Last Updated on 2 weeks by Shaikh Mainul Islam
বর্তমানে তরুণদের অনেক বড় একটি অংশ Business এর দিকে ঝুকছে। আর এক্ষেত্রে শুরুতে অনেকেই small business idea bangladesh জানতে চান।
প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “Small Business idea Bangladesh । নতুন ব্যবসা আইডিয়া” এ।
আজকের পোষ্টটি নতুন ব্যবসা শুরুর আগে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বেশ কার্যকর কারণ, এই পোষ্টে আমরা ব্যবসা কি, ব্যবসা শুরুর আগে লক্ষণীয় বিষয় সমূহ, লাভজনক কিছু small business idea সহ ব্যবসা সম্পর্কে খুঁটিনাটি বিস্তারিত জানবো।
ব্যবসা শুরুর আগে করনীয়
আপনি যদি স্থায়ী ব্যবসা করতে চান তাহলে অবশ্যই যেকোনো ব্যবসা শুরুর আগে প্লান পরিকল্পনা করতে হবে। নির্দিষ্ট কিছু বিষয়ে হিসাবনিকাশ করে ব্যবসা শুরু করতে হবে। বিষয় সমূহ হচ্ছেঃ
- ব্যবসার মূলধন সংগ্রহ
- ব্যবসার ধরণ নির্ধারণ
- ব্যবসার কাঁচামাল সংগ্রহের সোর্স
- লাভ লসের সঠিক মার্জিন।
- Business পরিচালনায় সার্বক্ষণিক নিজেকে যুক্ত রাখা।
উপরের এই বিষয়গুলি আপনাকে অবশ্যই একটি ব্যবসা শুরুর আগে ভাবতেই হবে। এবং এই বিসয়ের হিসাব পজেতিভ হলেই আপনি ব্যবসা শুরু করতে পারেন।
উপরের বিষয়গুলি সম্পর্কে আমরা পরবর্তী কোনও পোষ্টে জানবো। কারণ এই পোষ্টে আমরা small business idea নেওয়ার চেষ্টা করব।
তবে ব্যবসা আইডিয়া নেওয়ার আগে আপনাকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে দীর্ঘ সময় ব্যবসা করবেন নাকি অস্থায়ী। এবং আপনার ব্যবসাকে ব্রান্ড বানানোর উদ্দেশ্য আছে কি না।
এবার আমরা ছোট পরিসরে শুরু করার মতো ছোট ছোট কিছু Small Business নিয়ে আলোচনা করবো। চলুন Bangladesh এর প্রেক্ষাপটে ছোট ছোট ব্যবসা সম্পর্কে আলোচনা করা যাক।
নিত্য প্রয়োজনীয় ব্যবসা
সকল মানুষ প্রতিদিন খাওয়াদাওয়া করে অর্থাৎ চাল, চাল, তেল, মরিচ, হলুদ সহ মসলা থেকে শুরু করে আটা, ময়দা সবই প্রয়োজন হয়। আর এসব একত্রে পাওয়া যায় মোদিমোনহরি দোকানে।
এছাড়াও নিত্য প্রয়োজনীয় মোটামুটি সবকিছু প্রয়োজন এমন সব পাওয়া যায় একত্রে যাকে সুপার শপ বলে।
এবার আপনি ছোট করে হোক কিংবা বৃহৎ করে (আপনার ইনভেস্টমেন্ট এর উপরে নির্ভর করে) শুরু করতে পারেন।
এছাড়াও সবজি, খাবার তৈরির জিনিস পত্রের যেকোনো ব্যবসা দিতে পারেন। আর এইসব ব্যবসায়ে লাভের মার্জিন যেমন ভালো লসের সম্ভাবনা তুলনামূলক কম।
মৌলিক ব্যবসা
ব্যবসা বলার কারণ, আআদের ৫ টি মৌলিক অধিকার রয়েছে। এই সব রিলেটেড Business করে আজ পর্যন্ত প্রফিট পায়নি এমন সংখ্যা খুব কম।
মৌলিক চাহিদা সমূহ হচ্ছেঃ
- খাদ্য
