ভালোবাসায় কোন রাশি কেমন?

ভালোবাসা খুব, সেও আপনাকে ভালোবাসে একইরকম। কিন্ত কোন এক কারণে তাকে হারিয়ে ফেলার ভয়টা তাকে বোঝাতে পারছেন না। পারছেন না আপনার মানসিক শান্তির কারণ হিসেবে প্রথম পছন্দের মানুষের কাছে নিজেকে বোঝাতে।হয়ত আপনার কাছে তার মূল্যটা খুব, হয়ত তার কাছেও আপনার মূল্যটাও সমান। আপনি কি জানেন ভালোবাসায় কোন রাশি কেমন ?

এত এত ভালোবাসার পরেও কোথায় কমতি। ভালোবাসাতো সবার মাঝেই থাকে, ঘুমন্ত অথবা জাগন্ত।

আজ না হয় কথা হোক শুধু জাগন্ত ভালোবাসার কিছু নির্মম সুন্দর সত্যতা নিয়ে। 

ভালোবাসা সত্যিই সুন্দর, যদি তা হয় মনের মতো। কিন্তু মনের মতো  মানুষটি যদি মন না বোঝে তার যেন আর দুঃখের শেষ নাই।

 শারীরিক ব্যথা কমানোর জন্য মেডিসিন নিতে পারলেও ভালোবাসায় মানুষটির কাছে আপনার তাকে হারানোর ভয়টা  বোঝাতে না পারলে এ ব্যথা কমানোর জন্য যেন পৃথিবীর সব প্রেমিক-প্রেমিকা ব্যর্থও।  

ভালোবাসা মানেই পৃথিবীর সব ভয় শুধু ভালোবাসার মানুষকে হারানোকে কেন্দ্র করে প্রদক্ষিণ করতে থাকে। কিন্তু কেন? আবেগ নাকি দায়বদ্ধতা নাকি ভালোবাসার গতানুগতিক ধারা? 

আমার দেখা সব ভালোবাসায়-ই যেন পাওয়া না পাওয়ার মাথা ব্যথা বা হারিয়ে ফেলার চিন্তা প্রেমিক কেন্দ্রিক।

হতে পারে আমার ভুল ধারণা। তবে অনুমান, এমনটাই ঘটে আসছে ভালোবাসার সৃষ্টি থেকে। 

আরও পড়ুনঃ জীবন আপনাকে যা শেখায় না

অথচ প্রেমিকা কে এই জীবনে পাওয়ার জন্য যত চিন্তা এর সামান্য পরিমাণ চিন্তা যদি অন্যভাবে করা যেত তাহলে হয়ত প্রেমিকার আবির্ভাবের আগে বা বিবাহের আগেই তাজমহল বানাতে পারতো সব প্রেমিকরা।

না মরতে হত প্রেমিকাকে না মরতে হত স্ত্রীকে।  ভালোবাসায় কোন রাশি কেমন ?

আসলে ভালোবাসায় রাশি বলে কিছু হয় না।

 আমার চোখে, প্রকৃত ভালোবাসা মানেই একটু আদর, একটু কেয়ারিং, একটু মায়া, একটু মানসিক শান্তি, একটু পাশে থাকা, একটু রাগ, একটু শাসন।

আর যদি হয় সমবয়সী ভালোবাসায় তা যেন ঈশ্বর কতৃক এই পৃথিবীতেই এক ছোট্ট সুখের ক্ষণি, তবে সমবয়সী ভালোবাসার জন্য কলিজা লাগে যা সবার হয় না।

যাদের হয় তারা আসলেই ভালোবাসার যোগ্যতা রাখে …। 

এবার আসা যাক পরিবার এবং ভালোবাসা মানিয়ে নেওয়ার পরিক্ষায়…

যে যে চাকরীর ভাইবার মুখোমুখি হয়েছেন সে সে হয়ত এমন একটি প্রশ্নের সম্মুখীন হয়েছেন যে,

“এত এত মানুষ থাকতে আমরা আপনাকেই কেন নিব”। তখন আপনার মাঝে ঠিক কি কি চিন্তা আসে যা  থেকে আপনি এই ছোট্ট প্রশ্নের উত্তর দিবেন?

