Last Updated on 3 months by Shaikh Mainul Islam
বাঙালী জাতির জীবনে একটি কালো দিন ১৫ আগস্ট। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব পরিবারে হত্যা করা হয়। আর এই ১৫ আগস্ট জাতীয় শোঁক দিবস স্ট্যাটাস দেওয়ার জন্য অনেকেই শোকাবহ আগস্ট নিয়ে উক্তি লিখে সার্চ করেন।
প্রিয় পাঠক, স্বাগত আমাদের আজকের পোস্ট “শোকাবহ আগস্ট নিয়ে উক্তি তথা ১৫ আগস্ট জাতীয় শোঁক দিবস স্ট্যাটাস” এ। আজকের পোষ্টে আমরা ১৫ আগস্ট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা ছন্দে ছন্দে এবং উক্তিতে উক্তিতে জানবো।
শোকাবহ আগস্ট কেন?
স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশের স্বাধীনতায় তার ভূমিকা সম্পর্কে আমরা সবাই জানি। এক কথায় যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, সেই মহান নেতা শেখ মুজিবুর রহমান।
দেশ স্বাধীনের ৪ বছর পর ১৯৭৫ সালের ১৫ আগস্ট এক দল হায়না শেখ মুজিবুর রহমানকে স্ব পরিবারে হত্যা করে। পরবর্তীতে ১৯৯৬ সালে ১৫ আগস্টকে জাতীয় শোঁক দিবস হিসেবে পালন করা হয়।
আরও পড়ুনঃ আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস
১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নাম্বার বাড়িতে শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ তাদের সন্তান পুত্রবধু সহ প্রায় ১৮ জনকে হত্যা করা হয়।
শোকাবহ আগস্ট নিয়ে শোঁকের স্ট্যাটাস
প্রিয় পাঠক, আমাদের আজকের পোষ্টের মূল লক্ষ হচ্ছে শোকাবহ আগস্ট নিয়ে উক্তি এর মাধ্যমে বাস্তবিক কথা সবার সামনে তুলে ধরা।
তাই আর দেরি না করে চলুন, নিচে ১৫ আগস্ট জাতীয় শোঁক দিবস স্ট্যাটাস দেওয়ার মতো কিছু ইউনিক লেখা দেখে নেওয়া যাক।
এই লেখাগুলো আপনি আপনার প্রয়োজন মতো কপি করে ব্যবহার করতে পারবেন। কিন্তু ব্যবসায়ীক কাজে ব্যবহার করতে পারবেন না।
এই বাংলার আকাশ – বাতাস, সাগর – গিরি, নদী
ডাকিছে তোমাকে বঙ্গবন্ধু, ফিরিয়া আসিতে যদি,
হেরিতে এখনও মানব হৃদয়ে তোমার আসন পাতা,
এখনও মানুষ স্মরিছে তোমারে, মাতা- পিতা- বোন- ভ্রাতা।
- শোকাবহ আগস্টে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
হারিয়েছি আমরা তাদের, যাদের জন্য পেয়েছি মাথা গোঁজার ঠিকানা,
কি নির্মম ছিলে তোমরা, তোমাদের কৃতজ্ঞতা বলতে কিছু ছিলনা,
তোমরা জাতির পিতাকেও বাঁচতে দিলে না।
- আগস্টে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।
আরও পড়ুনঃ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস রচনা লেখার নিয়ম
তোমরা কাকে মারলে?
যে তোমাদেরই একজন ছিল তাকে?
সেদিন হাত কাপেনি তোমাদের?
আমারতো ভাবলেও বুক কেপে উঠে।
- সালাম সকল শহীদদের প্রতি।
তোমরা মেরেছ তাকে, ভেবেছ নির্মূল তার সব,
ভুল বুঝেছ সেদিন, তাকিয়ে দেখ চারিপাশে সব তার।
- বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা।
একটি পরিবারকে মেরে ফেললে, ভেবেছিলে দেশটি তোমাদের হয়ে গেলো,
এমন ভুল ভাবনা কিভাবে ভাবলে, যার আধিপত্য তাকে কিভাবে সরাবে?
মুজিব মানেই তো বাংলাদেশ।
- গভীর শ্রদ্ধা সকল শহীদদের প্রতি।
তোমাদের জন্য তার পুরো জীবনে একদিন সুখ করেন নাই তিনি,
অথচ মরতে হলো তোমাদেরই হাতে।
তোমরা এতটাই অকৃতজ্ঞ ছিলে।
- শোঁক দিবসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা।
এভাবে আপনি চাইলে শোকাবহ আগস্ট নিয়ে উক্তি কিংবা ১৫ আগস্ট জাতীয় শোঁক দিবস স্ট্যাটাস দিতে পারেন। মূল কথা আপনার লেখার মধ্যে সবকিছু ফুতিয়ে তুলতে হবে।
আরও পড়ুনঃ ১৫ আগস্ট বক্তব্য
এর অন্যতম কারণ, কখনো অন্যের লেখা কপি করে প্রকাশ করার মধ্যে আর যা হোক দেশ প্রেম ফুটে ওঠে নাহ। তাই, আপনাদের উচিত মনের ভাষা মনের অনুভুতি দিয়ে দুই লাইন লিখে প্রকাশ করা।
শোকাবহ আগস্ট । প্রশ্ন উত্তর
প্রঃ কত সালে বঙ্গবন্ধুর জন্ম হয়?
= ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার মহাকুমা টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
প্রঃ বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কি?
= বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা। শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বলা হয়।
প্রঃ ১৯৭৫ সালের ১৫ আগস্ট কতজনকে হত্যা করা হয়?
= বঙ্গবন্ধুর পরিবার এবং উপস্থিত আত্মীয় সহ মোট ১৮ জনকে হত্যা করা হয়।
প্রঃ বঙ্গবন্ধুর ছোট ছেলের নাম কি এবং তাকে যখন হত্যা করা হয় তার বয়স কত বছর ছিল?
= বঙ্গবন্ধুর ছোট ছেলের নাম শেখ রাসেল, হত্যার সম্য তার বয়স ছিল ১১ বছর।
প্রঃ বঙ্গবন্ধুকে হত্যার সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা কোথায় ছিলেন?
= হত্যার সময় দুই বোন শেখ হাসিনা এবং শেখ রেহানা বেলজিয়ামের ব্রাসেলস এ (বিদেশে) ছিলেন।
প্রঃ শেখ হাসিনার বড় দুই ভাইয়ের নাম কি?
= শেখ কামাল এবং শেখ জামাল। (১৯৭৫ এর ১৫ আগস্ট স্ব পরিবারে হত্যার শিকার হন।
শোকাবহ আগস্ট নিয়ে সর্বশেষ
প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা শোকাবহ আগস্ট তথা ১৫ আগস্ট জাতীয় শোক দিবস স্ট্যাটাস দেওয়ার জন্য কিছু ইউনিক লেখা দেখলাম।
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট উপলক্ষে এই লেখাগুলি আপনি বিভিন্ন জায়গায় প্রকাশের জন্য ব্যবহার করতে পারবেন বলে আশা করছি।
জাতীয় সকল দিবস এবং বিভিন্ন জাতীয় বিষয়ে আমাদের অন্যান্য আরও সকল পোস্ট পড়তে জাতীয় ক্যাটাগরিতে ভিজিট করুন।
নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে ওয়েবসাইট ভিজিট করুন। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের অফিসদিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।