ভিটমেট ডাউনলোড করব কিভাবে । How to download Vitmate

Last Updated on 8 months by Shaikh Mainul Islam

আমরা অনেকেই ইউটিউব বা ফেসবুকের ভিডিও ডাউনলোড করে মোবাইলে রেখে দিতে চাই। কিন্তু সবাই জানি ইউটিউব বা ফেসবুক থেকে সরাসরি কোনো ভিডিও ডাউনলোড করা যায় না। এজন্য অতি পরিচিত এবং কার্যকরী Apps ভিটমেট প্রয়োজন হয়। আজকে আমরা জানবো ভিটমেট ডাউনলোড করব কিভাবে সে বিষয়ে বিস্তারিত।

ভিটমেট Apps অন্যান্য Apps এর মতো গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যায় না। কারণ অরিজিনাল ভিটমেট Apps প্লে স্টোরে আপলোড করা নাই। তবে বেশ কিছু Apps ভিটমেট নামে দেখা যায়। যার সবগুলি নকল ভিটমেট Apps।

আজকে আমরা জানবো, ভিটমেট ডাউনলোড করব কিভাবে। দেখব অরিজিনাল ভিটমেট কিভাবে ডাউনলোড করা যায়। পোষ্টে দেওয়া থাকবে আসল ভিটমেট Apps ডাউনলোডের লিংক সহ বিস্তারিত। চলুন জেনে নেওয়া যাক,  আসল ভিটমেট ডাউনলোড করব কিভাবে সে সম্পর্কে বিস্তারিত।

ভিটমেট কি । কিভাবে ডাউনলোড করতে হয় ভিটমেট 

ভিটমেট একটি সফটওয়ার বা Apps। এই Apps এর মাধ্যমে এন্ড্রয়েড মোবাইল, জিও মোবাইল এবং ডেস্কটপে ভিডিও অডিও ডাউনলোড করা যায়। এই সফটওয়ারের মাধ্যমে ফেসবুক, ইউটিউব, সহ অন্যান্য সাইট থেকে সহজেই ভিডিও ডাউনলোড করা যায়।

এছাড়াও বিশেষ কিছু সাইট থেকে ভিডিও দেখার সময় ইন্টারনেট কানেকশন সমস্যায় ভুগে থাকেন। এই সমস্যার সমাধানও দিতে পারে এই ভিটমেট Apps। এবার আসল ভিটমেট চেনার উপায় সম্পর্কে জেনে নেওয়া যাক।

কিভাবে ভিটমেট ডাউনলোড করব । Ways to download Vidmate

একদম সহজ এই ভিটমেট ডাউনলোড করা। তবে অবশ্যই আপনাকে আসল ভিটমেট ডাউনলোড করতে হবে।এবার নিশ্চয়ই জানতে চাচ্ছেন আসল ভিটমেট চেনার উপায় কি। হ্যাঁ। আসল ভিটমেট চেনার উপায়, কোনো রকম ভিডিও ডাউনলোডের সময় কোনো প্রকার বাধা দিবে না। এছাড়া আসল ভিটমেট চেনার উপায় হলো ভিটমেট Apps এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে Apps ডাউনলোড করা। 

ভিটমেট Apps দুই ভাবে ডাউনলোড করা যায়। একটি হলো মোবাইলের মাধ্যমে ডাউনলোড। এবং দ্বিতীয় উপায় হলো ডেক্সটপের মাধ্যমে ডাউনলোড।

এবার চলুন, এক এক করে এন্ড্রয়েড মোবাইল, জিও মোবাইল এবং ডেস্কটপে ভিটমেট ডাউনলোড করব কিভাবে সে উপায় জেনে নেওয়া যাক।

এন্ড্রয়েড মোবাইলে ভিটমেট ডাউনলোড । Download Vitmate Apps on Android mobile

আমরা প্রথমেই জেনেছি গুগল প্লে স্টোর থেকে ভিটমেট ডাউনলোড করা যায় না। এখন প্রশ্ন করতে পারেন তাহলে ভিটমেট ডাউনলোড করব কিভাবে। হ্যাঁ। আপনাকে ভিটমেট ডাউনলোড করার জন্য মোবাইলের যেকোনো ব্রাউজার ওপেন করে সেখান থেকে ডাউনলোড করতে হবে। 

