জিপি এসএমএস কেনার কোড ২০২৪ । gp sms pack code 2024

Last Updated on 1 year by Shaikh Mainul Islam

গ্রামীণ সিম ব্যবহারকারীদের অনেকের জরুরি প্রয়োজনে gp sms pack কিনতে হয়। তখন অনেকে জিপি এসএমএস কেনার কোড খুঁজে থাকেন।

প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “gp sms pack code 2024” এ।

আজকের পোষ্টে আমরা জিপি এসএমএস প্যাক কোড, এসএমএস প্যাকের ডিটেইল, মেয়াদ এবং gp sms buy code সহ গ্রামীণফোন এসএমএস কেনার বিষয়ে বিস্তারিত জানবো।

জিপি sms কেনার কোড সমূহ

প্রিয় পাঠক, এই মুহূর্তে জিপি এসএমএস প্যাকে টি মেয়াদে মোট ১০ টি প্যাক চালু আছে। ৩ দিন ৭ দিন এবং এক মাসের এই তিন মেয়াদে জিপি এসএমএস কিনতে পারবেন আপনার জিপি সিমে।

আর সব এসএমএস জিপি টু যেকোনো লোকাল অপারেটরে মেসেজ করতে পারবেন।

তাহলে নিচের চার্ট থেকে gp sms pack code সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

উপরের চার্টে দেখতে পাচ্ছীন  ৩ দিন মেয়াদি প্যাক, আছে ৩ টি। ৭ দিন মেয়াদে জিপি এসএমএস প্যাক আছে ৩ টি এবং জিপি মাসিক এসএমএস প্যাক আছে ৪ টি।

যেখান ৫০ টি এসএমএস, ১০০ এসএমএস, ২০০ এসএমএস, ৩০০ এসএমএস এবং ৪৯৯ এসএমএস কিনতে পারবেন বিভিন্ন মেয়াদে।

মেয়াদের উপর ভিত্তি করে একই পরিমাণ এসএমএস এর মূল্য কম বেশি হয়ে থাকে।

পরবর্তীতে যদি কখনো জিপি সিমের পক্ষ থেকে gp sms pack code বা মূল্য পরিবর্তন করা হয় এখানে আপডেট করে জানিয়ে দেওয়া হবে।

জিপি সিমে এসএমএস সম্পর্কিত FAQS

GP ৫০ এসএমএস কেনার কোড কত?

জিপি ৫০ টি এসএমএস কিনতে ডায়াল করুন (3 দিন মেয়াদে ৫০ এসএমএস ১৩ টাকায় কিনতে ডায়াল করুন *১২১*১০১৫*১# কোডটি)

জিপি সিম এসএমএস কেনার কোড নিয়ে সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোস্ট থেকে আমরা gp sms pack code 2024 সম্পর্কে সবকিছু জেনেছি।

আশা করছি জিপি এসএমএস কেনার কোড সম্পর্কে সকল বিষয়ে এই পোস্ট থেকে জেনেছেন।

জিপি সিম সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে Grameenphone Category ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে আমাদের ওয়েবসাইট  Dainik kantha ভিজিট করতে পারেন।

সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.