জিপি সিমের মালিকানা পরিবর্তন করুন ঘরে বসে

Last Updated on 4 months by Shaikh Mainul Islam

প্রিয় পাঠক, স্বাগত “জিপি সিমের মালিকানা পরিবর্তন এবং জিপি সিম বন্ধ করার নিয়ম” এর আজকের পোষ্টে। দেশে মোবাইল অপারেটর ব্যবহারকারীদের দিক থেকে জিপি বা গ্রামীণ সিম ব্যবহারকারী সংখ্যা অনেক বেশী।

এদের মধ্যে অনেকের জিপি সিমের মালিকানা পরিবর্তন করার দরকার হয়। যেমন ধরেন, অনেকের সিম বাবা, মা অথবা ভাই বন বা অন্য কারোর নামে রেজিস্ট্রেশন করা থাকে। এর কারণ সিম কিনতে ভোঁটার আইডি কার্ডের দরকার হয়।

আরও পড়ুনঃ জিপি ইন্টারনেট অফার । gp mb offer code । gp minute offer list

তাই, আজকের পোষ্টে আমরা জানবো, গ্রামীণ সিমের মালিকানা পরিবর্তন করার নিয়ম এবং জিপি সিম সম্পর্কিত অধিক জিজ্ঞেসিত কিছু প্রশ্নের উত্তর। চলুন, তাহলে জিপি সিমের মালিকানা পরিবর্তন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

জিপি সিমের মালিকানা পরিবর্তন করার উপায় সমূহ

প্রিয় পাঠক, অনলাইনে এবং অফলাইনে দুই ভাবেই জিপি সিমের মালিকানা পরিবর্তন করা যায়।

তবে, অনলাইনে শুধু মাত্র তারাই জিপি সিমের মালিকানা পরিবর্তন করতে পারবেন যারা মেট্রোপলিটন এলাকায় থাকেন।

গ্রামীণ সিম কোম্পানি থেকে সারা দেশ ব্যাপী এই সেবাটি এখনো চালু করতে পারেনি।

সারা দেশ ব্যাপী এই সার্ভিস চালু হলে এখানে আপডেট জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুনঃ জিপি এমবি চেক করার কোড

অফলাইনে সিমের মালিকানা পরিবর্তন করতে আপনাকে আপনার নিকটস্থ জিপি সিম কাস্টমার কেয়ারে গিয়ে কাজটি সম্পন্ন করতে হবে।

আমরা আজকের পোষ্টে দুই ভাবেই গ্রামীণ সিমের মালিকানা পরিবর্তন করার উপায় বা নিয়ম সম্পর্কে খুঁটিনাটি বিস্তারিত জানবো।

চলুন একেক করে অফলাইনে এবং ঘরে বসে অনলাইনে জিপি সিমের মালিকানা পরিবর্তন করার নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক।

সরাসরি জিপি সিমের মালিকানা পরিবর্তন করার নিয়ম

অনেকে জিপি সিমের মালিকানা পরিবর্তনের বিষয়ে সঠিক তথ্যের অভাবে গ্রামীণ সিমের মালিকানা পরিবর্তন করতে পারে না। কিন্তু প্রকৃত অর্থে সরাসরিও গ্রামীণ জিমের মালিকানা পরিবর্তন করা একদম সহজ।

আপনি যদি মেট্রোপলিটন এলাকার বাহিরে থাকেন এবং গ্রামীণ সিমের মালিকানা পরিবর্তন করতে চান তাহলে আপনার এবং যার সাথে মালিকানা পরিবর্তন করবেন এই দুই জন ব্যক্তিকেই স্ব শরীরে নিকটস্থ গ্রামীণ সিম কাস্টমার কেয়ার এ উপস্থিত থাকতে হবে।