এবার আসা যাক ভালোবাসার মানুষের কথা বুকে সাহস-কনফিডেন্স রেখে পরিবারের কাছে বলার পালা।

কয়জন প্রেমিক/ প্রেমিকা বুকে হাত রেখে বলতে পারবে যে,

“তার প্রিও মানুষটি যা কিছুই হোক না হোক, শুধু ভালোবাসার কথা বিবেচনা করে তার কথা বাসায় বলতে পারবে?”।

আপনাকে যদি আপনার পরিবার জিগ্যেস করে এত সফল ছেলে/মেয়ে থাকতে তোমার ভালোবাসায় মানুষকেই কেন আমরা মেনে নিব?

তখন কি আপনার প্রিয় মানুষটির শিক্ষাগত যোগ্যতা, অর্থ টাকা-পয়সা, ফ্যামিলি স্ট্যাটাস উল্লেখ করবেন নাকি স্পষ্ট ভাষায় বলতে পারবেন যে,

আপনি এবং আপনার মানুষটি আপনারা একে অপরকে খুব ভালোবাসায়।

একজন অন্যজনের অভ্যাস হয়ে গেছেন, এক মাত্র এর জন্যই মেনে নিতে বলবেন?

আরও পড়ুনঃ যে আমল গুলো সহজে ইমানদারকে জান্নাতে নিয়ে যাবে

বাস্তবিক কিছ দিক হলেও আপনাকে তা ভাবতে হবে। ভালোবাসায় মানেই কি সেই মানুষটির সবকিছু কিনে নিয়েছেন যে আপনি যা বলবেন তাই-ই হবে?

আসলেই কি এমনটা ভালবোসাময় জীবন। আপনার নুন্যতম অবস্থান যদি আপনাকে ফ্লোর করে তাহলে সে নিজেই আপনাকে বলবে, যদি সে প্রকৃত ভালোবাসার মানুষ হয়ে থাকে।

দিন বদলেছে। নব্বই এর দশকে এখন্ আর পরে নাই সময়। যখন যেভাবে সেটিং করার অপশন থাকে তখন তার বাহিরে আপনি যেতে পারবেন না।

দিন বদলেছে বলেই সময়টা এত সুন্দরতম কঠিন একটা বিষয়।

হাসির ছলে ভালোবাসার মানুষকে বোঝান তাকে আপনার বড্ড দরকাআর জীবনসঙ্গী হিসেবে।

ব্যস এতুকুতেই আপনি আপনার কাউকে জীবন সঙ্গী করার পরিক্ষায় কত মার্ক্স পাবেন তা বুঝতে পারবেন নিজেই।

পৃথিবীটা খুব সহজের মধ্যেও বড্ড কঠিন, যখন কি না আপনি নিজের অপারগতার কাছে অসহায়।

আরও পড়ুনঃ অপূর্ণ ঘুম, ব্যর্থ এলার্মে করণীয়

ভালোবাসায় দিয়ে বিশ্ব জয় করা যায়, তবে বিশ্বটাও ভালোবাসাময় হতে হবে। গানের মাঝে গায়ক গেয়ে গেছেন,

“জানতে যদি চাও কতটা তোমায়, একটু থেকে যাও এমনে আমার। তোমারি জন্যে সাজানো স্বপ্নে একটা …”

ইমোশনের জায়গাটা যত জায়গায় একটু শক্ত করা দরকার তার একটা হয়তো এই পূর্ণ ভালোবাসায়ও কমতি থাকার জায়গা একটা।

বার বার নিজে কষ্ট না পেয়ে প্রিও মানুষটিকে কষ্ট না দিয়ে নিজের স্থান করতে লেগে থাকুন।

জীবন সঙ্গী করতে পারার পরীক্ষায় কিছুটা হলেও বেশি মার্ক্স পাবেন।

পৃথিবীতে ভালোবাসা দিয়ে করা যায়না এমন কাজ হয়ত একমাত্র নিজের পায়ের নিচের মাটিকে শক্ত করা।

তাই বলে ভালোবাসা থেমে থাকবে না। ভালোবাসা সত্যি-ই সুন্দর, যদি তাকে তার মতো চলতে দেওয়া যায়। যা সবাই পারে না।

সবকিছুর একটা সীমা অবশ্যই আছে। সব করেন, কিন্তু সীমার বাহিরে গিয়ে কিছু কখনোই নয়।

চোখ রাখুন আমাদের ব্লগের অফিসিয়াল ফেসবুক পেজে।

3 thoughts on “ভালোবাসায় কোন রাশি কেমন?”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.