এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখার নিয়ম

Last Updated on 3 weeks by Shaikh Mainul Islam

প্রতি বছর কয়েক লাখ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে অনেকের ফলাফল আশানুরূপ না হওয়ায় বোর্ড চ্যালেঞ্জ করে। এদের অনেকে এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখার নিয়ম জানতে চান।

প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখার নিয়ম” এ। গোটা পোস্ট জুড়ে থাকছি আমি মাইনুল ইসলাম।

আজকের পোষ্টে আমরা এইচএসসি বোর্ড চ্যালঞ্জ কি, বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা এবং hsc board challenge result দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত।

এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ কি

শুধু এইচএসসি ই নয় বরং যেকোনো পাবলিক পরীক্ষায় (জেএসসি, এসএসসি, এইচএসসি) অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পরীক্ষার রেজাল্ট আশানুরূপ বা ফেল করলে বোর্ডের নিয়ম অনুযায়ী পুনরায় খাতা দেখার অনুরোধ করাকে বোর্ড চ্যালেঞ্জ বলে।

আরও পড়ুনঃ এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম (মার্কশিট সহ)

অর্থাৎ, পরীক্ষায় খারাপ ফলাফল হলে বোর্ডের নিয়ম অনুযায়ী পরীক্ষার রেজাল্ট পাবলিশ পরবর্তী সময়ে hsc board challenge result করা যায়।

বোর্ড চ্যালেঞ্জ করলে বোর্ড পুনরায় সম্পূর্ণ খাতা না দেখলেও বেশ কিছু বিষয়ে আবারো দেখে। অনেকের সেসব জায়গায় ভুল হলে রেজাল্ট পরিবর্তন হয়ে রেজাল্ট পরিবর্তন হয়।

বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা

কোনো শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করলে তার খাতা সম্পূর্ণ দেখা হয় না। খাতাটির কয়েকটি বিষয়ে দেখা হয়। সেসব বিষয়ে হচ্ছেঃ

  • শিক্ষার্থী তার খাতায় রোল, রেজি লিখেছেন কি না।
  • খাতার সকল প্রশ্নের উত্তরে নাম্বার দেওয়া হয়েছে কি না।
  • প্রাপ্ত নাম্বার যোগফল ঠিক ভাবে এন্ট্রি করা হয়েছে কি না।
  • সৃজনশীল এবং এমসিকিউ তে আলাদাভাবে পাশ করেছে কি না।

এই বিষয়গুলি দেখার পরে যদি কোনো ত্রুটি পাওয়া যায় সেসব সংশোধন করে পুনরায় রেজাল্ট পাবলিশ করা হয়।

সেক্ষেত্রে যদি রেজাল্ট পরিবর্তন হয়ে বেশি নাম্বার প্রাপ্ত হন তাহলে ফলাফল প্রকাশে রেজাল্ট পরিবর্তন হয়ে বেশি নাম্বার বা গ্রেড আসবে।

তবে এক্ষেত্রে আনন্দের বিষয় হচ্ছে যদি উপরের বিষয়গুলি পর্যালোচনা করে কোনো শিক্ষার্থীর নাম্বার কমে তখন নাম্বার কমানো হয় না।

অর্থাৎ, রেজাল্ট পরিবর্তন হলে শুধু মাত্র আপগ্রেড হয়ে বেশি নাম্বার বা গ্রেড আসবে। আরও সহজ ভাবে বললে বোর্ড চ্যালেঞ্জে নাম্বার কমে না, চেঞ্জ হলে নাম্বার বাড়ে।

এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখার নিয়ম

প্রিয় পাঠক, এইচএসসি রেজাল্ট এবং hsc board challenge result দেখার নিয়ম একই। অর্থাৎ বাংলাদেশ শিক্ষাবোর্ড এর ওয়েবসাইটে ব্রাউস করে রেজাল্ট দেখা যাবে।

একই সাথে বোর্ড চ্যালেঞ্জ করার সময় একটি মোবাইল নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারেও এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পাবলিশ হওয়ার পরেই মেসেজ দেওয়া হয়।

অর্থাৎ আপনি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট এক মাস পর যখন রি পাবলিশ করা হয় তখন বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট মোবাইল এসএমএস, ওয়েবসাইট এবং চ্যালেঞ্জ করার সময় এওয়া মোবাইল নাম্বারে মেসেজ এর মাধ্যমে জানা যাবে।

ওয়েবসাইট থেকে এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখার নিয়ম

  • প্রথমে educationboardresults এ ভিজিট করুন।
  • রোল, রেজি, বোর্ড, এবং ক্যাপচা পূরণ করুন।
  • এবার সাবমিট বাটনে ক্লিক করুন।

আপনার তথ্য সঠিক থাকলে এইচএসসি রেজাল্ট এবং board challenge result দেখতে পারবেন।

মোবাইল মেসেজ থেকে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখার নিয়ম

  • মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে।
  • HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখতে হবে।
  • এরপর স্পেস দিয়ে রোল নাম্বার লিখতে হবে।
  • এরপর পরীক্ষার সাল বা বছর লিখতে হবে।
  • এরপর 16222 নাম্বারে এসএমএস সেন্ড করতে হবে।

পরবর্তী ফিরতি একটি এসএমএস এ শিক্ষার্থী তার সকল সাবজেক্টের রেজাল্ট দেখতে পাবেন।

এসএমএস এর উদাহরণঃ  (HSC Dha ROLL YEAR)

বিঃদ্রঃ এসএমএস এ চার্জ প্রযোজ্য।

এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম

ইতিমধ্যে আমাদের একাধিক পোষ্টে বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম এবং চাইলে আমাদের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করার উপায় সম্পর্কে জেনেছি।

আপনি চাইলে আমাদের পূর্ববর্তী পোস্ট থেকে এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম এবং আমাদের মাধ্যমে কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে চান সেসব বিষয়ে জানতে চাইলে নিচে উল্লেখিত পোষ্টগুলি পড়ুন।

আরও পড়ুনঃ এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম

বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কিত FAQS

এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম এবং board challenge resultদেখার নিয়ম এক?

হ্যা। এইচএসসি রেজাল্ট আর hsc board challenge result দেখার নিয়ম একই।

বোর্ড চ্যালেঞ্জ করলে পাশ দেওয়া হয় হয়?

না। আপনি পরীক্ষায় খারাপ করলে পাশ দেওয়া হয় না।

বোর্ড চ্যালেঞ্জ করলে দেখা হয় খাতা ঠিক মতো দেখা হয়েছে কি না। নাম্বার যোগ ঠিক আছে কি না।

তবে আপনার পরীক্ষা ভালো হলে অবশ্যই চেঞ্জ হবে। কারণ, যারা খাতা দেখেন তারাও মানুষ। ভুল হতেই পারে।

hsc বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কে সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা hsc board challenge result এবং বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনেছি।

আশা করছি এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কে আপনি বিস্তারিত বেশ কিছু তথ্য বিস্তারিত জানতে পেরেছেন।

এইচএসসি সহ শিক্ষা সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে Education Category ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.