gp sim mb check । জিপি এমবি চেক কোড

Last Updated on 6 months by Shaikh Mainul Islam

আমরা অনেকেই জিপি সিমের এমবি বা জিবি চেক করার কোড জানতে চাই। আজকে gp sim mb check অর্থাৎ জিপি এমবি চেক কোড এবং একাধিক উপায়ে এমবি চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত।

প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “gp sim mb check । জিপি এমবি চেক কোড” এ।

আরও পড়ুনঃ জিপি ইন্টারনেট অফার । gp mb offer code । gp minute offer list দেখে নিন

আজকের পোষ্টে gp sim mb check সহ জিপি এমবি চেক নিয়ে গ্রামীণ সিমের বিস্তারিত নিয়ে আলোচনা করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক, gp sim mb check জিপি এমবি চেক সম্পর্কে।

জিপি সিমের এমবি চেক করার একাধিক পদ্ধতি

মূলত দুই ভাবে gp sim এর mb check করা যায়। একটি হচ্ছে নাম্বার ডায়াল করে। অন্যটি হচ্ছে My GP App ব্যবহার করে। চলুন এক এক করে দুইটি উপায় সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

জিপি সিম এর mb check করার কোড

Gp sim এর mb check করার জন্য জিপি সিম থেকে মোবাইলের ডায়াল অপশন থেকে ডায়াল করতে হবে *121*1*4# এই কোডটি। কোডটি যে gp sim থেকে ডায়াল করবেন সেই সিমে কত এমবি কত সময় পর্যন্ত আছে তা আপনাকে একটি ফিরতি এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এছাড়াও আপনি অন্য একভাবে জিপি সিমের এমবি চেক করতে পারেন। তবে তা তুলনামূলক কঠিন। তবুও আপনার জানার সুবিধার্থে জানিয়ে দিচ্ছি। জিপি সিম থেকে ডায়াল করবেন *১২১# এই কোডটি। এরপর একটি নোটিফিকেশন এ দেখবেন বেশ কিছু অপশন আসবে।

সেখানে দেখবেন ১ নাম্বার অপশনে balance, call rate &fnf অপশন থাকবে। ১ লিখে পরবর্তী অপশনে ক্লিক করুন। এবার দেখবেন ৪ নাম্বার অপশনে ইন্টারনেট ব্যালান্স চেক নামে একটি অপশন আসবে।

আরও পড়ুনঃ জিপি সিমের মালিকানা পরিবর্তন করুন – ঘরে বসে সহ একাধিক উপায়ে

সেখান থেকে আপনি ৪ নাম্বার অপশন সিলেক্ট করে পরবর্তী অপশনে ক্লিক করবেন। কয়েক সেকেন্ডের মধ্যে গ্রামীণ সিম থেকে এসএমএস এর মাধ্যমে আপনাকে আপনার gp mb balance জানিয়ে দিবে।

তবে কোড ডায়াল করে আপনি এই দুই ভাবে বাটন এবং স্মার্ট ফোন দুটিতেই এমবি চেক করতে পারবেন।

এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে, কিভাবে code dial করে gp sim mb check করা যায়।

এবার জিপি এমবি চেক করার প্রধানত দ্বিতীয় উপায় সম্পর্কে জানবো।

My gp apps থেকে gp sim mb চেক

My gp app থেকে এমবি চেক করার উপায় জানার আগে জানতে হবে মাই জিপি কি। my gp হচ্ছে গ্রামীণ সিমের অফিসিয়াল app. এটি শুধু মাত্র Android mobile ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন।

তবে এই ভাবে জিপি mb check করার জন্য আপনাকে প্রথমে আপনার Android mobile এ my gp app ডাউনলোড করতে হবে।

আরও পড়ুনঃ জিপি ইন্টারনেট ব্যালেন্স চেক । how to check gp internet balance

ডাউনলোড করার পরে আপনার জিপি সিমের নাম্বার ব্যবহার করে লগইন করতে হবে।  সেক্ষেত্রে আপনার সিমটি অন্য মোবাইলে থাকলে ওটিপি পাঠানো হবে। সেই otp আপনাকে ব্যবহার করে লগইন করতে হবে।

এবার চলুন জেনে নেওয়া যাক মাই জিপি ব্যবহার করে gp sim এমবি চেক করার উপায়।

প্রথমে মাই জিপি app টি ওপেন করতে হবে। এরপর লগইন করতে হবে।

যে সিমের mb check করবেন সেই সিম দিয়ে লগইন করতে হবে।

তবে আগে লগইন করা থাকলে দ্বিতীয়বার লগইন করতে হবে না।

এবার আপনি app এর মধ্যে প্রবেশ করেই প্রথমে ইন্টারনেট ব্যালেন্স এর জায়গায় আপনার সিমে কয় mb আছে তা দেখতে পাবেন।

Gp Sim সম্পর্কিত FAQS

Grameenphone sms check code?

*121*1*4#

Grameenphone minute check code?

*121*1*2#

Grameenphone balance check code?

*566#

gp number check code ?

*2#

Grameenphone internet balance check code?

*121*1*4#

জিপি সিম ব্যালেন্স দেখার কোড ? জিপি সিমে কিভাবে ব্যালেন্স দেখে?

GP সিমের ব্যালেন্স দেখে *৫৬৬# ডায়াল করে। for dial *566# your gp sim balance.

জিপি এমবি চেক করার কোড কত?

জিপি এমবি সিম চেক করার কোড হচ্ছে *121*1*4# ।

gp sim এর এমবি চেক কোড নিয়ে সর্বশেষ

আজকের পোষ্টে আমরা জানতে পেরেছি জিপি এমবি চেক কোড সম্পর্কে। জেনেছি জিপি সিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কোড।

এরপরেও GP Sim সম্পর্কিত আরও কিছু জানার থাকলে আমাদের Grameenphone category তে ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে Dainik kantha ভিজিট করুন। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।

10 thoughts on “gp sim mb check । জিপি এমবি চেক কোড”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.