Last Updated on 4 months by Shaikh Mainul Islam
আজ ২১ জুন থেকে শুরু হচ্ছে জনপ্রিয় ফুটবল আসর কোপা আমেরিকার ৪৮ তম আসর। তাই কোপা আমেরিকা ২০২৪ সময়সূচী, দল, গ্রুপ ও ফলাফল সহ বিস্তারিত জানবো।
প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “কোপা আমেরিকা ২০২৪ সময়সূচী, গ্রুপ, দল, খেলার ফলাফল সহ বিস্তারিত” এ।
আজকের পোষ্টে আমরা কোপা আমেরিকা ২০২৪ সময়সূচী, দল, গ্রুপ, নিয়ম, স্টেডিয়াম এবং প্রত্যেক ম্যাচ শেষে ফলাফল সম্পর্কে বিস্তারিত জানবো।
কোপা আমেরিকা ২০২৪ (দল ও গ্রুপ)
ফিফা ফুটবল বিশ্বকাপের পরেই ফুটবল দুনিয়ায় সবথেকে জনপ্রিয় ফুটবল আসর কোপা আমেরিকা। আজ থেকে শুরু হওয়া কোপা আমেরিকা ২০২৪ প্রায় মাসব্যাপী আসরে অনুষ্ঠিত হবে মোট ৩২টি ম্যাচ। খেলা গড়াবে মোট ১৪টি আলাদা ভেন্যুতে।
আরও পড়ুনঃ ব্যালন ডি অর কে কতবার পেয়েছে (আপডেট সহ)
এবছর কোপা আমেরিকার ৪৮ তম আসরে দক্ষিণ, মধ্য ও উত্তর আমেরিকার মোট ১৬ টি দেশ অংশগ্রহণ করেছে। এর মধে দক্ষিণ আমেরিকার ১০ টি দেশ এবং মধ্য ও উত্তর আমেরিকার ৬ টি দেশ রয়েছে।
২১ জুন ২০২৪ থেকে আর্জেন্টিনা ও কানাডা ম্যাচের মধ্যে দিয়ে শুরু হবে কোপা আমেরিকার ৪৮ তম আসর। আর ১৫ জুলাই ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে ২০২৪ কোপা ফুটবলকাপ আসর শেষ হবে।
গ্রুপ পর্ব
এবারের কোপা ফুটবল বিশ্বকাপ আসরে ১৬ টি দলকে মোট ৪ টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপে ৪ টি করে দল রয়েছে। গ্রুপ পর্যায়ে প্রত্যেক অল গ্রুপের অন্য সব দলের সাথে একটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।
আরও পড়ুনঃ কে কতবার ফুটবল বিশ্বকাপ নিয়েছে
গ্রুপ চারটি হচ্ছেঃ এ, বি, সি, ডি
- এ গ্রুপের সল সমূহঃ আর্জেন্টিনা, পেরু, চিলি, কানাডা।
- বি গ্রুপের সল সমূহঃ মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা, জ্যামাইকা।
- সি গ্রুপের সল সমূহঃ যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা, বলিভিয়া।
- ডি গ্রুপের সল সমূহঃ ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, কোস্টারিকা।
আরও পড়ুনঃ ব্রাজিল আর্জেন্টিনার পরিসংখ্যান
গ্রুপ পর্বের খেলা শেষে প্রত্যেক গ্রুপে পয়েন্টে এগিয়ে থাকা প্রথম দুই দল নিয়ে চারটি গ্রুপ থেকে ৮ টি দল নিয়ে পরবর্তীতে কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে।
কোয়াটার ফাইনালে ৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেখান থেকে বিজয়ী ৪ দল নিয়ে হবে সেমিফাইনালের ২ টি ম্যাচ। সেমিফাইনালের দুই ম্যাচে পরাজিত দুই দল নিয়ে হবে তৃতীয় নির্ধারণই স্থান ম্যাচ।
আর সেমিফাইনালের দুই ম্যাচে বিজয়ী দুই দল খেলবে কোপা আমেরিকা 2024 এর ফাইনাল ম্যাচ।
কোপা আমেরিকা ২০২৪ সময়সূচী – গ্রুপ পর্ব
তারিখ | সময় | ম্যাচ | ভেন্যু | ফলাফল |
---|---|---|---|---|
২১ জুন | সকাল ৬টা | আর্জেন্টিনা-কানাডা | আটলান্টা | আর্জেন্টিনা ২ কানাডা ০ |
২২ জুন | সকাল ৬টা | পেরু-চিলি | আর্লিংটন | পেরু ০ চিলি ০ |
২৩ জুন | ভোর ৪টা | ইকুয়েডর-ভেনেজুয়েলা | সান্তা ক্লারা | ভেনেজুয়েলা ২ ইকুয়েডর ১ |
