Last Updated on 5 months by Shaikh Mainul Islam
দিন দিন নগদের জনপ্রিয়তা এবং গ্রাহক বাড়ছে। এর মধ্যে যাদের এনআইডি নাই তাদের Nagad account খুলতে জন্ম নিবন্ধন দিয়ে নগদ একাউন্ট খোলার নিয়ম জানা জরুরি।
প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “জন্ম নিবন্ধন দিয়ে নগদ একাউন্ট খোলার নিয়ম” এ।
আজকের পোস্টে আমরা নগদ একাউন্ট খোলার উপায় সমূহ, নগদ একাউন্ট খুলতে প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ এবং জন্ম নিবন্ধন দিয়ে নগদ একাউন্ট খোলার নিয়ম নগদ নিয়ে বিস্তারিত জানবো।
নগদ একাউন্ট খোলার উপায়
জনপ্রিয় মোবাইল ব্যাংকিং নগদ এ দুই ভাবে একাউন্ট খোলা যায়। এর মধ্যে দুই ভাবেই আপনি স্মার্ট ফোন থেকে করতে পারবেন। এবং এক ভাবে আপনি বাটন ফোন থেকেও করতে পারবেন।
আরও পড়ুনঃ নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার নিয়ম
যে দুই ভাবে নগদে একাউন্ট খোলা যায় টা হচ্ছেঃ
- nagad code ডায়াল করে
- nagad apps ব্যবহার করে
নগদ একাউন্ট খোলার জন্য আপনাকে উপরের দুইটি উপায়ের যেকোনো একটি উপায় অবলম্বন করতে হবে। জন্ম নিবন্ধন দিয়ে নগদ একাউন্ট খোলার নিয়ম জানতে হলে সম্পূর্ণ পোস্টটি পড়ুন।
নগদ একাউন্ট খুলতে প্রয়োজনীয় ডকুমেন্ট
যেকোনো মোবাইল ব্যাংকিং একাউন্ট বা নগদ একাউন্ট খোলা হয় মোবাইলে থাকা সিমের মাধ্যমে। আর বর্তমান সময়ে সিম কিনতে এনআইডি বা Voter ID Card লাগে।
এক্ষেত্রে আপনি nagad code ডায়াল করে একাউন্ট খুলতে গেলে যে সিমে একাউন্ট খুলবেন সেই সিম যার এনআইডি দিয়ে কেনা হয়েছে অটোমেটিক তার জাতীয় পরিচয় পত্রের তথ্য নিয়ে নিবে নগদ।
আরও পড়ুনঃ কিভাবে নগদ একাউন্ট খুলব
কিন্তু যদি আপনি nagad apps থেকে জন্ম নিবন্ধন দিয়ে নগদ একাউন্ট খুলতে চান তাহলে নিঃসন্দেহে আপনার হয় জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন থাকতে হবে।
জন্ম নিবন্ধন দিয়ে নগদ একাউন্ট খুলতে যেসব ডকুমেন্ট লাগবেঃ
- আগে Nagad একাউন্ট খোলা হয়নি এমন একটি সচল সিম।
- স্মার্ট মোবাইল (nagad apps ব্যবহার করে নগদ একাউন্ট খোলার জন্য)
- জন্ম নিবন্ধন নাম্বার (অবশ্যই জন্ম নিবন্ধন অনলাইন করা (ডিজিটাল) থাকতে হবে।
আর আপনি যদি এনআইডি কার্ড দিয়ে Nagad Account খুলতে চান তাহলে শুধু মাত্র NID এর নাম্বারটি হলেই হবে। তখন আর জন্ম নিবন্ধন নাম্বার লাগবে না।
nagad code ডায়াল করে Nagad Account
আপনি যদি nagad code ডায়াল করে নগদ একাউন্ট খুলতে চান তাহলে নিচের স্টেপগুলি ফলো করুনঃ
- আগে নগদ একাউন্ট খোলা হয়নি এমন সিম থেকে *167# ডায়াল করুন
- একটি পাসওয়ার্ড সেট করুন (চার সংখ্যার হবে, এটি আপনার নগদ একাউন্টের পাসওয়ার্ড)
আরও পড়ুনঃ নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম
