জুমার ফরজ নামাজের আগে ও পরে সুন্নাত কত রাকাত

আমাদের অনেকের মধ্যে জুমার ফরজ নামাজের আগে ও পরে সুন্নাত কত রাকাত নামাজ তাই নিয়ে দ্বিমত দেখা যায়।

প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “জুমার ফরজ নামাজের আগে ও পরে সুন্নাত কত রাকাত । জুমার নামাজ মত কত রাকাত” এ।

আরও পড়ুনঃ তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয়

আজকের পোষ্টে আমরা জুমার নামাজ মোট কত রাকাত, জুমার নামাজের আগের ও পরের সুন্নতের বিবরণ সহ জুমার নামাজের নিয়ত সম্পর্কে বিস্তারি।

জুমার নামাজ মোট কত রাকাত

জুমার নামাজ মোট ১০ রাকাত। এর মধ্যে প্রথম ৪ রাকাত কাবলাল জুমা, মধ্যের দুই রাকাত ফরজ নামাজ এবং শেষের ৪ রাকাত বাদাল অর্থাৎ সুন্নাত নামাজ আদায় করতে হয়।

এক্ষেত্রে বলে রাখা ভালো যে, জুমার ফরজ নামাজের আগে কাবলাল জুমা ২ রাকাত করে আপনি যে কয় রাকাত পড়তে পারেন।

আরও পড়ুনঃ জুমার নামাজ কত রাকাত

সাধারণত ৪ রাকাত কাবলাল জুমা মানুষ আদায় করে থাকে বলে এখানে কাবলাল জুমা ৪ রাকাত বলা হয়েছে।

তবে, এলাকা বা অঞ্চল ভেদে জুমার নামাজ ৮ রাকাত যারা বলেন তারা জুমার ফরজ নামাজের আগে ২ রাকাত কাবলাল জুমা আদায় করে থাকেন।

আরও পড়ুনঃ ইশরাকের নামাজ পড়ার নিয়ম

আবার অনেকে মনে করেন জুমার নামাজ ২ রাকাত। যারা জুমার নামাজ ২ রাকাত বলেন তার শুধু মাত্র ফরজ নামাজের কথা বলেন। কিন্তু সুন্নাত নামাজ আদায় করা জরুরি।

২ রাকাত ফরজ, ফরজ ২ রাকাতের পূর্বে ৪ রাকাত কাবলাল জুমা (২ রাকাত ২ রাকাত করে যত খুশী) এবং ফরজ ২ রাকাতের পরে ৪ রাকাত বাদাল সুন্নাত সহ জুমার নামাজ মোট ১০ রাকাত।

জুমার ফরজের আগে ও পরের সুন্নাত

সপ্তাহে একদিন (শুক্রবার) জুমার নামাজ আদায়ের বিধান আছে। সেদিন জুমার ফরজ ২ রাকাত নামাজের আগে ও পরে অন্যান্য নামাজ আছে।

  • কাবলাল জুমা (জুমার ফরজ নামাজের আগে)
  • বাদাল জুমা (জুমার ফরজ নামাজের পরে)

কাবলাল জুমা

জুমার নামাজের দিন মসজুদে প্রবেশ করেই ২ রাকাত করে ইমামের খুতবা পাঠের আগ পর্যন্ত যে কয় রাকাত খুশী নামাজ আদায় করতে পারেন।

আরও পড়ুনঃ “সালাতুল হাজত” সালাত আদায়ের উপকার ও নিয়ম

সাধারণত ৪ রাকাত কাবলাল জুমা আদায় করতে দেখা যায়।

তবে অন্তত ২ রাকাত কাবলাল জুমা নামাজ পড়া অতি উত্তম। এর বেশি পড়লে অধিক সাওয়াব আছে।

মুল কথা হচ্ছে, কাবলাল জুমা সুনির্ধারিত নয়। অনির্ধারিত নামাজ হচ্ছে কাবলাল জুমা। তবে অন্তত ২ রাকাত পড়া উত্তম।

বাদাল জুমা

বাদাল জুমা হচ্ছে জুমার ফরজ নামাজের পরের সুন্নত নামাজ। সহিহ সুন্নাত অনুযায়ী বাদাল নামাজ সুনির্ধারিত ৪ রাকাত।

তবে শুধু মাত্র মসজিদে বসে বাদাল জুমা পড়লে ৪ রাকাত বাদাল জুমা বা জুমার সুন্নাত পড়তে হবে।

আর কেউ ঘরে বসে বাদাল জুমা পড়তে চাইলে ২ রাকাত বাদাল জুমা পরবেন।

তবে, সাধারণত মসজিদেই সবাই বাদাল জুমা পড়ায় ৪ রাকাত করে পড়েন।

জুমার নামাজের নিয়ত

কোনও ব্যক্তি যখন নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে মসজিদের দিকে রনা হয় তখন ই তার নামাজের নিয়ত সম্পন্ন হয়ে যায়।

কারণ, আল্লাহ সকল বিষয়ে অবহিত।

আরও পড়ুনঃ  নামাজের নিষিদ্ধ সময় সমূহ

নিয়ত মুখে উচ্চারণ করে আদায় করার মতো কোনও বিষয় না।

তবে, আমাদের মধ্যে অনেকেই সকল নামাজের নিয়ত মুখে উচ্চারণ করে আদায় করেন।

চলুন প্রচলিত বাংলা অর্থ সহ জুমার নামাজের (কাবলাল জুমা, ফরজ জুমা এবং বাদাল জুমা) নিয়ত জেনে নেওয়া যাকঃ

কাবলাল জুমার নিয়ত

আরবিঃ নাওয়াইতু আন উছা ল্লিয়া লিল্লাহি তায়আলা আর-বায়া রাকাতি ছালাতিল কাবলাল জুমুআতি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহা-তিল কাবাতিশারীফাতি আল্লাহু আকবর।

