Last Updated on 8 months by Shaikh Mainul Islam
৫ ম্যাচের টি টুয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল। । তাই বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজের সময়সূচি 2024 জানা প্রয়োজন।
প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজের সময়সূচি 2024 (ফলাফল সহ)” এ।
আজকের পোষ্টে আমরা বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজের সময়সূচি, স্টেডিয়াম সহ ম্যাচ পরবর্তী সময়ে ফলাফল আপডেট জানবো।
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজ ২০২৪
৩ মে থেকে শুরু হয়ে ১২ মে পর্যন্ত চলবে এই সিরিজ। ৫ টি টি ২০ ম্যাচ হবে ৩, ৫, ৭,১০ ও ১২ মার্চ।
প্রথম ৩ ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবং শেষ ২ টি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
আরও পড়ুনঃ টি ২০ বিশ্বকাপ কে কতবার নিয়েছে?
ম্যাচ সমূহঃ
- ৩ মে ২০২৪ – শুরু সন্ধ্যা ৬ টায়।
- ৫ মে ২০২৪- শুরু সন্ধ্যা ৬ টায়।
- ৭ মে ২০২৪ – শুরু বিকাল ৩ টায়।
- ১০ মে ২০২৪ – শুরু সন্ধ্যা ৬ টায়।
- ১২ মে ২০২৪ – শুরু সকাল ১০ টায়।
আরও পড়ুনঃ ওয়ানডে বিশ্বকাপ কে কতবার নিয়েছে (আপডেট সহ)
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজের ফলাফল ২০২৪
ম্যাচ | টস | প্রথম ইনিংস | ২য় ইনিংস | ফলাফল |
---|---|---|---|---|
১ম | বাংলাদেশ টসে জিতে বলিং এর সিদ্ধান্ত নেয় | জিম্বাবুয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১২৪ রান করে | বাংলাদেশ ১৫ ওভার ২ বলে ২ উইকেটে ১২৬ রান করে | ২৮ বল হাতে রেখে বাংলাদেশ ৮ উইকেটে জয়ী |
২য় | বাংলাদেশ টসে জিতে বলিং এর সিদ্ধান্ত নেয় | জিম্বাবুয়ে ২০ ওভারে ১৩৮ রান করে ৭ উইকেটে | বাংলাদেশ ১৮ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে ১৪২ রান করে | বাংলাদেশ ৯ বল হাতে রেখে ৬ উইকেটে জয়ী |
৩য় | জিম্বাবুয়ে টসে জিতে বলিং এর সিদ্ধান্ত নেয় | বাংলাদেশ ২০ ওভারে ১৬৫রান করে ৫ উইকেটে | জিম্বাবুয়ে ২০ ওভারে ১৫৬ রান করে | বাংলাদেশ ৯ রানে জয়ী |
৪র্থ | ||||
৫ম |
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সম্পর্কিত FAQS
নাজমুল হোসেন শান্ত। যিনি বর্তমানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ৩ ফরম্যাটেই অধিনায়কত্ব করছেন।
জিম্বাবুয়ে দলের অধিনায়কত্ব করবেন অলরাউন্ডার সিকান্দার রাজা।
২০০ টাকা থেকে শুরু করে ১৫০০ টাকা পর্যন্ত রয়েছে এবারের বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের সকল ম্যাচের টিকিট।
তুলনামূলক ভালো টিকিটের জন্য ৮০০ থেকে ১৫০০ টাকা খরচ করতে হবে।
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজ সম্পর্কিত সর্বশেষ
প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজের সময়সূচি 2024 এর বিস্তারিত সবকিছু জেনেছি।
এছাড়াও bangladesh vs zimbabwe t20 series 2024 এর প্রত্যেক ম্যাচ শেষে আপডেট করে ম্যাচ ফলাফল এই পোষ্টে জানিয়ে দেওয়া হবে।
নিয়মিত খেলাধুলা সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে Cricket Category ভিজিট করুন।
সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন Dainikkantha এ।