Last Updated on 10 months by Shaikh Mainul Islam
প্রত্যেক বছর মাহে রমজানের শুরুতে আমরা একে অপরকে মাহে রমজানের শুভেচ্ছা বার্তা দিয়ে থাকি। আর তা রমজানের চাঁদ দেখার দোয়ার মাধ্যমে।
প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “মাহে রমজানের শুভেচ্ছা বার্তা । রমজানের চাঁদ দেখার দোয়া” এ।
আরও পড়ুনঃ রোজা ভঙ্গের কারণ কয়টি ও কি কি
আজকে আমরা মাহে রমজানের শুভেচ্ছা মেসেজ, রমজানের চাঁদ দেখার দোয়া সহ মাহে রমজানের শুভেচ্ছা বার্তা নিয়ে বিস্তারিত জানবো।
মাহে রমজানের শুভেচ্ছা মেসেজ
রমজানের চাঁদ দেখা যাওয়ার পর মানুষ একে অপরকে আহলান, সাহলান, মাহে রমাদান বলে। যার অর্থ স্বাগত মাহে রমজান বোঝায়।
আরও পড়ুনঃ লাইলাতুল কদরের দোয়া
চলুন, ইসলামের আলোকে কিছু মাহে রমজানের শুভেচ্ছা বার্তা দেখে নেই।
আরও একটি রোজা আমাদের দরজায়,
আসুন, সবাই রোজা রাখার নিয়ত করি,
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।
সবাই রোজা শুরুর খুশিতে আনন্দ প্রকাশ করছে,
আল্লাহ আমি তোমার কাছে হাত তুলেছি মাওলা,
আমাকে তুমি সবগুলো রোজা তোমার
তোমার রাসুলের বলা নিয়ম অনুযায়ী যেন আদায় করতে পারি।
আরও পড়ুনঃ এবছর রোজার সময়সূচি
“হে আল্লাহ, তোমার কাছে কোটি কোটি শুক্রিয়া,
তুমি আমাকে আরও একটি রমজান পর্যন্ত বাচিয়ে রেখেছ,
আমাকে শারীরিক ভাবে শক্তি দাও সবগুলো রোজা রাখার”
“হে আল্লাহ, তুমি মহান, তুমি ক্ষমাশীল,
এই রমজানের ওছিলায় আমাদের সবাইকে ক্ষমা করে দাও”
“হে মুমিন বান্দা, আপনি কি জানেন রমজান এসে গেছে ?
আল্লাহ আমাদের সবাইকে সবগুলো রোজা রাখার তৌফিক দিন,
সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা”
আরও পড়ুনঃ শেষ রমজান নিয়ে স্ট্যাটাস
বছর ঘুরে আরও একটি রমজান মাস চলে আসছে,
গত রমজানে অনেকেই ছিলেন যাদের অনেকেই আজ নেই।
হে আল্লাহ, আপনি আমাকে হায়াত দিয়েছেন আপনার ইবাদতের জন্য,
আমাকে রহমত দিন, আমি যেন রমজান মাসকে সাধ্যানুযায়ী ব্যবহার করতে পারি।
আরও পড়ুনঃ রোজার নিয়ত ও ইফতারের দোয়া (উচ্চারণ সহ বাংলা অর্থ)
এভাবে আপনি সুন্দর করে গুছিয়ে আপনার ফেসবুক ফ্রেন্ড, আপনার পরিবারের লোকজন, আপনার বন্ধু মহলে সবাইকে মেসেজ বা স্ট্যাটাস আকারে দিতে পারেন।
রমজানের চাঁদ দেখার দোয়া
প্রিয় পাঠক, রমজানের চাঁদ দেখার পর মানুষ অনেকেই ফেসবুক কিংবা অন্যান্য সোশ্যাল সাইটে বন্ধু বা শত কিংবা বরদের উদ্দেশ্য করে স্ট্যাটাস দেন।
আরও পড়ুনঃ প্রবাসীদের ঈদ স্ট্যাটাস
রমজানের চাঁদ দেখে দোয়া পড়তে হয় বলে হাদিসে এসেছে। রমজানের চাঁদ দেখা প্রসঙ্গে আল্লাহর নবী হজরত মুহাম্মদ (সা:) বলেন,
“তোমরা চাঁদ দেখে রোজা রাখা শুরু করো। এবং চাঁদ দেখে ঈদ করো। আর যদি আকাশ মেঘলা থাকে তাহলে ৩০ রোজা সম্পন্ন করো”।
আরও পড়ুনঃ রমজানে সাহরি ইফতারিতে যা থাকা উচিত
হজরত মুহাম্মদ (সা:) তার উম্মতদের চাঁদ দেখলে একটি অসাধারণ দোয়া শিখিয়ে দিয়ে গেছেন।
যেকোনো চাঁদ দেখ এমনকি রোজার বা ঈদের চাঁদ দেখলেও এই দোয়াটি পড়তে বলছেন। তিনি নিজেও চাঁদ দেখলেই এই দোয়াটি পড়তেন।
চাঁদ দেখলে যে দোয়া পড়তে হয়ঃ
اللَّهُمَّ أهِلَّهُ عَلَيْنَا بِالأمْنِ وَالإيمانِ، وَالسَّلاَمَةِ وَالإسْلاَمِ، رَبِّي وَرَبُّكَ اللهُ
চাঁদ দেখা দোয়ার বাংলা উচ্চারণঃ
আল্লাহুম্মা আহিল্লাহু আলা-ইনা বিলআমনি ওয়ালঈমানি-ওয়াস সালামাতি ও-য়াল ইসলাম, রব্বি ওয়া রব্বুকাল্লাহ।
দোয়ার বাংলা অর্থঃ
হে আল্লাহ, আপনি ওই চাঁদকে আমাদের ওপর উদিত করেন নিরাপত্তা, ঈমান, শান্তি এবং ইসলামের সাথে।
আমার ও তোমার (চাঁদ) প্রতিপালক একমাত্র আল্লাহ। হেদায়াত এবং কল্যাণের চাঁদ।– (সুনানে তিরমিজি এর ১২২৮ থেকে)
রমজানের শুভেচ্ছা সম্পর্কিত সর্বশেষ
আজকের পোষ্টে আমরা মাহে রমজানের শুভেচ্ছা বার্তা দেওয়ার মতো কিছু নমুনা লেখা ও রমজানের চাঁদ দেখার দোয়া জেনেছি।
আশা করছি আজকের পোস্ট থেকে রমজানের শুভেচ্ছা মেসেজ অর্থাৎ মাহে রমজানের শুভেচ্ছা বার্তা দেওয়ার মতো কিছু লেখা ও রমজানের চাঁদ দেখার দোয়া জেনেছেন।
রমজান ও ইসলাম সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে ভিজিট করুন।
সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।