Last Updated on 1 year by Shaikh Mainul Islam
বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এর আসর শেষে এবং ২০২৪ টি টুয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ডিসেম্বর ২০২৩ ৩ ওডিয়াই এবং ৩ টি টুয়েন্টি এর বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড খেলার সময় সূচি প্রকাশিত হয়েছে।
প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোষ্ট “বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড খেলার সময় সূচি ও ফলাফল ২০২৩ (3 ODI & 3 T20” এ ।
আজকের পোষ্টে আমরা জানবো, বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড খেলার সময় সূচি এবং ম্যাচ পরবর্তী আপডেট। চলুন বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড এর মধ্যে ওয়ানডে ও টি টুয়েন্টি সিরিজের বিস্তারিত সকল তথ্য।
BD vs New zealand খেলার সময় সূচি (ডিসেম্বর ২০২৩)
ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ এর আগে এবং পরে ওয়ানডে এবং টেস্ট ম্যাচ এর মুখোমুখি হয়েছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড।
এবার ২০২৩ এর শেষ দিকে এসে ২০২৩ টি টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড এর মধ্যকার ৩ ম্যাচ ওয়ানডে এবং ৩ ম্যাচ টি টুয়েন্টি সিরিজ।
১৭ ডিসেম্বর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে এই সিরিজ এবং শেষ হবে ৩১ ডিসেম্বর ৩য় টি টুয়েন্টি ম্যাচের মদ্ধ দিয়ে।
চলুন নিচে এক নজরে ৩ ওয়ানডে এবং ৩ টি টুয়েন্টি বিশ্বকাপ ম্যাচের সময় সূচি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাকঃ
ম্যাচ | তারিখ | BD সময় | ফলাফল |
১ম ওয়ানডে | ১৭ ডিসেম্বর | সকাল ৪ টা | DLS মেথডে নিউজিল্যান্ড ৪৪ রানে জয়ী |
২য় ওয়ানডে | ২০ ডিসেম্বর | সকাল ৪ টা | ২২ বল হাতে রেখে নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী |
৩য় ওয়ানডে | ২৩ ডিসেম্বর | সকাল ৪ টা | বাংলাদেশ ৯ উইকেটে জয়ী |
১ম টি টুয়েন্টি | ২৭ ডিসেম্বর | দুপুর ১২ঃ১০ | বাংলাদেশ ৫ উইকেটে জয়ী |
২য় টি টুয়েন্টি | ২৯ ডিসেম্বর | দুপুর ১২:১০ | |
৩য় টি টুয়েন্টি | ৩১ ডিসেম্বর | সকাল ৬ টা |
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচের স্টেডিয়াম সমূহ
নিউজিল্যান্ড বনাম বাংলাদেশের মধ্যকার ৩ ওয়ানডে এবং ৩ টি টুয়েন্টি ম্যাচের সবকয়তি ম্যাচ অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডের ভিন্ন ৩ টি স্টেডিয়ামে।
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচের সকল স্টেডিয়াম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাকঃ
- ১ম ওয়ানডেঃ University of Otago Oval, New Zealand
- ২য় ওয়ানডেঃ Saxton Oval, Nelson, New Zealand
- ৩য় ওয়ানডেঃ McLean Park, Napier, New Zealand
- ১ম টি টুয়েন্টিঃ McLean Park, Napier, New Zealand
- ২য় টি টুয়েন্টিঃ Bay Oval, Mount Maunganui, New Zealand
- ৩য় টি টুয়েন্টিঃ Bay Oval, Mount Maunganui, New Zealand
উপরে মাচ ৬ টির স্টেডিয়ামের মধ্যে ৩ টি ওয়ানডে ৩ টি ভিন্ন স্টেডিয়ামে এবং ৩ টি টি টুয়েন্টি ২ টি ভিন্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ দেখার উপায়
নিউজিল্যান্ড এবং বাংলাদেশের মধে ১১ হাজার ২৬৪ কিলোমিটারের বিশা দূরত্ব। তাই বরাবরের মতো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচের সরাসরি সম্প্রচার নিয়ে এখনো স্পষ্ট নয়।
তবে, বেশ কিছু টিভি এবং অনলাইন মাধ্যম ম্যাচগুলির সম্প্রচার করবে। সিদ্ধান্ত ফাইনাল হলে এখানে জানিয়ে দেওয়া হবে।
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড একাদশ সমূহ
প্রত্যেক ম্যাচের একাদশ প্রকাশ করা হয় ম্যাচ পূর্ববর্তী কিছু সময় আগে। তাই এই মুহূর্তে একাদশ সম্পর্কে বলা যাবে না।
তবে, দুই দলের কোন কোন প্লেয়ার আছে তাদের নাম জানা যাবে। চলুন জেনে নেওয়া যাকঃ
ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের ঘোষিত ১৬ সদস্যের স্কোয়াডঃ
- নাজমুল হাসান শান্ত (Captain),
- তানজিদ হাসান তামিম,
- এনামুল হক বিজয়,
- তাওহিদ হৃদয়,
- মুশফিকুর রহিম,
- লিটন কুমার দাশ,
- আফিফ হোসেন ধ্রুব,
- সৌম্য সরকার,
- মেহেদী হাসান মিরাজ (Vice Captain),
- মুস্তাফিজুর রহমান,
- শরিফুল ইসলাম,
- তানজিদ আহমেদ Sakib,
- হাসান মাহমুদ,
- রিশাদ হোসেইন,
- রাকিবুল হাসান।
টি টুয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডঃ
- নাজমুল হাসান শান্ত (Captain),
- লিটন কুমার দাশ,
- রনি তালুকদার,
- তাওহিদ হৃদয়,
- শামিম হোসেইন,
- আফিফ হোসেন ধ্রুব,
- মেহেদী হাসান মিরাজ (Vice Captain),
- সৌম্য সরকার,
- শেখ মাহেদি হাসান
- মুস্তাফিজুর রহমান,
- শরিফুল ইসলাম,
- হাসান মাহমুদ,
- রিশাদ হোসেইন,
- তানভির ইসলাম,
- তানজিম হাসান সাকিব।
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড খেলার সময়সূচি নিয়ে সর্বশেষ
প্রিয় ক্রিকেট প্রেমি পাঠক, আজকের পোষ্টে আমরা বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড খেলার সময়সূচি সম্পর্কে বিস্তারিত জেনেছি।
জেনেছি, ৩ ম্যাচ ওয়ানডে এবং ৩ ম্যাচ টি টুয়েন্টি ম্যাচের সকল তথ্য। আশা করছি এই পোষ্ট থেকে ডিসেম্বর ২০২৩ এর বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড এর সকল ম্যাচের সময়সূচি, ফলাফল সহ বিস্তারিত সবকিছু জেনেছেন।
এরপরেও আরও কিছু জানার থাকলে বা খেলাধুলা সম্পর্কিত আমাদের অন্যান্য পোষ্ট পড়তে চাইলে Cricket Category ভিজিট করুন।
নিয়মিত আমাদের সকল পোষ্ট পড়তে Dainik kantha ভিজিট করুন। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।