Last Updated on 8 months by Shaikh Mainul Islam
ভারত পাকিস্তানের রাজনীতির মতোই ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই সবসময় সবার মধ্যে একপ্রকার উত্তেজনা কাজ করে। এরই ধারাবাহিকতায় অনেকেই বিশ্বকাপে ভারত পাকিস্তান পরিসংখ্যান জানতে চায় অনেকেই।
প্রিয় পাঠক, স্বাগত Dainikkantha এর আজকের পোস্ট “বিশ্বকাপে ভারত পাকিস্তান পরিসংখ্যান । ভারত বনাম পাকিস্তান ক্রিকেট পরিসংখ্যান” এ।
আরও পড়ুনঃ ওয়ানডে বিশ্বকাপ কে কতবার নিয়েছে (আপডেট সহ)
আজকের পোস্টে আমরা জানবো, বিশ্বকাপে ভারত পাকিস্তান পরিসংখ্যান এবং ক্রিকেটের শুরু থেকে ভারত পাকিস্তান এর টি টুয়েন্টি, ওয়ানডে এবং টেস্ট ম্যাচের ইতিহাস সম্পর্কে জানবো। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
বিশ্বকাপে ভারত পাকিস্তান পরিসংখ্যান (সকল ফরম্যাট)
চির প্রতিদ্বন্দ্বী দুই দল ভারত পাকিস্তান ক্রিকেট দল। মাঠের বাহিরে রাজনীতি নিয়ে দেশ দুইটির যেমন প্রতিদন্ধিতা তার থেকে কম নয় ক্রিকেটের মাঠে। আর এর ফলেই ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই টানটান উত্তেজনা।
আর এইদিকে ভারত পাকিস্তান ম্যাচে ভারত এবং পাকিস্তানের ক্রিকেট প্রেমিদের পাশাপাশি টানটান উত্তেজনা কাজ করে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের বড় একটি অংশের।
কেউ ভারতের সাপোর্ট করে আবার কেউ বা পাকিস্তানের। নিজ দেশ ব্যতিত এমন ভিন্ন দল নিয়ে উত্তেজনা মাঝে মধ্যে এতটাই চরমে পৌঁছে যায় যে ব্রাজিল আর্জেন্টিনার কাহিনীকেও হার মানায়।
সেসব রাখছি, এখন আমরা জানবো বিশ্বকাপে ভারত পাকিস্তান পরিসংখ্যান কি বলে? কোন দল কোন দিক থেকে এগিয়ে আছে।
ওয়ানডে বিশ্বকাপে ভারত পাকিস্তান পরিসংখ্যান
আইসিসি থেকে আয়োজিত এখন পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপে ভারত পাকিস্তান মোট ৭ বার মুখোমুখি হয়েছে। ৭ টি ম্যাচের ৭ টি ম্যাচ ই ভারত জ্জয় লাভ করেছে।
ওয়ানডে বিশ্বকাপে এখন পাকিস্তান ভারতের বিরুদ্ধে এখন পর্যন্ত জয় লাভ করতে পারে নাই।
ভারত বনাম পাকিস্তান t20 পরিসংখ্যান
আইসিসি থেকে আয়োজিত এখন পর্যন্ত টি টুয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হয় ৮ বার। সেখানে ৭ বার , মুখোমুখি হয় ভারত পাকিস্তান ২ দল।
৭ বার মুখোমুখির মধ্যে ৫ বার জয় লাভ করে ভারত, ১ বার জয়লাভ করে পাকিস্তান এবং ১ বার খেলার ফলফাফল হয়নি অর্থাৎ ড্র হয়েছে।
ভারত বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন ট্রফি পরিসংখ্যান
আইসিসি থেকে আয়োজিত চ্যাম্পিয়ন ট্রফিতে (ওয়ানডে ভার্সন) ভারত পাকিস্তান মোট ৫ বার মুখোমুখি হয়।
এর মধ্যে ভারত ২ বার জয়লাভ করে এবং পাকিস্তান ৩ বার জয়লাভ করে।
চলুন, এক চার্টে আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) আয়োজিত সব ফরম্যাটের ক্রিকেটে তথা ভারত পাকিস্তান পরিসংখ্যান দেখে নেওয়া যাকঃ
