Last Updated on 1 year by Shaikh Mainul Islam
বিশ্ব ভালোবাসা নামক যে দিবস পালন করা হয় এটি নিয়ে ইসলাম কি বলে সেই বিষয়ে অনেকেই জানতে চান। আজকের পোষ্টে আমরা জানবো ইসলামের দৃষ্টিতে বিশ্ব ভালোবাসা দিবস কি হালাল না হারাম সেই বিষয়ে। ভালোবাসা দিবস ও ইসলাম এই বিষয়ে স্পষ্ট ধারণা পেতে সম্পূর্ণ পোস্টটি পড়ুন।
ভালোবাসা দিবসের ইতিহাস হচ্ছে এমনটা যে, ১৪ ফেব্রুয়ারি ২৭০ সালে কর্ডিয়াস নামে রোমে একজন সম্রাট ছিলেন।
তখনকার সময়ে ভ্যালেন্টাইন নামের এক সাধু তরুণ তরুণীদের গোপন পরিণয়-মন্ত্রে দীক্ষা দিত। এই অপরাধে সম্রাট কর্ডিয়াস ভ্যালেন্টাইনের শিরচ্ছেদ করেন।
সেদিন ছিলও ১৪ ফেব্রুয়ারি আর সেই সাদু ভ্যালেন্টাইন এর নামকরণেই এই দিনটির নামকরণ করা হয়। তবে ভ্যালেন্টাইন সম্পর্কে অন্যান্য মতামত ও আছে।
ভ্যালেন্টাইন ডে এর ইতিহাস জানতে আমাদের অন্য একটি পোস্ট পড়ুন।
আজকের পোষ্টে আমরা জানবো, ভালোবাসা দিবস নিয়ে ইসলাম কি বলে, ইসলামের দৃষ্টিতে ভালোবাসা দিবস সম্পর্কে সকল তথ্য।
ভালোবাসা দিবস নিয়ে ইসলাম কি বলে ?
বিশ্ব ভালোবাসা দিবসের নামে ১৪ ফেব্রুয়ারি যা চলে তা ইসলামে সম্পূর্ণ অবৈধ হারাম নিষিদ্ধ। ইসলামে বিবাহ বহির্ভূত সম্পর্ক মানেই হারাম, যেনা। ইসলাম কখনোই বিবাহ বহির্ভূত সম্পর্ককে সমর্থন করে নাহ।
ভালোবাসা দিবসে র বাস্তব চিত্র হচ্ছে, অবিবাহিত তরুণ-তরুণীরা নিজেদের শরীর প্রদর্শন করে। পরস্পরে দেখা সাক্ষাৎ, সারাদিন ঘোরাফেরা করে।
এমনকি বেশিরভাগ সময় অবৈধ মেলামেশার সীমা ছাড়িয়ে এরা শারিরিক সম্পর্কে জরিয়ে পরে।
আরও পড়ুনঃ ফেব্রুয়ারি মাসের ডে সমূহ । (ফেব্রুয়ারি ডে তালিকা সমূহ)
ইসলাম অর্থ শান্তি। আর এই শান্তির ধর্ম ইসলাম সবসময়েই অবৈধ মেলামেশার ব্যাপারে স্পষ্ট ভাবে কথর অবস্থানে। অবৈধ মেলামেশাকে ইসলামের ভাষায় যিনা বলা হয়। আর পরকালে যিনা কারীদের শাস্তি অনেক কঠোর। আল্লাহ যিনা কারীদের বিষয়ে স্পষ্ট ভাবে আয়াত নাজিল করেছেন।
ভালোবাসা শব্দটি ইসলাম ধর্মেও আছে। এই শব্দের অর্থের সাথে আছে পবিত্রতা।
কিন্তু যুগের বিবর্তনে পশ্চিমা কালচার দেশে ঢুকে পরায় আমাদের যুব সমাজ ভুল পথে প্রবেশ করেছে।
ইসলামে ভালোবাসা দিবস বলতে কিছু নেই। বরং ভালোবাসা দিবসের নামে অবৈধ সম্পর্কে, অবৈধ মেলামেশা, অবিধ শারীরিক সম্পর্ক কারীদের জন্য আল্লাহ ইহকাল এবং পরকাল দুই জীবনেই শাস্তির ব্যবস্থা রেখেছেন।
কখন ইসলাম ভালোবাসাকে সমর্থন করে ?
ইসলাম সর্বদা বিবাহ দম্পতির খেতে ভালবাসাকে সমর্থন করে। বরং বিবাহিত স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মুলক কথার বিনিময়েও রেখেছে সাওয়াব। এছাড়া আল্লাহর প্রতি তার বান্দাদের ভালবাসাকে ইসলাম সর্বাধিক পছন্দ করে।
এছাড়াও বাবা মায়ের সাথে সন্তানদের সম্পর্ক, ভাই বোনের মতো পবিত্র সম্পরকের ক্ষেত্রে ইসলাম ভালবাসাকে সমর্থন করে।
ইসলামের দৃষ্টিতে ভালোবাসা অর্থ কি ?
পবিত্র, বৈধ সম্পর্কের মধ্যে ভালোবাসা তৈরি করে দেন আল্লাহ তায়ালা। আল্লাহ সকল মাখলুকাত এর মধ্যে ভালোবাসা জাগানোর মতো মনস্তাত্ত্বিক ভাবনা জুড়ে সৃষ্টি করেছেন।
আরও পড়ুনঃ ভ্যালেন্টাইন্স ডে এসএমএস । ভ্যালেন্টাইন ডে স্ট্যাটাস
এছাড়া ইসলামের দৃষ্টিতে ভালোবাসা বলতে বোঝানো হয় আল্লাহর প্রতি বান্দার এবং বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা করুনাকে।
ইসলামের দৃষ্টিতে ভালোবাসা নিয়ে সর্বশেষ
আজকের পোষ্টে আমরা জেনেছি ইসলামের দৃষ্টিতে বিশ্ব ভালোবাসা দিবস এবং ভালোবাসা দিবস ও ইসলাম সম্পর্কে বিস্তারিত।
শত কষ্ট হলেও সম্পর্ক হালাল্ভাবে করা উচিত। যুব সমাজের এমন চেষ্টাই পারে ভালোবাসা দিবস নামক অশ্লীলতাকে দূর করা সম্ভব।
আরও পড়ুনঃ নিজের সাথে নিজের লড়াই করে বাঁচতে হবে
আশা করছি আজকের পোস্টটি একটু হলেও আপনাদের মানসিকতাকে পরিবর্তন করতে সাহায্য করবে।
নিয়মিত আমাদের পোস্ট পড়তে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ Dainikkantha এ।
2 thoughts on “ইসলামের দৃষ্টিতে বিশ্ব ভালোবাসা দিবস । ভালোবাসা দিবস ও ইসলাম”