ভিপিএন ব্যবহারের নিয়ম । ভিপিএন কি নিরাপদ

Last Updated on 2 months by Shaikh Mainul Islam

অনেক সময় বিভিন্ন সোশ্যাল সাইট কিংবা ওয়েবসাইট ব্যবহারে বিধি নিষেধ থাকে। আর তাই ভিপিএন ব্যবহার করার জন্য ভিপিএন ব্যবহারের নিয়ম এবং ভিপিএন কি নিরাপদ তাও জানতে চান।

প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “ভিপিএন ব্যবহারের নিওম ও ভিপিএন কি নিরাপদ” এ।

আজকের পোষ্টে আমরা ভিপিএন কি, ভিপিএন কেন ব্যবহার করা হয়, ভিপিএন কি নিরাপদ এবং ভিপিএন ব্যবহারের নিয়ম সম্পর্কে বিস্তারিত জানবো।

ভিপিএন কি

Virtual private network এর সংক্ষিপ্ত রুপ হচ্ছে ভিপিএন। ভিপিএন এমন এক ধরনের নেটওয়ার্ক কাঠামো, যার মাধ্যমে ব্যক্তিগত নেটওয়ার্ক দিয়ে ভার্চুয়াল টানেলের সাহায্যে অন্য এক বা একাধিক নেটওয়াকিংয়ের সাথে সংযোগ করা যায়।

ইন্টারনেট ব্যবহারে ব্যক্তিগত সুরক্ষা, নিরাপত্তা বাড়ানো ও অপ্রবেশযোগ্য কনটেন্ট দেখার জন্য বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে দিনকে দিন জনপ্রিয় হয়ে উঠেছে ভিপিএন – VPN.

ভিপিএন কেন ব্যবহার করা হয়

সহজ কথায় পরিচয় গোপন রেখে ইন্টারনেট ব্যবহার করার উপায় হচ্ছে ভিপিএন। ভিপিএন-এর প্রাথমিক উদ্দেশ্য ই হচ্ছে ব্যবহারকারীর পরিচয় কেউ জানতে পারবে না।

আরও পড়ুনঃ ডোমেইন হোস্টিং কি

যার ফলে কোনো কারণে ব্যবহারকারীর পরিচয় শনাক্তকরণ তথ্যাদি, ধরা যাক ইউজারনেম ও পাসওয়ার্ড গোপন করে ইন্টারনেট ব্যবহার করা খুব সহজ হয়ে যায়।

আরও সহজভাবে বললে ভিপিএন হচ্ছে এক ধরনের অ্যাপ যা ব্যবহার করে ব্যক্তি ইন্টারনেট ব্যবহার করলেও সেসকল তথ্য কেউ ট্রেস করতে পারে না।

এক্ষেত্রে নিরাপত্তা থাকে এবং বিধিনিষেধ সম্পন্ন সাইটও ভিজিট করা যায়।

ভিপিএন কি নিরাপদ

অনেকের কাছে ভিপিএন মানেই ডিভাইসের সকল তথ্য চুরি হয়ে যাওয়া মনে হয়। কিন্তু, প্রকৃত অর্থে ভিপিএন ভালো মন্দ দুটি ই আছে।

এর মদ্ধে ফ্রি ভিপিএন এর মধ্যে ত্রুটিপূর্ণ ভিপিএন এর সংখ্যা অনেক বেশি। আর পেইড ভিপিএন এর বেশিরভাগ অর্থাৎ প্রায় ১০০ ভাগ ভিপিএন ই ত্রুটিমুক্ত এবং নিরাপদ।

আরও পড়ুনঃ ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো

তবে, ফ্রি ভিপিএন নিরাপদ এবং নিরাপদ না দুই ধরনেরই আছে। ফ্রি কিংবা পেইড সব ক্ষেত্রেই ভিপিএন নিরাপদ কি না সেজন্য যেসব বিষয়ে মনে রাখবেনঃ

  • প্লে ষ্টোরে গিয়ে রিভিউগুলি সময় নিয়ে দেখা।
  • কি পরিমাণ মানুষ ডাউনলোড করছে তা দেখা
  • মানুষ ৫ স্টার কিংবা ৪ স্টার মোট কতগুলি স্টার রিভিউ আছে তা দেখা
  • অ্যাপটি ইন্সটল করার পর কি কি অনুমতি চায় সেটি খেয়াল রাখতে হবে

উপরের এই বিষয়গুলি ফলো করে আপনি যেই ভিপিএন ই ব্যবহার করবেন ইন্সটল করার আগে এই কয়টি বিষয় যদি পজেটিভ হয় তখন আপনি সেই ভিপিএন টি ব্যবহার করতে পারেন।

অনেক ক্ষেত্রে দেখা যায় যে, ভিপিএন ইন্সটল করার পর প্রথমবার ওপেন করার সময়ে Mobile Galary, WhatsAppp, Facebook সহ অন্যান্য বেশ কিছু হিডেন অনুমতি চায়।

এই ধরনের ভিপিএন ইন্সটল খুব বড় রকমের বিপদ ডেকে আনতে পারে। তাই, ফ্রি ভিপিএন ব্যবহারের আগে উপরের বিষয়গুলি দেখে নিলে রিস্ক মুক্ত ব্যবহার করতে পারবেন ফ্রি ভিপিএন।

