Last Updated on 1 month by Shaikh Mainul Islam
দীর্ঘ এক মাস রোজা আদায়ের পরে সবথেকে বেশি আনন্দ হয় ঈদে। আর তাই অনেকেই সৌদি আরবে ঈদ কবে ২০২৫ তা জানতে চান।
প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “সৌদি আরবে ঈদ কবে ২০২৫” এ।
আরও পড়ুনঃ এবছর সিঙ্গাপুরে রোজার ঈদ কবে
আজকের পোষ্টে আমরা জানবো সৌদি আরবে ঈদ কবে ২০২৫, বাংলাদেশে ঈদ কবে ২০২৫ এবং ২০২৫ সালে বিভিন্ন দেশে রোজার ঈদের তারিখ সম্পর্কে বিস্তারিত।
সৌদি আরবে রোজার ঈদ কবে ২০২৫
এবছর সৌদি আরবে ১ মার্চ থেকে রোজা পালিত হচ্ছে। সৌদিতে এবছর ৩০ রোজা হলে। শেষ রোজা হবে ৩০ মার্চ।
আরও পড়ুনঃ ইতালিতে রোজার ঈদ কত তারিখে কবে
সেই হিসেবে সৌদি আরবে ঈদ হবে ৩১ মার্চ তারিখে।
মূলত রমজান মাস শেষে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলেই পরদিন ঈদ পালন করা হয়।
সৌদির ঘোষণা অনুযায়ী
- সৌদিতে এবছর ২৯ রোজা হলে রোজার ঈদ হবে ৩০ মার্চ ২০২৫।
- সৌদিতে এবছর ৩০ রোজা হলে রোজার ঈদ হবে ৩১ মার্চ ২০২৫।
অর্থাৎ, সৌদি আরবে এবছর ২০২৫ সালের রোজার ঈদ হচ্ছে ৩০ মার্চ ২০২৫ অথবা ৩১ মার্চ ২০২৫।
বাংলাদেশে ঈদ কবে ২০২৫
বাংলাদেশে এবছর রোজা শুরু হয়েছে ২ মার্চ থেকে। সেই হিসেবে বাংলাদেশে সৌদি আরবের থেকে একদিন পরে রোজা শুরু হয়েছে।
আর বিগত দিনের হিসেব অনুযায়ী এবছরেও সৌদি আরবে ঈদের পরের দিন বাংলাদেশে ঈদ পালিত হবে।
আরও পড়ুনঃ আরব আমিরাত ঈদুল ফিতর কত তারিখে
সেই হিসেবে বাংলাদেশে রোজার ঈদ ২০২৫ হবেঃ
সৌদি আরবের ঘোষণা অনুযায়ী
- বাংলাদেশে ২৯ রোজা হলে রোজার ইদ ২০২৫ হবে ৩১ মার্চ ২০২৫।
- বাংলাদেশে ৩০ রোজা হলে রোজার ঈদ হবে ১ এপ্রিল ২০২৫।
অর্থাৎ, বাংলাদেশে এবছর রোজার ঈদ ২০২৫ হবে ৩১ মার্চ অথবা ১ এপ্রিল বৃহস্পতিবার।
সকল দেশের রোজার ঈদ কবে ২০২৫
আরবি শাওয়াল মাসের ১ তারিখ অর্থাৎ পহেলা শাওয়াল সব দেশে রোজার ঈদ পালিত হয়। কারণ, আরবি রমজান মাসের শেষেই শাওয়াল মাসের শুরু।
ভৌগলিক অবস্থান গত কারণে একেক দেশে ১লা শাওয়াল এক দিন আগে পরে হয়ে থাকে। যেমন সৌদি আরবের একদিন পরে বাংলাদেশে ঈদ হয়ে থাকে।
তবে, ২০২৫ সালে রোজার ঈদ কোন দেশে কবে তা বের করার সব থেকে সহজ হিসাব হচ্ছেঃ
যে দেশে ১ মার্চ রোজা শুরু হয়েছে সেই দেশে ৩০ টি রোজা পালিত হলে রোজার ঈদ ৩১ এপ্রিল ২০২৫ তারিখে।
আর যে সব দেশে ২ মার্চ রোজা শুরু হয়েছে সেই দেশেও ৩০ টি রোজা পালিত হলে রোজার ঈদ হবে ১ এপ্রিল ২০২৫ তারিখে।
সেই হিসেবে চলুন জেনে নেওয়া যাক, সৌদি আরব, বাংলাদেশ, ইতালি, সিঙ্গাপুর, আরব আমিরাত, পাকিস্তান, ভারত, মালদ্বীপ সহ অন্যান্য সকল দেশে রোজার ঈদ কবে তা জেনে নেওয়া যাকঃ
বাংলাদেশে ২০২৫ সালের রোজার ঈদ ৩১ মার্চ অথবা ১ এপ্রিল ২০২৫ তারিখে।
সৌদি আরবে ২০২৫ সালের রোজার ঈদ ৩০ মার্চ অথবা ৩১ মার্চ ২০২৫ তারিখে।
ইতালিতে ২০২৫ সালের রোজার ঈদ ৩১ মার্চ অথবা ১ এপ্রিল ২০২৫ তারিখে।
সিঙ্গাপুরে ২০২৫ সালের রোজার ঈদ ৩১ মার্চ অথবা ১ এপ্রিল ২০২৫ তারিখে।
আরব আমিরাতে ২০২৫ সালের রোজার ঈদ ৩১ মার্চ অথবা ১ এপ্রিল ২০২৫ তারিখে।
পাকিস্তানে ২০২৫ সালের রোজার ঈদ ৩১ মার্চ অথবা ১ এপ্রিল ২০২৫ তারিখে।
ভারতে ২০২৫ সালের রোজার ঈদ ৩১ মার্চ অথবা ১ এপ্রিল ২০২৫ তারিখে।
মালদ্বীপে ২০২৫ সালের রোজার ঈদ ৩০ মার্চ অথবা ৩১ মার্চ ২০২৫ তারিখে।
আশা করছি উপরের লেখা থেকে উল্লেখিত দেশ সহ সকল দেশের রোজার ঈদ ২০২৫ কবে সে সম্পর্কে বিস্তারিত জেনেছেন।
রোজার ঈদ ২০২৫ সম্পর্কিত প্রশ্ন উত্তর
আরবি শাওয়াল মাসের ১ তারিখ রোজার ঈদ পালিত হয়।
সৌদি আরবে ২০২৫ সালের রোজার ঈদ ৩০ মার্চ অথবা ৩১ মার্চ ২০২৫ তারিখে।
বাংলাদেশে ২০২৫ সালের রোজার ঈদ ৩১ মার্চ অথবা ১ এপ্রিল ২০২৫ তারিখে।
ঈদ ২০২৫ নিয়ে সর্বশেষ
আজকের পোষ্টে আমরা saudi arab eid kobe 2025, বাংলাদেশের রোজার ঈদ কবে ২০২৫ সহ সকল দেশের রোজার ঈদের তারিখ জেনেছি।
সকল দেশের রোজার সময়সূচী ও ঈদের তারিখ সহ ইসলাম সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে ভিজিট করুন।
সর্বশেষ সকল আপডেট পেতে চোখ রাখুন ফেসবুক পেজ Dainik Kantha এ।