- বস্ত্র
- বাসস্থান
- শিক্ষা
- চিকিৎসা
এই পাঁচটি নিশ নিয়ে বিজনেস করলে কোনো না কোনো ভাবে অবশ্যই ওই ব্যবসায় লাভ আসবেই এবং টেকসই ব্যবসা দাড় করানো যাবে।
প্রসাধনী ব্যবসা
সাজগোজ শুধু মেয়েদের রংঢং এর জন্য না। মেয়েদের অনেক সাজসজ্জা বা প্রসাধনীর প্রয়োজন হয়। এসব প্রোডাক্ট যদি সততার সাথে অরিজিনাল প্রোডাক্ট সংগ্রহ এবং সাপ্লাই করতে পারেন।
তাহলে এই ব্যবসায়ও লাভ রয়েছে। এবং এটি একটি নিঃসন্দেহে রাজকীয় ব্যবসা। এই ব্যবসায়ে টিকে থাকতে পারলে আপনি অনেক ভালো করতে পারবেন।
আইটি ব্যবসা
বর্তমানে আইটি ব্যবসা একটি ট্রেন্ডিং এবং অত্যন্ত লাভজনক ব্যবসা। তবে এই ব্যবসায়ে আপনাকে অবশ্যই আইটি সম্পর্কে স্কিলড হতে হবে।
কারণ, স্কিলড ছাড়া এই ব্যবসায়ে আপনি টিকে থাকতে পারবেন না। এবং নিজে কাজ না জানলে কর্মী দিয়েও বেশিদিন ব্যবসা টিকিয়ে রাখতে পারবেন না।
মজুত ব্যবসা
মজুত ব্যবসায়ে তুলনামূলক বেশি ইনভেস্ট দরকার হয়। যেমন ধরেন কোনো একটি পণ্য সিজনের সময়ে কম দামে কিনে রাখতে হয়।
যখন বাজারে কিছুটা শর্ট পরে এবং বাজার ভালো থাকে তখন বিক্রি করে দিতে হয়। এর বড় উদাহরণ হচ্ছে ধান, গম, রসুন, নারকেল ইত্যাদি।
এছাড়াও কিছু পণ্য আছে যা শীতকালে দাম কম থাকে গরমের সময় দাম বৃদ্ধি পায়। যেমনঃ ইলেকট্রিক ফ্যান, ফ্রিজ, আইস রোলার, ছাতা ইত্যাদি।
আবার গরমের সময়ে শীতের প্রডাক্টের দাম অনেক কম থাকে। তখন কিছু পণ্য সংগ্রহ করে রেখে দিলে সময়ের সাথে সাথে প্রতি ১ হাজার টাকায় ১০০ থেকে ১৫০ টাকা প্রফিট করা সম্ভব।
ব্যবসা টিকিয়ে রাখতে করনীয়
সবসময় সততা এবং নিষ্ঠার সাথে ব্যবসা করতে হবে। অতিরিক্ত লাভ না করা, ভেজাল পণ্য বিক্রি বা তৈরি না করা।
এসব বিষয়ে মেনে চললেই ব্যবসা বড় করা সহজ। এবং সবথেকে বড় বিষয় যেটি সেটি হচ্ছে, ব্যবসায়ে সবসময়ে ব্যকআপ রাখতে হবে।
কারণ, ব্যবসার টাকা পকেটে না আসা পর্যন্ত ওই টাকা আপনার না।
তাই, ব্যবসা পরিচালনা, বিকল্প ব্যবসা, ব্যকাপ কিছু টাকা সহ এসব বিষয়ে আরও কিছু বিষয় সবসময় মাথায় রেখে চলতে হবে।
Business related সর্বশেষ
প্রিয় পাঠক, আজকের পোষ্টে small business idea Bangladesh সম্পর্কে বিস্তারিত জেনেছি। আশা করছি এই পোস্ট থেকে ব্যবসা সম্পর্কে কিছু জানতে পেরেছেন।
সর্বোপরি, ব্যবসা এতটাও সহজ না আবার খুব একটা কঠিন কিছু না। অর্থাৎ, হিসাব নিকাশ বিচার বিশ্লেষণ করে করতে পারলে ব্যবসা সেরা।
ব্যবসার উপরে আর কোনো কিছুই হতে পারে না। আর প্লান মাফিক ব্যবসা করলে অবশ্যই সব বিজনেস ই most profitable small business in bangladesh.
বিজনেস সম্পর্কিত আমাদের অন্যান্য পোস্ট পড়তে ভিজিট করুন।