মাহে রমজানের শুভেচ্ছা স্ট্যাটাস । মাহে রমজানের শুভেচ্ছা বার্তা

Last Updated on 11 months by Shaikh Mainul Islam

আরবি বছরের প্রত্যেক রমজান মাসে সারা বিশ্বের সকল মুসলমান দীর্ঘ এক মাস পবিত্র রোজা পালন করেন। আমরা রোজার শুরুতে বিভিন্ন জায়গায় মাহে রমজানের শুভেচ্ছা স্ট্যাটাস দেই।

প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “মাহে রমজানের শুভেচ্ছা স্ট্যাটাস । মাহে রমজানের শুভেচ্ছা বার্তা” এ।

এরই ধারাবাহিকতায় আজকে আমরা বেশ কয়েকটি ইউনিক ইউনিক রমজানের শুভেচ্ছা মেসেজ দেখবো। এই মেসেজগুলি আপনি রমজানের শুরুতে কিংবা রমজানকে উদ্দেশ্য করে যেকেউকে দিতে পারেন। আবার এই শুভেচ্ছা স্ট্যাটাস গুলো কপি করে শেয়ার করতে পারেন সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুনঃ  রোজা ভঙ্গের কারণ কয়টি ও কি কি । কি কি কারণে রোজা মাকরুহ হয়

আপনি যদি আপনার পরিবারের লোকজন, প্রিয় মানুষ, বন্ধু, গুরুজন কিংবা কাউকে রমজানের শুভেচ্ছা জানাতে চান বা রমজান নিয়ে স্ট্যাটাস দিতে স্ট্যাটাস দিতে চান তাহলে আজকের পোস্টটি আপনার জন্য। চলুন যাওয়া যাক আজকের পোস্টের মূল পর্বে।

বাংলায় মাহে রমজানের শুভেচ্ছা বার্তা

আমরা আনন্দিত যে আমরা আরও একটি রমজান পেলাম।

রমজান আমাদের সকল পাপ থেকে মুক্ত করে দিক,

আল্লাহ আমাদের কবুল করে নিন।

  • পবিত্র রমজানের শুভেচ্ছা।

মুসলিম হিসেবে আমি গর্বিত,

আমি রোজা পালন করতে পাড়ি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়।

  • মাহে রমজানের শুভেচ্ছা।

হে আল্লাহ, আপনি আরও একটি রমজান মাস পর্যন্ত আমাকে নিয়ে আসলেন।

সম্পূর্ণ রমজান মাসে সুস্তহ শরিরে রোজা রাখার তৌফিক দিন।

  • রোজার শুভেচ্ছা।

হে মুসলিম, আপনি শুক্রিয়া করেন আপনি আরও একটি রমজান পাচ্ছেন।

আল্লাহর কা থেকে ক্ষমা চেয়ে নিন, পরের রমজান অনিশ্চিত।

  • পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।

রমজান যায় রমজান আসে,

মধ্যে থেকে চলে যায় কত মানুষ।

আরও একটি রমজান মাস পেয়ে শুক্রিয়া আদায় করছি।

  • রমজানুল মোবারক।

আপনি শুক্রিয়া করেন আপনি আরও একটি রমজান মাস পেয়েছেন,

আল্লাহর কাছ থেকে নিজেকে ক্ষমা করিয়ে নিন।

  • রমজানুল মোবারক।

রমজান আমাদের জীবনে নিয়ে আসুক

শুখ, শান্তি, সমৃদ্ধি, একতা, ক্ষমা।

আল্লাহ আমাদের তৌফিক দিন।

  • রমজানুল মোবারক।

আরও পড়ুনঃ রোজার সময়সূচি ২০২৩ । সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩

এভাবে আপনি আরও অনেক ভাবে রমজান উপলক্ষে মাহে রমজানের শুভেচ্ছা বার্তা দিতে পারেন আপনার প্রিয় মানুষদের।  রমজানের শুভেচ্ছা মেসেজ দেওয়ার জন্য আপনি নিজে থেকেও মেসেজ তৈরি করতে পারেন।

