১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের নামের তালিকা (নাম ও পেশা সহ)

Last Updated on 1 year by Shaikh Mainul Islam

বাঙালি জাতির অন্যতম অর্জন হচ্ছে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে মহান বিজয় অর্জন। আর এর অন্যতম একটি অংশ হচ্ছে বুদ্ধিজীবীগণ। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের নামের তালিকা রয়েছে।

প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোষ্ট “১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের নামের তালিকা । সকল শহীদ বুদ্ধিজীবীদের নাম ও পেশা জেনে নিন” এ।

আজকের পোষ্টে আমরা জানবো ১৪ ডিসেম্বর সম্পর্কে বিস্তারিত তথ্য, সারা দেশে সকল শহীদ বুদ্ধিজীবীদের নাম ও পেশা এবং ১৪ ডিসেম্বর সম্পর্কে প্রশ্ন উত্তর জানবো।

১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস

আমাদের আগের পোষ্টে আমরা জেনেছি যে, বুদ্ধিজীবী দিবস কেন এবং কেন বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। চলুন আরও একবার এই পোষ্ট থেকে বুদ্ধিজীবী দিবস সম্পর্কে জেনে নেওয়া যাক।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় শেষ দিকে পাকিস্তানি হানাদার বাহিনীরা যখন তাদের হার নিশ্চিত বুঝতে পারে তখন এই দেশকে মেধা শুন্য করার জন্য দেশের সকল বুদ্ধিজীবীদের হত্যা করে।

আরও পড়ুনঃ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বক্তব্য দেওয়ার নিয়ম

এইসব বুদ্ধিজীবীরা মুক্তিযুদ্ধ চলাকালীন নেতৃত্ব শুন্য দেশকে চালিয়েছেন। দেশ স্বাধীনতা অর্জন করলেও যেন শত শত বছর পিছিয়ে যায় তাই এমন জঘন্য কাজ করেছিল পাকিস্তানি হানাদাররা।

আর সেই থেকেই প্রতি বছর ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের গণহত্যার স্মরণে ১৪ ই ডিসেম্বর জাতীয় ভাবে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।

শহীদ বুদ্ধিজীবীদের তালিকা

এখন পর্যন্ত সরকারি ভাবে সর্বশেষ ১,১১১ জন বুদ্ধিজীবীদের তালিকা সরকারি ভাবে প্রকাশিত আছে।

তবে, স্বাধীনতা যুদ্ধের বহু বছর পরে এই তালিকা সরকার থেকে প্রকাশ করায় এখানে কিছু বুদ্ধিজীবীদের নাম বাদ পড়তে পারে।

কিন্তু, উইকিপিডিয়া এর তথ্য অনুযায়ী এখন পর্যন্ত এক হাজার একশত এগারো জনের তালিকা প্রকাশিত আছে।

সরকারি ভাবে প্রকাশিত বুদ্ধিজীবীদের তালিকা অনুযায়ী ১,১১১ জন বুদ্ধিজীবীদের মধ্যে নিম্নোক্ত পেশায় নিয়োজিত ছিলেন।

আরও পড়ুনঃ ১৬ ই ডিসেম্বরের বক্তব্য দেওয়ার নিয়ম (নমুনা সহ)

  • ৯৯১ জন শিক্ষাবিদ,
  • ১৩ জন সাংবাদিক,
  • ৪৯ জন চিকিৎসক,
  • ৪২ জন আইনজীবী
  • ১৬ জন অন্যান্য (সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী এবং প্রকৌশলী)

এক হাজার একশত এগারো জন বুদ্ধিজীবীদের নাম, পেশা, জেলা সম্পর্কে নিচের ছক থেকে জানবো। বলে রাখা ভালো যে, আজকের সকল পোষ্টের তথ্য সংগ্রহীত হয়েছে উইকিপিডিয়া এবং বিভিন্ন সরকারি ওয়েবসাইট থেকে।

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের নাম, জেলা, পেশা

১৯৭১ সালের ২৫ শে মারচ হতে ১৬ ই ডিসেম্বর পর্যন্ত মোট ১ হাজার এক শত এগারো জন বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছে।

এদের মধ্যে অন্যতম এবং উল্লেখযোগ্য বুদ্ধিজীবীদের নাম জন্মাস্থান (জেলা) এবং কোন পেশায় নিয়োজিত ছিলেন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। এবং বাকি ১ হাজারের বেশি বুদ্ধিজীবীদের নামের তালিকা কোথায় এবং কিভাবে পাবেন তাও জানিয়ে দিবো।

