Last Updated on 1 year by Shaikh Mainul Islam
প্রিয় পাঠক, স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সেরা ১০ দর্শনীয় স্থান সম্পর্কিত ব্লগে। বাংলাদেশের পর্যটন স্থান সমূহ আছে যেখানে সবসময় দেশি বিদেশি পর্যটকদের ভীর লেগেই থাকে। এরই ধারাবাহিকতায় আজকে আমরা জানবো বাংলাদেশের সেরা ১০ দর্শনীয় স্থান সম্পর্কে।
আপনি হয়ত জানেনই না যে আমাদের বাংলাদেশে এমন সব দর্শনীয় স্থান আছে যা শুধু দেশের মধ্যেই সেরা নয়। বরং বিশ্বমানের পর্যটন স্থান হিসেবে স্বীকৃত। আর এসব দর্শনীয় স্থান বিশ্বের দরবারে বাংলাদেশকে আরও একধাপ এগিয়ে নিয়েছে।
আমারা আজকে বাংলাদেশের সেরা ১০ দর্শনীয় স্থান সম্পর্কে জানবো তার প্রত্যেকটি বিশ্বমানের পর্যটন স্পট হিসেবে স্বীকৃত।
তবে আগেই বলে রাখা ভালো যে, দেশের সেরা সেরা দর্শনীয় স্থানের মধ্যে আরও অনেক দর্শনীয় স্থান আছে।
এই ১০ টি দর্শনীয় স্থান ছাড়াও আপনি যদি বাংলাদেশের অন্য কোনও পর্যটন স্থান দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তাহলে চলুন, বাংলাদেশের সেরা ১০ টি দর্শনীয় স্থান তথা বাংলাদেশের পর্যটন স্থান সমূহ সম্পর্কে জেনে নেওয়া যাক।
দর্শনীয় স্থান সুন্দরবন । সুন্দরবনের দর্শনীয় স্থান
বিশ্বের অন্যতম বৃহত্তম বন সুন্দরবন। বনের তুই তৃতীয় অংশ বাংলাদেশের দক্ষিনঞ্চলের বাগেরহাট, খুলনা এবং সাতক্ষীরা জেলা জুড়ে অবস্থিত। এবং এক তৃতীয় অংশ ভারতের পশ্চিম বঙ্গের চব্বিশ পরগনায় অবস্থিত।
দেশ বিদেশের বিভিন্ন জায়গার মানুষের জন্য বাংলাদেশের সুন্দরবন অঞ্চলে এই মুহূর্তে ৭ টি পর্যটন কেন্দ্র আছে।
এর প্রত্যেকটি পর্যটন কেন্দ্র বাংলাদেশের সেরা পর্যটন স্থান হিসেবে অত্যন্ত জনপ্রিয়। ৭ টি বিশ্বমানের পর্যটন কেন্দ্রই দেখার মতো, উপভগ করার মতো।
সুন্দরবন বাংলাদেশ অঞ্চলের ৭ টি পর্যটন কেন্দ্র হচ্ছেঃ
- করমজল,
- হারবাড়িয়া,
- কটকা,
- কচিখালী,
- দুবলার চর,
- নীল কমল (হিরণ পয়েন্ট)
- কলাগাছিয়া।
এর মধ্যে কটকা এবং কলাগাছিয়া পর্যটন কেন্দ্রেদেশি বিদেশি সকল পর্যটকদের জন্য মাঝারি আকৃতির বিশ্রামাগার রয়েছে।
একটি সংস্থার হিসাব মতে প্রতিবছর সুন্দর বনে ২ লাখের বেশী বিদেশি পর্যটক ভ্রমণ করে।
সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার, হরিণ সহ প্রায় ২৮৯ প্রজাতির স্থলজ প্রানিট বসবাস রয়েছে।
একই সাথে ৪২ প্রজাতির স্তন্যপায়ী, ৩৫ প্রজাতির সরীসৃপ এবং ৮ ৮ প্রজাতির উভচর প্রানি, ২১৯ প্রজাতির জলজ প্রানির বসবাসের স্থান এই অনতম অভয়রন্ন বন সুন্দরবনে।
দর্শনীয় স্থান ষাট গম্বুজ মসজিদ । ষাট গম্বুজ পর্যটন কেন্দ্র
