Last Updated on 7 months by Shaikh Mainul Islam
মুসলমানদের জন্য সবথেকে বড় দুটি ধর্মীয় উৎসবের অন্যতম একটি হচ্ছে কোরবানির ঈদ। তাই সবাই ২০২৪ সালের কোরবানির ঈদ কত তারিখে তা জানতে চান।
প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “২০২৪ সালের কোরবানির ঈদ কত তারিখে । ঈদুল আযহা আপডেট” এ।
আরও পড়ুনঃ কোরবানির দোয়া । কোরবানি সম্পর্কে হাদিস
আজকের পোষ্টে ২০২৪ সালের কোরবানির ঈদ কত তারিখে, কোরবানি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সহ কোরবানি সম্পর্কে বিস্তারিত জানবো।
২০২৪ সালের কোরবানির ঈদ কত তারিখে
ঈদুল আযহা অনুষ্ঠিত হয় আরবি জিলহজ মাসের ১০ তারিখে। আর আরবি সকল মাস শুরু শেষ নির্ভর করে চাঁদ দেখার উপর নির্ভর করে।
সেই হিসেবে সৌদি আরবের চাঁদ দেখা কমিটির দেওয়া তথ্য অনুযায়ী সৌদি আরবে ২০২৪ সালের কোরবানির ঈদ হবে ১৬ জুন।
আরও পড়ুনঃ ভাগে কুরবানি দেওয়ার নিয়ম
আর সবসময়ের মতো এবছরেও সৌদি আরবের পরের দিন বাংলাদেশে কোরবানির ঈদ পালিত হবে। সেই হিসেবে ২০২৪ সালের কোরবানির ঈদ ১৭ জুন ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে*।
আরি ১২ মাসের মধ্যে এখন চলছে শাওয়াল মাস। এরপর আরবি জিল্কদ মাস আসবে। জিল্কদ মাসের পর আসবে জিলহজ মাস। আর জিলহজ মাসের ১০ তারিখ কোরবানি বা ঈদুল আযহা পালিত হবে।
আরও পড়ুনঃ ঈদের নামাজ পড়ার নিয়ম ও নিয়ত
এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে জিলহজ মাসের চাঁদ দেখার ৯ দিন পর ১০ তম দিনে বিশ্বব্যাপী পবিত্র ঈদুল আযহা বা কুরবানি পালিত হবে।
তবে, দেশের দূরত্বের কারণে দিন রাতের পার্থক্যের কারণে একদিন আগে পরে হয়ে থাকে। তবে এখন পর্যন্ত প্রায় নিশ্চিত ভাবে বলা যায় ২০২৪ সালের কোরবানির ঈদ ১৭ জুন। (চাঁদ দেখার উপর নির্ভরশীল)
কোরবানি সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়
ঈদুল ফিতরের মতোই ঈদুল আযহা বা কোরবানির ঈদ সম্পর্কে আমাদের আরও বেশি জানা জরুরি।
কারণ, আমরা অনেকেই মনে করি যে কোরবানি দেওয়া শুধু কুরবানির পশু ফ্রিজ করে রেখে খাওয়ার জন্য নয়।
কার উপর কোরবানি আবশ্যক এবং কোরবানির সঠিক নিয়ম জানা অত্যন্ত জরুরি।
কোরবানি যারা করে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে হচ্ছে কুরবানির প্রত্যেকটি বিষয়ে জানা একান্ত জরুরি।
আরও পড়ুনঃ কুরবানির প্রশ্ন উত্তর । কুরবানির আলোচনা
যেমনঃ
- কোরবানির নির্ধারিত দিন ও তারিখ সমূহ,
- কোরবানি কার উপর আবশ্যক তা জেনে নেওয়া,
- কোরবানির পশু নির্ধারণের বিষয়ে হাদিস সম্পর্কে জানা,
- কোরবানি আদায়ের সঠিক নিয়ম,
- কোরবানির গোশত ভাগের সঠিক নিয়ম,
- কোরবানির আমল সম্পর্কে অবগত হওয়া, ইত্যাদি।
উপরের বিষয়গুলি সম্পর্কে কোরবানি উপলক্ষে জানা বিশেষ করে যারা কোরবানি দেয় তাদের জন্য এবিষয়ে বিস্তারিত জানা ভীষণ জরুরি।
কোরবানি সংক্রান্ত উপরোক্ত সকল বিষয়ে আমাদের অন্যান্য পোষ্টে গুছিয়ে বলা হয়েছে যেখান থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন।
কোরবানি সম্পর্কিত FAQS
রোজার ইদের ২ মাস ৭ থেকে ১০ দিন পরে সাধারণত কোরবানির ঈদ হয়ে থাকে।
তবে, জিলহজ মাসের চাঁদ দেখার উপর নির্ভর করে।
আল্লাহর কাছে কোরবানির গোশত, রক্ত কিছুই পৌছায় না। পৌছায় শুধু তাকওয়া।
বাংলাদেশে সাধারণত গরু এবং ছাগল দিয়ে কুরবানি করা হয়ে থাকে।
তবে কোরবানির পশু ক্রয়ের আগে বেশ কিছু বিষয়ে খেয়াল রাখা জরুরি। যেমনঃ
পশু স্বাস্থ্য সম্মত কি না।
বয়স হিসেবে পশুর বৃদ্ধি ঠিক আছে কি না,
পশুর শারিরিক সমস্যা বা অসুস্থতা আছে কি না
এসব সহ পশুর নির্ধারণে হাদিসে বর্ণিত সকল বিষয়ে খেয়াল রাখা জরুরি।
২০২৪ সালের কোরবানির ঈদ নিয়ে সর্বশেষ
প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা ২০২৪ সালের কোরবানির ঈদ কত তারিখে অর্থাৎ ঈদুল আযহা আপডেট তথ্য জেনেছি।
কোরবানি ও ইসলাম সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে Islamic info Category ভিজিট করুন।
সর্বশেষ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Dainikkantha এ চোখ রাখুন।
4 thoughts on “২০২৪ সালের কোরবানির ঈদ কত তারিখে । ঈদুল আযহা আপডেট”