২৩ জুন | সকাল ৭টা | মেক্সিকো-জ্যামাইকা | হিউস্টন | মেক্সিকো ১ জ্যামাইকা ০ |
২৪ জুন | ভোর ৪টা | যুক্তরাষ্ট্র-বলিভিয়া | আর্লিংটন | যুক্তরাষ্ট্র ২ বলিভিয়া ০ |
২৪ জুন | সকাল ৭টা | উরুগুয়ে-পানামা | মায়ামি গার্ডেন্স | উরুগুয়ে ৩ পানামা ১ |
২৫ জুন | ভোর ৪টা | কলম্বিয়া-প্যারাগুয়ে | হিউস্টন | কলম্বিয়া ২ প্যারাগুয়ে ১ |
২৫ জুন | সকাল ৭টা | ব্রাজিল-কোস্টারিকা | ইঙ্গেলউড | ব্রাজিল ০ কোস্টারিকা ০ |
২৬ জুন | ভোর ৪টা | পেরু-কানাডা | কানসাস সিটি | পেরু ০ কানাডা ১ |
২৬ জুন | সকাল ৭টা | আর্জেন্টিনা-চিলি | ইস্ট রাদারফোর্ড | আর্জেন্টিনা ১ চিলি ০ |
২৭ জুন | ভোর ৪টা | ইকুয়েডর-জ্যামাইকা | লাস ভেগাস | ইকুয়েডর ৩ জ্যামাইকা ১ |
২৭ জুন | সকাল ৭টা | ভেনেজুয়েলা-মেক্সিকো | ইঙ্গেলউড | ভেনেজুয়েলা ১ মেক্সিকো ০ |
২৮ জুন | ভোর ৪টা | পানামা-যুক্তরাষ্ট্র | আটলান্টা | পানামা ২ যুক্তরাষ্ট্র ১ |
২৮ জুন | সকাল ৭টা | উরুগুয়ে-বলিভিয়া | ইস্ট রাদারফোর্ড | উরুগুয়ে ৫ বলিভিয়া ০ |
২৯ জুন | ভোর ৪টা | কলম্বিয়া-কোস্টারিকা | গ্লেনডেল | কলম্বিয়া ৩ কোস্টারিকা ০ |
২৯ জুন | সকাল ৭টা | ব্রাজিল-প্যারাগুয়ে | লাস ভেগাস | ব্রাজিল ৪ প্যারাগুয়ে ১ |
৩০ জুন | সকাল ৬টা | আর্জেন্টিনা-পেরু | মায়ামি গার্ডেন্স | আর্জেন্টিনা ২ পেরু ০ |
৩০ জুন | সকাল ৬টা | কানাডা-চিলি | অরল্যান্ডো | কানাডা ০ চিলি ০ |
১ জুলাই | সকাল ৬টা | মেক্সিকো-ইকুয়েডর | গ্লেনডেল | মেক্সিকো ০ ইকুয়েডর ০ |
১ জুলাই | সকাল ৬টা | জ্যামাইকা-ভেনেজুয়েলা | অস্টিন | জ্যামাইকা ০ ভেনেজুয়েলা ৩ |
২ জুলাই | সকাল ৭টা | বলিভিয়া-পানামা | অরল্যান্ডো | বলিভিয়া ১ পানামা ৩ |
২ জুলাই | সকাল ৭টা | যুক্তরাষ্ট্র-উরুগুয়ে | কানসাস সিটি | যুক্তরাষ্ট্র- ০ উরুগুয়ে ১ |
৩ জুলাই | সকাল ৭টা | ব্রাজিল-কলম্বিয়া | সান্তা ক্লারা | ব্রাজিল ১ কলম্বিয়া ১ |
৩ জুলাই | সকাল ৭টা | কোস্টারিকা-প্যারাগুয়ে | অস্টিন | কোস্টারিকা ২ প্যারাগুয়ে ১ |
কোপা আমেরিকা সময়সূচী –নকআউট পর্ব
নকআউট পর্বে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, তৃতীয় দল নির্ধারণই এবং ফাইনাল সহ মোট ৮ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
তারিখ | সময় | ম্যাচ | ভেন্যু | ফলাফল |
---|---|---|---|---|
৫ জুলাই | সকাল ৭টা | আর্জেন্টিনা – ইকুয়েডর | হিউস্টন | আর্জেন্টিনা ৪ ইকুয়েডর ২ |
৬ জুলাই | সকাল ৭টা | ভেনেজুয়েলা – কানাডা | আর্লিংটন | ভেনেজুয়েলা ৩ কানাডা ৪ |
৭ জুলাই | ভোর ৪টা | পানামা -কলম্বিয়া | লাস ভেগাস | পানামা ০ কলম্বিয়া ৫ |
৭ জুলাই | সকাল ৭টা | উরুগুয়ে – ব্রাজিল | গ্লেনডেল | উরুগুয়ে ৪ ব্রাজিল ২ |
কোপা আমেরিকা ২০২৪ এ সেমিফাইনাল ম্যাচ ডিটেইল সমূহ
তারিখ | সময় | দল | স্টেডিয়াম | ফলাফল |
---|---|---|---|---|
১০ জুলাই | সকাল ৬টা | আর্জেন্টিনা-কানাডা | ইস্ট রাদারফোর্ড | আর্জেন্টিনা ২ কানাডা ০ |
১১ জুলাই | সকাল ৬টা | উরুগুয়ে -কলম্বিয়া | শার্লট | উরুগুয়ে ০ কলোম্বিয়া ১ |
কোপা আমেরিকা ২০২৪ এ তৃতীয় দল নির্ধারণই ম্যাচ ডিটেইল সমূহ
তারিখ | সময় | দল | স্টেডিয়াম | ফলাফল |
