Last Updated on 6 months by Shaikh Mainul Islam
বর্তমান সময়ে দেশ সেরা mobile banking প্রতিষ্ঠান নগদ সম্পর্কে কে না জানে? আত নগদ ব্যবহারের সময় অনেকেই nagad balance check করার উপায় বা নগদের ব্যালেন্স দেখার নিয়ম সম্পর্কে জানতে চায়।
প্রিয় পাঠক, স্বাগত Dainik kantha এর আজকের পোস্ট “nagad balance check । নগদের ব্যালেন্স চেখার নিয়ম জেনে নিন” এ।
আজকের পোষ্টে আমরা জানবো, নগদের ব্যালেন্স চেক করার উপায় সমূহ, নগদ app থেকে nagad balance check, nagad balance check code সহ নগদ সম্পর্কে সকল বিষয়ে বিস্তারিত।
Nagad balance check করার উপায়
কেউ যখন নগদ একাউন্ট খোলে এবং ব্যবহার করা শুরু করে তখন nagad balance check করার জন্য বিভিন্ন সমস্যায় পরে। এর অন্যতম কারণ নগদ একাউন্ট ব্যালেন্স চেক করার সঠিক উপায়গুলো না জানা।
আরও পড়ুনঃ: How to open nagad account ?
মুলত দুই ভাবে আপনি আপনার nagad balance check করা যায়। নগদ ব্যালেন্স চেক করার নিয়মগুলি হচ্ছেঃ
- Dial nagad balance check code
- Using nagad app and check balance
এবার চলুন, কোড ডায়াল করে নগদ ব্যালেন্স চেক করার নিয়ম এবং নগদ app ব্যবহার করে নগদের ব্যালেন্স দেখার নিয়ম জেনে নেওয়া যাক।
নাম্বার ডায়াল করে nagad balance check করার নিয়ম
নগদ একাউন্ট যেহেতু মোবাইলের সিমে হয়ে থাকে সেহেতু আপনি আপনার নগদ একাউন্ট যেই সিমে সেই সিম থেকে একটি কোড ডায়াল করে নগদের ব্যালেন্স দেখতে পারবেন একদম ফ্রিতে এবং যত খুশি ততবার।
চলুন number dial করে নগদ একাউন্ত ব্যালেন্স দেখার উপায় স্টেপ বাই স্টেপ আকারে দেখা যাকঃ
- নগদ একাউন্টের সিম থেকে *167# ডায়াল করতে হবে।
- ৭ নং অপশন (My Nagad) সিলেক্ট করে Send বাটনে ক্লিক করতে হবে।
- ১ নং অপশন (Balance enquiry) সিলেক্ট করে Send বাটনে ক্লিক করতে হবে।
- আপনার নগদ একাউন্টের পাসওয়ার্ড (4 digit) type করে Send বাটনে ক্লিক করতে হবে।
- এবার নগদের বর্তমান ব্যালেন্স দেখতে পারবেন।
উপরের পদ্ধতিতে আপনি বাটন কিংবা স্মার্ট যেকোনো মোবাইলের মাধ্যমে *167# ডায়াল করে নগদের ব্যালেন্স চেক করতে পারবেন খুব সহজেই।
Nagad App থেকে nagad balance check
নগদ অ্যাপ থেকে আপনি নগদের ব্যালেন চেক করতে পারবেন যদি আপনি Android Mobile ব্যবহার করেন। কারণ, নগদের মোবাইল অ্যাপ শুধু মাত্র Android Mobile এ ব্যবহার করা যায়।
তবে নগদ মোবাইল অ্যাপ থেকে নগদের ব্যালেন্স চেক করতে আপনাকে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
এবং মোবাইলে nagad app ইন্সটল এবং একাউন্ট লগইন থাকতে হবে।
আরও পড়ুনঃ নগদ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম কি ?
তবে, একবার nagad app install করে আপনার nagad account number & nagad password দিয়ে লগইন করে রাখেন তাহলে যেকোনো সময়ে নগদ ব্যালেন্স চেক করতে পারবেন শুধু ইন্টারনেট কানেকশন অন করে।
- আপনার মোবাইলে নগদ অ্যাপ ইন্সটল করা থাকলে ওপেন করে নিন।
- ইন্সটল করা না থাকলে এই পোষ্টের নিচে দেওয়া লিংক থেকে ইন্সটল করে নিন।
- নগদ মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে log in করুন।
- Nagad app ওপেন হওয়ার পর উপরে আপনার ছবি এবং নাম্বার দেখতে পাচ্ছেন।
- “ব্যালেন্স দেখতে ট্যাঁপ করুন” লেখার উপরে ক্লিক করুন।
- সেখানে আপনি পাপ্নার নগদ একাউন্ট ব্যালেন্স দেখতে পারবেন।
এভাবে আপনি নগদ অ্যাপ থেকে নগদ একাউন্ট ব্যালেন্স চেক করা থেকে শুরু করে সব করতে পারবেন। আশা করছি নগদের ব্যালেন্স দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন।
nagad cash out charge
আপনি কি জানেন দেশ সেরা মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদ আপনাকে যে সেবা প্রদান করে এর জন্য আপনার একাউন্ট থেকে একটি নির্দিষ্ট পরিমাণ ফি কাটে?
