Last Updated on 1 year by Shaikh Mainul Islam
চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ৩ টি ওয়ানডে ক্রিকেট ম্যাচ। চলতি মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যে ৩ টি ওয়ানডে। তাই বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজ ২০২৩ এর সময়সূচী, লাইভ খেলা দেখার উপায় এবং ফলাফল জেনে নেওয়া দরকার।
আজকের এই পোস্ট থেকে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজ ২০২৩ এর সময়সূচী, Bd vs ireland 2023 live দেখার উপায় এবং প্রত্যেক ম্যাচ শেষে আপডেট ফলাফল জানবো।
আরও পড়ুনঃ সাকিব আল হাসান জীবন কাহিনী
চলুন, নিচে এক নজরে বাংলাদেশ এবং আয়ারল্যান্ড সিরিজ ২০২৩ এর শুধু মাত্র ৩ টি ওয়ানডে এর সময়সূচী, ফলাফল এবং লাইভ খেলা দেখার উপায় সম্পর্কে জেনে নেওয়া যাক।
বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজ সময়সূচী ২০২৩
ম্যাচ | তারিখ ও বার | শুরু | ফলাফল |
১ম | ৯ মে,২০২৩ | দুপুর ৩.৪৫ | বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত |
২য় | ১২ মে, ২৩ | দুপুর ৩.৪৫ | বাংলাদেশ ৩ উইকেটে জয়ী |
৩য় | ১৪ মে, ২৩ | দুপুর ৩.৪৫ | বাংলাদেশ ৪ রানে জয়ী |
এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ইংল্যান্ডে অবস্থান করছেন। ১৪ মে তৃতীয় এবং সেশ ওয়ানডে ম্যাচ খেলে দেশে পারি জমাবেন টাইগার ক্রিকেটার রা।
বাংলাদেশ VS আয়ারল্যান্ড এর খেলা দেখার উপায়
অন্যান্য সিরিজের মত এই সিরিজের খেলা সরাসরি সম্প্রচার করছে না কোন টিভি চ্যানেল। তবে তাই বলে খেলা পাগল বাঙ্গালীদের তো খেলা দেখা থেমে থাকবে না।
এই তিনটি ওয়ানডে দেখা যাচ্ছে আইসিসি টিভিতে। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে খেলাগুলি সম্প্রচার করছে। এই পোষ্টের নিচে থেকে আইসিসি টিভি এবং বিসিবির অফিসিয়াল ইউটিউব চ্যানেলের নাম এবং লিংক দেখে নিন।
আরও পড়ুনঃ টি ২০ বিশ্বকাপ কে কতবার নিয়েছে?
তবে আনন্দের খবর হচ্ছে যে, বিসিবি থেকে আলাদা চ্যানেল খোলা হবে সকল খেলা সম্প্রচারের জন্য।
আইসিসি টিভি থেকে খেলা দেখার জন্য এখানে ক্লিক করুন।
বিসিবি -র ইউটিউব চ্যানেল থেকে খেলা দেখার জন্য এখানে ক্লিক করুন।
এই সিরিজের ৩ টি ওয়ানডে ম্যাচ আপনাকে এভাবেই দেখতে হবে।
বাংলাদেশ VS আয়ারল্যান্ড সিরিজ সম্পর্কে সর্বশেষ
ওয়ানডে বিশকাপ এবং এশিয়া কাপের আগ মুহূর্তে বাংলাদেশ দল যখন দারুণ খেলা উপহার দিচ্ছে তখন এই দলটিকে নিয়ে আমরা অনেক আশাবাদী।
আজকের পোস্ট থেকে আমরা মে, ২০২৩ এ ইংল্যান্ডে আয়োজিত বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড এর ৩ টি ওয়ানডে সম্পর্কে সকল বিষয়ে জেনেছি। কিভাবে খেলা দেখতে হবে তাও জেনেছি।
আর পড়ুনঃ বাংলাদেশ বনাম ইংল্যান্ড সিরিজ ২০২৩ সময়সূচী (ওয়ানডে এবং টি-টুয়েন্টি)
আশা করছি, বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজ ২০২৩ এর সকল বিষয়ে জানতে পেরেছেন।
এছারাও এই সিরিজ এবং খেলাধুলা সম্পর্কিত যেকোনো বিষয়ে জানতে আমাদের খেলাধুলা ক্যাতাগরি ভিজিট করুন।
সর্বশেষ আপডেট পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। এবং চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।
1 thought on “বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজ ২০২৩ (সময়সূচী, লাইভ খেলা, ফলাফল)”