---|---|---|---|---|
১৪ জুলাই | সকাল ৬টা | কানাডা vs উরুগুয়ে | শার্লট | কানাডা ৩ উরুগুয়ে ৪ |
২০২৪ কোপা আমেরিকা কাপ ফাইনাল ম্যাচ ডিটেইল
তারিখ | সময় | ম্যাচ | স্টেডিয়াম | ফলাফল |
---|---|---|---|---|
১৫ জুলাই | সকাল ৬টা | আর্জেন্টিনা – কলোম্বিয়া | মায়ামি গার্ডেন্স | আর্জেন্টিনা ১ কলোম্বিয়া ০ |
কোপা আমেরিকা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
সারা বিশ্বে কমবেশি ফুটবল প্রিয় মানুষ রয়েছে। ফুটবল প্রিয় মানুষ -রা বলতে গেলে মুখিয়ে থাকে একেকটি বড় বড় ফুটবল আসরের অপেক্ষায়। এমন একটি ফুটবল আসর হচ্ছে কোপা আমেরিকা।
সর্বশেষ ২০২১ সালে কোপার ৪৭ তম আসর অনুষ্ঠিত হয়। সেই আসরে স্বাগতিক ব্রাজিলকে হারিয়ে ১-০ গোলে আর্জেন্টিনা কোপা চ্যাম্পিয়ন হয়।
এবছরও অর্থাৎ ২০২৪ কোপা ফুটবল কাপেও চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা শিরোপা জয়ের দৌড়ে সমান সমান। এরপরেই জনপ্রিয় আছে রুগুয়ে, যুক্তরাষ্ট্র, কলম্বিয়া ও মেক্সিকো সহ অন্যান্য দল।
কোপা বিশ্বকাপ কে কতবার নিয়েছে
এখন পর্যন্ত মোট ৪৭ তম কোপা আমেরিকা কাপ আসর অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সবথেকে বেশি বার কাপ নিয়েছে আর্জেন্টিনা এবং উরুগুয়ে।
আর্জেন্টিনা এবং উরুগুয়ে দুইটি দল-ই মোট ১৫ বার কোপা কাপ জয়লাভ করে যৌথভাবে প্রথমে আছে।
৯ বার কোপা জয়লাভ করে দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। এরপর প্যারাগুয়ে, চিলি ও প্যারু ২ টি করে কোপা চ্যাম্পিয়ন হয়েছে।
আর পড়ুনঃ কোপা আমেরিকা কাপ কে কতবার নিয়েছে (চ্যাম্পিয়ন লিস্ট আপডেট সহ)
এবং কলম্বিয়া ও বলিভিয়া ১ বার করে কোপা আমেরিকা কাপ জয়লাভ করে।
উল্লেখ্য যে ১৯১৬ সাল থেকে শুরু করে ২০২১ সাল পর্যন্ত মোট ৪৭ বার কোপা ফুটবল কাপ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ২০২১ সালে কোপা আমেরিকা কাপ অনুষ্ঠিত হয়।
কোপা আমেরিকা সম্পর্কিত FAQS
ব্রাজিল ৯ বার কোপা আমেরিকা কাপ জয়লাভ করে।
আর্জেন্টিনা সর্বাধিক ১৫ বার কোপা আমেরিকা জয়লাভ করে। ১৫ বার কোপা জয়লাভ করে আর্জেন্টিনার সাথে একই অবস্থানে আছে আছে উরুগুয়ে।
বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সর্বশেষ ২০২১ কোপা আমেরিকা কাপ জয়লাভ করে দলটি।
২০২৪ সালের কোপা আমেরিকা শুরু হবে ২১ জুন ২০২৪ এ এবং শেষ হবে ১৪ জুলাই ২০২৪ এ।
২০২৪ কোপা আমেরিকা কাপ এ মোট ১৬ টি দল অংশগ্রহণ করবে।
আর্জেন্টিনা ২০২৪ কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব হওয়ার অর্জন করেন।
কোপা আমেরিকা ২০২৪ নিয়ে সর্বশেষ
প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা Copa America 2024 time table, গ্রুপ, দল, খেলার নিয়ম সহ প্রত্যেক ম্যাচ শেষে ফলাফল জেনেছি।
আশা করছি এই পোস্টটি প্রত্যেক ফুটবল প্রিয় মানুষদের কোপা আমেরিকা কাপের সকল তথ্য পেতে উপকৃত করবে।
কোপা আমেরিকা সহ ফুটবল বিশ্বের ফুটবল সংক্রান্ত সকল আপডেট পেতে আমাদের Football category ভিজিট করুন।
আমাদের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন অফিসাল ফেসবুক পেজ Dainikkantha এ।