Last Updated on 8 months by Shaikh Mainul Islam
ফ্রিল্যান্সিং শব্দটি একবারের জন্যেও শুনেন নাই এমন কেউ নাই। কিন্তু অনেকেই জানেন না ফ্রিল্যান্সিং কাজটা কি, ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো এবং ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি।
আজকের পোষ্টে ফ্রিল্যান্সিং সম্পর্কিত সকল বিষয়ে স্পষ্ট ধারণা দেওয়া চেষ্টা করবো। একটি একটি করে ফ্রিল্যান্সিং সম্পর্কিত সকল বিসয়তে সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করবো।
আমরা আজকে যা জানবো তা হচ্ছে, ফ্রিল্যান্সিং কাকে বলে, ফ্রিল্যান্সিং এর কাজ কি, ফ্রিল্যান্সিং কত প্রকার, সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং কাজ কোনটি এবং ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি সে সম্পর্কে বিস্তারিত সকল তথ্য।
ফ্রিল্যান্সিং কাকে বলে
ফ্রিল্যান্সিং বলতে বুঝায় মূলত একধরনের কাজ। যআ মানুষ স্বাধীন ভাবে ঘরে বসে অনলাইনের মাধ্যমে করতে পারে।
আরও সহজভাবে বললে, ফ্রিল্যান্সিং হচ্ছে একধরনের মুক্ত পেশা যা ব্যক্তি চাইলেই নিজের স্বাধীন মতো করতে পারে নিজের ঘরে বসে।
ফ্রিল্যান্সিং মূলত অনলাইন নির্ভর কাজ। অর্থাৎ, পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ব্যক্তির বিভিন্ন কাজ করিয়ে নেওয়ার দরকার পরে।
তখন ব্যক্তি বিভিন্ন ওয়ার্ক প্লাটফর্ম (ফাইভার, ফ্রিলান্সার, ইত্যাদি) থেকে যোগ্য ব্যক্তিকে কাজটি করে দেওয়ার জন্য নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে লোক হায়ার করে থাকে।
ওই ব্যক্তি নিজের কাজের যোগ্যতা দিয়ে কাজটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করলেই নিজ একাউন্টে মার্কিন দলারের হিসাবে তকা চলে আসবে।
ফ্রিল্যান্সিং এর কাজ কি কত প্রকার
বর্তমানে অনেকেই জানতে চান ফ্রিল্যান্সিং এর কাজ কি বা ফ্রিল্যান্সিং এ কি কাজ করতে হয়? এই প্রশ্নের উত্তর হচ্ছে, ফ্রল্যান্সিং এর কাজের মধ্যে ১ হাজারেরও বেশি কাজ আছে।
তাই চাইলেও একজন মানুষের দ্বারা ফ্রিল্যান্সিং এর সকল কাজ আয়ত্ত করা সম্ভব না।
ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট হচ্ছে ফ্রিল্যান্সিং এর অন্যতম জনপ্রিয় এবং চাহিদা সম্পন্ন কাজ।
তবে দেখুন, ফ্রিল্যান্সিং এর সকল কাজ সারা বিশ্বের লাখ লাখ মানুষ করছে। তাই কোনও কাজেই প্রতিযোগিতা কম না।
তবে কিছু কাজ আছে যেখানে প্রতিযোগিতা অনেক কম। এর একমাত্র কারণ সেসব কাজের জন্য নিজেকে বিসর্জন দিতে হয়।
অর্থাৎ, কিছু কাজ আছে যা সবাই রপ্ত করতে আপ্রে না। কোন একটি কাজে আপনি স্কিল অর্জন করতে না পারলে কাজটি করবেন কি ভাবে ?হ্যাঁ এমন কিছু কাজ হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি।
ফ্রিল্যান্সিং করা শুরু করার আগে
স্কিল ছাড়া পৃথিবীতে কেউ কিছু করতে পারেনি। আর ফ্রিল্যান্সিং জগতের মতো এত বিস্তৃত কাজের দুনিয়ায় আপনি কাজ না শিখে ওয়ার্ক প্লেসে ঢুকে পড়বেন?
অনেক ফ্রিল্যান্সার লাখ লাখ ডলার আয় করছে দেখে আপনিও নেমে পড়ছেন ডলার আয় করতে ?
আপনি কি জানেন লাখ ডলার আয় করা ফ্রিলান্সারের ওই পর্যায়ে যেতে কত রাত নিরঘুম কাতাতে হয়েছে? কতটা কষ্ট করতে হয়েছে?
একটি স্বাভাবিক হিসাব করুন। আপনার একটি সরকারি চাকরীর জন্য জীবনের ২০ -২২ বা তার বেশি সময় পর্যন্ত পড়াশোনা করতে হয়।
আরও পড়ুনঃ ফ্রিল্যান্সিং কাজ করার জন্য কিসের প্রয়োজন । কিভাবে ফ্রিল্যান্সিং শিখবো 2023
এখন ফ্রিল্যান্সিং এর জন্য কাজ শিখে নিজের স্কিল অর্জন করতে কত সময়ের দরকার আছে?
