Last Updated on 5 months by Shaikh Mainul Islam
মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব হচ্ছে ঈদুল আযহা বা কোরবানির ঈদ। এর মাধ্যমে হালাল ও সুস্থ পশু কোরবানি করে আল্লাহর সন্তুষ্টি এবং করুনা কামনা করা হয়। এজন্য ছাগল কোরবানির নিয়ম সহ কোরবানির দোয়া জানা প্রয়োজন।
প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “ছাগল কোরবানির নিয়ম সহ কোরবানির দোয়া । কোরবানি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য” এ।
এই পোষ্টে আমরা ছাগল কোরবানির নিয়ম, ছাগলের বয়স, চেনার উপায় এবং ছাগল কোরবানির দোয়া সম্পর্কে বিস্তারিত। ছাগল কোরবানির নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
ছাগল কোরবানি দেওয়ার নিয়ম
কোরবানি দেওয়ার ক্ষেত্রে আমাদের দেশে গরু এবং ছাগল সবথেকে বেশি ব্যবহার হয়। এর আগে আমরা গরু কোরবানি দেওয়ার নিয়ম সহ বিস্তারিত জেনেছি।
ইতিমধ্যে কোরবানির নিয়ম শিরোনামে আমাদের একাধিক পোস্ট প্রকাশিত আছে। যেখানে সব ধরনের পশু কোরবানির নিয়ম সহ বিস্তারিত আকারে উল্লেখ করা আছে।
আরও পড়ুনঃ কুরবানির সম্পর্কিত প্রশ্ন উত্তর ও আলোচনা
কোরবানির পশু তা হোক ছাগল কিংবা হোক গরু বা অন্য কোনো প্রাণী সব ধরনের পশু কোরবানির ক্ষেত্রে নিচের কোরবানির নিয়ম প্রযোজ্য।
- কিবলা মুখী অর্থাৎ পশ্চিম দিকে মুখ করে দক্ষিণে মাথা দিয়ে পশু শোয়াতে হবেহ।
- পশু শোয়ানোর সময় যতটা সম্ভব পশুকে ব্যাথা দেওয়া যাবে না।
- পশু শোয়ানোর পরে কিল ঘুসি দেওয়া যাবে না।
- এরপর আগে ধার দিয়ে রাখা ছুরি দিয়ে ডান হাতে কিংবা উভয় হাতে ধরে ছুরি চালানো।
- ছুরি চালানোর সময় শুধু বিসমিল্লাহ কিংবা অন্যান্য দোয়া পড়া উচিত।
- পশুর গলায় ছুরি চালানোর সময় গলার ভিতরে ছুরি দিয়ে গুঁতানো যাবে না।
- শ্বাসনালীর দুই পাশে থাকা রগ কেটে দিতে হবেহ।
- গরু জবাইয়ের সময় গরু শুয়ে পা ভালো করে বেধে দিতে হবে।
এভাবেই কোরবানি সম্পন্ন করতে হবে। তবে আরও কিছু বিষয় আছে যা মেনে তবেই কোরবানি দিতে হবে।
যেমনঃ
- কোরবানির দেওয়ার আগে ছুরি ভালোভাবে ধার দিতে হবে।
- এক জায়গায় অনেক পশু কোরবানি দিলে একটি কোরবানির সময় অন্যগুলিকে সামনে না আনা।
- একমাত্র আল্লাহর নামে কোরবানি দেওয়া।
- লোক দেখানো কোরবানি দেওয়া থেকে বিরত থাকা।
- অসুস্থ এবং অপ্রাপ্ত বয়স্ক পশুকে কোরবানি দেওয়া যাবে না।
- ছাগলের ক্ষেত্রে একবছর বয়স হতে হবে। তবে কিছুটা কম হলেও দেখতে বয়স্ক মনে হলে দেওয়া যাবে।
- যে ব্যক্তি কোরবানি দিবেন তিনি পশু জবাই করলে অতি উত্তম। তবে অন্য কেউ করলেও কোনো সমস্যা নেই।
আশা করছি ছাগল কিংবা গরু অর্থাৎ সব ধরনের পশু কোরবানির নিয়ম জানতে পারছেন।
ছাগল কোরবানির বয়স, দোয়া ও চেনার উপায়
কোরবানির ক্ষেত্রে ছাগল দিয়ে কোরবানি দিতে হলে ছাগলের বয়স হচ্ছে কমপক্ষে ১ বছর বা তার বেশি হতে হবে।