ষাট গম্বুজ মসজিদ হচ্ছে বাংলাদেশের সেরা ১০ টি টুরিস্ট স্পট এর মধ্যে অন্যতম একটি। ষাট গম্বুজও বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত।
ধারণা করা হয় ১৫শ শতাব্দীতে খান জাহান আলী এই মসজিদ নিরমান করেন। মসজিদ সংলগ্ন রয়েছে খান জাহান আলী দিঘী।
ষাট গম্বুজ মসজিদটি উত্তর-দক্ষিণ দিক থেকে প্রায় ১৬০ ফুট দীর্ঘ। এবং ভিতরের দিক থেকে প্রায় ১৪৩ ফুট লম্বা।
পূর্ব এবং পশ্চিমে বাইরের দিক থেকে প্রায় ১০৪ ফুট ও ভিতরের দিকে প্রায় ৮৮ ফুট চওড়া এই প্রাচিন মসজিদটি।
আরও পড়ুনঃ বাগেরহাট কিসের জন্য বিখ্যাত
৮·৫ ফুট করে পুরু ষাট গম্বুজের দেওয়ালগুলো। ৮১ টি গম্বুজ নিয়ে ষাট গম্বুজ মসজিদ স্থাপিত।
সাতটি লাইনে ১১ টি করে ৭৭ টি এবং চার কোনায় ৪ টি করে মোট ৮১ টি গম্বুজ রয়েছে মসজিদটির উপরে।
সময়ের সাথে সাথে লোক মুখে ৬০ গম্বুজ বলতে বলতে ষাট গম্বুজ মসজিদের নামকরণ হয়ে যায়। সেই থেকে এই দর্শনীয় স্থানকে ষাট গম্বুজ হিসেবেই বিশ্ব দরবারে পরিচিত।
সাজেক ভ্যালি দর্শনীয় স্থান । সাজেক পর্যটন কেন্দ্র
বাংলাদেশের রাঙ্গামাটি জেলার উত্তরে সাজেক ইউনিয়নের একটি পর্যটন কেন্দ্র হচ্ছে সাজেক ভ্যালি দর্শনীয় স্থান। সাজেক ইউনিয়ন বাংলাদেশের সবথেকে বড় ইউনিয়ন হিসেবে স্বীকৃত প্রাপ্ত।
সমতল ভুমি থেকে ১৮০০ ফুট উচ্চতার এই সাজেক ভ্যালি প্রাক্রিতির সর্গ হিসেবে পরিচিত বিশ্ব জুড়ে। মুহূর্তের মধ্যে এখানের প্রক্রিতি রঙ বদলায়।
সাজেক ভ্যালির পুরোটা জুড়ে সমুদ্র ঢেউয়ের মতো সারি সারি পাহাড়, অন্যদিকে তুলোর মতো মেঘ উরে বেড়ায়। এর মাঝেই মাথা উচু করে সাজেক ভ্যালি বাংলাদেশের একটি সেরা পর্যটন স্পত দারিয়ে আছে আপন মনে।
Sajek valley bangladesh এ রাত্রিযাপন করার জন্য sajek valley resort আছে। এখানে আপনি নিজের মতো করে সকল সুবিধা নিয়ে থাকতে পারেন।
হাওয়া পরিবর্তনের জন্য এটা হতে পারে বিশ্বের মধ্যে সেরা একটি স্থান।
সাজেক ভ্যালি দর্শনীয় স্থান এর উত্তরে আছে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙ্গামাটি জেলার লংগদু অবস্থিত।
সাজেক ভ্যালি এর পূর্বে ভারতের মিজোরাম, পশ্চিমে খাগড়াছড়ির দিঘিনালা উপজেলা রয়েছে।
জাফলং এর দর্শনীয় স্থান । জাফলং বাংলাদেশের সেরা পর্যটন স্থান
দ্বিতীয় লন্ডন হিসেবে পরিচিত বাংলাদেশের সিলেট জেলা। সিলেট জেলার জাফলং বিশ্বের মধ্যে একটি অন্যতম পর্যটন স্থান হিসেবে স্বীকৃত।
সিলেট শহর থেকে মাত্র ৬২ কিলোমিটারের দূরত্বে জাফলং অবস্থিত। জাফলং দর্শনীয় স্থানে পিয়াইন নদীর স্বচ্ছ পানির ধারা, ঝুলন্ত ব্রিজ, উঁচু পাহাড়ে সাদা মেঘের খেলা জাফলংকে করেছে আকর্ষণীয় সুন্দর থেকে সুন্দর।
সিলেটের গোয়াইনঘাট থানায় অবস্থিত জাফলং পর্যটন স্থান। ভারত বাংলাদেশ সীমান্তের মেঘালয় রাজ্য সীমান্ত ঘেসে অবস্থিত জাফলং পর্যটন স্থান।