বেশ, কোড ডায়াল করে নগদের একাউন্ট খোলা হয়ে গেছে। এবার আপনি *167# ডায়াল করলেই নগদের সকল অপশন যেমন, Nagad send money, nagad cash out, nagad balanch সহ সকল অপশন দেখতে পাবেন।
জন্ম নিবন্ধন দিয়ে নগদ একাউন্ট খোলার উপায়
দেখুন, জন্ম নিবন্ধন দিয়ে নগদ একাউন্ট খোলা যায়। তবে আপনার জন্ম নিবন্ধন টি অবশ্যই আপডেট থাকতে হবে। অর্থাৎ অনলাইন করা থাকতে হবে।
এখানে বলে রাখা ভালো যে এনআইডি কার্ড কিংবা জন্ম নিবন্ধন দিয়ে নগদ একাউন্ট খোলার নিয়ম একই। শুধু NID এর জায়গায় জন্ম নিবন্ধন এবং জন্ম নিবন্ধন এর জায়গায় NID নাম্বার দিতে হবে।
- google play store থেকে nagad apps ডাউনলোড করুন।
- nagad apps এ প্রবেশ কর “একাউন্ট খুলুন/ create account” এ ক্লিক করুন।
- আপনার নাম, জন্ম তারিখ, জন্ম নিবন্ধন নাম্বার, মোবাইল নাম্বার এবং একটু পাসওয়ার্ড দিন।
- জন্ম নিবন্ধনের কপি এবং নিজের পাসপোর্ট সাইজের ছবি আপলোড করুন।
- মোবাইলে একটি ওটিপি (One Time Password) আসবে, ওটিপিটি প্রদান করুন।
বেশ, জন্ম নিবন্ধন দিয়ে নগদ একাউন্ট খোলার নিয়ম অনুযায়ী আপনি আপনার nagad account সফল ভাবে খুলতে পেরেছেন।
এভাবে আপনি নগদ একাউন্ট খুলতে পারবেন এনআইডি কার্ড ছাড়াই।
অর্থাৎ, জন্ম নিবন্ধন যদি অনলাইন করা থাকে সেটি থেকেও অনেক বড় বড় কাজ করতে পারবেন ঠিক এভাবেই।
এখানে দুটি বিষয় বলে রাখা ভালো যে, এই কাজটি করতে গিয়ে কখনো কখনো নগদ আপনাকে ক্যামেরা ওপেন করে ছবি তুলতে বলতে পারে। যেভাবে ইন্সট্রাকশন দিবে সেভাবেই করবেন।
এবং যখন জন্ম নিবন্ধন নাম্বার দিবেন সাথে সাথে সার্ভার থেকে আপনার নাম থিকানা অটোমেটিক ভাবে নগদ নিয়ে নিবে। তখন আর আপনাকে আপনার যাবতীয় তথ্যগুলি দিতে হবে না।
নগদ সম্পর্কিত FAQS
*167# ডায়াল করে My Nagad সিলেক্ট করে পাসওয়ার্ড দিয়ে নগদ একাউন্ট দেখা খুব সহজ।
nagad agent commission প্রতি হাজারে ৪ টাকা ৫০ পয়সা।
অর্থাৎ, কোনো নগদ এজেন্ট এর একাউন্ট থেকে ১ হাজার টাকা লেনদেনে এজেন্ট ব্যক্তি ৪ টাকা ৫০ পয়সা পাবে।
nagad apps বা নগদ কোড ডায়াল করে ঘরে বসে মুহূর্তেই নগদ একাউন্ট খুলতে পারবেন খুব সহজেই।
*167# হচ্ছে নগদের ব্যালেঞ্চ চেক করার কোড।
জন্ম নিবন্ধন দিয়ে নগদ একাউন্ট খোলা নিয়ে সর্বশেষ
প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা jonmo nibondhon diye nagad account kholar niyom সম্পর্কে বিস্তারিত জেনেছি।
আশা করছি এই পোস্ট সহ নগদ সম্পর্কিত আমাদের পূর্বের সকল পোস্ট থেকে নগদের খুঁটিনাটি সকল বিষয়ে বিস্তারিত জেনেছেন খুব সহজেই।
নগদ সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে Nagad Category ভিজিট করুন।
নিয়মিত আমাদের সকল আপডেট পেতে চোখ রাখুন ফেসবুক পেজ Dainikkantha এ।