আরও পড়ুনঃ ১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা

  • গোবিন্দ চন্দ্র দেব।জন্মাস্থান সিলেট জেলা। পেশাঃ শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় (দর্শনশাস্ত্র)।
  • মুনীর চৌধুরী। জন্মাস্থান মানিকগঞ্জ জেলা। পেশাঃ শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় (বাংলা সাহিত্য)।
  • মোফাজ্জল হায়দার চৌধুরী। জন্মাস্থান বাংলাদেশ। পেশাঃ শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় (বাংলা সাহিত্য)।
  • আনোয়ার পাশা, জন্মাস্থান বাংলাদেশ। পেশাঃ শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় (বাংলা সাহিত্য)।
  •  আবুল খায়ের। জন্মাস্থান পিরোজপুর জেলায়। পেশাঃশিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় (ইতিহাস)।
  • জ্যোতির্ময় গুহঠাকুরতা। জন্মাস্থানঃ ময়মনসিংহ জেলা। পেশাঃ শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় (ইংরেজি সাহিত্য)।
  • সিরাজুল হক খান। জন্মাস্থানঃ ফেনি জেলা। পেশাঃ শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় (শিক্ষা)।
  •  এ এন এম ফাইজুল মাহি। জন্মাস্থানঃ ফেনি জেলা। পেশাঃশিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় (শিক্ষা)।
  •  হুমায়ূন কবীর (ইংরেজি সাহিত্য)
  • রাশিদুল হাসান। জন্মাস্থানঃ বীরভূম জেলা*। পেশাঃ শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় (ইংরেজি সাহিত্য)।

আরও পড়ুনঃ বিজয় দিবসের বক্তব্য pdf । ১৬ ডিসেম্বর বিজয় দিবসের বক্তব্য

  • সাজিদুল হাসান (পদার্থবিদ্যা)
  • ফজলুর রহমান খান জন্মাস্থানঃ ঢাকা। শিক্ষকঃ আমেরিকার ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব টেকনোলজি, (স্থাপত্য বিভাগ)
  • এন এম মনিরুজ্জামান (পরিসংখ্যান)
  • এ মুকতাদির (ভূ-বিদ্যা)
  • শরাফত আলী (গণিত)
  • এ আর কে খাদেম (পদার্থবিদ্যা)
  • অনুদ্বৈপায়ন ভট্টাচার্য। জন্মাস্থানঃ হবিগঞ্জ জেলায়। পেশাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (ফলিত পদার্থবিদ্যা)
  • এম সাদেক (শিক্ষা)
  • এম সাদত আলী (শিক্ষা)
  • সন্তোষচন্দ্র ভট্টাচার্য। জন্মাস্থানঃ ঢাকা জেলায়। পেশাঃ শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় (ইতিহাস)
  • গিয়াসউদ্দিন আহমদ। জন্মাস্থানঃ বাংলাদেশে। পেশাঃ শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় (ইতিহাস)
  • এম মর্তুজা (চিকিৎসক)
  • হবিবুর রহমান। জন্মাস্থানঃ নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। পেশাঃ শিক্ষক, রাজশাহী বিশ্ববিদ্যালয় (গণিত বিভাগ)
  • শ্রী সুখারঞ্জন সমাদ্দার (সংস্কৃত)
  • মীর আবদুল কাইউম (মনোবিজ্ঞান)
  • মোহাম্মদ ফজলে রাব্বি (হৃদরোগ বিশেষজ্ঞ)
  • আব্দুল আলিম চৌধুরী (চক্ষু বিশেষজ্ঞ)
  • শামসুদ্দীন আহমেদ
  • হুমায়ুন কবীর
  • আজহারুল হক
  • সোলায়মান খান
  • আয়েশা বদেরা চৌধুরী
  • কসির উদ্দিন তালুকদার
  • মনসুর আলী
  • মোহাম্মদ মোর্তজা
  • মফিজউদ্দীন খান
  • জাহাঙ্গীর
  • নুরুল ইমাম
  • এস কে লালা
  • হেমচন্দ্র বসাক
  • ওবায়দুল হক
  • আসাদুল হক
  • মোসাব্বের আহমেদ
  • আজহারুল হক (সহকারী সার্জন)
  • মোহাম্মদ শফী (দন্ত চিকিৎসক
  • শহীদুল্লাহ কায়সার (সাংবাদিক)
  • নিজামুদ্দীন আহমেদ (সাংবাদিক)
  • সেলিনা পারভীন (সাংবাদিক)
  • সিরাজুদ্দীন হোসেন (সাংবাদিক)
  • আ ন ম গোলাম মুস্তফা (সাংবাদিক)
  • আলতাফ মাহমুদ (গীতিকার ও সুরকার)
  • ধীরেন্দ্রনাথ দত্ত (রাজনীতিবিদ)
  • রণদাপ্রসাদ সাহা (সমাজসেবক এবং দানবীর)
  • যোগেশচন্দ্র ঘোষ (শিক্ষাবিদ, আয়ুর্বেদিক চিকিৎসক)
  • জহির রায়হান (লেখক, চলচ্চিত্রকার)
  • মেহেরুন্নেসা (কবি)
  • আবুল কালাম আজাদ (শিক্ষাবিদ, গণিতজ্ঞ)
  • নজমুল হক সরকার (আইনজীবী)
  • নূতন চন্দ্র সিংহ (সমাজসেবক, আয়ুর্বেদিক চিকিৎসক)
  • রমণীকান্ত নন্দী (চিকিৎসক ও সমাজসেবক)

