Last Updated on 1 day by Shaikh Mainul Islam
গোটা মুসলিম জাতির দুইটি বড় ধর্মীয় অনুষ্ঠানের একটি ঈদুল আযহা। আর ২০২৫ সালের কোরবানির ঈদ কত তারিখে সৌদি আরব তা অনেকেই জানতে চান।
প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “২০২৫ সালের কোরবানির ঈদ কত তারিখে সৌদি আরব” এ।
আজকের পোষ্টে ঈদুল আযহা এর নির্ধারিত সময়, সৌদি আরবের ২০২৫ সালের কোরবানির ঈদ সহ অন্যান্য দেশের কোরবানির ঈদের তারিখ সম্পর্কে বিস্তারিত জানবো।
ঈদুল আযহা এর নির্ধারিত সময়
রোজা, ঈদ সহ ইসলামিক সবকিছুই শুরু এবং শেষ হয় আরবি মাসের উপর ভিত্তি করে। আর আরবি মাস শুরু শেষ হয় চাঁদ দেখার উপর নির্ভর করে।
আরবি ১২ মাসের মধ্যে নবম মাস হচ্ছে পবিত্র রমজান মাস। রমজান মাসের পর শাওয়াল, জিল্কদ মাস। আর জিল্কদ মাসের পরে ১২ ও শেষ তম মাস জিলহজ্জ মাস।
আরও পড়ুনঃ ভাগে কুরবানি দেওয়ার নিয়ম জেনে নিন
এই জিলহজ্জ মাসের ১০ তারিখ পবিত্র ঈদুল আযহা পালন করা হয়। জিলহজ্জ মাসের ১০ তারিখ থেকে শুরু করে ১২ তারিখ পর্যন্ত মোট ৩ দিন ঈদুল আযহা অনুষ্ঠিত হয়।
সাধারণত ঈদুল ফিতর বা রোজার ঈদের ২ মাস ৭ থেকে ২০ দিন পর পবিত্র ঈদুল আযহা পালিত হয়।
যেহেতু আরবি সকল মাস চাঁদ দেখার উপর নির্ভরশীল তাই শতভাগ সঠিক সময় জিলহজ্জ মাস শুরুর আগে বলা কঠিন।
সৌদি আরবের কোরবানির ঈদ ২০২৫
সৌদি আরবে এবারের অর্থাৎ ২০২৫ সালের কোরবানির ঈদ সম্ভব্য ৬ জুন ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। আর বাংলাদেশে ৭ জুন ২০২৫ কোরবানির ঈদ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনঃ কোরবানির মাংস ভাগের নিয়ম
এবার সৌদি আরবে ঈদুল ফিতর বা রোজার ঈদ পালিত হয়েছে ৩০ মার্চ ২০২৫ এ। সেই হিসেবে রোজার ঈদের ২ মাস ৬ দিন পরে ৬ জুন ২০২৫ কোরবানির ঈদ পালিত হবে।
অন্যান্য দেশের কোরবানির ঈদ
সৌদি আরবের সাথে একই দিনে রোজার ঈদ পালিত হয়েছে সেইসব দেশে সৌদি এর সাথে একই দিনে কোরবানির ঈদ পালিত হবে।
চলুন দেখে নেওয়া যাক এক নজরে সকল দেশে ২০২৫ সালের কোরবানির ঈদ ২০২৫ এর তারিখঃ
- সৌদি আরবে কোরবানির ঈদ ৬ জুন ২০২৫।
- বাংলাদেশে কোরবানির ঈদ ৭ জুন ২০২৫।
- মালয়েশিয়ায় কোরবানির ঈদ ৭ জুন ২০২৫।
- ওমানে কোরবানির ঈদ ৬ জুন ২০২৫।
- কাতারে কোরবানির ঈদ ৬ জুন ২০২৫।
- পাকিস্তানে কোরবানির ঈদ ৭ জুন ২০২৫।
- ভারতে কোরবানির ঈদ ৭ জুন ২০২৫।
- লন্ডনে কোরবানির ঈদ ৬ জুন ২০২৫।
- ইরানে কোরবানির ঈদ ৭ জুন ২০২৫।
- কোরিয়ায় কোরবানির ঈদ ৬ জুন ২০২৫।
- চীনে কোরবানির ঈদ ৭ জুন ২০২৫।
- মায়ানমারে কোরবানির ঈদ ৬ জুন ২০২৫।
উপরে প্রায় সকল দেশে কোরবানির ঈদ এর তারিখ উল্লেখ করা হয়েছে। তবে, এই তারিখ ১ দিন পরিবর্তন হয়ে আগে বা পরে হতে পারে। (চাঁদ দেখার উপর নির্ভরশীল)
কোরবানির তারিখ সম্পর্কিত FAQS
৬ জুন ২০২৫ এ সৌদি আরবে কোরবানির ঈদ অনুষ্ঠিত হবে। (চাঁদ দেখার উপর নির্ভরশীল)।
বাংলাদেশে কোরবানির ঈদ ২০২৫ অনুষ্ঠিত হবে ৭ জুন ২০২৫।
কোরবানির ঈদ কে ঈদুল আযহা বলা হয়।
আরবি জিলহজ্জ মাসের ১০ তারিখ কোরবানি বা ঈদুল আযহা অনুষ্ঠিত হয়। আরবি বছরের ১২ ও শেষ তম মাস পবিত্র জিলহজ্জ মাস।
সৌদি আরবে কোরবানির ঈদ ২০২৫ নিয়ে সর্বশেষ
প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা eid ul adha 2025 date জেনেছি। জেনেছি eid ul adha 2025 in bangladesh সহ সকল দেশের কোরবানির তারিখ।
আশা করছি এই পোষ্টে সৌদি আরবের ঈদুল আযহা এর তারিখ সহ অন্যান্য দেশের কোরবানির তারিখ জেনেছি।
কোরবানি ও ইসলাম সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে আমাদের Islamic info Category ভিজিট করুন।
নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে Dainik Kantha ভিজিট করুন। চোখ রাখুন অফিসিয়াল quora প্রোফাইল এ।