এবং যে সিমটির মালিকানা পরিবর্তন করবেন সেই সিমটি সাথে থাকতে হবে। এছাড়াও উভয়ের (মালিকানা যার আছে এবং নতুন যে নিবেন) কিছু ডকুমেন্ট লাগবে। জিপি সিম পরিবর্তন করতে আপনার নিকটস্থ কাস্টমার কেয়ার এর ঠিকানা এই পোষ্টে দেওয়া থাকবে।

জিপি সিমের মালিকানা পরিবর্তন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহঃ

  • সিমের বর্তমান মালিকের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
  • নতুন মালিকানা যে নিবে তার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
  • উভয়ের দুই কপি করে সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।
  • নিকটস্থ জিপি কাস্টমার কেয়ারে স্ব শরীরে দুই জনেরই উপস্থিত থাকতে হবে।

আপনি যদি কাউকে সিমের মালিকানা পরিবর্তন করে দিতে চান তাহলে উপরের সকল ডকুমেন্ট সাথে নিয়ে এবং আপনি এবং যে সিমের মালিকানা নিবেন এই দুই ব্যক্তিকে একসাথে নিকটস্থ জিপি সিমের কাস্টমার কেয়ারে যেতে হবে।

সেখানে গিয়ে আপনাদের সিমের মালিকানা পরিবর্তন করার আগ্রহ প্রকাশ করলেই কাস্টমার প্রতিনিধি আপনাদের দুই জনের আঙ্গুলের ছাপ এবং উপরের উল্লেখিত ডকুমেন্ট জমা নিয়ে সিমের মালিকানা পরিবর্তন করে দিবে।

সরাসরি জিপি পয়েন্ট অর্থাৎ জিপি কাস্টমার কেয়ার থেকে গ্রামীণ সিমের মালিকানা পরিবর্তন করতে সিম প্রতি ২০ টাকা চার্জ প্রযোজ্য হবে।

তবে অনেক সময় জিপি সিমের মূল্য বৃদ্ধি কিংবা আনুসঙ্গিক বাবদ এই চার্জ হতে পারে ৫০ কিংবা ৮০ টাকা।

এবার আপনার মনে প্রশ্ন জাগছে যে, আপনার এলাকায় আশপাশে এই জিপি পয়েন্ট অর্থাৎ জিপি সিম কোম্পানি অনুমোদিত কাস্টমার প্রতিনিধি কেয়ার এর ঠিকানা কই পাবেন?

চিন্তার কোনও কারণ নেই। আপনি আপনার জিপি কাস্টমার কেয়ার প্রতিনিধি লোকেশন বা ঠিকানা জানতে নিচের দেওয়া ইন্সট্রাকশন ফলো করুন।

GP পয়েন্ট থেকে Sim এর মালিকানা পরিবর্তন করতে করনীয়

  • প্রথমে Gp Service Point Locattion এ প্রবেশ করতে হবেহ।
  • এরপর নিচের ছবইর মতো একটি পেজ ভিউ দেখা যাবে।
  • ছবিতে মার্ক করা সার্চ বক্সে আপনার জেলার নাম লিখে সার্চ করুন।
  • আপনি যদি থানা বা ইউনিয়ন পর্যায়ে বসবাস করেন্তাহলে প্রথমে জেলার নাম লিখে এরপরে আপনার গ্রাম বা ইউনিয়নের নাম লিখে সার্চ করুন।
  • এরপরে একের পড় এক দোকান বা প্রতিষ্ঠানের নামে জিপি পয়েন্ট এর নাম ঠিকানা দেখতে পারবেন।

এরপর আপনি সরকারি ছুতির দিন ব্যতিত অন্য যেকোনো দিন হাতে কিছুটা সময় নিয়ে জিপি পয়েন্ট অর্থাৎ জিপি কাস্টমার কেয়ারে গিয়ে বিস্তারিত কাজ করে নিবেন।

আবারো বলছি সকল ডকুমেন্ট এবং দুই ব্যক্তিকেই স্ব শরিরে উপস্থিত থাকতে হবে।

আপনি আপনার নিকটস্থ জিপি সার্ভিস পয়েন্ট এর ঠিকানা জানতে এখানে ক্লিক করুনঃ Gp Service Point Location All Bangladesh.