আর আপনি যদি পেইড অর্থাৎ টাকা দিয়ে কেনা ভিপিএন ব্যবহার করেন সেক্ষেত্রে প্রায় শতভাগ ভিপিএন নিরাপদ।

পেইড ভিপিএন গুলি অনেক স্মুথলি কাজ করে এবং খুব কম বিষয়ে অনুমতি নেয়। এছাড়া এই পেইড ভিপিএন অনেক কম এমবির হয়ে থাকে।

ভিপিএন ব্যবহারের নিয়ম ও সতর্কতা

এতক্ষণ ভিপিএন ব্যবহারের বিষয়ে সম্পূর্ণ ধারণা পেয়েছেন নিশ্চয়ই। ভিপিএন ব্যবহার করতে চাইলে বা প্রয়োজন হলে মোবাইলের প্লে স্টোরে গিয়ে ভিপিএন লিখে সার্চ করলেই অসংখ্য ভিপিএন দেখতে পাবেন।

এর মধ্যে থেকে এই পোষ্টে বলা ভিপিএন নিরাপদ কি না চেক করার উপায়গুলি মিলিয়ে মিলিয়ে দেখে নিবেন।

আপনাদের সুবিধার্থে ফ্রি ভিপিএন কিন্তু ব্যবহারে রিস্ক খুব কম বা নাই বলা চলে এমন কিছু ভিপিএন এর নাম নিচে উল্লেখ করা হয়েছেঃ

আরও পড়ুনঃ আসল ভিটমেট ডাউনলোড করব কিভাবে

  • অ্যাটলাস ভিপিএন – Atlas VPN
  • প্রিভাডো ভিপিএন – Privado VPN
  • রেডমিন ভিপিএন – Radmin VPN
  • টানেলবিয়ার ভিপিএন – TunnelBear VPN
  • হটস্পট শিল্ড ভিপিএন – Hotspot Shield VPN

এছাড়া আরও কিছু ভিপিএন আছে যেমন সুপার ভিপিএন, টারবো ভিইএন, প্রোটন ভিপিএন ইত্যাদি। এর সবগুলোই ফ্রি এবং রিস্ক মুক্ত।

ভিপিএন ব্যবহার করার সময় বেশ কিছু সতর্কতা অবলম্বন করা যেতে পারে। এতে করে এক্সট্রা নিরাপদ থাকবে আপনার ডিভাইস।

  • শুধু মাত্র যেসব অ্যাপ বা ওয়েবসাইটে প্রবেশ করতে প্রয়োজন সেই সময় ব্যবহারর করুন
  • ভিপিএন অন থাকাকালীন কোনো কিছুর পাসওয়ার্ড পরিবর্তন করা থেকে বিরত থাকবেন
  • ভিপিএন অন থাকা অবস্থায় ও ব্রাউজারের ইনকোগিনটো মুড ব্যবহার করতে হবে

এই তিনটি উপায় অবলম্বন করলে ভিপিএন থেকে শুধু সুবিধা নিতে পারবেন। অসুবিধার সম্মুখীন হতে হবে না।

ভিপিএন সম্পর্কিত FAQS

সব থেকে ভালো VPN কোনটি?

আপনি ফ্রি ভিপিএন এর কথা জানতে চাইলে বলব, অনেক ভিপিএন আছে যার প্রত্যেকটি ব্যবহার করলে মনে হবে সবগুলোই ভালো ভিপিএন।

এক্ষেত্রে এই পোষ্টে উল্লেখিত ভিপিএন গুলো এবং ব্যবহারের টেকনিক অবলম্বন করলেই ভালো ভিপিএন পাওয়া সম্ভব।

আর পেইড ভিপিএন এর প্রায় সবগুলোই ভালো ভিপিএন।

ভিপিএন কত প্রকার?

ভিপিএন সাধারণত দুই প্রকারঃ

১) ফ্রি ভিপিএন
২) পেইড ভিপিএন

ফ্রি ভিপিএন ব্যবহারে কিছু সীমাবদ্ধতা থাকে। আবার ব্যবহারেও কিছু রিস্ক থাকে বাজে রেটিং ভিপিএন এ।

অন্যদিকে পেইড ভিপিএন শতভাগ নিরাপদ এবং রিস্ক মুক্ত।

ভিপিএন কেন ব্যবহার করা হয়?

VPN হচ্ছে এক ধরনের অ্যাপ যা ব্যবহার করে ব্যক্তি ইন্টারনেট ব্যবহার করলেও সেসকল তথ্য কেউ ট্রেস করতে পারে না।

এক্ষেত্রে নিরাপত্তা থাকে এবং বিধিনিষেধ সম্পন্ন সাইটও ভিজিট করা যায়।

অর্থাৎ ব্যক্তি নিজের পরিচয় গোপন করে অঞ্চল ভেদে নিষিদ্ধ সাইট সহ সকল সাইটে প্রবেশ করতে পারে।

ভিপিএন ব্যবহারের নিয়ম সম্পর্কিত সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা VPN usage rules in bangla, ভিপিএন কি নিরাপদ এবং ভিপিএন ব্যবহার সম্পর্কিত বিস্তারিত জেনেছি।

আশা করছি ভিপিন সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেয়েছেন। এবং ফ্রি কিছু নিরাপদ ও জনপ্রিয় ভিপিএন এর নাম জেনেছেন।

অনলাইন সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে Online tips and tricks ভিজিট করুন।

নিয়মিত সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.