Last Updated on 6 months by Shaikh Mainul Islam
২১ জুন থেকে শুরু হয়েছে বিশ্বে দ্বিতীয় জনপ্রিয় ফুটবল আসর কোপা আমেরিকা ২০২৪। ১৬ টি দল ৪ টি গ্রুপে ১৬ টি ম্যাচ সহ মোট ৩২ টি ম্যাচ হবে। তাই কোপা আমেরিকা ২০২৪ পয়েন্ট টেবিল জানা জরুরি।
প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “কোপা আমেরিকা ২০২৪ পয়েন্ট টেবিল গ্রুপ পর্যায় সহ সকল ম্যাচ আপডেট” এ।
আজকের পোষ্টে আমরা কোপা আমেরিকা ২০২৪ পয়েন্ট টেবিল, কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি বাংলাদেশ সহ কোপা আমেইকা ফুটবল কাপ ২০২৪ এর বিস্তারিত জানবো।
কোপা আমেরিকা ২০২৪
আমরা আগেই জেনেছি যে ১৬ টি দলকে ৪ টি গ্রুপে ভাগ করা হয়েছে। যেখানে প্রত্যেক গ্রুপে ৪ টি দল রয়েছে। গ্রুপের প্রত্যেকটি দল প্রত্যেক দলের সাথে একটি করে ম্যাচ পাবে।
এবং গ্রুপ পর্বের খেলা শেষে পয়েন্টের দিক থেকে প্রত্যেক গ্রুপের প্রথম এবং দ্বিতীয় দুই দল কোয়াটার ফাইনালের জন্য সিলেক্ট হবে।
আরও পড়ুনঃ কোপা আমেরিকা ২০২৪ সময়সূচী, গ্রুপ, দল, ফলাফল সহ বিস্তারিত
এক্ষেত্রে শুধু মাত্র গ্রুপ পর্বের কোপা আমেরিকা পয়েন্ট টেবিল জানা জরুরি। গ্রুপ পর্বের পর থেকে যেকোনো ম্যাচে যে দল হারবে সেই দল টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে।
আর পড়ুনঃ কোপা আমেরিকা কাপ কে কতবার নিয়েছে (চ্যাম্পিয়ন লিস্ট আপডেট সহ)
কোপা আমেরিকা ২০২৪ এর গ্রুপ চারটি হচ্ছেঃ এ, বি, সি, ডি
- এ গ্রুপের সল সমূহঃ আর্জেন্টিনা, পেরু, চিলি, কানাডা।
- বি গ্রুপের সল সমূহঃ মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা, জ্যামাইকা।
- সি গ্রুপের সল সমূহঃ যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা, বলিভিয়া।
- ডি গ্রুপের সল সমূহঃ ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, কোস্টারিকা।
কোপা আমেরিকা ২০২৪ পয়েন্ট টেবিল গ্রুপ পর্যায়
নিচে ৪ টি টেবিলে ক্রমান্বয়ে কোপা আমেরিকা কাপে গ্রুপ এ, বি, সি, ডি এর গ্রুপ পর্যায়ের পয়েন্ট টেবিল উল্লেখ করা হয়েছে। গ্রুপ পর্যায়ের ম্যাচ শেষে প্রত্যেক গ্রুপের সেরা দুই দল যাবে কোপা আমেরিকা কাপ ২০২৪ এর কোয়াটার ফাইনালে।
আরও পড়ুনঃ ফিফা বিশ্বকাপ ২০২৬ সময়সূচি
কোপা আমেরিকা গ্রুপ এ পয়েন্ট টেবিল ২০২৪
দল | ম্যাচ | জয় | পরাজয় | ড্র | পয়েন্ট |
---|---|---|---|---|---|
আর্জেন্টিনা | ৩ | ২ | ০ | ০ | ৯ |
পেরু | ৩ | ০ | ১ | ১ | ১ |
চিলি | ৩ | ০ | ১ | ২ | ২ |
কানাডা | ৩ | ১ | ১ | ১ | ৪ |
কোপা আমেরিকা গ্রুপ বি পয়েন্ট টেবিল ২০২৪
দল | ম্যাচ | জয় | পরাজয় | ড্র | পয়েন্ট |
---|---|---|---|---|---|
মেক্সিকো | ৩ | ১ | ১ | ১ | ৪ |
ইকুয়েডর | ৩ | ১ | ১ | ১ | ৪ |
ভেনেজুয়েলা | ৩ | ৩ | ০ | ০ | ৯ |
জ্যামাইকা | ৩ | ০ | ৩ | ০ | ০ |
কোপা আমেরিকা গ্রুপ সি পয়েন্ট টেবিল ২০২৪
দল | ম্যাচ | জয় | পরাজয় | ড্র | পয়েন্ট |
---|---|---|---|---|---|
যুক্তরাষ্ট্র | ৩ | ১ | ২ | ০ | ৩ |
উরুগুয়ে | ৩ | ৩ | ০ | ০ | ৯ |
পানামা | ৩ | ২ | ১ | ০ | ৬ |
বলিভিয়া | ৩ | ০ | ৩ | ০ | ০ |
কোপা আমেরিকা গ্রুপ ডি পয়েন্ট টেবিল ২০২৪
দল | ম্যাচ | জয় | পরাজয় | ড্র | পয়েন্ট |
---|---|---|---|---|---|
ব্রাজিল | ৩ | ১ | ০ | ২ | ৫ |
কলম্বিয়া | ৩ | ২ | ০ | ১ | ৭ |