নিচে স্টেপ বাই স্টেপ এন্ড্রয়েড মোবাইলে ভিটমেট ডাউনলোড করব কিভাবে সে বিষয়ে বলা হলো। জেনে নেওয়া যাক ভিটমেট ডাউনলোড পদ্ধতিঃ

১) ব্রাউজার ওপেন করতে হবে। 

২) সার্চ বক্সে Vidmate লিখে সার্চ করতে হবে। 

৩) সার্চ রেজাল্টের মধ্য থেকে Vidmate অফিশিয়াল পেজে ক্লিক করে ভিতরে প্রবেশ করতে হবে।

৪) স্বাভাবিক ভাবে অফিশিয়াল সাইট সার্চ রেজাল্টের প্রথমেই চলে আসে।

৫) ভিটমেট এর অফিশিয়াল সাইটে প্রবেশের পর ভিটমেট Apps এর লোগো সহ official download নামে একটি অপশন দেখতে পাবেন।

৬) official download অপশনে ক্লিক করার পর ডাউনলোড হওয়া অব্ধি অপেক্ষা করুন।

৭) ডাউনলোড হওয়ার পর ইন্সটল অপশন থেকে Apps টি ইন্সটল করে নিন।

৮)  ইন্সটল করার জন্য Unknown source অপশনটি enable করে দিন।

৯) ইন্সটল শেষে আপনার মোবাইলে ভিটমেট Apps এর আইকন দেখা যাবে।

ভিটমেট apps ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন

এভাবে আপনি খুব সহজেই আপনার এন্ড্রয়েড মোবাইলে ভিটমেট ইন্সটল করে সব ধরনের ভিডিও ডাউনলোড করতে পারেন। এরপর আর আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন থাকবেনা যে ভিটমেট ডাউনলোড করব কিভাবে। 

ভিটমেট থেকে আপনি সব ধরনের সোশ্যাল মিডিয়া সহ যাবতীয় ভিডিও অডিও ডাউনলোড করতে পারবেন খুব সহজে। এবং এর সম্পূর্ণ বিষয়টি আপনি সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন।

এবার কম্পিউটারে ভিটমেট ডাউনলোড করব কিভাবে তা জেনে নেওয়া যাক। Let’s find out how to download Vitmate on your computer.

কম্পিউটারে ভিটমেট ডাউনলোড । Download Vitmate to computer

কম্পিউটারে ভিটমেট ব্যবহারের জন্য সরাসরি কোনো উপায় নেই। তবে imulator ব্যবহার করে করা যায়। কম্পিউটারে ভিটমেট ব্যবহারের জন্য সরাসরি উপায় না থাকায় ইন্সটলের আগে কিছু কাজ আছে। চলুন, জেনে নেওয়া যাক কম্পিউটারে ভিটমেট ডাউনলোড করব কিভাবে। Vidmate app download install new version in computer.

সম্পূর্ণ প্রসেস জানার আগে bluestacks সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। bluestacks  হলো এমন একটি সফটওয়ার যা মোবাইল Apps যা কম্পিউটারে চলতে সাহায্য করে। ভিটমেট এর পিসির জন্য সরাসরি কোনো  ভার্সন না থাকায় এইভাবে ব্যবহার করা যেতে পারে। 

১) সর্বপ্রথম bluestacks ডাউনলোড করতে হবে। 

২) এজন্য কম্পিউটারের ব্রাআউজারে সার্চ করলেই প্রথমেই পেয়ে যাবেন bluestacks । 

৩) ওপেন করে bluestacks  টি ইন্সটল করে নিন।

৪) এবার ব্রাউজারে Vitmate লিখে সার্চ করতে হবে।

৫) Vitmate এর অফিসিয়াল লিংকে প্রবেশ করে আসল ভিটমেট Apps টি ডাউনলোড করতে হবে।

৬) এবার, bluestacks ওপেন করতে হবে। my apps option অপশনে ক্লিক করবেন।

৭)  Vidmate video downloader অপশনে ক্লিক করে ইন্সটল করতে হবে।

৮) আপনার কাজ শেষ। এখন আপনি যেকোনো ভিডিও আপনার পিসি থেকে ডাউনলোড করতে পারবেন।

এভাবেই মূলত কম্পিউটারে ভিটমেট ওপেন করে ভিডিও অডিও ডাউনলোড করা যায় সব মাধ্যম থেকে। ফেসবুক থেকে ইউটিউব, গুগল থেকে হটসএপ সব জায়গার ভিডিও ডাউনলোড করতে পারবেন খুব সহজেই।