জাফলং পর্যটন স্থান উপক্রান্তীয় পর্বত এবং রেইনফরেস্ট দিয়ে ঘিরে রাখা।
এখানে hotels in jaflong এ আপনি থাকা খাওয়া সহ প্রয়োজনীয় সবকিছু টাকার বিনিময়ে পেয়ে যাবেন। সেখানে অবস্থান করে দিনের পর দিন ঘুরে দেখার সুযোগ পাবেন।
মন স্থির কিংবা হাওয়া পরিবর্তন কিংবা পারিবারিক ভ্রমন সবকিছুর জন্যই জাফলং বাংলাদেশের সেরা পর্যটন স্থান হিসেবে স্বীকৃত।
পতেঙ্গা দর্শনীয় স্থান । পতেঙ্গা পর্যটন কেন্দ্র
বাংলাদেশের চট্টগ্রাম জেলার বেশ কিছু পর্যটন কেন্দ্রের মধ্যে অন্যতম পর্যটন কেন্দ্র হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকত। কর্ণফুলী বন্দর নগরীর কর্ণফুলী নদির তিরে অবস্থিত এই বিশ্ব সেরা একটি পর্যটন কেন্দ্র পতেঙ্গা সমুদ্র সৈকত।
চট্টগ্রাম জিরো পয়েন্ট থেকে মাত্র ১৪ কিলোমিটার দক্ষিণে এই পর্যটন কেন্দ্রের অবস্থান। এই স্পটে আপনি দাঁড়ালেই শুনতে পাবেন পানির শব্দ।
সামনে পানির ঢেউ আছ্রে পড়া দৃশ্য আপনাকে শতভাগ বিমোহিত করবে।
বছরের সবসময়েই বিশেষ করে শীত কিংবা বসন্তের সময়ে দেশি বিদেশি বিভিন্ন পর্যটকদের ভিরে কানায় কানায় পূর্ণ থাকে বন্দরনগরীর এই অন্যতম পতেঙ্গা সমুদ্র সৈকত পর্যটন কেন্দ্র।
বাংলাদেশের সেরা ১০ টি পর্যটন স্থান এর মধ্যে পতেঙ্গা সমুদ্র সৈকত, চট্টগ্রাম অন্যতম একটি।
Shrimangal বাংলাদেশের অন্যতম সেরা পর্যটন স্থান
প্রিয় পাঠক, আমি হয়ত এভাবে আপনাকে বোঝাতে পারবো না যে বাংলাদেশের শ্রীমঙ্গল উপজেলার সৌন্দর্য কতটা মনো মুগ্ধকর। আমার সাধ্যের মধ্যে হলে একবারের জন্য হলেও আমি বিশ্বের সব দেশের পর্যটকদের বাংলাদেশের চায়ের শহর সিলেট বিভাগের মউলোভী বাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা ঘুরে দেখাতে বাধ্য করতাম।
দেশের সেরা ১ টি বা ২ টি মনোমুগ্ধকর স্থানের মধ্যে অন্যতম হচ্ছে সিলেটের শ্রীমঙ্গল এলাকা।
এখানের ভিউ আপনাকে পৃথিবীর অন্য সব জায়গার সৃতি নিমিষেই ভুলিয়ে দিবে। এখানে উচু নিচু আকাবাকা এলাকা জুড়ে চা বাগান রয়েছে।
এখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বছরের বিভিন্ন সময়ে পর্যটকদের জাতায়াত চলমান থাকে। তবে, শীত এবং বসন্তে এই এলাকায় ঘুরে ঘুরে উপভোগ করার আনন্দ, অনুভুতি আপনাকে আমি বুঝাতে পারবো না।
হাতে যথেষ্ট সময় নিয়ে একবার বাংলাদেশের সেরা পর্যটন স্থান শ্রীমঙ্গল চা বাগানে ঘুরে যেতে পারেন।
সেন্ট মার্টিন বাংলাদেশের সবথেকে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র
বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের কক্সবাজার জেলার টেকনাফ থানা থেকে মাত্র ৯ কিলোমিটার দক্ষিণে সেন্ট মার্টিন দিব অবস্থিত। সেন্ট মার্টিন দিপ এর পূর্বে রয়েছে মায়ানমার এর সীমানা।
