Last Updated on 5 months by Shaikh Mainul Islam
লাইফ ইন্সুরেন্স বা জীবন বীমা সম্পর্কে কম বেশি সবারই ধারণা আছে। আমাদের পূর্ববর্তী একটি পোষ্টে জেনেছি জীবন বীমা কি, বীমা কত প্রকার ও কি কি। আজকের পোস্টে আমরা জানবো জীবন বীমা বা লাইফ ইন্সুরেন্স এর সুবিধা সমূহ নিয়ে বিস্তারিত।
আমাদের জীবনে আমরা আজ কষ্ট করি আগামী দিনটি পরিবার নিয়ে একটু ভালো থাকার জন্য। কিন্তু আমরা নিশ্চিত নই আমরা আজ বেঁচে আছি, কাল বেঁচে থাকব কি না। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি যদি হন আপনি, তাহলে একবার হলেও ভাবেন আপনি হঠাৎ মরে গেলে কোন টাকায় বাঁচবে আপনার পরিবার।
লাইফ ইন্সুরেন্স মূলত নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখা এবং নির্দিষ্ট সময় পর অনেক বেশি টাকা পাওয়া যায়। তবে এর আগে ইন্সুরেন্স করা ব্যক্তি মারা গেলে তার পরিবার একটি বড় ধরনের টাকা পাবে। লাইফ ইন্সুরেন্স এর সুবিধা বা জীবন বীমা সম্পর্কে আমাদের আগের পোষ্টে জেনেছি। আজকে আমরা জানবো লাইফ ইন্সুরেন্স এর সুবিধা সমূহ, Benefits of Life Insurance in bangla.
লাইফ ইন্সুরেন্স কি
খুব সহজ করে বললে, লাইফ ইন্সুরেন্স হচ্ছে এমন এক বীমা প্রকল্প যেখানে আপনি মাসিক একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখলেন। আপনি এভাবে ৫ বছর রাখার কথা থাকলেও কোনও দুর্ঘটনায় আপনার মৃত্যু হলে ৫ বছর টাকা জমা না দিয়েই নির্দিষ্ট টাকা পাবে আপনার পরবিবার।
আশা করছি লাইফ ইন্সুরেন্স কি বা জীবন বীমা কি তা নিশ্চয়ই বুঝতে পারছেন। জীবন বীমা নিয়ে আমাদের আগ্র পোস্টটি পড়লে আরও সুন্দর ভাবে বুঝতে পারবেন। জীবন বীমা এবং লাইফ ইন্সুরেন্স এর সকল বিষয়ে জানতে আমাদের আগের পোস্টটি পরুন এখান থেকে।
জীবন বীমা কি? জীবন বীমা কত প্রকার ও কি কি? সরকারি জীবন বীমা যেগুলো
আজকে আমরা জানবো জীবন বীমা বা লাইফ ইন্সুরেন্স এর সুবিধা সমূহ এবং সরকারি লাইফ ইন্সুরেন্সের নাম সমূহ। চলুন জেনে নেওয়া যাক জীবন বীমা বা লাইফ ইন্সুরেন্স এর সুবিধা সমূহ।
লাইফ ইন্সুরেন্স এর সকল সুবিধা সমূহ
জরুরি অবস্থায় বিশেষ সাহায্য পাওয়াই হচ্ছে জীবন বীমা। তাই জীবন বীমা বা লাইফ ইন্সুরেন্স এর সুবিধা অনেক। জীবন বীমা বা লাইফ ইন্সুরেন্স এর অনেক সুবিধা রয়েছে। সব সুবিধা সম্পর্কে জেনে নেওয়া যাক।
মৃত্যুর পরে পরিবারের সুবিধা
বীমাকারীর অপ্রত্যাশিত মৃত্যুতে তার পরিবারের আয়ের ক্ষতিতে তার করা লাইফ ইন্সুরেন্স এর বিনিময়ে পরিবার অনেক বড় রকমের সুবিধা পাবে। ব্যক্তির মৃত্যুতে লাইফ ইন্সুরেন্স তার পরিবাকে খতিপুরন সহ বেনিফিট দিয়ে থাকে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীর মৃত্যুতে তার পরিবার প্রতিশ্রুত পুরো টাকা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে জমা হওয়া বোনাস পান।
