এর পরে শেখ রাসেল কুইজ সম্পর্কিত কোনও বিষয়ে জানার থাকলে কমেন্ট করে জানিয়ে দাও।
এছাড়াও আমাদের সকল আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইট ভিজিট করো। চোখ রাখ আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।