সেপ্টেম্বর মাসের সরকারি ছুটির তালিকা । সেপ্টেম্বর মাসের দিবস সমূহ

ইংরেজি বছরের নবম মাস সেপ্টেম্বর। বছরের শেষ দিকে অনেক কাজের চাপ কিংবা কাজের চাপে ছুটি খোঁজা হয়। তখন অনেকে সেপ্টেম্বর মাসের সরকারি ছুটির তালিকা জানতে চান।

প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “সেপ্টেম্বর মাসের সরকারি ছুটির তালিকা । সেপ্টেম্বর মাসের দিবস সমূহ” এ।

আজকের পোষ্টে আমরা সেপ্টেম্বর মাসের সরকারি ছুটির তালিকা, সেপ্টেম্বর মাসের জাতীয় দিবস সমূহ এবং সেপ্টেম্বর মাসের আন্তর্জাতিক দিবস সমূহ জানবো।

সেপ্টেম্বর মাসের সরকারি ছুটির তালিকা

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে শুক্র ও শনিবার ব্যতিত ৩ দিন সরকারি ছুটি রয়েছে। এর মধ্যে একই দিনে ২ ছুটি। সেপ্টেম্বর ২০২৪ এ সরকারি ছুটি সমূহ হচ্ছেঃ

আরও পড়ুনঃ জুন মাসের দিবস সমূহ জেনে নিন

  • বুুধবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৪ – আখেরি চাহার সোম্বা
  • সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ – ঈদে মিলাদুন্নবী (সা.)
  • সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ – মধু পূর্ণিমা (ভাদ্র পূর্ণিমা)

এই তিনদিন সেপ্টেম্বর ২০২৪ এ সরকারি ছুটি রয়েছে। এর মধ্যে একই দিনে ২ ছুটি। অর্থাৎ, ছুটি থাকবে ২ দিন। এছাড়া ৪ টি শুক্রবার রয়েছে। সেপ্টেম্বর ২০২৪ এর শুক্রবার সমূহ হচ্ছে ৬, ১৩, ২০ এবং ২৭ তারিখ।

অর্থাৎ ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে একটানা দুইদিন কোনো ছুটি নাই। 

সেপ্টেম্বর মাসের জাতীয় দিবস সমূহ

বছরের নবম মাস হচ্ছে সেপ্টেম্বর মাস। এই মাসে ৫ টি জাতীয় দিবস রয়েছে। তবে এই ৫ টি জাতীয় দিবসের মধ্যে একটি দিবসও সরকারি ছুটি হিসেবে ঘোষিত নয়।

সেপ্টেম্বর মাসের জাতীয় দিবস গুলো হচ্ছেঃ

  • ১৭ সেপ্টেম্বর – মহান শিক্ষা দিবস
  • ১৮ সেপ্টেম্বর – কৃষ্ণপুর গণহত্যা দিবস
  • ২৩ সেপ্টেম্বর – প্রীতিলতার আত্তহুতি দিবস
  • ২৯ সেপ্টেম্বর – মাহমুদপুর গণহত্যা দিবস
  • ৩০ সেপ্টেম্বর – শিশু কন্যা দিবস

সেপ্টেম্বর মাসে এই ৫ টি জাতীয় দিবস আছেহ। এছাড়া সেপ্টেম্বর মাসে উল্লেখিত ৫ দিবস  ছাড়া আর কোনো জাতীয় দিবস নাই।

সেপ্টেম্বর মাসের আন্তর্জাতিক দিবস সমূহ

আন্তর্জাতিক দিবস হিসেব করতে গেলে প্রায় প্রতিদিন কোনো না কোনো দিবস থাকে প্রায় প্রতিদিন। এর মধ্যে সেপ্টেম্বর মাসে অন্যতম আন্তর্জাতিক দিবস সমূহ হচ্ছেঃ

আরও পড়ুনঃ ফেব্রুয়ারি মাসের দিবস সমূহ

  • ৮ সেপ্টেম্বর – আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস
  • ৮ সেপ্টেম্বর – বিশ্ব ফিজিওথেরাপি দিবস
  • ১৫ সেপ্টেম্বর – আন্তর্জাতিক গনতন্ত্র দিবস
  • ১৬ সেপ্টেম্বর – আন্তর্জাতিক ওজন স্তর শুরক্ষা দিবস
  • ১৮ সেপ্টেম্বর – বিশ্ব নৌ দিবস
  • ২১ সেপ্টেম্বর – বিশ্ব শান্তি দিবস
  • ২২ সেপ্টেম্বর – বিশ্ব কারামুক্ত দিবস
  • ২৪ সেপ্টেম্বর – মিনা দিবস
  • ২৭ সেপ্টেম্বর – বিশ্ব পর্যটন দিবস
  • ২৮ সেপ্টেম্বর – বিশ্ব জলতাঙ্ক দিবস
  • মাসের ৪ র্থ রবিবার – বিশ্ব নদী দিবস
  • মাসের শেষ রবিবার – বিশ্ব বধির দিবস
  • ২৯ সেপ্টেম্বর – বিশ্ব হৃদয় দিবস

সেপ্টেম্বরের দিবস সম্পর্কিত FAQS

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে কয়দিন সরকারি ছুটি রয়েছে?

৩ দিন ছুটি থাকলেও একই দিনে দুই ছুটি হওয়ায় ছুটি কার্যত থাকবে ২ দিন।

১৮ সেপ্টেম্বর কি দিবস হিসেবে জাতীয় ভাবে পালিত হয়?

কৃষ্ণপুর গণহত্যা দিবস হিসেবে ১৮ সেপ্তেম্বরপালিত হয়।

বাংলাদেশে শিশু কন্যা দিবস কবে পালিত হয়?

প্রত্যেক বছর ৩০ সেপ্টেম্বর শিশু কন্যা দিবস পালিত হয়।

বিশ্ব কারামুক্ত দিবস কবে?

আন্তর্জাতিক ভাবে ২২ সেপ্টেম্বর বিশ্ব কারামুক্ত দিবস হিসেবে পালিত হয়।

ঈদে মিলাদুন্নবি ২০২৪ কবে?

সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ঈদে মিলাদুন্নবী (সা.)।

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে কয়দিন সরকারি ছুটি রয়েছে?

সেপ্টেম্বর ২০২৩ এ তিনদিন সরকারি ছুটি রয়েছে।

৪, ১৬ এবং ১৬ সেপ্টেম্বর। অর্থাৎ একই দিনে দুই ছুটি হওয়ায় মোট ছুটি থাকবে দুই ইন। এছাড়া রয়েছে ৪ শুক্রবার।

সেপ্টেম্বর মাস নিয়ে সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা সেপ্টেম্বর মাসের বিভিন্ন দিবস সহ public holidays in September list in bangla সম্পর্কে বিস্তারিত জেনেছি।

আশা করছি এই পোস্ট থেকে সেপ্টেম্বর মাসের সরকারি ছুটি সহ জাতীয় ও আন্তর্জাতিক দিবস সম্পর্কে জেনেছেন।

বিভিন্ন মাসের সরকারি ছুটি, দিবস সহ জাতীয় সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে ভিজিট করুন।

সর্বশেষ আমাদের সকল আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ  Dainikkantha এ।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.