Last Updated on 5 days by Shaikh Mainul Islam
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি হচ্ছে ঈদুল আযহা। এই ঈদে অনেকেই ঈদুল আযহার শুভেচ্ছা মেসেজ পাঠায়।
প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “ ঈদুল আযহার শুভেচ্ছা মেসেজ । ঈদুল আযহার শুভেচ্ছা” এ।
আজকের পোষ্টে আমরা ঈদুল আযহার শুভেচ্ছা মেসেজ লেখার নিয়ম, ঈদুল আযহার শুভেচ্ছা মেসেজ সহ এই বিষয়ে বিস্তারিত জানবো।
শুভেচ্ছা মেসেজ লেখার নিয়ম
নির্ধারিত কোনো নিয়ম মেনে শুভেচ্ছা মেসেজ লেখা যায় না। আপনি যাকে শুভেচ্ছা মেসেজ পাঠাবেন তার সাথে আপনার সম্পর্কের উপর নির্ভর করে মেসেজের ভাষা।
অনেকে শিক্ষক, পরিবারের সদস্য, বড় ভাই কিংবা আত্মীয় স্বজনদের ঈদের শুভেচ্ছা মেসেজ দিয়ে থাকেন।
আবার অনেকে বন্ধু- বান্ধবী, ছোট ভাই, স্বামী/ স্ত্রী কে মেসেজ দিয়ে থাকেন।
এদের মধ্যে একেকজনকে একেক ভাষা, একেক বার্তা দিতে হয়। যা উভয় ক্ষেত্রেই হবে সহজ, সাবলীল এবং অর্থপূর্ণ।
আপনি যাকেই ঈদের বার্তা মেসেজ দেন না কেন খেয়াল রাখতে হবে যে, ভাষা সহজ, সাবলীল এবং অর্থপূর্ণ হতে হবে।
এছাড়া, যে বিষয়ে শুভেচ্ছা মেসেজ দিচ্ছেন সেই বিষয় সম্পর্কিত কিছু উল্লেখ থাকতে হবে বার্তায়।
এক্ষেত্রে কোরবানি নিয়ে বার্তা দিলে কোরবানি সম্পর্কিত যেকোনো হাদিস বা আয়াত বা সহজ বার্তা দিতে পারেন।
ঈদের শুভেচ্ছা মেসেজ দেওয়ার সময় খুব সংক্ষেপে, খুব সহজে দিতে হবে। তার উদাহরণ হিসেবে নিচে উল্লেখিত ঈদুল আযহার শুভেচ্ছা মেসেজগুলি দেখতে পারেন।
ঈদুল আযহার শুভেচ্ছা মেসেজ
- আল্লাহর কাছে কোরবানির রক্ত – মাংস কিছুই পৌছায় না, পৌছায় শুধু তাকওয়া। – আল কোরআন।
- কোরবানি আমাদের স্মরণ করিয়ে দেয় ইব্রাহিম (আ:) পুত্র ইসমাইল (আঃ) এর কোরবানি হওয়ার আল্লাহর সেই আদেশের কথা। – ঈদ মোবারক।