তবে যদি মনে হয় যে দেখতে এক বছরের মত তাহলে সেই ছাগল দিয়ে কোরবানি করা যাবে।
পশু হতে হবে সুস্থ সবল এবং স্বাভাবিক। অর্থাৎ হাত পা বা চোখে সমস্যা থাকা যাবে না।
ছাগল কোরবানির দোয়া
সব পশু কোরবানি করার জন্য একই দোয়া পড়তে হয়। সর্ব প্রথম নিশ্চিত করতে হবে যে বিমিল্লাহ বলে যেন কোরবানি দেওয়া শুরু করা হয়। এরপর কোরবানির দোয়া পড়তে হবে।
কোরবানির জন্য ২ টি দোয়া আছে। একটি অনেক বড় এবং অন্যটি একদম ছোট দোয়া। আপনি চাইলে যেকোনো দোয়া পড়তে পারেন। চলুন ছাগল কোরবানির দোয়া বা সকল পশু কোরবানির দোয়া জেনে নেওয়া যাক।
اَللَّهُمَّ . إِنِّي وَجَّهْتُ. وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ عَلَى مِلَّةِ اِبْ. رَاهِيْمَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ – إِنَّ صَلَاتِي وَنُ.سُكِي وَمَ . حْيَايَ وَ. مَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ – لَا شَرِيكَ لَهُ وَبِذَٰلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ – بِسْمِ اللهِ اَللهُ اِ. كِبَر – اَللَّهُمَّ مِنْكَ وَ لَكَ
বাংলা উচ্চারণঃ ইন্নি ওয়া ঝইঝাহতু ওয়াঝহিয়া লিল্লাজি ফাতারস সামা ওয়াতি ওয়াল আরদ, আলা মিল্লাতি ইবরহিমা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সালাতি ওয়া নু – সুকি ওয়া মাহ – ইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। লা শারি কা লাহুওয়া বিজালিকা উমি রতু ওয়া আনা মিনাল মুসলিমিনন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ও লা – কা।
উপরের দোয়াটি পড়তে কষ্টসাধ্য মনে হয় তাহলে ছোট্ট এ দোয়াটি পড়লে হবে।
بِسْمِ اللهِ اَللهُ اِكِبَر – اَللَّهُمَّ مِنْكَ وَ لَكَ
বাংলা উচ্চারণঃ বিসমিল্লাহি আল্লহু আকবারর, আল্লাহ হুম্মা মিনকা ওয়া লা – কা।
মুলত কোরবানির উদ্দেশ্য করে পশু কর্যের সময়েই কোরবানির নিয়ত হয়ে যায়। কারণ আল্লাহ অন্তর্যামী। আল্লাহ আমাদের সবার কোরবানিকে কবুল করে নিন, আমিন।
আর কোরবানির ছাগল চেবার উপায় হচ্ছে মুখের দাত এবং চোখের দেখা। মুখে একাধিক দাত থাকলেই বুঝবেন এই ছাগল দিয়ে কোরবানি দেওয়া যাবে।
ছাগল কোরবানি নিয়ে সর্বশেষ
প্রিয় পাঠক আজকের পোষ্টে আমরা ছাগল কোরবানির নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনেছি। আশা করছি কোরবানির ছাগল সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।
আরও পড়ুনঃ ভাগে কুরবানি দেওয়ার নিয়ম । কোরবানির নাম দেওয়ার নিয়ম জেনে নিন
এরপরে আরও কিছু জানার থাকলে কমেন্ট করে জানান।
নিয়মিত আমাদের ইসলামিক সকল পোস্ট পড়তে ইসলাম ক্যাটাগরিতে ভিজিট করুন।
সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।
2 thoughts on “ছাগল কোরবানির নিয়ম সহ কোরবানির দোয়া জেনে নিন”