প্রিয় পাঠক, এতক্ষণে আমরা জানতে পেরেছি, সরাসরি জিপি পয়েন্ট থেকে কিভাবে আপনি গ্রামীণ সিমের মালিকানা পরিবর্তন করতে পারেন।

এখন আমরা জানবো কিভাবে ঘরে বসে কোনও ফি ছাড়াই গ্রামীণ সিমের মালিকানা পরিবর্তন করা যায়।

ঘরে বসে grameen sim এর মালিকানা পরিবর্তন

প্রিয় পাঠক, আপনি ঘরে বসে জিপি সিমের মালিকানা পরিবর্তন করার জন্য প্রথম শর্ত হচ্ছে আপনাকে মেট্রোপলিটন এলাকায় বসবাস করতে হবে।

কারণ জিপি সিম কোম্পানি এই সার্ভিসটি শুধু মাত্র মেট্রোপলিটন এলাকাতে চালু রেখেছে। যখন সারা দেশ ব্যাপী এই সার্ভিসটি চালু হবে তখন এই পোষ্টে আপডেট করে জানিয়ে দেওয়া হবেহ।

বিঃদ্রঃ ৮০ টাকা ডেলিভারি চার্জ হিসেবে দেওয়া হয়। সিমের মালিকানা পরিবর্তন ফ্রি।

এভাবে আপনি অনলাইন থেকে ঘরে বসে grameen সিমের মালিকানা পরিবর্তন করতে পারবেন খুব সহজেই।

এতে আপনার কোনো প্রকার ডকুমেন্ট সরাসরি দিতে হবে না এবং সময় নস্ট হবে নাহ।

খুব তারাতারি এই সার্ভিসটি দেশ ব্যাপী চালু করবে গ্রামীণ ফোন সিম কোম্পানি।

ঘরে বসে গ্রামীণ সিমের মালিকানা পরিবর্তন করতে যা যা করতে হবে তা নিচের ইন্সট্রাকশন থেকে দেখে নিন। চলুন দেখে নেওয়া যাক ঘরে বসে গ্রামীণ সিমের মালিকানা পরিবর্তন করতে করনীয়ঃ

অনলাইনে সিমের মালিকানা পরিবর্তন করার নিয়ম

  • সরাসরি grameenphone.com/shop/sim-ownership-transfer এ ভিজিট করুন।
  • লিংকটিতে ভিজিট করার পরএ নিচের ছবির মতো একটি পেজ ভিউ দেখতে পাবেন।
ঘরে বসে জিপি সিমের মালিকানা চেঞ্জ করুন
  • Number you wants to transfer এর ঘরে যে সিমটির মালিকানা পরিবর্তন করবেন সেই সিমের নাম্বারটি দিন।
  • Current Sim Owner’s NID number এর ঘরে (দ্বিতীয় ঘরে) সিমটি যার নামে এই মুহূর্তে রেজিস্ত্রিশন করা তার NID নাম্বার দিন।
  • New SIM Owner’s Mobile Number এর ঘরে সিমটির নতুন মালিকানা যিনি নিবেন তার সচল অন্য একটি মোবাইল নাম্বার দিন।
  • এরপরে Add Cart এ ক্লিক করুন।
  • এবার উপরের ছবিটির মতো একটি পেজ ভিউ দেখতে পাবেন।
  • এখানে যে ব্যক্তি সিমের মালিকানা দিবেন তার ফুল নাম, অন্য একটি মোবাইল নাম্বার এবং ইমেইল (যদি থাকে) দিতে হবে।
  • একই পেজে আপনার স্থায়ী ঠিকানা দিতে হবে প্রথমে। এবং Delivery Address এর জায়গায় আপনার বর্তমান ঠিকানা (অবশ্যই মেট্রোপলিটন এলাকা) দিতে হবে।
  • পেজটির সকল তথ্য দেওয়ার পরে পেজ এর নিচে গিয়ে Check Review বাটনে ক্লিক করুন।
  • এবার আপনাকে মোবাইল ব্যাংকিং এর যেকোনো একটি দিয়ে ৮০ টাকা পেমেন্ট করতে হবে।
  • বিকাশ বা নগদ যে ভাবেই ৮০ টাকা পেমেন্ট করবেন সেই ব্যাংকিং সিস্তেম অনুযায়ী পেমেন্ট করুন।
  • এরপর উপরের ছবিটির মতো নিচের ছোট ফাকা বক্সে টিক চিহ্ন দিয়ে দিন এবং Continue to Payment এ ক্লিক করুন।
  • এরপর Order Confirm বাটনে ক্লিক করুন। আপনার কাজটি সম্পন্ন হলে নিচের ছবির মতো একটি পেজ ভ ইউ দেখতে পাবেন।

