বাবা দিবসের সেরা স্ট্যাটাস । বিশ্ব বাবা দিবসের শুভেচ্ছা

Last Updated on 1 year by Shaikh Mainul Islam

প্রিয় পাঠক, স্বাগত আমাদের আজকের পোস্ট “বাবা দিবসের সেরা স্ট্যাটাস এবং বিশ্ব বাবা দিবসের শুভেচ্ছা” এ। ১৮ জুন ২০২৩ বিশ্ব বাবা দিবস। বাবা দিবসে অনেকেই বাবা দিবসের সেরা স্ট্যাটাস খুঁজে থাকেন।

পিতা প্রিয় সকলের জন্য এই পোষ্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই পোষ্টটিতে বাবা দিবস নিয়ে অনেক কথা বলা হবেহ। এছাড়াও মনের আবেগ মিশ্রিত কিছু কথা প্রকাশ করা হবে যা আপনি বাবা দিবসে বাবাকে উদ্দেশ্য করে শেয়ার করতে পারবেন।

বাবা দিবস নিয়ে কিছু কথা

বাবা মায়ের জন্যই আমাদের পৃথিবীতে আশা। পৃথিবীতে হাজার কোটি খারাপ মানুষ থাকলেও একজন খারাপ বাবা নেই। বাবা রা এমনই হয়।

মাকে নিয়ে আমরা এর আগে লিখেছি। তাই আজ শুধু বাবাকে নিয়েই লিখতে চাই। মাকে নিয়ে আমাদের লেখাটি এখান থেকে পড়ে নিন।

প্রিয় পাঠক, সন্তান হিসেবে বাবাকে নিয়ে আমাদের আবেগ অনুভুতির জায়গা একই। সেই জায়গা থেকে আমি বিশ্ব বাবা দিবসের শুভেচ্ছা দেওয়ার মত কিছু কথা বাবাকে নিয়ে আমার আবেগের জায়গা থেকে বলছিহ।

তবে, আপনি চাইলেও আপনিও বাবাকে নিয়ে আপনার আবেগ অনুভুতির জায়গা থেকে এর থেকেও ভালো কিছু লিখতে পারেন।

এর থেকেও বড় বিষয় হচ্ছে যে, বাবাকে নিয়ে শুধু বাবা দিবসে লেখাই গুরুত্বপূর্ণ নয়, বরং বাবাকে সম্মান এবং সন্তানের কাছ থেকে বাবার প্রাপ্য ব্যবহারটুকু বাবাকে এওয়া খুব বেশি গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ সম্পর্ক ভেঙ্গে যায় যে পাঁচ কারণে 

একজন সু সন্তান কখনই তা বাবা মাক -কে লোক দেখানো ভালবাসা কিংবা সম্মান দেন না। বাবা মায়ের যেমন সন্তানের প্রতি অনেক দায়িত্ব আছে ঠিক তেমনই বাবা মায়ের প্রতি সন্তানেরও দায়িত্ব আছে।

আপনি বাবা দিবসে কিছু লিখে পোস্ট না করলে কিংবাবাবাকে বাবা দিবসের শুভেচ্ছা না জানালে কিছুই হবে না। বরং সন্তান হিসেবে আপনার দায়িত্ব পালন না করলেই আপনি অপরাধী হয়ে যাবেন।

বাবা দিবসের সেরা স্ট্যাটাস

বাবা দিবসে অনেকেই বাবাকে নিয়ে আবেগ অনুভুতির স্থান থেকে অনেক বিষয়ে লিখে থাকেন। চলুন, নিচে বাবার একজন সন্তানের জায়গা থেকে কিছু কথা দেখে নেওয়া যাক।

আজ পর্যন্ত বাবা কিছুতেই না বলেন,

প্রতিদিন সংগ্রাম করে আমাদের আগলে রাখা ব্যক্তি তিনি,

আমাদের এই বাবাই পৃথিবীর সেরা বাবা।

  • আমাদের সব দিন বাবা দিবস হয়।

আজ বিশ্ব বাবা দিবস,

বাবা দিবসে শ্রদ্ধা ও ভালবাসা রইলো সব বাবাদের প্রতি।

আমাদের দায়িত্ব আমাদের বাবা মাকে ভালো রাখার।

  • বাবা-মা আপনারা আমাদের শ্রেষ্ঠ সম্পদ।

আমার কাছে প্রতিদিনই বাবা দিবস,

কারণ আমার বাবা আমার চোখের সামনে থাকেন,

আমার বাবার জন্য সবাই দোয়া করবেন।

  • পৃথিবীর সব বাবারা ভালো থাকুন।

আজ বিশ্ব বাবা দিবস,

বাবা দিবস প্রতিদিন নয় কেন?

বাবাদের জীবনকে আরও গভির ভাবে উপলব্ধি করা যায়,

আমার বাবা সেরা বাবা।

  • সবাইকে বিশ্ব বাবা দিবসের শুভেচ্ছা।

বাবা রা কখনোই পাষাণ হতে পারেন না,

বাবারা জানেন তাদের দায়িত্ব কতটুকু।

সব সন্তানের বাবা মায়ের সকল দায়িত্ব পালন করা একান্ত জরুরি।

  • সবাইকে বাবা দিবসের শুভেচ্ছা।

বাবা দিবসের উক্তি

প্রিয় পাঠক, এখন আমরা বাবা দিবসে লেখার মতো কিছু লেখা দেখবো। এই লেখাগুলি আপনি চাইলে বাবা দিবসের উক্তি কিংবা বাবা দিবসের সেরা স্ট্যাটাস হিসেবেও ব্যবহার করতে পারেন।

প্রত্যেক ব্যক্তির জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ তার বাবা,

বটবৃক্ষের মতো নীরবে পুরো জীবন দিয়ে যায়।

  • বাবা দিবসের শুভেচ্ছা।

প্রিয় বাবা, আপনি আমার দেখা পৃথিবীর সেরা বাবা,

আপনি আপনার জীবনের সবটুকু আমাদের দিয়েছেন।

বাবা -রা বুঝি এমনই হয়। বাবা আমাদের জন্য দোয়া করেন বাবা।

বাবারা বুঝি এমনই হয়,

একজন বাবা জানেন সন্তানের জন্য তিনি কি করতে পারেন।

ভালো থাকুক পৃথিবীর সকল বাবা।

এভাবে আপনি আপনার মনের আবেগ থেকে হাজার কথা বাবাকে নিয়ে লিখতে পারেন। সারাদিন রাত বসেও লিখতে থাকলে বাবাকে নিয়ে লেখা হবে না।

বাবারা এমনই হয়। সব সন্তান্দের প্রতি অনুরোধ বাবা মাকে কষ্ট দিবেন না।

বাবা দিবসের সেরা স্ট্যাটাস । সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোস্ট থেকে আমরা বাবা দিবসের সেরা স্ট্যাটাস কথা এবং বাবা দিবসের শুভেছা মেসেজ দেখেছি।

আশা করছি এই পোস্ট থেকে আপনি বাবা দিবস নিয়ে বিস্তারিত জেনেছেন। জেনেছেন ২০২৩ সালের বাবা দিবস ১৮ জুন ২০২৩ তারিখে।

এরপরে আরও কিছু জানার থাকলে কমেন্ট করে জানান। এবং এসকল পোস্ট পড়তে আমাদের বাংলা ব্লগ ক্যাটাগরিতে ভিজিট করুন।

নিয়মিত সকল পোস্ট পড়তে ওয়েবসাইট ভিজিট করুন। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.