Last Updated on 3 months by Shaikh Mainul Islam
নিজ মোবাইল নাম্বার মনে থাকে না বা বের করার প্রয়োজন হয় এমন লোকের সংখ্যা কম নয়। তাই আজকে আমরা সব সিমের নাম্বার দেখার কোড সম্পর্কে জানবো।
অর্থাৎ, কোন সিমের নাম্বার বের করার জন্য বা দেখার জন্য কোন কোড ডায়াল করবেন তা জানবো।
আমাদের দেশে সাধারণত গ্রামীণ/gp, বাংলালিংক/ BL, রবি, টেলিটক, এয়ারটেল সিম ব্যবহার করা হয়। সুবিধা অনুযায়ী যার যেই সিমের সার্ভিস ভালো পায় স্থান ভেদে বা ভালো লাগে সে সেই সিম ব্যবহার করে।
আরও পড়ুনঃ রবি সিমের এমবি দেখে কিভাবে । রবি এমবি চেক কোড
তাই অনেকের -ই তার নিজের সিমের নাম্বার বের করতে গিয়ে পরতে হয় বিপদে। এই সমস্যা মূলত তাদের বেশি হয় যারা নিজের নাম্বার মুখস্ত রাখতে পারেন না। তইবে চিন্তার কোনও কারণ নেই।
আপনার যেকোনো সিমের নাম্বার আপনার মোবাইল থেকেই বের করে ফেলবেন মুহূর্তের মধ্যে। চলুন, আলাদাভাবে জেনে নেওয়া যাক প্রত্যেকটি sim number check code bd সম্পর্কে।
জিপি সিমের নাম্বার দেখার কোড
জিপি নাম্বার চেক বা gp sim এর নামার দেখার কোড হচ্ছে *2#. আপনি আপনার যেই সিমের নাম্বার বের করবেন আপনার ফোন থেকে সেই সিমে ডায়াল করুন *2# তাহলে আপনি আপনার স্ক্রিনে আপনার নিজের জিপি মোবাইল নাম্বার দেখতে পারবেন।
Grameen number check or GP number or GP SIM number code is *2#. Dial *2# to your phone which is the SIM number you find you will see your own GP mobile number on your screen.
বাংলালিংক নাম্বার চেক করার কোড
বাংলালিংক নাম্বার চেক করার কোড হচ্ছে *511#. আপনি আপনার যেই বাংলালিংক সিমের নাম্বার বের করবেন আপনার ফোন থেকে সেই বাংলালিংক সিমে ডায়াল করুন *511#. তাহলে আপনি আপনার মোবাইল স্ক্রিনে নিজের বাংলালিংক নাম্বারটি দেখতে পাবেন।
আরও পড়ুনঃ বাংলালিংক মিনিট চেক কোড
Banglalink number check code is *511#. Dial *511# on Banglalink SIM number to your phone. you will see your Banglalink number on your mobile screen.
রবি সিমের নাম্বার দেখার কোড
রবি সিমের নাম্বার দেখার কোড হচ্ছে *2#. আপনি আপনার যেই রবি সিমের নাম্বার বের করবেন, আপনার ফোন থেকে সেই রবি সিম থেকে ডায়াল করুন *২#। আপনি আপনার মোবাইল স্ক্রিনে নিজের রবি নাম্বারটি দেখতে পাবেন।
আরও পড়ুনঃ রবি এমবি দেখে কিভাবে
The code to check Robi SIM number is *2#. The Robi SIM number you find, dial *2# to your phone to that Robi SIM number. You will see your robi number on your mobile screen.
এয়ারটেল সিমের নাম্বার দেখার কোড
এয়ারটেল সিমের নাম্বার দেখার কোড হচ্ছে *2#. অর্থাৎ আপনি আপনার যেই এয়ারটেল সিমের নাম্বার বের করবেন, আপনার সেই সিম থেকে ডায়াল করুন *2#. আপনি আপনার মোবাইল স্ক্রিনে নিজের এয়ারটেল নাম্বারটি দেখতে পারবেন।
আর পড়ুনঃ এয়ারটেল সিমের সকল কোড । All Airtel SIM Codes
Airtel SIM Number Check Code is *2#. Airtel SIM number you choose and dial *2# from that SIM. You can see your Airtel number on your mobile screen.
টেলিটক সিমের নাম্বার দেখার কোড
টেলিটক সিমের নাম্বার দেখার কোড হচ্ছে 8551#. আপনি আপনার যেই টেলিটক সিমের নাম্বার বের করবেন আপনার সেই সিম থেকে ডায়াল করুন *551#. আপনি আপনার মোবাইল স্ক্রিনে নিজের টেলিটক নাম্বারটি দেখতে পারবেন।
আরও পড়ুনঃ জিপি এমবি চেক করার কোড
Teletalk sim number check code is 8551#. Dial *551# from your Teletalk SIM number. You can see your Teletalk number on your mobile screen.
all Sim number releted FAQS
জিপি নাম্বার চেক বা gp sim এর নামার দেখার কোড হচ্ছে *2#.
বাংলালিংক নাম্বার চেক করার কোড হচ্ছে *511#.
রবি সিমের নাম্বার দেখার কোড হচ্ছে *2#.
এয়ারটেল সিমের নাম্বার দেখার কোড হচ্ছে *2#.
টেলিটক সিমের নাম্বার দেখার কোড হচ্ছে 8551#.
সব সিমের নাম্বার দেখার কোড নিয়ে সর্বশেষ
আজকের পোষ্টে আমরা বাংলাদেশের সব সিমের নাম্বার দেখার কোড কি তা জেনেছি। আশা করছি, এখন থেকে নিজের নাম্বার বের করার জন্য কাউকে আর বেগ পেতে হবে নাহ।
সব সিম সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে All Telecom Category ভিজিট করুন।
এছাড়া সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।
3 thoughts on “সব সিমের নাম্বার দেখার কোড । sim number check bd”