ধরণ | ম্যাচ | ভারতের জয় | পাকিস্তানের জয় | ড্র |
---|---|---|---|---|
ওয়ানডে বিশ্বকাপ | ৮ টি | ৮ টি | ০ টি | ০ টি |
টি ২০ বিশ্বকাপ | ৭ টি | ৫ টি | ১ টি | ১ টি |
চ্যাম্পিয়নস ট্রফি | ৫ টি | ২ টি | ৩ টি | ০ টি |
মোট হিসাব | ১৯ টি | ১৪ টি | ৪ টি | ১ টি |
এশিয়া কাপে ভারত পাকিস্তান পরিসংখ্যান (সকল ফরম্যাট)
প্রিয় পাঠক, এসিসি (এশিয়া ক্রিকেট কাউন্সিল) হতে আয়োজিত সব ধরনের ক্রিকেটে ভারত পাকিস্তান মোট ১৮ টি ম্যাচ মুখোমুখি হয়।
আরও পড়ুনঃ বিশ্বকাপ ক্রিকেট ২০২৪ সময়সূচী
এবার আমরা ভারত পাকিস্তান এর এশিয়া কাপে মুখোমুখি হওয়ার ম্যাচের ফলাফল দেখবো।
এশিয়া কাপে ভারত পাকিস্তান ওয়ানডে ম্যাচ পরিসংখ্যান
Asia Cup Onde Day ম্যাচে পাকিস্তান ভারত মোট ১৪ টি ম্যাচ মুখোমুখি হয়। এর মধ্যে ভারত ৮ টি ম্যাচ জয়লাভ করে।
পাকিস্তান ৫ টি ম্যাচ জয়লাভ করে। এবং ১ টি ম্যাচ অসমাপ্ত থেকে ড্র হয়।
এশিয়া কাপে ভারত পাকিস্তান টি টুয়েন্টি পরিসংখ্যান
এশিয়া কাপে টি টুয়েন্টি ফরম্যাটে ভারত পাকিস্তান মোট ৩ বার মুখোমুখি হয়।
এর মধ্যে ভারত ২ বার জয়লাভ করে। এবং পাকিস্তান ১ বার জয়লাভ করে।
Asia Cup টেস্ট চ্যাম্পিয়ন ট্রফিতে ভারত পাকিস্তান পরিসংখ্যান
এশিয়া কাপের টেস্ট চাম্পিয়ন ট্রফিতে ভারত পাকিস্তান মোট ১ বার মুখোমুখি হয়। যেখানে পাকিস্তান ১ টি ম্যাচেই জয়লাভ করে।
এবার চলুন নিচের চার্ট থেকে এশিয়া কাপের সকল ফরম্যাটে ভারত পাকিস্তান মুখোমুখি হওয়া সকল ম্যাচে ফলাফল দেখে নেওয়া যাক।
ধরণ | মোট ম্যাচ | ভারতের জয় | পাকিস্তানের জয় | ড্র |
ওয়ানডে | ১৫ টি | ৯ টি | ৫ টি | ১ টি |
টি টুয়েন্টি | ৩ টি | ২ টি | ১ টি | ০ টি |
টেস্ট চ্যাম্পিয়ন | ১ টি | ০ টি | ১ টি | ০ টি |
মোট ম্যাচ | ১৮ টি | ১০ টি | ৭ টি | ১ টি |
দিপাক্ষিক সিরিজে ভারত পাকিস্তানের পরিসংখ্যান
রাজনৈতিক কারণে খুব বেশি দিপাক্ষিক সিরিজ মাঠে গড়ায়নি এই দুই জনপ্রিয় আলোচিত দলের খেলা।
তবে, ক্রিকেটের শুরু থেকে এই অব্ধি অল্প কিছু দিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয়েছে। তাও অনেক আগেই হয়েছে।
চলুন, ভারত বনাম পাকিস্তান ক্রিকেট পরিসংখ্যান যেনে নেওয়া যাকঃ
দিপাক্ষিক সিরিজে ভারত বনাম পাকিস্তানের ওয়ানডে পরিসংখ্যান
১৯৭০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ভারত বনাম পাকিস্তানের ওয়ানডে সিরিজ খেলার সংখ্যা ১৭ টি। ১৭ টি ওয়ানডে সিরিজের সর্বমোট ম্যাচ ছিল ৬৫ টি।
এর মধ্যে ভারত ২৭ টি ম্যাচে জয়লাভ করে। আর পাকিস্তান জয়লাভ করে ৩৬ টি ম্যাচ। ফলাফল হয়নি ২ টি ম্যাচের।
চলুন নিচের চার্ট থেকে ভারত পাকিস্তান ওয়ানডে দিপাক্ষিক সিরিজের পরিসংখ্যান দেখে নেওয়া যাকঃ
সাল (সিরিজ) | স্থান | মোট ম্যাচ | সিরিজ জয় |
---|---|---|---|
১৯৭৮ – ৭৯ | পাকিস্তান | ৩ ম্যাচ | পাকিস্তান (২/১) |