আরও পড়ুনঃ শুক্রবারে আসরের পরের আমল

বাংলায় কাবলাল জুমার নিয়ত:

“হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য ক্বেবলামুখী হইয়া দুই রাকাত কাবলাল জুমা সুন্নাত নামাজ আদায় করিতেছি,আল্লাহু আকবর”।

জুমার ফরজ নামাজের নিয়ত

আরবি উচ্চারণঃ “নাওয়াইতু আন উসাক্বিতা আ’ন যিম্মাতি ফারদু-জ্জুহরী বিয়-আদায়ি রাকআতাই ছালাতিল জুমুআতি ফারদুল্লাহি তাআলা ইক্বতা-দাইতু বিহাযাল ইমাম ই মুতাওয়া-জজিহান ইলা জিহাতিল কায়বাতিশ্‌ শারিফাতি আল্লাহু আকবর”।

বাংলায় জুমার ফরজ নামাজের নিয়ত

হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য ক্বেবলা মুখী হইয়া আমার উপর অর্পিত যোহরের ২ রাকাত ফরজ নামাজ এই ইমামের পিছনে পড়িতে নিয়ত করিলাম – আল্লাহু আকবর”।

বাদাল জুমা নামাজের নিয়ত

আরবি উচ্চারণঃ নাওয়াই-তু আন উছা-ল্লিয়া লিল্লাহি তায়ালা আর-বায়া রাকায়-তি ছালাতি বাদাল জুমুয়াতি, সুন্নাতি রাসূলিল্লাহি তায়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল্‌ ক্বাবাতিশ্‌ শারীফাতি আল্লাহু আক্‌বার।

বাংলায় বাদাল জুমা সুন্নাতের নিয়তঃ “হে আল্লাহ, আমি কেবলামুখী হয়ে আল্লাহ্‌র ওয়াস্তে চার রাকায়াত বাদাল জুমা সুন্নাতে মুয়াক্কাদা নামাজের নিয়ত করিলাম, আল্লাহু আকবর”।

জুমার নামাজ সম্পর্কিত প্রশ্ন উত্তর

জুমার নামাজ মোট কত রাকাত?

২ রাকাত ২ রাকাত করে কাবলাল জুমা (জুমার ফরজ নামাজের আগে), ২ রাকাত ফরজ নামাজ এবং ৪ রাকাত বাদাল নামাজ সহ জুমার নামাজ মোট ১০ রাকাত।

তবে অনেকে ৪ রাকাত কাবলাল জুমার জায়গায় ২ রাকাত আদায় করে বিধায় জুমার নামাজ ৮ রাকাত বলা হয়।

এর কারণ, কাবলাল জুমা সুনির্দিষ্ট না। ২ রাকাত করে ইমামের খুতবা পর্যন্ত মুসল্লি যে কয় রাকাত ইচ্ছা আদায় করতে পারেন।

জুমার নামাজের আগে সুন্নাত কয় রাকাত?

জুমার ফরজ নামাজের আগের সুন্নাত কে কাবলাল জুমা বলা হয়। কাবলাল জুমা সুনির্দিষ্ট নয়।

২ রাকাত ২ রাকাত করে ইমামের খুতবার আগ পর্যন্ত যে কয় রাকাত ইচ্ছা পড়া যায়।

তবে অন্তত ২ রাকাত কাবলাল জুমা পড়তে হবে।

জুমার নামাজ কত রাকাত সহীহ হাদিস অনুযায়ী?

জুমার ফরজ নামাজের আগে ৪ রাকাত (২ রাকাত ২ রাকাত করে।

অন্তত ২ রাকাত পড়তে হবে) এবং জুমার ফরজ ২ রাকাত এবং বাদাল জুমা বা জুমার ফরজ নামাজের পরে নির্ধারিত ৪ রাকাত বাদাল জুমা বা জুমার সুন্নাত নামাজ রয়েছে।

অর্থাৎ, জুমার নামাজ ৮ বা ১০ রাকাত। নির্ভর করে ব্যক্তি কয় রাকাত কাবলাল জুমা আদায় করছে তার উপর।

তবে বাদাল জুমা যেটা জুমার ফরজ নামাজের পরে পড়া হয় সেটি নির্ধারিত ৪ রাকাত। তবে বাসা বাড়িতে বসে পড়লে ২ রাকাত পড়তে হবে।

জুমার নামাজ ৮ না ১০ রাকাত?

জুমার ফরজ নামাজের পূর্বের কাবলাল জুমা নির্ধারিত নয়।

এখানে হাদিসে বলা হয়েছে, অন্তত ২ রাকাত করে যত ইচ্ছা কাবলাল জুমা আদায় করা যাবে।

সেক্ষেত্রে অনেকে ২ রাকাত কাবলাল জুমা আদায় করে তাই তারা বলে জুমার নামাজ ৮ রাকাত।

আর যারা ২ রাকাত ২ রাকাত করে ৪ রাকাত কাবলাল জুমা আদায় করে তাহলে জুমার নামাজ ১০ রাকাত।

জুমার নামাজ সম্পর্কে সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা জুমার ফরজ নামাজের আগে ও পরে সুন্নাত কত রাকাত অর্থাৎ জুমার নামাজ মোট কত রাকাত তা জেনেছি।

আশা করছি এই পোস্ট থেকে jumar foroj namajer age o pore sunnot koto rakat সহ মোট জুমার নামাকজ কত রাকাত সে বিষয়ে বিস্তারিত জেনেছেন।

নামাজ সহ ইসলাম সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে Islamic info Category ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল আপডেট পেতে ফেসবুক পেজ Dainikkantha এ চোখ রাখুন।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.