মৃত্যু সুরক্ষা প্রদান ছাড়াও অনেক জীবন বীমা পরিকল্পনা মাসিক আয়ের সুবিধা দিয়ে থাকে।
এধরনের বীমা অবসর বয়সের সময় এবং আয় হ্রাস পাচ্ছে এমন ব্যক্তিদের জন্য একটি চমৎকার সুবিধা বহন করে।
আরও পড়ুনঃ ছাত্রদের জন্য অনলাইনে আয় । কিভাবে অনলাইনে আয় করা যায়
তবে জীবন বীমা পাওয়ার সময় বেশ কয়েকটি পরিকল্পনার বৈশিষ্ট্য এবং সুবিধাগুলো মূল্যায়ন করতে সতর্ক থাকার দরকার হয়। এবং সর্বোত্তম সুরক্ষা প্রদানের জন্য ব্যক্তির প্রয়োজনীয়তার জন্য সেরা বীমা নির্বাচন করতে হবে।
লাইফ ইন্সুরেন্স বিনিয়োগের উপর সুবিধা
প্রত্যেক অর্থনীতিবিদরা মনে করেন, প্রত্যেক ব্যক্তির লাইফ ইন্স্যরেন্স বা জীবন বীমা পলিসিতে অর্থ ইনভেস্ট করা উচিত।
কারণ এটি শুধু মৃত্যুর পর পরিবারকেই সাপোর্ট দেয় না। বরং ব্যক্তির অনুপস্থিতিতে চমৎকার রিটার্ন দিয়ে থাকে।
আরও পড়ুনঃ ইসলামী ব্যাংক লোন নেওয়ার পদ্ধতি
অন্যান্য আর্থিক সেভমেন্ট এর ডিকে লক্ষ্য করলে দেখা যায় যে, জীবন বীমা বা লাইফ ইন্সুরেন্স একটি নিরাপদ আর্থিক উপকরন। বীমার মেয়াদ শেষে বা বীমাকারীর মৃত্যুর পর যে পরিমাণ অর্থ বীমাতে বিনিয়োগ করা হয়েছে তা গ্যারান্টি য্যক্ত অর্থ হিসেবে সম্পূর্ণ ফেরত দেওয়া হবে।
লাইফ ইন্সুরেন্স কর সুবিধা সমূহ
কর সুবিধা হচ্ছে লাইফ ইন্সুরেন্স এর সুবিধা এর অন্যতম একটি সুবিধা। এক্ষেত্রে একজন বেতন ভোগী কর্মচারী হলে আর একটি জীবন বীমা বা লাইফ ইন্সুরেন্স পলিসি কিনলে ডিস্কাউন্টের জন্য যোগ্য হয়ে যেতে পারেন।
এক্ষেত্রে লাইফ ইন্সুরেন্স কম্পনাই বা জীবন বীমা কোম্পানির সকল শর্তের উপর নির্ভর করে।
লাইফ ইন্সুরেন্স লোন সুবিধা সমূহ
যেকোনো জরুরি প্রয়োজনে আমাদের ঋণ নেওয়ার প্রয়োজন হয়। তখন একজন লাইফ ইন্সুরেন্স গ্রাহক তার লাইফ ইন্সুরেন্স বা জীবন বীমার বিপরীতে সেই তাআর নির্দিষ্ট একটি পরিমাণ ঋণ হিদেবে নিতে পারেন।
বর্তমান সময়ে সকল বড় বড় বীমা কোম্পানি পলিসি হোল্ডার বা গ্রাহকদের বীমার বিপরীতে নির্দিষ্ট পরিমাণ ঋণ দিয়ে থাকে। তবে সম্পূর্ণ বিষয়টি পলিসির শর্তে সম্পন্ন হয়ে থাকে। তাই আপনাকে বীমা করার আগে অবশ্যই সকল পলিসি ভালো করে জেনে নিতে হবে।
লাইফ ইন্সুরেন্সে পরিকল্পনার সঠিক সিদ্ধান্ত সমূহ
জীবনের প্রত্যেকটি ধাপ অতিক্রম করার সময় উচিত সঠিক সিদ্ধান্ত নেওয়া। আর তার মধ্যে আর্থিক সিদ্ধান্তগুলো অনেক বেশি ভেবে নিতে হয়।