এবার আমরা জানবো, জিও মোবাইলে ভিটমেট ডাউনলোড করব কিভাবে সে সম্পর্কে। How to download Vitmate on Geo Mobile

জিও মোবাইলে ভিটমেট ডাউনলোড করার উপায় ।  How to download Vitmate on Geo Mobile

জিও মোবাইল ব্যবহারকারীরা পারবে ভিটমেট ব্যবহার করতে। তবে এদের জন্য সামান্য তম আলাদাভাবে সেটআপ করতে হবে ভিটমেট Apps। এর কারণ জিও মোবাইলে অ্যান্ড্রয়েড অ্যাপ ইন্সটল করা যায় না। চলুন জেনে নেওয়া যাক জিও মোবাইলে ভিটমেট ডাউনলোড করব কিভাবে। 

কম্পিউটারের মতো জিও মোবাইলেও ভিটমেট অ্যাপ ব্যবহার করার জন্য OmniSD নামে একটি সফটওয়ার ডাউনলোড করে নিতে হবে। তো চলুন সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ জেনে নেওয়া যাক।

১) জিও মোবাইলের ব্রাউজার অপশনে যেয়ে  Vitmate Download লিখে সার্চ করতে হবে।

২) প্রবেশের পর  apk file ডাউনলোড করতে হবে।

৩) এবার ভিটমেট ওপেন করার জন্য OmniSD ব্যবহার করতে হবে।

৪) ওপেন করার পর ইন্সটল বাটনে ক্লিক করতে হবে। 

৫) আপনার কাজ শেষ। ইন্সটল হয়ে গেলো ভিটমেট। যা ব্যবহার করতে পারবেন আপনার জিও মোবাইলে।

ঠিক এভাবেই আপনার জিও ফোনে ভিটমেট ব্যবহার করতে পারবেন খুব সহজেই। তো জানা হয়ে গেলো জিও ফোনে ভিটমেট ডাউনলোড করব কিভাবে তা আর অজানা থাকল না।

এবার জানার চেষ্টা করবো ভিটমেট ব্যবহারের সুবিধা অসুবিধা সমূহ। প্রত্যেক জিনিসের মতো নিশ্চয়ই ভিটমেট অ্যাপেও কিছু সুবিধা অসুবিধা আছে। চলুন জেনে নেওয়া যাক ভিটমেট ব্যবহারের সুবিধা অসুবিধা সম্পর্কে।

ভিটমেট ব্যবহারে সুবিধা অসুবিধা । download using Vitmate

সফটওয়ার জগতে সব সফটওয়ার ব্যবহারের কিছু সুবিধা অসুবিধা থাকে। অনেক ক্ষেত্রে সুবিধা গুলোর পরিমাণ বেশি হলেও অসুবিধার পরিমাণ কম হলেও হয়ে থাকে। ঠিক তেমনই vitmate Apps ব্যবহারেও আছে বেশ কিছু সুবিধা। যেখানে অসুবিধার পরিমাণ খুবই কম। চলুন জেনে নেওয়া যাক, ভিটমেট ডাউনলোড করব কিভাবে এর সুবিধাগুলো।

১) ইন্টারনেট কানেকশন স্লো থাকাকালীন ও ভিটমেট ব্যবহার করতে পারা যায় খুব সহজে।

২) সব ধরনের সোশ্যাল মিডিয়ার ভিডিও ডাউনলোড করতে পারবেন খুব সহজেই।

৩) ভিডিও কিংবা অডিও এর যেকোনো ভার্শন বা কোয়ালিটি সিলেক্ট করে ডাউনলোড করতে পারবেন।

৪) প্রত্যেকটি ভিডিও অডিও এর ফাইল আপনি সিলেক্ট করে দরকার অনুযায়ী বা এমবি কম বেশি করে ডাউনলোড করতে পারবেন।

৫) এই এপের মাধ্যমে অনেকগুলো Apps ব্যবহার করতে পারবেন।

৬) সীমিত ইন্টারনেট ব্যবহারকারীরা খুব কম ইন্টারনেট খরচ করে এই এপের সাহায্যে ভিডিও অডিও ডাউনলোড করতে পারবেন।

এছাড়াও ব্যবহারে অনেক ইজি। খুব সহজেই ব্যবহার করা যায়। ব্যবহারের সময় কোনও রকম ঝামেলা হয় না। 

