ইন্টারনেট স্পিড টেস্ট করার সেরা টুলস সমূহ (ফ্রিতে)

ইন্টারনেট যেন আমাদের মৌলিক বস্তু হয়ে গেছে। কিন্তু ওয়াইফাই কিংবা মোবাইল ডাটা যেভাবেই ইন্টারনেট ব্যবহার করি না কেন অনেক ক্ষেত্রে ইন্টারনেট স্পিড টেস্ট করার প্রয়োজন হয়।

প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “ইন্টারনেট স্পিড টেস্ট করার সেরা টুলস” এ।

আজকের পোষ্টে আমরা ফ্রি ইন্টারনেট স্পিড করার একাধিক টুলস সমূহ, internet speed test এর প্রয়োজনীয়তা এবং ইন্টারনেট সম্পর্কিত গুরুত্বপূর্ণ সব বিষয়ে জানবো।

google internet speed test

গুগলে google internet speed test লিখে সারচ করলে internet speed test নামে একটি বক্স আসবে। বক্সের নিচে RUN SPEED TEST লেখা বাটনে ক্লিক করবেন।

RUN SPEED TEST বাটনে ক্লিক করার পরেই আপনার ডিভাইসের কানেকশন দেওয়া ইন্টারনেট এর ডাউনলোড এবং আপলোড স্পিড দেখতে পাবেন।

ookla Speed Test

বিশ্বের সবথেকে জনপ্রিয় ও অন্যতম internet speed test ওয়েবসাইট হচ্ছে ওকলার speedtest.net . এই ওয়েবসাইটে প্রবেশের পরে GO লেখা বাটনে ক্লিক করলেই আপনার ডিভাইসের ইন্টারনেট স্পিড দেখতে পারবেন।

এছারাও এই ওয়েবসাইট থেকে পিং দেখতে পারবেন। এক্ষেত্রে আপনি শতভাগ সঠিক ফলাফল পাওয়ার জন্য দেশি সার্ভার সিলেক্ট করতে পারেন। তাতে আরও সঠিক ফলাফল পাবেন।

Speedof.me

Internet speed test করার জনপ্রিয় টুলস হিসেবে speedof বেশ পরিচিত। এই টুল বেশ সঠিক স্পীড দেখায়। এই টুলে এক সাথে অনেক গুলো স্পীড টেস্ট নেওয়া হয় তারপরে সব গুলো টেস্ট এক করে গড় স্পীড রেজাল্ট দেখানো হয়।

এক্ষেত্রে টুলসটি কিছু ফাইল আপলোড এবং ডাউনলোড করে সঠিক স্পিড দিয়ে থাকে। তবে এক্ষেত্রে কোনো ফাইল সেভ বা আপলোড করতে হবে না।

fast.com

স্ট্রিমিং সার্ভিস নেটফ্লিক্সের একটি অফিশিয়াল স্পীড টেস্ট টুল হচ্ছে fast.com। নেটফ্লিক্সে কেমন স্পীড পাবেন সেটা চেক করার জন্য এই টুলটি ইউজ করতে পারেন, তবে এটা দ্বারা আপানার আইএসপির স্পীড সম্পর্কেও ধারণা পেয়ে যাবেন।

এই ওয়েবসাইটে প্রবেশ করার সাথেই সাথেই আপনার স্পীড টেস্ট শুরু হয়ে যাবে। আর প্রাথমিকভাবে এটা কেবল আপনার ডাউনলোড স্পীড পরিমাপ করে, আপনি যদি ডাউনলোড/আপলোড বা পিং রেট পেতে চান তাহলে Show More Info বাটনে ক্লিক করলেই পেয়ে যাবেন।

ইন্টারনেট সম্পর্কিত FAQS

ফ্রিতে ইন্টারনেট স্পিড টেস্ট কোনটি?

ookla Speed Test, fast.com, Speedof.me, google internet speed test

Mbps বলতে কি বোঝায়?

Mbps বলতে মেগাবিটস পার সেকেন্ড বোঝায়। এটি সেই রেট যার মাধ্যমে একটা নেটওয়ার্কে ডেটা ট্রান্সফার হয়। এক্ষেত্রে আপনার ব্রডব্যান্ড কানেকশনের স্পিড যদি 100 Mbps হয়, তাহলে আপনি 100 মেগাবিটস প্রতি সেকেন্ডে কোনও ডেটা ডাউনলোড করতে পারবেন।

ইন্টারনেট সম্পর্কিত সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা ইন্টারনেট স্পিড টেস্ট করার সকল টুলস সম্পর্কে জেনেছি।

আশা করছি এই পোস্ট থেকে internet speed test tools সম্পর্কে অনেক তথ্য জানতে পেরেছেন।

ইন্টারনেট স্পিড ও অনলাইন সম্পর্কে আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে ভিজিট করুন।

নিয়মিত সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ এ।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.