ব্রাজিল ফুটবল খেলা কবে । Today’s Brazil match in Bangla

ফুটবল বিশ্বে রাজত্ব করা অন্যতম ফুটবল দল ব্রাজিল। সারা বিশ্বের মতো বাংলাদেশেও ৫ বার বিশ্বকাপ জয়ী এই দলের অনেক সাপোর্টার আছে। তারা জানতে চান ব্রাজিল ফুটবল খেলা কবে।

প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “ব্রাজিল ফুটবল খেলা কবে । today’s brazil match in bangla” এ।

এই পোষ্টে ব্রাজিল ফুটবল খেলা কবে অর্থাৎ কোপা আমেরিকা, ফিফা ফুটবল বিশ্বকাপ বাছাই পর্ব এবং ফুটবল বিশ্বকাপ ২০২৪ এর ব্রাজিলের সকল ফুটবল ম্যাচের তারিখ, সময় এবং ফলাফল আপডেট পেবেন সার্বক্ষণিক।

ফুটবলে ব্রাজিল

১৯২৩ সাল থেকে ফুটবল ফেডারেশন ফিফা এর সদস্য দল ব্রাজিল। দলটি এখন পর্যন্ত ৫ বার বিশ্বকাপ জয় করে সবথেকে বেশিবার ফিফা বিশ্বকাপ জয়ী দল হিসেবে রয়েছে।

ফুটবল দুনিয়ায় রাজত্ব করা বাঘা বাঘা প্লেয়ারদের দল হিসেবে পরিচিত ব্রাজিল এর খেলোয়াড় হচ্ছেন নেইমার। দুঃখজনক ভাবে হলেও নেইমার এখন পর্যন্ত বিশ্বকাপ জয়লাভ করতে পারেনি।

নেইমার ছাড়াও ব্রাজিল দলে বিশ্ব পরিচিত কয়েকজন প্লেয়ার হচ্ছেন পেলে, মানে গরিঞ্চা, রোনালদো, জিকো, সক্রেটিস। এদের বেশীরভাগই ফুটবল থেকে অবসর নিয়েছেন।

এই পোষ্টে কোপা আমেরিকা ২০২৪ থেকে শুরু করে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ বাছাই পর্ব এবং ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর মূল পর্ব সহ ব্রাজিল দলের সকল ফুটবল ম্যাচের আপডেট জানা যাবে।

তাই যারা ব্রাজিল ফুটবল খেলা কবে বা brazil today match সময়সূচী এবং ফলাফল জানতে চান তাদের জন্য এই পোস্টটি দীর্ঘ সময়ে জন্য প্রয়োজনীয় একটি পোস্ট হতে পারে।

কোপা আমেরিকা ২০২৪ এ ব্রাজিল

২১ জুন ২০২৪ থেকে শুরু হয়েছে কোপা আমেরিকা ২০২৪। যা শেষ হবে ১৫ জুলাই ২০২৪ এ। ১৬ টি দলের অংশগ্রহণে আয়োজিত এই কোপা আমেরিকা কাপ ২০২৪ আসরে ব্রাজিল অন্যতম একটি দল।

১৬ টি দলকে ৪ টি গ্রুপে ভাগ করা হয়েছে যেখানে ব্রাজিল গ্রুপ ডি এর অন্তরভুক্ত। প্রতিটি গ্রুপের প্রত্যেক দল ১ টি করে মোট ৩ টি ম্যাচ পাবে। এভাবে গ্রুপ পর্ব থেকে কোয়াটার ফাইনাল, সেমি, তৃতীয় ম্যাচ নির্ধারণই এবং ফাইনাল হবে।

গ্রুপ ডি এ ব্রাজিলের গ্রুপ সঙ্গী দল হিসেবে আছে কলম্বিয়া, কোস্টারিকা এবং প্যারাগুয়ে। চলুন কোপা আমেরিকা কাপ ২০২৪ এ ব্রাজিলের ম্যাচ সমূহের সময়সূচী এবং ফলাফল জেনে নেওয়া যাকঃ

ম্যাচতারিখসময়ফলাফল
ব্রাজিল VS কোস্টারিকা২৫ জুনসকাল ৭টাব্রাজিল ০
কোস্টারিকা ০
ব্রাজিল VS প্যারাগুয়ে২৯ জুনসকাল ৭টা
ব্রাজিল VS কলম্বিয়া৩ জুলাইসকাল ৭টা
কোপা আমেরিকা ২০২৪ এর ব্রাজিলের ম্যাচ সমূহ (গ্রুপ পর্যায়)

বিঃদ্রঃ ব্রাজিল যদি গ্রুপ পর্বে ভালো খেলে কোপা আমেরিকা ২০২৪ আসরের পরবর্তী স্টেপে (কোয়াটার ফাইনাল) যায় অবশ্যই এখানে আপডেট করে জানিয়ে দেওয়া হবে।

ফুটবল বিশ্বকাপ ২০২৬ এ ব্রাজিল (বাছাই পর্ব)

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর মূল পর্বে ৪৮ দলে খেলা হবে ১২ টি গ্রুপে। এর আগে বাছাই পর্বে সকল দলকে অংশ নিয়ে মূল পর্বের জন্য যোগ্যতা অর্জন করতে হবে।

বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর বাছাই পর্বে ব্রাজিল বেশ কিছু ম্যাচ পাবে। নিচে বিশ্বকাপ ফুটবল বাছাই ২০২৬ এর ব্রাজিলের বাছাই পর্বের সকল ম্যাচের তথ্য দেখানো হয়েছেঃ

ম্যাচতারিখসময়ফলাফল
ব্রাজিল VS ইকুয়েডর
ফুটবল বিশ্বকাপ বাছাই পর্ব ২০২৬ এ ব্রাজিল

ব্রাজিলের ফুটবল অর্জন

এখন পর্যন্ত ৯ বার কোপা আমেরিকা কাপ জয়লাভ করে ফুটবল ইতিহাসের অন্যতম দল ব্রাজিল।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.