বেশ, এবার আপনার কাজ শেষ। দুই থেকে ৩ কার্যদিবস এর মধ্যে জিপি কাস্টমার থেকে একজন প্রতিনিধি আপনার বাসায় আসবেন। এসে দুই ব্যক্তিকেই এক জায়গায় নিয়ে দুই জনের সম্মতি নিবেন। এরপর হাতের আঙ্গুলের ছাপ নিবেন। যবকিছু ম্যাচ করলে ওই ব্যক্তি নতুন একটি সিম নতুন মালিককে দিয়ে যাবেন।

গ্রামীণ সিম সম্পর্কিত FAQS

জিপি সিমের মালিকানা পরিবর্তন করবো কিভাবে?

দুই ভাবে গ্রামীণ সিমের মালিকানা পরিবর্তন করা যায়। সরাসরি এবং অনলাইনে। বিস্তারিত জানতে পোষ্টের উপরের অংশ মনোযোগ দিয়ে পড়ুন।

কোন কোন সিমের মালিকানা হস্তান্তর করা যায়?

এখন পর্যন্ত শুধু জিপি সিমের মালিকানা পরিবর্তন করা যায়।

সিমের মালিকের নাম পরিবর্তন করা যাবে?

হ্যাঁ, যাবে ।সেক্ষেত্রে সিমার সম্পূর্ণ মালিকানা পরিবর্তন করতে হবে।

মৃত্যুর পর সিমের মালিক পরিবর্তন করা যায়?

হ্যাঁ যায়। এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট এর মোবাইল অথবা সিম ক্যাটাগরি ভিজিট করুন।

এমএনপি সিম কি বা এমএনপি সিম কাকে বলে?

এমএনপি সিম হচ্ছে একটি নাম্বার অপরিবর্তিত রেখে টেলিকম অর্থাৎ সিম কোম্পানি পরিবর্তন করাকে বোঝায়। এমএনপি এর মাধ্যমেও সিমের মালিকানা পরিবর্তন করা যায়।

গ্রামীণ সিমের মালিকানা পরিবর্তন নিয়ে সর্বশেষ কিছু কথা

প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা গ্রামীণ সিমের মালিকানা পরিবর্তন করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনেছি।

আশ করছি এই বিষয়ে সম্পূর্ণ তথ্য জানাতে পেরেছি। এছাড়াও আরও কিছু জানার থাকলে কমেন্ট করে জানান।

GP Sim সম্পর্কিত আমাদের সকল পোস্ট পড়তে Grameenphone category ভিজিট করুন।

সর্বশেষ আপডেট পেতে ফেসবুক পেজ Dainikkantha ফলো করুন।

3 thoughts on “জিপি সিমের মালিকানা পরিবর্তন করুন ঘরে বসে”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.