লাইফ ইন্সুরেন্স এর সুবিধা সমূহ জানলে আপনার মনে হবে এটি আপনাকে একটি সঠিক পথ দেখাতে পারে।
আপনি আপনার অকাল মৃত্যুর পরেও পরিবারকে দিতে পারেন সর্বাধিক সাপোর্ট। আর তা কেবল একটি জীবন বীমার মাদ্ধমেই সম্ভব।
শুধু তাই ই নয়, লাইফ ইন্সুরেন্স আপনার পরিবারের সদস্যদের জীবনযাপনে ব্যাঘাত না করে আর্থিকভাবে স্বাধীন জীবনযাপনের সর্বাধিক সুবিধা দেবে।
আরও পড়ুনঃ যেকোনো ব্যাংকের চেক লেখার নিয়ম
এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে যেমন ছেলে-মেয়েদের বিয়ে দেওয়া, সন্তানদের স্কুলের পড়াশোনার জন্য অর্থ প্রদান এবং অবসর পরবর্তী জীবনের জন্য একটি স্বপ্নের ঘর নির্মাণ করা ইত্যাদি ক্ষেত্রে বিশাল সহযোগিতা করবে লাইফ ইন্সুরেন্স বা জীবন বীমা প্রকল্প।
এটি শুধু মাত্র লাইফ ইন্সুরেন্স এর সুবিধা সমূহ জানলেই জানতে পারবেন।
লাইফ ইন্সুরেন্স থেকে নিশ্চিত আয়ের উৎস
একজন মানুষ পরিবারের প্রধান এবং একমাত্র ইনকাম কারী হয়ে থাকে। তখন ঋণ থাকলে ইনকাম করে ঋণ পরিশোধ করতে পারেন। বাসা ভারা, বিদ্যুৎ বিল থেকে শুরু করে সকল যাবতীয় খরচ বহন করতে হয় ইনকাম কারী ব্যক্তির ইনকামের টাকা থেকে।
আরও পড়ুনঃ অগ্রণী ব্যাংক লোন সম্পর্কে বিস্তারিত । লোন নিন খুব সহজেই
কিন্তু হঠাৎ যদি একজন ব্যক্তি মারা যায়, তখন তার পরিবারের এই সকল খরচ বহন করা পরিবারের কাছে অসম্ভব হয়ে পরে।
কিন্তু তখন ব্যক্তির করে যাওয়া জীবন বীমা বা লাইফ ইন্সুরেন্স পলিসি অনুযায়ী নিয়মিত পে- আউত প্রদান করে থাকে।
যা পরিবারের ইনকাম কারী এবং পলিসি ধারি ব্যক্তির মৃত্যুর পর তার পরিবারের নিশ্চিত আর্থিক ক্ষতিপূরণ থেকে দূর করে থাকে।
আরও পড়ুনঃ এজেন্ট ব্যাংকিং কি
এছাড়াও ব্যবসায়ীদের জন্য প্রায় সকল বীমা প্রতিষ্ঠান অতিরিক্ত সুবিধা দিয়ে থাকে।
লাইফ ইন্সুরেন্স প্রতারণা থেকে বাঁচতে করণীয়
বর্তমান সময়ে জীবন বীমার নামে প্রতারনা আগের দিনের থেকে তুলনামূলক কম হচ্ছে। আগের দিনে প্রচুর টাকা আত্মসাৎ করে এক একটি কোম্পানি গায়েব হয়ে যেত।
তাই জীবন বীমা বা লাইফ ইন্সুরেন্স করার ক্ষেত্রে প্রতারিত হতে না হয় সে ডিকে খেয়াল রাখতে হবে।
প্রতারিত থেকে মুক্তি পেতে যেকোনো সরকারি ব্যাংকে জীবন বীমা ক্রয়া যেতে পারে।
অথবা যখন সনাম ধন্য বেসরকারি ব্যাংকেও আপনি জীবন বীমা বা লাইফ ইন্সুরেন্স করতে পারেন।
বাংলাদেশ সরকারের সরাসরি তত্ত্বাবধায়নে দুটি সরকারি বীমা প্রতিষ্ঠান আছে। আপনি চাইলে তাদের থেকেও জীবন বীমা বা লাইফ ইন্সুরেন্স করতে পারেন।
আরও পড়ুনঃ বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে?