হ্যা, আমরা যখন নগদে টাকা উত্তোলন করি কিংবা কাউকে পাঠাই তখন nagad cash out charge এবং nagad send money fee নামে টাকা কেটে নেওয়া হয়।
আরও পড়ুনঃ নগদে টাকা দেখার নিয়ম জেনে নিন
তবে , অন্যান্য Mobile Banking এর থেকে নগদ cash out chare এবং send money fee কম কাটে। নগদের ফি সার্ভিস অনুযায়ী ঠিক আছে।
- এই মুহূর্তে nagad app ব্যবহার করে ক্যাশআউট করলে নগদ প্রতি হাজার টাকা cash out charge বাবদ ১২.৫০ টাকা অর্থাৎ সাড়ে ১২ টাকা কাটে।
- নাম্বার ডায়াল করে ক্যাশআউট করলে নগদ প্রতি হাজার টাকা cash out charge বাবদ ১৫ টাকা চার্জ কাটে।
- এছাড়া nagad islami app থেকেও ক্যাশ আউট চার্জ প্রতি হাজারে ১৫ টাকা করে কাঁটা হয়।
এছাড়া nagad send money বাবদ মাত্র ৫ টাকা চার্জ কাটে। কিছু শরত অনুযায়ী বেশিরভাগ ক্ষেত্রে নগদ থেকে ফ্রিতে সেন্দ মানি করা যায়।
তবে, অন্যান্য মোবাইল ব্যাংকিং এর তুলনায় নগদ অনেক কম টাকা কাটে নগদ ক্যাশ আউট কিংবা সেন্দ মানি ফি বাবদ।
নগদ একাউন্ট কিভাবে খুলতে হয়
প্রিয় পাঠক, নগদ একাউন্ট ব্যালেন্স দেখার সকল উপায় তো জানলেন। কিন্তু নগদ একাউন্ট খোলার নিয়ম বা ঘরে বসে নগদ একাউন্ট কিভাবে খুলতে হয় তা কি আপনি জানেন?
নগদ একাউন্ট কিভাবে খুলতে হয় তা জানতে আমাদের পূর্ববর্তী পোস্ট নগদ একাউন্ট খোলার নিয়ম পড়ুন।
Nagad account related FAQS
দীর্ঘদিন ধরে নগদ অ্যাপ থেকে ক্যাশ আউট প্রতি হাজারে ১২.৫০ টাকা অর্থাৎ সাড়ে ১২ টাকা কাটে। এবং কোড ডায়াল করে ক্যাশ আউটে ১৫ টাকা করে nagad cash out charge বাবদ কাঁটা হয়।
নগদ ব্যালেন্স চেক কোড হচ্ছে *167# . ডায়াল করে My Nagad সিলেক্ট করে Balance check করতে পারবেন খুব সহজেই।
Nagad app থেকে ব্যালেন্স চেক করার সুবিধা হচ্ছে বারবার কোড ডায়াল করতে হয় না। এবং বারবার নাম্বার ডায়াল করা লাগে না বিধায় ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আর শুধু মাত্র nagad password মনে রাখলেই হয়।
আমরা যখন নগদে লেনদেন করি তখন নগদ একাউন্টের সিমে একটি লেনদেনের মেসেজ আসে। সেই মেসেজে একটি নাম্বার এবং অক্ষর সম্বলিত আইডি থাকে।
প্রত্যেকটি লেনদেনের জন্য আলাদা আইডি অটোমেটিক ক্রিয়েট হয়। একেই nagad transaction id বলে।
আপনি আপনার মোবাইলের Play Store এ গিয়ে nagad লিখে সার্চ করলেই nagad app পেয়ে যাবেন।
অথবা সরাসরি nagad app ডাউনলোড করতে এখানে Now Nagad App Download ভিজিট করুন।
আপনি আপনার nagad customer care এর ঠিকানা জানতে nagad customer care near me এ ক্লিক করুন। ক্লিক করে আপনার জেলা এবং থাকা সিলেক্ট করে সার্চ বাটনে ক্লিক করুন।
তাহলেই আপনি nagad customer care এর আপনার কাছের ঠিকানা পেয়ে যাবেন।
nagad balance check related সর্বশেষ
প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা নগদের ব্যালেন্স দেখার নিয়ম সম্পর্কে সকল উপায়ে জেনেছি।
আশা করছি, আজকের পোস্ট থেকে আপনি nagad account check এবং এই সম্পর্কিত সকল বিষয়ে জেনেছেন।
এরপরেও মোবাইল ব্যাংকিং এর অন্যতম সেবা দানকারী প্রতিষ্ঠান নগদ সম্পর্কে জানতে আমাদের Nagad Category ভিজিট করুন।
নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে Dainik Kantha ভিজিট করুন।
সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।
4 thoughts on “nagad balance check । নগদের ব্যালেন্স দেখার নিয়ম জেনে নিন”