Last Updated on 10 months by Shaikh Mainul Islam
ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশী। পবিত্র ঈদের দিনে মানুষ বিভিন্ন রকমের ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন করে পোস্ট দিয়ে থাকে।
প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “ঈদের শুভেচ্ছা পোষ্টার ডিজাইন । eid poster design bangla” এ।
আরও পড়ুনঃ ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস
আজকের পোষ্টে আমরা মোবাইল দিয়ে সম্পূর্ণ ফ্রিতে ঘরে বসে ঈদের শুচেচ্ছা পোষ্টার অর্থাৎ ছবি যুক্ত ব্যানার বা পোষ্টার বানানোর নিয়ম সম্পর্কে বিস্তারিত জানবো।
শুভেচ্ছা পোষ্টার বানানোর উপায়
পোষ্টার ডিজাইন করার অন্যতম ফ্রি প্লাটফর্ম হচ্ছে Canva App বা ওয়েবসাইট। ফ্রিতে পোষ্টার ডিজাইনের জন্য Canva একটি অসাধারণ মোবাইল অ্যাপ।
Canva use করে একদম ফ্রিতে যত ইচ্ছা তত ব্যানার তৈরি করতে পারবেন। Canva থেকে ঈদের শুভেচ্ছা পোষ্টার ডিজাইন সহ অসাধারণ সব কাজ করা যায়।
Canva আপনি মোবাইল কিংবা কম্পিউটার যেকোনো ডিভাইসে ব্যবহার করতে পারবেন। পোস্টের শেষ অ্যাপটির লিংক দেওয়া আছে।
ক্যানভা থেকে ঈদের পোষ্টার ডিজাইন
Canva App থেকে ঈদের পোষ্টার ডিজাইন করার জন্য নিম্মোক্ত ধাপগুলি অনুসরণ করতে হবে। চলুন দেখে নেওয়া যাক ক্যানভা থেকে ঈদ পোষ্টার ডিজাইন করার নিয়মঃ
- Play store থেকে ক্যানভা অ্যাপ ইন্সটল করতে হবে।
- এবার ক্যানভা অ্যাপটি ওপেন করতে হবে eid mubarak template ওপেন করতে হবে।
- এবার পছন্দ অনুযায়ী একটি template এর উপরে ক্লিক করতে হবে।
- এবার customize template এর উপরে ক্লিক করতে হবে।
- এবার নিজের মনের মতো এডিট করে সেভ অপশন থেকে সেভ করুন।
Canva অ্যাপ কিংবা এর ওয়েবসাইট ব্যবহার করে সম্পূর্ণ ফ্রিতে আপনি এই কাজগুলি করতে পারবেন।
মোবাইল এবং কম্পিউটার উভয় ডিভাইস দিয়ে এইভাবে আপনি যেকোনো কাজের জন্য ব্যানার বা পোষ্টার ডিজাইন করে নিতে পারবেন নিজের মতো করে।
কম্পিউটার থেকে শুভেচ্ছা পোস্টার ডিজাইন তৈরি
আপনার কম্পিউটার বা ল্যাপটপ যদি অনেক পুরণ ভার্সন তথা ডুয়েল কোঁড় ও হয়ে থাকে তাহলেও আপনি অবশ্যই এই ওয়েবসাইট ব্যবহার করে খুব সহজে মুহূর্তের মধ্যে ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন করতে পারবেন।
এই ওয়েবসাইট টি হচ্ছে Pixlr.com. আপনি Pixlr ওয়েবসাইটে প্রবেশ করে কিভাবে নিজের মতো বিভিন্ন সোশ্যাল সাইটে বা নিজের দরকারি সাইজের পোষ্টার ডিজাইন করবেন তা জেনে নেওয়া যাক।
আরও পড়ুনঃ শেষ রমজান নিয়ে স্ট্যাটাস । বিদায়ী রমজানের ক্যাপশন
- প্রথমে Pixlr ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- এরপর Templates অপশনে ক্লিক করতে হবে।
- Templates অপশনে ক্লিক করার পর বিভিন্ন সোশ্যাল সাইটের নাম দেওয়া আছে।
- আপনি যে সাইটের জন্য ব্যানার বানাবেন সেই সোশ্যাল সাইটের উপরে ক্লিক করুন।
- এবার, নিচে হাজার হাজার Templates দেখতে পাচ্ছেন।
- এখান থেকে যে Templates এর উপরে ফ্রি লেখা সেগুলি আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন।
- এবার আপনি একটি Templates বা পোষ্টার পছন্দ করে সেই পোষ্টারের উপরে ক্লিক করুন।
- এখন, ওপেন হওয়া ছবিটি আপনি নিজের মতো করে এডিট করে নিজের ছবি যুক্ত করে একটি সুন্দর পোষ্টার বানিয়ে ফেলুন।
- Pixlr ব্যবহার করে সব ধরনের পোষ্টার বানানোর জন্য সরাসরি এখানে ক্লিক করুন।
Canva এপ এর মতো আপনি Pixlr ওয়েবসাইট থেকেও সাইজ নিজের মন মতো লিখে ব্যানার বানাতে পারবেন।
কেন নিজের পোষ্টার নিজে বানাবেন
প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠান কিংবা প্রয়োজনে অনেকগুলি পোষ্টার দরকার হয় তাহলে প্রত্যেকবার ব্যানার বা পোষ্টার সংগ্রহ করতে এসে গুগলে কি আপনার নাম দিয়ে আপনার মতো করে পোষ্টার তৈরি করা পান?