এছাড়াও যেকোনো বীমা প্রতিষ্ঠানে পলিসি হোল্ডার হওয়ার আগে পরিচলনা বোর্ড, ওয়েবসাইট, আঞ্চলিক অফিস, হেড অফিস সহ যাবতীয় সকল তথ্য নিজের মাথা থেকে বিচার করে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিবেন।
আরও পড়ুনঃ সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
লাইফ ইন্সুরেন্স সম্পর্কিত FAQS
দেশে সরকারি লাইফ ইন্সুরেন্স প্রতিষ্ঠানের সংখ্যা হচ্ছে ২ টি।
দেশের ৬৬ টির মতো ব্যাংক আছে। এর মধ্যে মাত্র ৬ টি ব্যাংক সরকারি। বাকি ৬০ টি ব্যাংক বেসরকারি বাণিজ্যিক ব্যাংক।
এর যেসকল ব্যাংক লাইফ ইন্সুরেন্স সেবা চালু আছে যেকোনো একটি ব্যাংকেই নিঃসন্দেহে জীবন বীমা পলিসি করতে পারেন।
শুধু আঞ্চলিক জীবন বীমা পলিসি করার আগে বিচার বিশ্লেষণ করে নিবেন।
হ্যাঁ। তবে এজন্য আপনাকে কোনো সঠিক জীবন বীমা প্রতিষ্ঠানের আওতাভুক্ত হয়ে জীবন বীমা খুলতে হবে।
আরও পড়ুনঃ কৃষি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম । কৃষি ব্যাংক লোন
জীবন বীমা সম্পর্কিত সর্বশেষ
আজকে আমরা জানতে পেরেছি লাইফ ইন্সুরেন্স মূলত নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখা এবং নির্দিষ্ট সময় পর অনেক বেশি টাকা পাওয়া যায়।
তবে এর আগে ইন্সুরেন্স করা ব্যক্তি মারা গেলে তার পরিবার একটি বড় ধরনের টাকা পাবে।
আরও পড়ুনঃ তফসিলি ব্যাংক কি
লাইফ ইন্সুরেন্স নিয়ে এটি আমাদের ব্লগে দ্বিতীয় পোস্ট।
তাই আশা করছি দুইটি ব্লগই আপনি পড়েছেন।
এবং জীবন বীমা এবং জীবন বীমা বা লাইফ ইন্সুরেন্স এর সুবিধা জানতে আর কিছু বাকি থাকল না।
এছাড়াও আরও কিছু জানতে চাইলে কমেন্টে জানান। খুব তারাতারি আপনার কমেন্টের উত্তর দেওয়া হবে।
বিভিন্ন বিষয়ে ব্লগ পড়তে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। কানেক্ট থাকুন আমাদের ব্লগ শেয়ারের অফিসিয়াল ফেসবুক ব্লগ পেজে।
5 thoughts on “লাইফ ইন্সুরেন্স এর সুবিধা সমূহ । Benefits of Life Insurance”