১৯৮২ – ৮৩ | পাকিস্তান | ৪ ম্যাচ | পাকিস্তান (৩/১) |
১৯৮৩ – ৮৪ | ভারত | ২ ম্যাচ | ভারত (২/০) |
১৯৮৪ – ৮৫ | পাকিস্তান | ২ ম্যাচ | পাকিস্তান (১/০) |
১৯৮৬ – ৮৭ | ভারত | ৬ ম্যাচ | পাকিস্তান (৫/১) |
১৮৮৯ – ৯০ | পাকিস্তান | ৩ ম্যাচ | পাকিস্তান (২/০) |
১৯৯৬ | কানাডা | ৫ ম্যাচ | পাকিস্তান (৩/২) |
১৯৯৭ | কানাডা | ৫ ম্যাচ | ভারত (৪/১) |
১৯৯৭ – ৯৮ | পাকিস্তান | ৩ ম্যাচ | পাকিস্তান (২/১) |
১৯৯৮ | কানাডা | ৫ ম্যাচ | পাকিস্তান (৪/১) |
২০০৩ – ০৪ | পাকিস্তান | ৫ ম্যাচ | ভারত (৩/২) |
২০০৪ – ০৫ | ভারত | ১ ম্যাচ | পাকিস্তান (১/০) |
২০০৪ – ০৫ | ভারত | ৬ ম্যাচ | পাকিস্তান (৪/২) |
২০০৫ – ০৬ | পাকিস্তান | ৫ ম্যাচ | ভারত (৪/১) |
২০০৫ – ০৬ | UAE | ২ ম্যাচ | ড্র (১/১) |
২০০৭ – ০৮ | ভারত | ৫ ম্যাচ | ভারত (৩/২) |
২০১২ -১৩ | ভারত | ৩ ম্যাচ | পাকিস্তান (২/১) |
দিপাক্ষিক সিরিজে টি টুয়েন্টি ফরম্যাটে ভারত পাকিস্তানের পরিসংখ্যান
ভারত পাকিস্তানের মধ্যে টি টুয়েন্টি সিরিজ হিসেবে এক মাত্র দিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয় ২০১২ -১৩ সালে।
এক মাত্র টি টুয়েন্টি সিরিজে ভারত টুরে আসে পাকিস্তান ক্রিকেট দল।
একমাত্র টি টুয়েন্টি সিরিজে ২ টি টি টুয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়।
এর মধ্যে ভারত ১ টি এবং পাকিস্তান একটি ম্যাচ জয়লাভ করে সিরিজে সমতা আনে।
ভারত পাকিস্তান ক্রিকেট সম্পর্কিত FAQS
দুই দলের মধ্যে সব ধরনের ওয়ানডে ম্যাচ হিসেবে দুই দল ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে মোট ৮৮ টি। এর মধ্যে ভারত জয়লাভ করছে ৪৩ টি।
সেই হিসেবে পাকিস্তান এগিয়ে আছে। আর শুধু বিশ্বকাপ ম্যাচে দেখতে গেলে ভারত এগিয়ে আছে।
১৯৪৭ সালে ব্রিটিশ রা অভিব্যক্ত বাংলা ভাগ করে পাকিস্তান এবং ভারত করে দেন।
সেই থেকে দেশ দুইটির মধ্যে রাজনৈতিক সমস্যা লেগেই থাকে। আর তার প্রভাব পড়ে ক্রিকেট এর উপরে।
তাই আগে কিছু দিপাক্ষিক সিরিজ খেললেও এই দল দুইটি এখন আর দিপাক্ষিক সিরিজ খেলে না।
পাকিস্তান বনাম ভারত ক্রিকেট দলের সকল পরিসংখ্যান নিয়ে সর্বশেষ
প্রিয় পাঠক, Dainikkantha এর আজকের পোষ্টে আমরা বিশ্বকাপে ভারত পাকিস্তান পরিসংখ্যান, দিপাক্ষিক সিরিজে ভারত পাকিস্তান পরিসংখ্যান সম্পর্কে সকল তথ্য জেনেছি।
আরও পড়ুনঃ ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান কত
আশা করছি আজকের পোস্ট থেকে চির প্রতিদ্বন্দ্বী দুই দল ভারত এবং পাকিস্তান এর শুরু থেকে এই পর্যন্ত সকল ক্রিকেট ম্যাচের সকল ফলাফল সহ সবকিছু জানতে পেরেছেন।
এরপরেও এই বিষয়ে আরও কিছু জানার থাকলে এই পোষ্টের নিচে কমেন্ট করে জানান।
এবং এই সম্পর্কিত আমাদের আরও পোস্ট পড়তে Cricket Category ভিজিট করুন।
সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।
Great information about Pakistan india world cup update