Last Updated on 1 year by Shaikh Mainul Islam
সার্ভিসের দিক থেকে দেশ সেরা মোবাইল টেলিকম এখন Gp Sim. যারা gp সিম থেকে মিনিট প্যাক ব্যবহার করি আমাদের gp minute check করতে হয় । এছাড়া gp minute pack and code দেখতে হয় মিনিট কেনার জন্য।
প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “gp minute check । gp minute offer list । gp minute pack । gp minute code” এ।
আরও পড়ুনঃ জিপি ইন্টারনেট অফার । gp mb offer code ।
আজকে জানবো কয়ভাবে এবং কিভাবে জিপি মিনিট চেক করা যায়, gp minute offer list , gp minute pack এবং মিনিট প্যাক কেনার জন্য gp minute code এবং gp minute offer check সম্পর্কে বিস্তারিত।
Gp minute check করার উপায় সমূহ
আপনি যদি গ্রামীণ সিম ব্যবহার করে থাকেন তাহলে আপনি হয়ত ইতিমদ্ধে গ্রামীণের অফিসিয়াল মোবাইল অ্যাপ My Gp এর নাম শুনেছেন।
আর যদি আপনি android mobile ব্যবহার না করে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন কোন কোড ডায়াল করে gp minute check করতে হয়।
আরও পড়ুনঃ জিপি ইন্টারনেট ব্যালেন্স চেক
Gp minute check বলতে মূলত, আপনি আপনার সিমে মিনিট কিনছেন। তারপর সেই মিনিট ব্যবহার করছেন। কিন্তু কয় মিনিট অবশিষ্ট আছে এবং মেয়াদ আছে কতক্ষণ তাই চেক করাকেই gp minute check করা বোঝায়।
দুই ভাবে জিপি মিনিট চেক করা যায়। সযে দুই ভাবে মিনিট gp minute চেক করা যায় তা হচ্ছেঃ
- My Gp ব্যবহার করে জিপি মিনিট চেক করা যায়
- নির্দিষ্ট কোড ডায়াল করে জিপি মিনিট চেক করা যায়
My Gp অ্যাপ থেকে জিপি মিনিট এবং gp minute offer list চেক করার উপায়ঃ
দেখুন, এখন সহজ কে না চায়। আপনি যদি আপনার হাতে থাকা স্মার্ট মোবাইল ফোনে জিপি সিমের অফিসিয়াল অ্যাপ My Gp নামিয়ে নেন তাহলে মিনিট চেক, ব্যালেন্স চেক, gp minute offer list দেখা সহ সব ই করতে পারবেন এক অ্যাপ এর মধ্যে।
এজন্য আপনাকে যা করতে হবেঃ
মোবাইলের Play Store থেকে ইন্সটল করতে হব্র My Gp App
অ্যাপটি ওপেন করে জিপি নাম্বার দিয়ে লগইন (প্রথমবার রেজিস্ট্রেশন) করতে হবে।
এরপর অ্যাপে প্রবেশ করলেই সবকিছু দেখতে পাবেন।
এবার আপনি gp minute offer list দেখার জন্য My Gp app এর নিচের দিকে আমার অফার অপশনে ক্লিক করবেন।
যেখানে আপনি আপানার সিমের থাকা সকল অফার দেখতে পাবেন। যেমনঃ জিপি মিনিট চেক, gp minute offer list, gp minute pack, gp minute code এর সবকিছু পাবেন আপনি মাই জিপি অ্যাপ এ।
গ্রামীণ সিমের My Gp app ইন্সটল করতে এখানে ক্লিক করুন।
কোড ডায়াল করে gp minute check
আমরা যারা android mobile ব্যবহার করি না তারা কিভাবে gp minute code check করবো? হ্যা। আমরা একটি নির্দিষ্ট কোড ডায়াল করে আমাদের সিমে থাক মিনিট চেক করতে পারি।
জিপি সিমে মিনিট চেক করার কোড হচ্ছে *121*1*2# . অর্থাৎ আপনি *121*1*2# কোডটি ডায়াল করে আপনার সিমে থাকা সকল মিনিতের মেয়াদ এবং মিনিট চেক করতে পারবেন।
আরও পড়ুনঃ gp sim mb check । জিপি এমবি চেক কোড
এছাড়াও আপনি আপনার সিমের অন্যান্য ব্যালেন্স যেমন ইন্টারনেট, এমএমএস চেক করার জন্য *121*1*4# ডায়াল করতে পারেন।
আশা করছি gp minute check । gp minute offer । gp minute pack । gp minute code সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন।
Grameenphone releted FAQS
আপনার android mobile থেকে গ্রামীণ সিমের অফিসিয়াল অ্যাপ My Gp থেকে মিনিট সহ সকল অফার পাবেন আপনার সিমের জন্য।
Gp minute দেখার কোড হচ্ছে *121*1*2#.
জিপি মিনিট সম্পর্কিত সর্বশেষ
প্রিয় পাঠক, আজকের পোস্ট থেকে আমরা gp minute check, জিপি সিমের সকল ব্যালেন্স মেয়াদ চেক সম্পর্কে বিস্তারিত জেনেছি।
আশা করছি এই পোস্ট থেকে এই বিষয়ে বিস্তারিত জানতে পেরেছেন। এরপরেও আরও কিছু জানার থাকলে আমাদের তে ভিজিট করুন।
নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে Dainik Kantha ভিজিট করুন। সর্বশেষ আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ চোখ রাখুন।