এবার জেনে নেওয়া যাক ভিটমেট ব্যবহারের অসুবিধা সমূহ। 

আরও পড়ুনঃ কোরবানি সম্পর্কিত প্রশ্ন উত্তর

আসলে ফ্রি Apps ব্যবহারে যে পরিমাণ এড থাকার কথা ততো এড দেয়না ভিটমেট। তাই এই একটি সমস্যা যা অসুবিধা বলা যায় না। অর্থাৎ, ভিটমেট অনেক এড দেখায়। যা Apps টির প্রধান ইনকাম। এছাড়া ব্যবহার করতে করতে অন্যান্য Apps মতো ক্যাশ বেড়ে গিয়ে মোবাইল স্লো করে। কিন্তু কিছুদিন পর পর ক্যাশ দিলেট করলে ঠিক হয়ে যায়।

এটাও একপ্রকার অসুবিধার মধ্যে পরে। এছাড়া উল্লেখযোগ্য কোনও ভসুবিধা নেই এই এপ্স ব্যবহারে।

এবার ভিটমেট নিয়ে জনসাধারণের মধ্যে অধিক জিজ্ঞেসিত কিছু প্রশ্ন ও উত্তর জেনে নেওয়া যাক।

মূলত, এই প্রশ্নগুলো মানুষ জানতে চেয়ে থাকে। 

ভিটমেট সম্পর্কিত প্রশ্ন উত্তর

ভিটমেট ফ্রি হলে এই এপ্সের ইনকাম সোর্স কি?

এই এপ্স ব্যবহারের সময় আপনাকে কিছু এড দেখিয়ে থাকে। এই এডই এপ্সটির মূল আয়ের উৎস।

শুধু কি মোবাইলেই ভিটমেট ব্যবহার করা যায়?

না। তিন ধরনের ডিভাইসে ভিটমেট ব্যবহার করা যায়। উপরের সম্পূর্ণ পোস্টটি পড়লেই বুঝতে পারবেন।

ভিটমেট কেন ব্যবহার করা দরকার?

ভিটমেট একমাত্র এপ্স, যার মাধ্যমে ফেসবুক ইউটিউব সহ সব জায়গা থেকে ভিডিও অডিও ডাউনলোড করা যায়।

হটসএপ, ইমো, গুগল, ফেসবুক, ইউটিউব সহ সবজায়গা থেকে যেকোনো ভিডিও ডাউনলোড করা যায়।

ভিটমেট ব্যবহার কি কোনো সুবিধা আছে?

হ্যাঁ। ভিটমেট ব্যবহারে ৫ থেকে ৬ টির বেশি সুবিধা আছে। উপরেই সবগুলি উল্লেখ করা হয়েছে। সম্পূর্ণ পোস্টটি পড়লেই বুঝতে পারবেন।

ভিটমেট এপ্স কি ফ্রিতে চালানো যায় নাকি টাকা লাগে?

সম্পূর্ণ ফ্রি একটি সফটওয়ার হচ্ছে ভিটমেট । এটি ব্যবহার করতে কোনো প্রকার টাকা দরকার হয় না।

ভিটমেট ডাউনলোড নিয়ে সর্বশেষ

আজকে আমরা জানতে চেষ্টা করেছি ভিটমেট ডাউনলোড করব কিভাবে এ বিষয়ে। এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারা যাবে, কোন কোন ডিভাইসে ভিটমেট ব্যবহার করা যায়। কিভাবে আসল ভিটমেট চিনবেন।

ভিটমেট এর অফিসিয়াল লিংক। ভিটমেট ব্যবহারের সুবিধাগুলি কি কি সে সম্পর্কে বিস্তারিত। 

আরও পড়ুনঃ ঘরে বসে অনলাইনে মাতৃত্বকালীন ভাতা পাওয়ার উপায়

আশা করছি সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার পড়ে এ বিষয়ে আর কোনো দ্বিধা থাকবেনা।

এরপরেও কোনো তথ্য জানতে চাইলে পোষ্টের কমেন্ট বক্সে কমেন্ট করুন।

আমাদের প্রতিনিধি আপনার প্রশ্নের উত্তর দিবেন খুব তারাতারি।

সব বিষয়ে সঠিক তথ্য জানতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। চোখ রাখুন আমাদের অফিসিয়াল ব্লগ ফেসবুক পেজে।