এছাড়া বাকি সকল বুদ্ধিজীবীদের নাম, জন্মাস্থান, পেশা সহ বিস্তারিত জানতে আপনি উইকিপিডিয়া এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সরকারি ওয়েবসাইট থেকে জেনে নিতে পারেন।

১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস । FAQS

শহীদ বুদ্ধিজীবী দিবস কবে?

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দেশের বিজয়ের পূর্বে দেশকে মেধা শুন্য করতে পাকিস্তানি হানাদার বাহিনীরা একযোগে দেশের সকল বুদ্ধিজীবীদের হত্যা করেন।

সেই থেকে জাতীয় ভাবে প্রতি বছর ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।

১৯৭১ সালে মোট কতজন বুদ্ধিজীবী শহীদ হয়েছেন?

সরকারি হিসেব অনুযায়ী দেশে মোট শহীদ বুদ্ধিজীবীদের সংখ্যা এক হাজার একশত এগারো জন।

বুদ্ধিজীবীদের কবে কবে হত্যা করা হয়?

মুক্তিযুদ্ধ শুরু থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে একেক জায়গায় একেক বুদ্ধিজীবীদের হত্য করা হয়। তবে এর মধ্যে সবথেকে বেশি হত্যা কতা হয় ১৩ এবং ১৪ ডিসেম্বর। এজন্য ১৪ ই ডিসেম্বরকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়।

সকল শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এর শিক্ষক ছিলেন কয়জন?

সকল শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এর শিক্ষক ছিলেন ২৩ জন। (তথ্য সূত্রঃ উইকিপিডিয়া)

বুদ্ধিজীবীদের হত্যার ফলে দেশে কি ধরনের প্রভাবে পরেছে?

দেশ ১০০ বছরের থেকেও বেশি পিছিয়ে পরেছে বুদ্ধিজীবীদের হত্যার কারণে । তারা জিবিত থাকলে যুদ্ধের সময় যেভাবে দেশকে চালিয়েছে সেভাবেই যুদ্ধ পরবর্তী দেশ গঠনে তাদের মেধা এবং পরিকল্পনা জাতিকে অনেক বেশি এগিয়ে দিত।

১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের নামের তালিকা নিয়ে সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা দেশের স্বীকৃত ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের নামের তালিকা থেকে উল্লেখযোগ্য কিছু বুদ্ধিজীবীদের নাম পেশা এবং জন্ম স্থান সম্পর্কে জেনেছি।

তবে, এছাড়াও ১ হাজারের বেশি বুদ্ধিজীবী আছে। এদের নামের তালিকা সরকারি ওয়েবসাইটে প্রকাশিত আছে। এছাড়াও চাইলে আপনি উইকিপিডিয়া থেকে সম্পূর্ণ লিস্ট এর ঠিকানা জেনে নিতে পারেন।

আমরা দেশের স্বাধীনতা যুদ্ধে প্রাণ দেওয়া সকল শহীদ এবং দেশে সাধিনে অবদান রাখা সকল ব্যক্তিকে গভির শ্রদ্ধার সাথে আজীবন স্মরণে রাখবো। বাঙালি জাতির হৃদয়ে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

বুদ্ধিজীবী দিবস সহ সকল জাতীয় দিবস এবং বিষয়ে আমাদের অন্যান্য সকল পোষ্ট পড়তে National Category ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল পোষ্ট পড়তে Dainik kantha ভিজিট করুন। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।

2 thoughts on “১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের নামের তালিকা (নাম ও পেশা সহ)”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.