অথবা এখান থেকে যেকোনো একটি মেসেজ বা স্ট্যাটাস কপি করে মাহে রমজানের শুভেচ্ছা স্ট্যাটাস বা মাহে রমজানের শুভেচ্ছা বার্তা হিসেবে ব্যবহার করতে পারেন সবজায়গায়।

ইসলামিক স্ট্যাটাস রমজান নিয়ে

প্রিয় পাঠক, রমজান মাস আমাদের কাছে অত্যন্ত সুখ এবং নিজেকে শুদ্ধ করার মাস। রমজান মাসকে আত্মশুদ্ধির মাদ বলার কারণ, এই মাসে আল্লাহ তায়লা তার সকল বান্দাদের গুনাহ মাফ করে দিতে চান।

বান্দা যদি আল্লাহর কাছে মাফ চান ক্ষমা চেয়ে অনুতপ্ত হন। আল্লাহ তাকে ক্ষমা করে দেন। এবং রমজান মাসকে হাজার মাসের থেকে উত্তম মাস বলা হয়।

আরও পড়ুনঃ রোজার নিয়ত ও ইফতারের দোয়া (উচ্চারণ সহ বাংলা অর্থ)

পবিত্র রমজান উপলক্ষে আপনারা অনেকেই ইস্লাআমিক স্ট্যাটাস রমজান নিয়ে দিতে চান। কিন্তু কি লিখবেন তা খুঁজে পান না তাই গুগলে জানতে চান।

আপনি যদি রমজানের শুভেচ্ছা মেসেজ কিংবা রমজান নিয়ে স্ট্যাটাস দিতে চান তাহলে আপনি নিচের বার্তা/ এসএমএস গুলো থেকে একটি বেঁচে নিতে পারেন।

“রমজান আমাদের জীবনে নিয়ে আসুক অনাবিল শান্তি, সমৃদ্ধি,

আল্লাহ সবাইকে ৩০ টি রোজা পালন করার মানসিক শক্তি দিন”

  • সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা।

হাজার মাসের চেয়ে উত্তম, পবিত্র রমজান মাস।

আল্লাহ সবাইকে আপনি বেশী বেশী আমল করার তৌফিক দিন।

  • পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।

“হে আল্লাহ, হাজার মাসের চেয়ে উত্তম পবিত্র রমজান মাস,

এই মাসের ওসিলায় আমাদের সবাইকে তুমি মাফ করে দাও”

  • সবাইকে রমজানুল মোবারক।

রমজান মাস বান্দাদের জন্য আল্লাহর এক বিশেষ নেয়ামতের মাস।

হাজার আসের চেয়ে উত্তম এই মাস। স্বামী সৌভাগ্যবান,

আমি আরও একটি রমজান পেয়েছি। হে আল্লাহ আমাদের মাফ করে দিন।

  • সবাইকে রমজানের শুভেচ্ছা।

আমাদের জীবনে রমজান এক আশীর্বাদ, আশীর্বাদ গ্রহণ করতে হবে,

আল্লাহ, তোমার পূর্ণ রহমত আমাদের উপর দান করে দাও।

  • পবিত্র রমজান মাসের শুভেচ্ছা।

আপনি আপনার মতো করে মাহে রমজানের শুভেচ্ছা স্ট্যাটাস বা মাহে রমজানের শুভেচ্ছা বার্তা হিসেবে উপরের এই পোষ্টগুলি কপি করে ব্যবহার করতে পারেন।

রমজানের শুভেচ্ছা নিয়ে সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা মাহে রমজানের শুভেচ্ছা স্ট্যাটাস এবং মাহে রমজানের শুভেচ্ছা বার্তা দেওয়ার মতো কিছু এসএমএস পোস্ট দেখেছি।

আশা করছি এই পোষ্টগুলো আপনার মাহে রমজানের শুভেচ্ছা বার্তা দেওয়ার ক্ষেত্রে কাজে লাগবেহ।

এই সম্পর্কিত আমাদের অন্যান্য পোস্ট পড়তে ওয়েবসাইট ভিজিট করুন। সর্বশেষ আপডেট পেটে চোখ রাখুন Dainikkantha এ।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.