প্যারাগুয়ে | ৩ | ০ | ৩ | ০ | ০ |
কোস্টারিকা | ৩ | ১ | ১ | ১ | ৪ |
আশা করছি খুব সহজ ভাবেই কোপা আমেরিকা ২০২৪ এর সকল গ্রুপের গ্রুপ পর্যায়ের পয়েন্ট টেবিল থেকে সকল তথ্য জানতে পেরেছেন।
কোপা আমেরিকা ২০২৪ কোয়াটার ফাইনাল ফলাফল
নিচে কোপা আমেরিকা ২০২৪ এর কোয়াটার ফাইনাল এর সকল ম্যাচ আপডেট এখানে জানা যাবে।
তারিখ | সময় | ম্যাচ | ভেন্যু | ফলাফল |
---|---|---|---|---|
৫ জুলাই | সকাল ৭টা | আর্জেন্টিনা – ইকুয়েডর | হিউস্টন | আর্জেন্টিনা ৪ ইকুয়েডর ২ |
৬ জুলাই | সকাল ৭টা | ভেনেজুয়েলা – কানাডা | আর্লিংটন | ভেনেজুয়েলা ৩ কানাডা ৪ |
৭ জুলাই | ভোর ৪টা | পানামা -কলম্বিয়া | লাস ভেগাস | পানামা ০ কলম্বিয়া ৫ |
৭ জুলাই | সকাল ৭টা | উরুগুয়ে – ব্রাজিল | গ্লেনডেল | উরুগুয়ে ৪ ব্রাজিল ২ |
কোপা আমেরিকা ২০২৪ এ সেমিফাইনাল ম্যাচ ডিটেইল সমূহ
তারিখ | সময় | দল | স্টেডিয়াম | ফলাফল |
---|---|---|---|---|
১০ জুলাই | সকাল ৬টা | আর্জেন্টিনা-কানাডা | ইস্ট রাদারফোর্ড | আর্জেন্টিনা ২ কানাডা ০ |
১১ জুলাই | সকাল ৬টা | উরুগুয়ে -কলম্বিয়া | শার্লট | উরুগুয়ে ০ কলোম্বিয়া ১ |
কোপা আমেরিকা ২০২৪ এ তৃতীয় দল নির্ধারণই ম্যাচ ডিটেইল সমূহ
তারিখ | সময় | দল | স্টেডিয়াম | ফলাফল |
---|---|---|---|---|
১৪ জুলাই | সকাল ৬টা | উরুগুয়ে -কানাডা | শার্লট | কানাডা ৪ উরুগুয়ে ৩ |
২০২৪ কোপা আমেরিকা কাপ ফাইনাল ম্যাচ ডিটেইল
তারিখ | সময় | ম্যাচ | স্টেডিয়াম | ফলাফল |
---|---|---|---|---|
১৫ জুলাই | সকাল ৬টা | আর্জেন্টিনা -কলোম্বিয়া | মায়ামি গার্ডেন্স | আর্জেন্টিনা ১ কলোম্বিয়া ০ |
কোপা আমেরিকা কাপ ২০২৪ সম্পর্কিত FAQS
২০২৪ কোপা আমেরিকা ফুটবল কাপে মোট ১৬ টি দল অংশগ্রহণ করেছে। প্রত্যেক ৪ টি দল নিয়ে একটি করে মোট ৪ টি গ্রুপে ভাগ করা হয়েছে যেখানে
এ গ্রুপের সল সমূহঃ আর্জেন্টিনা, পেরু, চিলি, কানাডা।
বি গ্রুপের সল সমূহঃ মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা, জ্যামাইকা।
সি গ্রুপের সল সমূহঃ যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা, বলিভিয়া।
ডি গ্রুপের সল সমূহঃ ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, কোস্টারিকা।
২০২২ সালে কোপা আমেরিকা কাপের ৪৭ তম আসর অনুষ্ঠিত হয়েছিল। সেই আসএ আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
আর্জেন্টিনা এবং উরুগুয়ে এককভাবে ১৫ বার কোপা চ্যাম্পিয়ন হয়ে প্রথম অবস্থানে আছে।
ব্রাজিল ৯ বার কোপা ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে।
ব্রাজিল ও আর্জেন্টিনা ২০২৪ কোপা কাপে সমান ভাবে ভেবারিট। এরপরে ক্রমান্বয়ে অন্যান্য দল রয়েছে।
আর্জেন্টিনা ২০২৪ কোপা আমেরিকা ২০২৪ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
copa america 2024 নিয়ে সর্বশেষ
প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা copa america 2024 point table সম্পর্কে বিস্তারিত জেনেছি। চারটি গ্রুপের আলাদা আলাদা পয়েন্ট টেবিল সম্পর্কে সকল তথ্য জানতে পেরেছি এই পোস্ট থেকে।
কোপা আমেরিকা সহ ফুটবল সম্পর্কিত সকল আপডেট পোস্ট পেতে Football category ভিজিট করুন।
নিয়মিত আমাদের সকল আপডেট পেতে যোগাযোগ করুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।