দেখুন অধিক জনপ্রিয় ফ্রিল্যান্সিং কাজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং। কিন্তু হাজার হাজার ডিজিটাল মার্কেটার আপনার চারিপাশে ঘুরছে।
এর কারণ এটি আপনার মতো অনেকেই সহজ এবং প্রচুর কাজ ভেবে এটাই শিখেছে।
আরও পড়ুনঃ গুগল এডসেন্স পাওয়ার উপায় । গুগল এডসেন্স একাউন্ট
তাই আপনাকে জনপ্রিয়তা দেখে কাজ নির্ধারণ নয়, বরং আপনি ফ্রিল্যান্সিং দুনিয়ায় কতদিন থাকবেন তার উপর নির্ভর করে কাজ সিলেক্ট করুন।
আরও আপনাকে যা মনে রাখত হবে তা হচ্ছে শুধু মাত্র একটি কাজ শিখেই আপনি কাজ শুরু ক্রতে পারবেন। কিন্তু কখনোই একটি কাজ শিখে ওয়ার্কিং সেক্তরে টিকে থাকতে পারবেন না।
এর অন্যতম কারণ হচ্ছে, একজন বায়ার (যার কাজ করে দিবেন) কখনোই মেইন কাজাএর সাথে রিলেটেড কাজের জন্য আলাদা কাউকে হায়ার করবে না। তাই পুরোটা সাপ্নারি করতে হবে।
তাই আপনি যে কাজটি শিখবেন তার সাথে সম্পৃক্ত ৫ থেকে ১০ বা তার বেশি কাজ আপনাকে ক্রমান্বয়ে শিখতে হবে।
আশা করছি বুঝতে পারছেন। কোন কাজের সাথে কোন কাজ সম্পর্কিত তা নিয়ে আমরা একটি আর্টিকেল প্রকাশ করবো।
মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো
শুনতে খারাপ হলেও এটাই সত্য যে, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং জগতে কাজ করা বা টিকে থাকা সম্ভব না। মোবাইল থেকে শুধু মাত্র ক্লিক বেইট কয়ালিতির কাজ করা সম্ভব।
এছাড়া টুকিটাকি যা করা যায় তার শুধু মাত্র ব্যাসিক পর্যায়েই শেখা যায়। তাই আপনাকে যেভাবে হোক কম্পিউটার কিংবা ল্যাপটপ নিতে হবে।
এক্ষেত্রে আপনি কাজের ধরন বুঝে প্রথমে ১০ থেকে ২০ হাজার টাকার মধ্যে কম্পিউটার বানিয়ে নিতে পারেন। এরপর আস্তে আস্তে সেটিকে আপডেট করা সম্ভব।
ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ
বিশ্বের উন্নত দেশের ক্লাস ৫ এর শিশু যখন কোডিং ক্রে বড় বড় সমাধান করছে তখন আমাদের দেশের ইন্টার পাশ শিক্ষার্থীরা জানতে চাচ্ছে ফ্রিল্যান্সিং কি এবং এর ভবিষ্যৎ কেমন। আফসোস হয়।
ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ এই মুহূর্তে পৃথিবীর সকল কাজের মধ্যে সব থেকে লাভ জনক সম্মান জনক সম্ভাবনাময়।
কারণদিন যত এগিয়ে যাচ্ছে সবকিছু অনলাইন নির্ভর ততবেশি ই হচ্ছে। তাই ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি এই নিয়ে চিন্তার কোন কারো নেই।
আরও পড়ুনঃ ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো 2023 । ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ জেনে নিন
দেশে পর্যায়ক্রমে ফ্রিল্যান্সারদেরকে সরকারিভাবে নিবন্ধন দেওয়া হবে যার কাজ প্রায় শেষের পথে।
সরকারি চাকরিজীবীদের মতো দেশের সকল সুবিধা নিতে পারবেন একজন ফ্রিল্যান্সার।
ফ্রিল্যান্সিং কাজ করার জন্য কিসের প্রয়োজন
মেধা, ধৈর্য, শেখার ইচ্ছা, রিসার্চ করার মানসিকতা, কাজ শখার জন্য নির্দিষ্ট সময়, প্রয়োজন মতো ডিভাইস এবং ইন্টারনেট কানেকশন, স্কিল দরকার।
সবগুলো যদি আপনার মধ্যে থাকে তবেই আপনি একজন ফ্রিল্যান্সার হওয়ার দক্ষতা রাখেন।
তাই ভেবে চিনতে ফ্রিল্যান্সিং সেক্টরে আসুন। তবে কাজ শেখার জন্য যথেষ্ট সময় নিয়ে আসুন।
কিভাবে শিখবো ফ্রিল্যান্সিং সম্পর্কিত সর্বশেষ
আজকের পোষ্টে আমরা ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো সেই বিষয়ে একদম ব্যাসিক কিছু বিষয়ে জেনেছি।
জেনেছি ফ্রিল্যান্সিং কি, কিভাবে শুরু করতে হবে। ফ্রিল্যান্সিং শেখার জন্য কি কি প্রয়োজন জেনেছি সেসব বিষয়ে খুঁটিনাটি সকল তথ্য।
এছাড়াও জেনেছি ফসবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং কাজ কি সেই বিষয়েও। আশা করছি ফ্রিল্যান্সিং সম্পর্কিত ব্যাসিক ধারণটা পেয়েছেন।
আরও পড়ুনঃ ছাত্রদের জন্য অনলাইনে আয় । কিভাবে অনলাইনে আয় করা যায়
আজকের প্সতের মূল কথা হচ্ছে, আপনি যেখানেই যা-ই করুন আগে আপনাকে স্কিল অর্জন করতে হবে।
আপনাকে সেই বিষয়ে যথেষ্ট ধারণা রাখতে হবে। তবেই আপনি পারবেন।
আশা করছি এই বিষয়ে প্রাথমিক ধারণা দিতে পেরেছি। এই বিষয়ে আরও কিছু জানার থাকলে কমেন্ট করে জানান।
চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।
7 thoughts on “ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো । ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ”