Last Updated on 12 months by Shaikh Mainul Islam
আমাদের হৃদয় পুরোটাই ভালোবাসায় ভরা। আজকে ১৪ ফেব্রুয়ারি নিয়ে ইসলামিক স্ট্যাটাস দেখবো। মূলত এগুলি ভালোবাসা দিবস নিয়ে ইসলামিক উক্তি হিসেবেও বিবেচিত।
প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “১৪ ফেব্রুয়ারি নিয়ে ইসলামিক স্ট্যাটাস | ভালোবাসা দিবস নিয়ে উক্তি” এ।
আজকের পোষ্টে আমরা ১৪ ফেব্রুয়ারি নিয়ে ইসলামিক স্ট্যাটাস এবং, ১৪ ফেব্রুয়ারি ইসলাম কি বলে, ১৪ ফেব্রুয়ারি নিয়ে ইসলামিক স্ট্যাটাস, ভালোবাসা দিবস নিয়ে ইসলামিক উক্তি সহ এ বিষয়ে বিস্তারিত।
১৪ ফেব্রুয়ারি ইসলাম কি বলে ?
ইসলামে আলাদাভাবে ১৪ ফেব্রুয়ারি বলতে কিছুই নেই। প্রকৃত অর্থে আমরা বাহিরের দেশ দ্বারা প্রভাবিত হচ্ছি। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন ডে পালন করা হয়। তবে, বিশ্বে বেশ কিছু ইসলামিক দেশে এই দিবস পালন করা আইনত নিষিদ্ধ।
এর কারণ, সেসব দেশে এই দিবসে যেসব আয়োজন রীতিনীতি পালন করা হয়, তা আমাদের সংস্কৃতিতে সঠিক কিংবা সামাজিক কোনও সংস্কৃতির বাস্তব রুপ বহন করে নাহ।
ইসলাম সর্বদা হালাল সম্পর্ক তথা স্বামী স্ত্রীর সম্পর্ককে সাপোর্ট করে।
কিন্তু এই ভালোবাসা দিবসে হারাম সম্পর্কে থাকা লোকজন যেসব কাজকর্ম করে তা সম্পূর্ণ ইসলাম এবং আমাদের সমাজ পরি পন্থী সংস্কৃতি বহন করে।
আরও পড়ুনঃ সম্পর্ক ভেঙ্গে যায় যে পাঁচ কারণে
ইসলামে আলাদাভাবে ভালোবাসা দিবস বলতে কিছু নেই। বাংলাদেশের সংস্কৃতিতেও ভালোবাসা দিবস বলতে কিছু নেই।
তারপরেও ভালোবাসা দিবস হিসেবে নির্দিষ্ট দিন পালন করার রীতিনীতি আমাদের একটি ভুল ধারনার কারণ।
বহির্বিশ্বের দেশগুলোতে ভালোবাসা দিবস সহ আরও অনেক দিবস পালন করা হয়। যা আমাদের বাঙ্গালীদের মধ্যে আসতে আসতে সেসব দেশগুলোর সংস্কৃতি এসে গেছে।
বিশেষ ভাবে পশ্চিম দেশগুলোর কালচার আমাদের মধ্যে এসে গেছে। তবে, এই সংস্কৃতি তাদের সমাজে স্বাভাবিক হলেও আমাদের সমাজের জন্য তা ভয়াবহ।
১৪ফেব্রুয়ারি নিয়ে ইসলামিক স্ট্যাটাস
আমরা কিভাবে ভুলে যাই আমরা মুসলিম, আমরা ভুলে যাই আমরা বাঙ্গালী, আফসোস, আমরা ভুলে যাই আমাদের অস্তিত্ব, আমরা ভুলে যাই আমাদের শিকড় কে।
আরও পড়ুনঃ ইসলামের দৃষ্টিতে বিশ্ব ভালোবাসা দিবস । ভালোবাসা দিবস ও ইসলাম
ওহে মুমিন মুসলমান ভুলো কেমনে তোমার ইমান, ইমান যদি রাখতে চাও অসামাজিকতা পরিহার করো।
কিভাবে আমি তাদের অনুসরণ করবো , যারা আমার আল্লাহর বাণীকে অনুসরণ করে নাহ।
আমরা ভুলে যাই সবকিছুর বিচার হবে,
ভুলে যাই ভুল কিংবা সঠিক এর বিশ্লেষণ।
আরও পড়ুনঃ ফেব্রুয়ারি মাসের ডে সমূহ । (ফেব্রুয়ারি ডে তালিকা সমূহ)
আমি তাদের ঘৃণা করি, যারা লজ্জাহীন,
আমি তোমাদের দেখলে লজ্জা পাই, তোমরা যারা লজ্জাশীল নও।
ইসলাম কখনোই অশ্লীলতাকে সাপোর্ট করে না, কারণ শান্তি শৃঙ্খল এবং পবিত্র ধর্ম ইসলাম।
ভালোবাসা দিবস নিয়ে ইসলামিক উক্তি
হে যুবক, তুমি সঠিক পথে স্থির থাকো, তোমাকে ধৈর্য, সাফল্য দিবেন তোমার সৃষ্টিকর্তা।
কুকুরকে দেখে কুকুরের বৈশিষ্ট্য ধারণ করতে যেওনা, কাল তোমার পরিচিত -রা ই কুকুরের সাথে তুলনা করবে।
ইসলামকে মানুন, কারণ: ইসলাম শুধু মুসলমানদের না, ইসলাম সারা বিশ্বের, ইসলাম সকল মানুষের, ইসলাম শান্তি, ইসলাম মানে শান্তি।
আরও পড়ুনঃ ভ্যালেন্টাইন্স ডে এসএমএস । ভ্যালেন্টাইন ডে স্ট্যাটাস
তোমার লজ্জা হওয়া উচিত,তুমি নিজেকে জিজ্ঞেস করো,
শান্তি ও শালীনতার ধর্ম ইসলাম তুমি মানছো নাহ।
তুমি অনুতপ্ত হও রবের কাছে, পিছনে যা করে এসেছ তার জন্য। আর কিছু না করার ওয়াদা করো। নিশ্চয়ই আল্লাহ মহান, তিনি ক্ষমাশীল।
১৪ ফেব্রুয়ারি নিয়ে সর্বশেষ
আজকের পোষ্টে ১৪ ফেব্রুয়ারি নিয়ে ইসলামিক স্ট্যাটাস দেওয়ার মতো কিছু লেখা দেখলাম। আপনি চাইলে লেখাগুলো কপি করে শেয়ার করতে পারেন।
আরও পড়ুনঃ যেভাবে বদলে ফেলবেন আপনার জীবন
এছাড়াও ভালোবাসা দিবস নিয়ে ইসলামিক উক্তি জেনেছি। আশা করছি ভালোবাসা দিবস সম্পর্কে ইসলামের মন্তব্য বুঝতে পেরেছেন।
এছাড়াও এই বিষয়ে আরও পোস্ট পড়তে আমাদের Bangla Blog ক্যাটাগরিতে চোখ রাখুন।
সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেবসুক পেজ Dainikkantha এ।