বিশ্বের সকল সমুদ্র প্রেমিদের জন্য চোখ বন্ধ করে এটি হতে পারে অন্যতম সেরা পর্যটন কেন্দ্র।
এখানের নারিকেল বাগান, সূর্যোদয় এবং সূর্যাস্ত সব থেকে আকর্ষণীয় হিসেবেই থাকে পর্যটকদের কাছে।
এখানে একবার সে পর্যটক ভ্রমনে গিয়েছে তার বারবার যেতে ইচ্ছা করবেই। এখানের পরিবেশ এত মনোমুগ্ধকর যে ভ্রমনের মৌসুম ছারাও এখানে প্রচুর বিদেশি পর্যটক আসতেই থাকে।
সেন্ট মার্টিন সম্পর্কে আরও জেনে নিতে কিংবা ভিউ দেখতে ইউটিউব কিংবা গুগলে গিয়ে সার্চ করুন সেন্ট মার্টিন বাংলাদেশ পর্যটন স্থান।
Kuakata Sea Beach
বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার কলাপারা থানায় কুয়াকাটা সমুদ্র সৈকত পর্যটন স্থান যা বিশ্ব পানের পর্যটন স্থান হিসেবে স্বীকৃত। এখানের সৌন্দর্য আপনাকে পাগল করে ফেলবে।
কুয়াকাটা সমুদ্র সৈকত পর্যটন কেন্দ্র হতে পারে আপনার কাছে সব পর্যটন স্থানের থেকে আলাদা একটা পর্যটন স্পট।
আপনি কুয়াকাটা সমুদ্র সৈকতে একা কিংবা বন্ধু কিংবা পরিবার নিয়ে ভ্রমন করতে পারেন। এখানে hotels near kuakata sea beach রয়েছে। এগুলো আপনি এখানে এসে kuakata sea beach hotel নিতে পারবেন।
এছাড়াও বিভিন্ন কোম্পানির মাধ্যমে অনলাইনে আগেই বুকিং করে রাখতে পারেন আপনার চাহিদা মতো।
বাংলাদেশে অন্যান্য পর্যটন স্থান সমূহ
উপরে উল্লেখিত ৮ টি পর্যটন স্থান ব্যতিত আরও অনেক অনেক সুন্দর অসাধারণ পর্যটন স্থান রয়েছে।
বাংলাদেশের আরও কিছু সেরা পর্যটন স্থান হচ্ছেঃ
- সোমপুর মহাবিহার
- লালবাগ কেল্লা
- আহসান মনজিল জাদুঘর
- Bisnakandi
- মহাস্থান গড়
- চিম্বুক পাহাড়
- পার্বত্য চট্টগ্রাম
- কক্সবাজার
- পাহাড়পুর
- শাহজালাল দরগাহ
- লালাখাল
- মালনীচেরা চা বাগান
- সীতাকুণ্ড
- কান্তজিউ মন্দির
- পার্বত্য চট্টগ্রাম: বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি
পরবর্তী কোনও ব্লগ পোষ্টে একেক করে বাংলাদেশের সকল পর্যটন স্থান সম্পর্কে আমরা জানবো।
বাংলাদেশের সব পর্যটন স্থান সম্পর্কে আপডেট জানতে আমাদের ওয়েবসাইট এর পর্যটন স্পট বাংলাদেশ ক্যাটাগরি ভিজিট করুন।
বাংলাদেশের সেরা সকল পর্যটন স্থান সম্পর্কিত সর্বশেষ
আজকের পোষ্টে আপনি জানতে পেরেছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে বা বাংলাদেশের কোন কোন পর্যটন স্পটে পর্যটক -রা ভ্রমণে আসে সে সম্পর্কে বিস্তারিত।
আশা করছি, দৈনিককণ্ঠ এর এই পোস্টটি থেকে আপনি অনেক তথ্য জানতে পেরেছেন।
আমাদের অন্যান্য পোস্ট নিয়মিত পড়তে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।
চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।