ইতালিতে রোজার ঈদ কত তারিখে ২০২৫ কবে

Last Updated on 2 weeks by Shaikh Mainul Islam

মুসলমানদের বছরে সবথেকে বড় দুইটি ধর্মীয় উৎসবের একটি ঈদুল ফিতর বা রোজার ঈদ। ইতালিতে রোজার ঈদ কত তারিখে ২০২৫ জানতে চান প্রবাসীরা।

প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “ইতালিতে রোজার ঈদ কত তারিখ। ২০২৫ সালের রোজার ঈদ কত তারিখে” এ।

আরও পড়ুনঃ বাংলাদেশে ঈদুল ফিতর কবে ২০২৫

আজকের পোষ্টে আমরা ইতালিতে রোজার ঈদ ২০২৫ কত তারিখে, বাংলাদেশ থেকে কয়দিনের ব্যবধানে ইতালিতে ঈদ এসব বিষয়ে বিস্তারিত জানবো।

ইতালিতে রোজার ঈদ কত তারিখ ২০২৫

২০২৫ সালে ইতালিতে প্রথম রোজা হয়েছে ১ মার্চ। আর সৌদি আরবেও এবারের প্রথম রোজা হয়েছে ১ মার্চ।

আরবি মাস নির্ভর করে চাঁদ দেখার উপর। অর্থাৎ মাস শেষে চাঁদ দেখা গেলেই আরবি মাস শেষ হয়ে নতুন আরবি মাস শুরু হয়।

আরও পড়ুনঃ ২০২৫ সালের রোজার ঈদ কত তারিখে

১ মার্চ ২০২৫ প্রথম রোজা হয়েছে ইতালিতে। আর এবছর সৌদি র ঘোষণা অনুযায়ী সৌদি আরবে ৩০ মার্চ ২০২৫ তারিখে রোজার ঈদ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ শাওয়াল মাসের রোজা রাখার নিয়ম

আরও সহজ করে বললে ২০২৫ সালে ইতালিতে রোজার ঈদ বা ঈদুল ফিতর পালিত হবে

  • ৩০ মার্চ অথবা ৩১ মার্চ। (চাঁদ দেখার উপর নির্ভরশীল)

অন্যান্য বছরের মতো এবছরেও ইতালির রোজার তারিখ আর সৌদি আরবের রোজার তারিখ একই। অর্থাৎ, সৌদি আরব ও ইতালিতে একই দিনে রোজার ঈদ পালিত হবে।

বাংলাদেশ ইতালির ঈদের তারিখের পার্থক্য

বাংলাদেশে এবছর প্রথম রোজা হয়েছে ২ মার্চ ২০২৫ তারিখে। সেই হিসেবে একদিন আগে শুরু হয়েছে ইতালির রোজা।

আর যেহেতু একদিন আগে ইতালির রোজা শুরু হয়েছে , একদিন আগেই ইতালিতে রোজার ঈদ বা ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ ঈদুল ফিতর ২০২৫ কত তারিখে সৌদি আরব এবং বাংলাদেশে

অর্থাৎ, যেহেতু ইতালিতে ৩০* মার্চ ঈদ হবে সেহেতু বাংলাদেশে ৩১ মার্চ রোজার ঈদ পালিত হবে।

মুল কথা হচ্ছে সৌদি আরবে এবং ইতালিতে যেদিন রোজার ঈদ অনুষ্ঠিত হবে তার পরের দিন বাংলাদেশে রোজার ঈদ পালিত হবে।

রোজার ঈদ ২০২৫ সম্পর্কিত FAQS

ইতালিতে ২০২৫ সালের ঈদুল ফিতর কত তারিখে হবে?

ইতালিতে ২০২৫ সালের ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে ৩০ মার্চ ২০২৫ তারিখে।

সৌদি আরবে রোজার ঈদ কবে?

সৌদি আরবে ২০২৫ সালের রোজার ঈদ ১৩০ মার্চ ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।

ইতালির রোজার ঈদ কবে হবে?

২৯ মার্চ ইতালির ২০২৫ সালের রোজার ঈদ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশে ২০২৫ সালের ঈদুল ফিতর কবে হবে?

৩১ মার্চ বাংলাদেশের রোজার ঈদ পালিত হবে ২০২৫।

ইতালিতে রোজার ঈদ নিয়ে সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোস্টে আমরাইতালিতে রোজার ঈদ কত তারিখে ২০২৫ অর্থাৎ ২০২৫ সালের ঈদুল ফিতর কত তারিখে ইতালি সে বিষয়ে জেনেছি।

আশা করছি এই পোস্ট থেকে italy rojar eid koto tarikh, বার এবং বাংলাদেশ, ইতালি ও সৌদি আরবের রোজার তারিখের সম্পর্কে বিস্তারিত জেনেছেন।

রোজা ও ইসলাম সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে Islamic info Category ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে Dainik kantha ভিজিট করুন।

সর্বশেষ আমাদের সকল আপডেট পেতে চোখ রাখুন ফেসবুক পেজ  Dainikkantha এ।

2 thoughts on “ইতালিতে রোজার ঈদ কত তারিখে ২০২৫ কবে”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.