২০২৫ সালের কোরবানির ঈদ কত তারিখে কাতার

Last Updated on 12 minutes by Shaikh Mainul Islam

ইসলাম সম্প্রদায়ে বছরে বড় ধর্মীয় উৎসবের মধ্যে অন্যতম হচ্ছে ঈদুল আযহা বা কোরবানির ঈদ। কাতারের প্রবাসীরা ২০২৫ সালের কোরবানির ঈদ কত তারিখে কাতার তা জানতে চান।

প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “২০২৫ সালের কোরবানির ঈদ কত তারিখে কাতার” এ।

আজকের পোষ্টে কোরবানির ঈদের নির্ধারিত তারিখ, কাতারে কোরবানির ঈদ কবে, অন্যান্য দেশে কোরবানির ঈদ কবে সহ বিস্তারিত জানবো।

কোরবানির নির্ধারিত তারিখ

রমজান, ঈদ, কোরবানি, সহ ইসলামিক সবকিছুই শুরু এবং শেষ হয় আরবি মাসের উপর ভিত্তি করে। আর আরবি মাস শুরু শেষ হয় চাঁদ দেখার উপর নির্ভর করে।

আরবি ১২ মাসের মধ্যে নবম মাস হচ্ছে পবিত্র রমজান মাস। রমজান মাসের পর শাওয়াল, জিল্কদ মাস। আর জিল্কদ মাসের পরে ১২ ও শেষ তম মাস জিলহজ্জ মাস।

আরও পড়ুনঃ কোরবানির মাংস ভাগের নিয়ম

এই জিলহজ্জ মাসের ১০ তারিখ পবিত্র ঈদুল আযহা পালন করা হয়। জিলহজ্জ মাসের ১০ তারিখ থেকে শুরু করে ১২ তারিখ পর্যন্ত মোট ৩ দিন ঈদুল আযহা অনুষ্ঠিত হয়।

সাধারণত ঈদুল ফিতর বা রোজার ঈদের ২ মাস ৭ থেকে ২০ দিন পর পবিত্র ঈদুল আযহা পালিত হয়।

যেহেতু আরবি সকল মাস চাঁদ দেখার উপর নির্ভরশীল তাই শতভাগ সঠিক সময় জিলহজ্জ মাস শুরুর আগে বলা কঠিন।

কাতারে কোরবানির ঈদের তারিখ ২০২৫

এবছর কাতারে পবিত্র রমজান শুরু হয়েছে ইংরেজি ১ লা মার্চ থেকে। এবং ঈদুল ফিতর অনুষ্ঠিত হয় ৩০ মার্চ ২০২৫ এ।

সেই হিসেবে কাতারে কোরবানির ঈদের সম্ভব্য তারিখ ৬* জুন ২০২৫। তবে আরবি জিল্কদ মাস শুরু হওয়ার পরে অর্থাৎ কোরবানির ৯ দিন আগে শতভাগ নিশ্চিত করে বলা যাবে।

আরও পড়ুনঃ ২০২৫ সালের কোরবানির ঈদ কত তারিখে সৌদি আরব

৬ জুন থেকে ৮ জুন পর্যন্ত মোট ৩ দিন কোরবানি অনুষ্ঠিত হবে কাতারে। আর কাতারে কোরবানির পরের দিন বাংলাদেশে কোরবানির ঈদ অনুষ্ঠিত হবে।

সেই হিসেবে বাংলাদেশে ৭ জুন থেকে ৯ জুন ৩দিন বাংলাদেশে পবিত্র ঈদুল আযহা বা কোরবানির ঈদ ২০২৫ অনুষ্ঠিত হবে।

অন্যান্য দেশে কোরবানির ঈদ

কাতার ছাড়াও অন্যান্য দেশে কোরবানির ঈদ ২০২৫ কবে তা এক নজরে দেখে নেওয়া যাকঃ

  • সৌদি আরবে কোরবানির ঈদ ৬ জুন ২০২৫।
  • বাংলাদেশে কোরবানির ঈদ ৭ জুন ২০২৫।
  • মালয়েশিয়ায় কোরবানির ঈদ ৭ জুন ২০২৫।
  • ওমানে কোরবানির ঈদ ৬ জুন ২০২৫।
  • কাতারে কোরবানির ঈদ ৬ জুন ২০২৫।
  • পাকিস্তানে কোরবানির ঈদ ৭ জুন ২০২৫।
  • ভারতে কোরবানির ঈদ ৭ জুন ২০২৫।
  • লন্ডনে কোরবানির ঈদ ৬ জুন ২০২৫।
  • ইরানে কোরবানির ঈদ ৭ জুন ২০২৫।
  • কোরিয়ায় কোরবানির ঈদ ৬ জুন ২০২৫।
  • চীনে কোরবানির ঈদ ৭ জুন ২০২৫।
  • মায়ানমারে কোরবানির ঈদ ৬ জুন ২০২৫।

তবে, জিলহজ্জ মাস চাঁদ দেখার উপর নির্ভরশীল হওয়ায় একদিন পরিবর্তিত হয়ে আগে বা পরে অনুষ্ঠিত হতে পারে।

কোরবানির তারিখ সম্পর্কিত FAQS

সৌদি আরবে কোরবানির ঈদ কবে ২০২৫?

৬ জুন ২০২৫ তারিখে সৌদি আরবে কোরবানির ঈদ অনুষ্ঠিত হবে।

কাতারে কোরবানির ঈদ কবে ২০২৫?

কাতারে ৬ জুন ২০২৫ এ কোরবানির ঈদ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশে কোরবানির ঈদ কবে ২০২৫?

বাংলাদেশে কোরবানির ঈদ ২০২৫ ৭ জুন অনুষ্ঠিত হবে।

আরবি কোন মাসে কোরবানির ঈদ অনুষ্ঠিত হয়?

আরবি বছরের জিলহজ্জ মাসের ১০ তারিখ কোরবানি অনুষ্ঠিত হয়। ১০ থেকে ১২ তারিখ মোট ৩ দিন কোরবানির ঈদ অনুষ্ঠিত হয়।

কোরবানির ঈদ কত তারিখ ২০২৫ নিয়ে সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা ২০২৫ সালের কোরবানির ঈদ কর তারিখে কাতার এবং অন্যান্য দেশে সেসব বিষয়ে বিস্তারিত জেনেছি।

আশা করছি এই পোষ্টে qatar eid ul adha date, কোরবানির ঈদের তারিখ সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে পেরেছেন।

কোরবানি ও ইসলাম সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে  Islamic info ক্যাটাগরি ভিজিট করুন।

সর্বশেষ আমাদের সকল আপডেট পেতে অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha ভিজিট করুন।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.