আরও পড়ুনঃ ২০২৪ সালের রোজার ঈদ কত তারিখে
অবশ্যই না। তবে হ্যাঁ।
আপনি চাইলে বিভিন্ন ডিজাইনার বা কোম্পানি থেকে কম বেশী কিছু টাকার বিনিময়ে বিভিন্ন পোষ্টার বানিয়ে নিতে পারেন।
কিন্তু, এতে প্রত্যেক বছর আপনার অনেকগুলি টাকা যায়।
বিঃ দ্রঃ আমাদের থেকে যেকোনো অনুষ্ঠান বা কর্মসূচী সংক্রান্ত পোষ্টার ডিজাইন বা ব্যানার ডিজাইন করে নিতে পারেন। প্রতি ডিজাইন মাত্র ৩০০ টাকা। প্রয়োজনে Mobile & whatsapp 01752808514, email: [email protected]
আরও পড়ুনঃ রমজানের পবিত্রতা নিয়ে উক্তি
আপনি যদি খুব পরিচিতি মুখ বা সেলিব্রিটি হয়ে থাকেন, কিংবা পলিটিকাল পার্সন হয়ে থাকেন তাহলে আপনার সুন্দর একটি পোষ্টার আপনার পরিচিতিকে আরও কয়েক ধাপ বাড়িয়ে তুলবে।
তাই নিজের রুচিবোধ, নিজের চাওয়া, নিজের পছন্দ মতো ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন বা যেকোনো পোষ্টার ডিজাইন পাওয়ার জন্য নিজে শেখার কোনও বিকল্প নেই।
আর বড় কথা হচ্ছে এটি আপনি অবসর সময়ে হাতের মোবাইল দিয়েই করতে পারছেন কোনও খরচ ছাড়াই।
আমাদের এই পোষ্টের উপরের অংশে একটি ফিচার ইমেজ বা পোষ্টার দেখতে পাচ্ছেন? উপরে লেখা ঐ ছবিটিও আমাদের এভাবে করা। তবে আপনি চাইলে ছবি লেখা সবকিছু যুক্ত করতে পারেন।
ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন নিয়ে সর্বশেষ
আজকের পোস্ট থেকে আমরা ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন কিভাবে করতে হয় এবং দুইটি পোষ্টার ডিজাইন সফটওয়ার সম্পর্কে জেনেছি।
যা দিয়ে মোবাইল এবং কম্পিউটার বা ল্যাপটপ উভয় ডিভাইসে ব্যবহার করে আপনি ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন সহ সব ধরনের পোষ্টার ডিজাইন করতে পারবেন নিজে নিজে একদম ফ্রিতে।
আশা করছি এই পোস্ট থেকে সব ধরনের পোষ্টার ডিজাইন (পোষ্টারের নাম লেখা পরিবর্তন করে কিভাবে নিজের ছবি ওনাম বসানো যায়) সম্পর্কে একটু হলেও জানতে বুঝতে এবং শিখতে পেরেছেন।
এই সম্পর্কিত আমাদের আরও সকল পোস্ট পড়তে আমাদের Online tips and tricks ক্যাটাগরিতে ভিজিট করুন।
সর্বশেষ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Dainikkantha এ চোখ রাখুন।