Last Updated on 2 years by Shaikh Mainul Islam
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেল। শেখ রাসেলের জন্ম ১৮ অক্টোবর ১৯৬৪ সালে। কিন্তু ৭১ এর ঘাতকদের হাতে ১১ বছর বয়সে অবুঝ শিশু রাসেলকে জীবন দিতে হয়। এরই ধারাবাহিতায় প্রতিবছর এই দিনে শেখ রাসেল দিবসের শপথ বাক্য পাঠ করানো হয় সকল শিক্ষা প্রতিষ্ঠানে।
এরই প্রেক্ষিতে প্রতি বছর ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস পালিত হয়। এবং এই শেখ রাসেল দিবস উপলক্ষে সরকারীভাবে বিশেষ করে দেশের সকল প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়ে থাকে। এর মধ্যে মিলাদ, দোয়া-মাহফিল, শেখ রাসেলের জীবনী নিয়ে রচনা, শেখ রাসেল দিবসের শপথ বাক্য পাঠ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে।
এরই ধারাবাহিকতায় সাড়া দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে শেখ রাসেল দিবস উপলক্ষে শপথ বাক্য আহ্বান করা হয়।
তাই আজকের পোষ্টে আমরা জানবো, শেখ রাসেল দিবসের শপথ বাক্য পাঠ, শেখ রাসেল শপথ বাক্য, শেখ রাসেল শপথ সম্পর্কে।
আরও পড়ুনঃ শেখ রাসেলের জীবনী রচনা । শেখ রাসেল রচনা
আজকের এই শেখ রাসেল দিবসের শপথ বাক্য পাঠ নমুনা থেকে যেকোনো একটি বা সামান্য যোগ বিয়োগ করে সুন্দর করে একটি শপথ সাজিয়ে আপনিও আপনার প্রতিষ্ঠানে বা বিদ্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে পাঠ করতে পারেন।
১৮ অক্টোবর শেখ রাসেল দিবসে শপথ বাক্য পাঠ (নমুনা ১)
আমি শপথ করতেছি যে, ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস উপলক্ষে শেখ রাসেলের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বড়দের সম্মান করে চলবো। একইসাথে ছোটদের সবসময় স্নেহ করবো। দেশকে ভালোবাসবো সবকিছুর আগে। দেশের উন্নতির জন্য সবসময় কাজ করবো।
আরও পড়ুনঃ আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস
অনিয়ম, দুর্নীতি কে কখনো প্রশ্রয় দিবো না।অনিয়ম এবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে সর্বদা স্বচেষ্ট থাকবো। হে প্রুভ আমাকে শক্তি দিন।
আরও পড়ুনঃ শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২২ ফলাফল । শেখ রাসেল কুইজ ফলাফল
আমি যেন দেশের জন্য সর্বদা জীবন দিতে প্রস্তুত থাকতে পারি। আমীন।
শেখ রাসেল দিবসের শপথ বাক্য পাঠ (নমুনা ২)
আমার বন্ধু রাসেলের জন্মদিনে আমি শপথ করছি যে, আমি সর্বদা দেশকে ভালোবাসবো। দেশের স্বার্থে সব সময় নিজের জীবন বিসর্জন দিতে প্রস্তত থাকবো। মাতৃভূমির উন্নয়নের জন্য সর্বদা সচেষ্ট থাকবো।
আরও পড়ুনঃ বিজয় দিবসের সংক্ষিপ্ত বক্তৃতা
হে প্রভু আমাকে শক্তি দিন, আমি যেন শেখ রাসেলের স্বপ্নকে বাস্তবায়ন করতে সর্বদা আত্মনিয়োগ রাখতে পারি। একই সাথে ক্ষুদা ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে সর্বদা নিজেকে নিয়োজিত রাখতে পারি। হে আল্লাহ আমাকে শক্তি দিন আমি যেন শিশু শেখ রাসেলের আদর্শ আমার এবং আমার পরবর্তী প্রজন্মের মধ্যে বাস্তবায়ন করতে পারি।আমীন।
১৮ অক্টোবর রাসেল দিবসে শপথ বাক্য পাঠ (নমুনা ৩)
আমি শপথ করছি যে, সর্বাবস্থায় আমি যেন শেখ রাসেলের আদর্শ বুকে ধারন করে, দেশকে সামনের দিকে এগিয়ে ন্তে কাজ করে পারি।কখনো কোনো বিষয়ে মিথ্যার আশ্রয় নেব না।সকল ধর্মীয় অনুশাসন মেনে চলে একজন সুনাগরিক হয়ে দেশের সম্মান বাড়িয়ে তুলতে পারি। সর্বদা আমি যেন মানুষের সেবায় নিজকে নিয়োজিত রাখতে পারি।
আরও পড়ুনঃ আমার প্রিয় শেখ রাসেল রচনা । শেখ রাসেল সম্পর্কে রচনা প্রতিযোগিতা
নিজ দেশ ও দশের কল্যাণে নিজেকে যেন সবসময় সর্বাঙ্গীণ ভাব প্রস্তত রাখতে পারি।
হে প্রভু আমাদের গোটা জাতিকে শেখ রাসেলের আদর্শ আমাদের শিশুদের মাঝে পৌঁছে দেওয়ার শক্তি দিন।
দেশের জন্য অবুঝ রাসেলের অবদান সবাইকে উপলব্ধি করার শক্তি দিন।
শেখ রাসেল দিবসে শপথ বাক্য নিয়ে সর্বশেষ
আজকের পোষ্টে আমরা শেখ রাসেল দিবসের শপথ এর কয়েকটি নমুনা শপথ জেনেছি।
জেনেছি শেখ রাসেল দিবসের শপথ বাক্য পাঠে কি বলতে হবে সেই বিষয়ে।
আরও পড়ুনঃ শেখ রাসেল কুইজ
আশা করছি শেখ রাসেল শপথ বাক্য নিয়ে আপনাদের চাওয়া উত্তর পেয়েছেন।
এরপরেও শেখ রাসেল শপথ বাক্য নিয়ে জানতে চাইলে কমেন্ট করে জানান।
আরও পড়ুনঃ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস রচনা লেখার নিয়ম
নিয়মিত আমাদের সকল আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ Dainikkantha এ।